Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বহিস্হ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বহিস্হ এর বাংলা অর্থ হলো -

(p. 589) bahisha দ্র বহিঃ।
16)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বিবিজান
(p. 621) bibijāna দ্র বিবি। 14)
বাই-সাইকেল, বাই-সিকল
বেসালি
(p. 642) bēsāli বি. দুধ দোয়াবার জন্য বা জ্বাল দেবার জন্য মাটির হাঁড়ি বা ভাঁড়। [পো. vasilha]। 53)
বাঁটুল1
(p. 591) bān̐ṭula1 বি. 1 খেলার গুলি বা বল; 2 লোহা বা সিসের তৈরি ছোটো বল যা গুলতি ইত্যাদিতে ব্যবহার করা হয়। [সং. বর্তুল]। 17)
বন্দিশ
বিনা1
(p. 616) binā1 অব্য. ভিন্ন, ছাড়া, ব্যতীত (বিনা প্রমাণে, বিনামূল্যে, 'দুঃখ বিনা সুখভোগ হয় কি মহীতে')। [সং. বি + না]। বিনা বাক্যব্যয়ে ক্রি-বিণ. কোনো কথা না বলে (বিনা বাক্যব্যয়ে পিতার আদেশ মেনে নিল)। বিনা বাধায় ক্রি-বিণ. কোনো বাধা না পেয়ে, অপ্রতিহতভাবে। ̃ মূল্যে ক্রি-বিণ. কোনো মূল্য ছাড়াই, মাগনা। 43)
ব্লটিং-পেপার
(p. 654) blaṭi-mpēpāra বি. শোষক কাগজ, চোষকাগজ, বাড়তি বা অতিরিক্ত কালি শুষে নেয় এমন কাগজ। [ইং. blotting paper]। 5)
বৈরূপ্য
(p. 644) bairūpya বি. 1 বিরূপতা; 2 বিকৃতি। [সং. বিরূপ + য]। 66)
বেপাত্তা
(p. 641) bēpāttā বিণ. নিরুদ্দেশ, নিখোঁজ, যার কোনো সন্ধান জানা নেই (আসামি বেপাত্তা)। [ফা. বে + বাং. পাত্তা ( হি. পতা)]। 11)
বামাক্ষী
(p. 600) bāmākṣī বিণ. সুলোচনা, সুন্দর চোখবিশিষ্টা। [সং. বাম2 + অক্ষি + ঈ]। 23)
বিদূষণ
(p. 614) bidūṣaṇa বি. 1 অপবাদ নিন্দা বা দোষ দেওয়া; 2 অপবাদ, নিন্দা; 3 দূষিত বা কলুষিত করা (জলবায়ুর বিদূষণ)। [সং. বি + √ দূষি + অন]। বিদূষিত বিণ. দূষিত বা কলূষিত হয়েছে এমন। 25)
বিভাবন
বিধৃত
বগল
(p. 573) bagala বি. 1 বাহুমূল, বাহুমূলের নিম্নদেশ, কক্ষ; 2 পার্শ্ব; 3 সামীপ্য, নৈকট্য। [ফা. বগল্]। ̃ দাবা বিণ. 1 বগলে চেপে ধরা বা চেপে রাখা হয়েছে এমন; 2 (আল.) বাগানো হয়েছে এমন, আত্মসাত্ (বইখানা বগলদাবা করেছে); 3 গোপনে অপহৃত। বগল বাজানো ক্রি. বি. 1 আনন্দ প্রকাশের জন্য বগলে করতল চেপে শব্দ করা; 2 (অশি.) জয়োল্লাস বা উল্লাস প্রকাশ করা। 45)
বিদ্যা
(p. 614) bidyā বি. 1 অধ্যয়ন অনুশীলন প্রভৃতির দ্বারা লব্ধ জ্ঞান; 2 পাণ্ডিত্য; 3 দক্ষতা; 4 শাস্ত্র ('যে বিদ্যা শিখিনু তাহা চিরদিন ধরে, অন্তরে জাজ্জ্বল্য থাকে': রবীন্দ্র; চিকিত্সাবিদ্যা, পদার্থবিদ্যা); 5 তত্ত্বজ্ঞান (ব্রহ্মবিদ্যা); 6 সরস্বতীদেবী (বিদ্যার আরাধনা); 7 দুর্গাদেবী, ভগবতীদেবী (দশমহাবিদ্যা)। [সং. √ বিদ্ + য + আ]। ̃ কেন্দ্র, ̃ য়-তন বি. বিদ্যালয়, যেখানে শিক্ষা দেওয়া হয়। ̃ চর্চা বি. বিদ্যা বা শাস্ত্রাদির অনুশীলন। ̃ দাতা (-তৃ) বি. শিক্ষক, গুরু। স্ত্রী.̃ দাত্রী। ̃ দান বি. শিক্ষা দেওয়া, অধ্যাপনা। ̃ দায়িনী বি. বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। ̃ দিগ্-গজ বি. 1 দিগ্বিজয়ী পণ্ডিত; 2 (বিদ্রুপে) অতিমূর্খ। ̃ দেবী বি. সরস্বতী দেবী। ̃ ধর বি. স্বর্গের গায়করূপে বর্ণিত দেবযোনিবিশেষ। স্ত্রী. ̃ ধরী। ̃ নিকেতন বি. বিদ্যালয়। ̃ নিধি, ̃ র্ণব, ̃ সাগর বি. 1 প্রগাঢ় পাণ্ডিত্য; 2 সংস্কৃত পণ্ডিতের উপাধিবিশেষ। ̃ নু-রাগ বি. বিদ্যার প্রতি শ্রদ্ধাআগ্রহ। ̃ নু-রাগী (-গিন্) বিণ. বিদ্যার প্রতি আগ্রহশীল। স্ত্রী. ̃ নু-রাগিণী। ̃ পীঠ, ̃ মন্দির বি. বিদ্যালয়, শিক্ষাকেন্দ্র। বিদ্যা ফলানো ক্রি. বি. বিদ্যা জাহির করা। ̃ বত্তা বি. পাণ্ডিত্য। ̃ বান বিণ. পণ্ডিত. বিদ্বান। স্ত্রী. ̃ বতী। ̃ বিনোদ, ̃ বিশারদ, ̃ ভূষণ, ̃ রত্ন, ̃ লংকার বি. 