Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

প্ল্যানে-টারিয়ম এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  প্ল্যানে-টারিয়ম এর বাংলা অর্থ হলো -

(p. 559) plyānē-ṭāriẏama বি. গ্রহনক্ষত্রের অবস্হান গতি প্রভৃতির প্রদর্শশালা।
[ইং. planetarium]।
25)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


প্রোত্-ফুল্ল
(p. 554) prōt-phulla বিণ. অত্যন্ত উত্ফুল্ল বা আনন্দিত। [সং. প্র + উত্ফুল্ল]। 133)
পরা-কৃত
(p. 495) parā-kṛta বিণ. 1 ঘৃণা বা অবজ্ঞা করা হয়েছে এমন, উপেক্ষিত, অবহেলিত; 2 প্রত্যাখ্যাত। [সং. পরা2 + √কৃ + ত]। 13)
পাশা1
পত্র
(p. 488) patra বি. 1 পাতা (পুস্তকের দ্বিতীয় পত্র, বৃক্ষপত্র); 2 ধাতুর পাত, ফলক; 3 চিঠি (পত্রপ্রাপ্তি); 4 লিখিত কাগজ, দলিল (বায়নাপত্র, আদেশপত্র); 5 ছাপানো কাগজ (সংবাদপত্র); 6 পাখির ডানা; 7 (বাং.) সমূহ, প্রভৃতি, ইত্যাদি (বিছানাপত্র, মালপত্র)। [সং. √ পত্ + ত্র]। পত্র করা ক্রি. বি. বিবাহের সম্বন্ধ লিখিতভাবে পাকাপাকি স্হির করা। ̃ পত্রিকা বি. সংবাদপত্রসাময়িক পত্রাদি। ̃ পাঠ বি. চিঠি পড়া। ক্রি-বিণ. (বাং.) পত্র পড়ামাত্র; অবিলম্বে; তত্ক্ষণাত্ (পত্রপাঠ বিদায় দেওয়া)। ̃ পুট বি. গাছের পাতা ইত্যাদি দিয়ে তৈরি ঠোঙা। ̃ বন্ধু বি. যে-বন্ধুর সঙ্গে কেবল চিঠিপত্রেই যোগাযোগ হয়। ̃ বাহ, ̃ বাহক বিণ. বি. লেখকের কাছ থেকে উদ্দিষ্ট ব্যক্তির কাছে লিপি বা চিঠি বহনকারী; ডাক-হরকরা। ̃ বিনিময়, ̃ ব্যবহার বি. চিঠির আদান-প্রদান, চিঠি দেওয়া-নেওয়া। ̃ ভঙ্গ, ̃ রেখা, ̃ লেখা বি. কপালের তিলক বা চিত্ররচনা। ̃ মঞ্জরি বি. গাছের পাতার অগ্রভাগ। ̃ মুদ্রা বি. কাগজের টাকা; নোট। ̃ রথ বি. পাখি। [পত্র (ডানা) + রথ (=রথের তুল্য)]। পত্রাঙ্ক বি. বইয়ের পৃষ্ঠার সংখ্যা। পত্রাঘাত বি. চিঠি লেখা। পত্রাবলি, পত্রালি বি. পত্রসমূহ; পত্রলেখা। পত্রালিকা বি. গোপন বা ক্ষুদ্র পত্র। 23)
পুস্তনি, পুস্তানি
(p. 526) pustani, pustāni বি. মলাট আটকানোর জন্য বইয়ের প্রথম ও শেষ দুটি সাদা ও মোটা পাতা। [ফা. পুস্তা, পুস্তান]। 91)
পই-পই
(p. 483) pi-pi বি. বারংবার, পুনঃপুন (তাকে পইপই করে নিষেধ করা হয়েছে)। [তু. সং. পদে পদে]। 6)
প্রমাণ
(p. 548) pramāṇa বি. 1 সত্যাসত্য বিচারের উপায় বা নিদর্শন; যার দ্বারা নিশ্চয় জ্ঞান লাভ করা যায়; 2 বিশ্বাসের হেতু; 3 সাক্ষ্য, নজির; 4 যথাযথ জ্ঞান; নিশ্চয় বোধ। বিণ. (বাং.) 1 পরিমাণ (আকাশপ্রমাণ, পর্বতপ্রমাণ); 2 পুরো মাপের, পূর্ণ বয়স্কের উপযুক্ত (প্রমাণসাইজ)। [সং. প্র + √ মা + অন]। ̃ ত (-তস্) অব্য. ক্রি-বিণ. প্রমাণ অনুসারে। ̃ পঞ্জি বি. কোনো বিষয়ে প্রমাণস্বরূপ উল্লিখিত গ্রন্হাদির তালিকা। ̃ পত্র বি. দলিল; রসিদ; সার্টিফিকেট। ̃ পুরুষ বি. মধ্যস্হ, যার মতামত বা সিদ্ধান্ত সকলেই মেনে নেয়। ̃ সই বিণ. পূর্ণ পরিমাণ। ̃ সাপেক্ষ বিণ. প্রমাণের দ্বারা যার যাথার্থ্য নির্ণয় করতে হয় যার যাথার্থ্য প্রমাণের উপর নির্ভর করে। ̃ সিদ্ধ বিণ. যথার্থ বলে প্রমাণিত। প্রমাণিত, প্রমাণী-কৃত বিণ. প্রমাণের সাহায্যে যথার্থ বলে স্হিরীকৃত, প্রমাণসিদ্ধ। 44)
