Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বপন এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বপন এর বাংলা অর্থ হলো -

(p. 575) bapana বি. 1 বীজরোপণ, বোনা (ধান্যবপন); 2 (অপ্র.) ক্ষৌরকর্ম।
[সং. √ বপ্ + অন]।
কারী
(-রিন্) বিণ. যে রোপণ করে, যে বোনে।
107)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বিপিন
(p. 619) bipina বি. অরণ্য, বন। [সং. √ বেপ্ + ইন্]। ̃ বিহারী (-রিন) বিণ. বনে ভ্রমণকারী। বি. শ্রীকৃষ্ণ। 21)
বিস্বাদ
(p. 630) bisbāda বিণ. 1 স্বাদহীন; 2 খেতে ভালো লাগে না এমন; 3 (আল.) আকর্ষণশূন্য (জীবন এখন বিস্বাদ লাগছে)। [সং. বি + স্বাদ]। 27)
বেঠিক
(p. 633) bēṭhika বিণ. 1 ভুল, ভ্রমপূর্ণ (বেঠিক তথ্য, বেঠিক কথা); 2 অনুপযুক্ত, নির্ভরযোগ্য নয় এমন (বেঠিক লোক)। [ফা. বে + বাং. ঠিক]। 149)
বন
(p. 575) bana বি. বহু বৃক্ষলতাদিযুক্ত স্বল্পালোকিত স্হান, জঙ্গল, অরণ্য, কানন, অটবী। [সং. √ বন্ + অ]। ̃ কপোত বি. বুনো পায়রা। ̃ কুক্কুট বি. বনমোরগ; যে-মোরগ গৃহপালিত নয় এবং বনে বিচরণ করে। ̃ চর, বনে-চর বিণ. বনে বাস বা বিচরণ করে এমন (বনচর প্রাণী, বনচর সন্ন্যাসী)। ̃ চারী (-রিন্) বিণ. বনবাসী, বনে বাস বা বিচরণ করে এমন। ̃ জ, ̃ জাত বিণ. বনে উত্পন্ন (বনজ সম্পদ)। ̃ জঙ্গল বি. ঝোপঝাড়। ̃ জ্যোত্স্না বি. মল্লিকা ফুল। ̃ তুলসী বি. বনে জন্মায় এমন তুলসী গাছবিশেষ। ̃ দেবতা বি. বনের দেবতা। ̃ পাল বি. বনরক্ষক; বনাঞ্চল রক্ষায় নিযুক্ত সরকারি কর্মচারী, বনের তত্ত্বাবধায়ক, conservator of forests (স.প.)। ̃ বাদাড় বি. ঝোপঝাড়, বনজঙ্গল। ̃ বাস বি. 1 বনে বাস; 2 অরণ্যে নির্বাসন। ̃ বাসী (-সিন্) বিণ. অরণ্যে বাস করে এমন। স্ত্রী. ̃ বাসিনী। ̃ বিড়াল বি. অরণ্যচর হিংস্র বিড়ালবিশেষ। ̃ বিবি বি. বনের অধিষ্ঠাত্রী দেবী, বনদেবী। ̃ বিহারী (-রিন্) বি. শ্রীকৃষ্ণ। বিণ. অরণ্যচারী, বনে বিচরণআমোদপ্রমোদ করে এমন। ̃ বীথিকা বি. বৃক্ষশ্রেণিযুক্ত পথ ('দুলিছে পবনে সনসন বনবীথিকা': রবীন্দ্র)। ̃ ভোজ, ̃ ভোজন বি. (বন প্রভৃতি রম্য স্হানে) সংঘবদ্ধভাবে রান্নাখাওয়াদাওয়া, চড়ুইভাতি। ̃ মল্লিকা বি. 1 বেল ফুল, বেলি; 2 কাঠমল্লিকা নামে অতি সুগন্ধি ফুল। ̃ মহোত্সব বি. বৃক্ষরোপণ উত্সব। ̃ মানুষ বি. মানুষের আকৃতিবিশিষ্ট বনচর বানরবিশেষ। ̃ মালা বি. 1 বনফুল দিয়ে গাঁথা মালা; 2 নানা ফুলে গাঁথা আজানুলম্বিত মালা। ̃ মালী (-লিন্) বি. (বনমালা শোভিত) শ্রীকৃষ্ণ। ̃ মোরগ বি. বনকুক্কুট, যে-মোরগ বনে বিচরণ করে। ̃ রাজি বি. বনশ্রেণি, বনের সারি। ̃ শ্রী বি. 1 বনরাজি; বনানী; বনের শ্রী। ̃ স্পতি বি. 1 বট অশ্বত্থ প্রভৃতি যেসব গাছে ফল হয় কিন্তু ফুল হয় না; 2 বনের পতি বা কর্তা বলে পরিগণিত হওয়ার যোগ্য অতি বিশাল বৃক্ষ। ̃ স্হ বিণ. বনে অবস্হিত বা জাত। 61)