1 অতি পণ্ডিত ব্যক্তি; 2 সংস্কৃত পণ্ডিতের উপাধিবিশেষ। ̃ বিহীন, ̃ হীন বিণ. মূর্খ, অশিক্ষিত। স্ত্রী. ̃ বিহীনা, ̃ হীনা। ̃ ব্যবসায়ী (-য়িন্) বিণ. বি. অর্থের বিনিময়ে বিদ্যা দান করে এমন; বেতনভোগী শিক্ষক। ̃ ভ্যাস বি. বিদ্যাচর্চা, বিদ্যাশিক্ষা। ̃ য়তন বি. বিদ্যালয়া। ̃ রম্ভ বি. শিক্ষার শুরু, হাতে-খড়ি। ̃ র্জন বি. বিদ্যাশিক্ষা। ̃ র্থী (-র্থিন্) বিণ. বিদ্যালাভে আগ্রহী। বি. 1 ছাত্র; 2 শিষ্য। স্ত্রী. ̃ র্থিনী। ̃ লয় বি. বিদ্যাশিক্ষার কেন্দ্র, শিক্ষাকেন্দ্র; স্কুল। ̃ লাপ বি. শাস্ত্র আলোচনা। ̃ শ্রম বি. বিদ্যালয়। ̃ হীন বিণ. অশিক্ষিত, মূর্খ। 39)
ব্রজ
(p. 652) braja বি. 1 গোষ্ঠ (ব্রজবিহারী); 2 পথ ('বৃন্দাবনের ব্রজে ব্রজে', পদব্রজে); 3 সমূহ (গিরিব্রজ); 4 শ্রীকৃষ্ণের বাল্যলীলাভূমি বলে বর্ণিত মথুরার নিকটবর্তী গ্রামবিশেষ (ব্রজের কানাই)। [সং. ব্রজ্ + অ]। ̃ .কিশোর, ̃ .দুলাল, ̃ .বল্লভ, ̃ .মোহন, ̃ .রাজ, ̃ .সুন্দর বি. শ্রীকৃষ্ণ। ̃ .কিশোরী, ̃ .সুন্দরী বি. শ্রীরাধা। ̃ .বুলি বি. বৈষ্ণব পদাবলি-সাহিত্য ব্যবহৃত প্রাচীন মৈথিলি কবি বিদ্যাপতির ভাষার অনুকরণে সৃষ্ট কৃত্রিমমিশ্রভাষাবিশেষ। ̃ .ভাষা বি. হিন্দিভাষার শাখাবিশেষ। ̃ .লীলা বি. ব্রজধামে শ্রীকৃষ্ণের মধুর লীলা। ব্রজাঙ্গনা বি. ব্রজগ্রামের অধিবাসিনী গোপনারী। ব্রজেন্দ্র, ব্রজেশ্বর বি. শ্রীকৃষ্ণ। ব্রজেশ্বরী বি. শ্রীরাধা। ব্রজ্যা বি. ভ্রমণ, পর্যটন। 18)
বেলা1
(p. 642) bēlā1 বি. বেলফুল, মল্লিকা। [প্রাকৃ. বেল্লি বাং. বেল + আ]। 21)
বর্তুল
(p. 580) bartula বিণ. গোলাকার, বৃত্তের মতো, spherical. বি. 1 গোলক; গোলাকার বস্তু, sphere; 2 বাঁটুল, বল। [সং. √ বৃত্ + উল]। 121)
বিধা
(p. 616) bidhā বি. 1 প্রকার, রকম (-বিধ দ্র); 2 ব্যবস্থা (সুবিধা)। [সং. √ বিধ্ + অ + আ]। 14)
বীজ
(p. 630) bīja বি. 1 শস্যাদির বিচি বা আঁটি যা থেকে অঙ্কুর উত্পন্ন হয়; 2 সংরক্ষিত শস্য যা রোপণ করে নতুন ফসল উত্পাদন করা হয় (ধান্যবীজ); 3 জীবাণু (রোগের বীজ); 4 মূল কারণ (বিবাদের বীজ, হিংসার বীজ); 5 সন্তানোত্পাদক শুক্র বা বীর্য। [সং. বি + √ জন্ + অ]। ̃ ক বি. বীজ। ̃ কোষ বি. ফুলের যে অংশে বীজ থাকে। ̃ ঘ্ন বিণ. জীবাণুনাশক, disinfectant (বি. প.)। ̃ তলা বি. খেতের যে নির্দিষ্ট জায়গায় চারা জন্মানো হয়। ̃ ধান বি. নতুন বীজ উত্পাদনের উপযোগী ধান। ̃ পত্র বি. বীজদল, উদ্ভিদ-ভ্রুণের দুই পাশের মোটা পদার্থ। ̃ পুরুষ বি. বংশের প্রবর্তক বা আদিপুরুষ। ̃ বারক বিণ. জীবাণুর উত্পত্তি নিবারণ করে এমন, antiseptic (বি. প.)। ̃ বারণ বি. জীবাণুর উত্পত্তি নিবারণ। 55)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577767
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185482
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785544
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026479
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901086
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848113
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708582
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620131

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us