প্রতিষ্ঠা
(p. 543) pratiṣṭhā বি. 1 সংস্হাপন (বিদ্যালয় প্রতিষ্ঠা); 2 (ব্রতাদি) উদ্ যাপন ; 3 উত্সর্গ (বৃক্ষ প্রতিষ্ঠা); 4 অবস্হান, যাতে স্হিতি লাভ হয় (কুলপ্রতিষ্ঠা); 5 প্রতিপত্তি, খ্যাতি, গৌরব (সমাজে প্রতিষ্ঠা লাভ)। [সং. প্রতি + √ স্হা + অ + আ]। ̃ তা (-তৃ) বিণ. বি. প্রতিষ্ঠাকারী। স্ত্রী. ̃ ত্রী। ̃ ন বি. 1 সংস্হাপন; 2 বিশেষ উদ্দেশ্যে গঠিত সমিতি বা সংস্হা, institution (শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান); 3 অবস্হান; 4 প্রাচীন ভারতের নগরবিশেষ। ̃ বান (-বত্) বিণ. বিখ্যাত; বিশেষ গৌরবসম্পন্ন (চিকিত্সাশাস্ত্রে দিশবিদেশে প্রতিষ্ঠাবান)। প্রতিষ্ঠিত বিণ. 1 প্রতিষ্ঠা করা হয়েছে এমন (মন্দির প্রতিষ্ঠিত হয়েছে); 2 প্রতিষ্ঠা লাভ করেছে এমন (পসার প্রতিষ্ঠিত); 3 বদ্ধমূল (প্রতিষ্ঠিত বিশ্বাস)। 16)
পুঙ্খ
(p. 523) puṅkha বি. বাণ বা তিরের গোড়া বা মূল। [সং. পুম্স্ + √ খন্ + অ]। পুঙ্খানুপুঙ্খ বিণ. (বাং.) তন্নতন্ন, অতি সূক্ষ্ম (পুঙ্খানুপুঙ্খ বর্ণনা)। 32)
পেয়
(p. 532) pēẏa বিণ. পানের যোগ্য, পানীয় (পেয় শরবত)। বি. জল, দুধ ইত্যাদি পানযোগ্য তরল পদার্থ (খাদ্য-পেয়-র কোনো অভাব ছিল না)। [সং. √ পা + য]। 35)
পিউলি
(p. 519) piuli বি. ফিকে বা ফ্যাকাশে হলুদ রঙের ফুলবিশেষ। [ সং. পিঙ্গলী]। 14)
প্লেন৩
(p. 559) plēna3 বি. বিমানপোত, উড়োজাহাজ। [ইং. plane aeroplane]। 20)
প্রক্ষেপ
পুরা৩
(p. 526) purā3 (সাধু.) বিণ. 1 পরিপূর্ণ (পুরা কলসি); 2 সম্পূর্ণ, অখণ্ড (পুরা বাড়িটাই চাই)। বিণ. পূর্ণভাবে, পুরোপুরি। [সং. পূর্ণ]। 34)
পর-বশ
(p. 488) para-baśa বিণ. 1 পরাধীন (চিরকাল ভাইয়ের পরবশ হয়ে থাকা 2 অধীন (ক্রোধপরবশ হয়ে)। [সং. পর3 + বশ। ̃ তা বি. অন্যের প্রতি বশ্যতা। 152)
পিছা2
(p. 520) pichā2 ক্রি. পিছানো, পিছিয়ে যাওয়া। [বাং. পিছ + আ]। ̃ নো, পিছোনো ক্রি. বি. 1 পিছনদিকে হটে আসা (এতদূর এসে পিছানো অসম্ভব); 2 অন্যের সঙ্গে সমতা রক্ষা করে অগ্রসর হতে না পারা (ইংরেজিতে সে ক্রমশ পিছিয়ে যাচ্ছে); 3 পিছনে হাঁটা; 4 নিরস্ত হওয়া (দাম শুনে পিছিয়ে গেলাম)। বিণ. উক্ত অর্থে। 7)
পিশিত
(p. 522) piśita বি. কাঁচা মাংস। [সং. √ পিশ্ + ত]। 30)
পঁচাশি
পাললিক
পড়ুয়া, পড়ো, পোড়ো
(p. 486) paḍ়uẏā, paḍ়ō, pōḍ়ō বি. ছাত্র, অধ্যয়নকারী ('পোড়ো মোর বিড়ালছানাটি': রবীন্দ্র)। [বাং. পড়া2 + উয়া > ও]। 45)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614718
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227924
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839840
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098897
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916356
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856850
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719468
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649145

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us