বারি1, বারী
(p. 602) bāri1, bārī বি. 1 হাতি বাঁধার দড়ি বা স্হান ('বারী-মাঝে নাদে গজ শ্রবণ বিদারি': মধু); 2 জলপাত্র, কলসি। [সং. √ বৃ + ণিচ্ + ই, ঈ]। 28)
বুজা, বোজা
(p. 633) bujā, bōjā ক্রি. বি. 1 বন্ধ বা নিমীলিত করা বা হওয়া (চোখ বুজে থাকো); 2 ভরাট করা বা হওয়া (গর্ত বুজেছে)। বিণ. উক্ত দুই অর্থে। [বাং. √ বুজ্ + আ]। ̃ নো ক্রি. বি. বন্ধ বা নিমীলিত করা বা করানো; ভরাট করা বা করানো (গর্ত বোজানো)। বিণ. উক্ত উভয় অর্থে। 12)
বাবরি
(p. 600) bābari বি. সিংহের কেশরের মতো বড়ো ও কোঁকড়ানো চুল; কাঁধ পর্যন্ত লম্বা কোঁকড়া চুল। [ফা. ববর (=সিংহ) + বাং. ই]। বাবরি-কাটা বিণ. বাবরির মতো কোঁকড়ানো। 10)
ব্যস্ত
বিনির্দেশ
(p. 618) binirdēśa বি. বিশেষভাবে নির্দিষ্ট করা specification (বি.প) [সং. বি + নির্দেশ]। বিণ. বিনির্দিষ্ট। 11)
বর্ধাপন
বাগ্-দণ্ড
(p. 591) bāg-daṇḍa বি. তিরস্কার, গালিগালাজ। [সং. বাচ্ + দণ়্ড]। 47)
বিচ
(p. 610) bica বি. মধ্য। ক্রি-বিণ. মধ্যে। [হি. বিচ]। 8)
বুলি
(p. 633) buli বি. 1 বোল, বাক্য, ভাষা (বিদেশি বুলি, ইংরেজি বুলি); 2 অস্পষ্ট বা আধো-আধো ভাষা বা কথা (পাখির বুলি, শিশুর বুলি ফোটা); 3 মুখস্হ ভাষা বা কথা, মুখস্হ গত্ (বুলি আওড়ানো)। [হি. বোলী]। 48)
বাদক
(p. 598) bādaka দ্র বাদন। 7)
বেদম
(p. 633) bēdama বিণ. 1 দম ফুরিয়ে গেছে এমন (ছুটে ছুটে বেদম হয়ে পড়েছে); 2 শ্বাসরোধী, ঊর্ধ্বশ্বাস (বেদম ছুট); 3 নিঃশ্বাস ফেলারও সময় পাওয়া যায় না এমন, নিরবকাশ (বেদম কাজ); 4 শ্বাস বা প্রাণবায়ু বার করে দেয় এমন মারাত্মক (বেদম প্রহার); 5 শ্বাস নেওয়ার জন্যও থামে না এমন (বেদম খাওয়া, বেদম ভোজন)। [ফা. বে + দম]। 183)
বল্লভ
বিস্তর
(p. 630) bistara বিণ. 1 (সং.) সমূহ; 2 বিশেষ বর্ণন; 3 বাগ্বিস্তার (অলমতিবিস্তরেণ); 4 বিস্তার; 5 (বাং.) প্রচুর, অনেক, ঢের (বিস্তর খরচ, বিস্তর দেরি)। [সং. বি + √ স্তৃ + অ]। 19)
বহিস্ত্বক
(p. 589) bahistbaka বি. দেহের চামড়ার বাইরের অংশ। [সং. বহিস্ + ত্বক্]। 15)
বৃত
বত্সাদনী
(p. 575) batsādanī বি. গুলঞ্চ লতা, গুড়ুচী। [সং. বত্স + অদন + ঈ]। 40)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614701
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227900
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839805
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098881
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856843
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719458
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us