Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বট্-ঠাকুর এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বট্-ঠাকুর এর বাংলা অর্থ হলো -

(p. 575) baṭ-ṭhākura বি. (কথ্য) ভাশুর।
[বাং. বড়2 + ঠাকুর]।
8)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বিবেক
ব্যাজ2
(p. 648) byāja2 বি. 1 ছল ('কি কাজে এ ব্যাজ আমি বুঝিতে না পারি': মধু.); 2 কপটতা; 3 বিঘ্ন; 4 (বাং.) বিলম্ব; 5 সুদ। [সং. বি + √ অজ্ +অ]। ̃ স্তুতি বি. 1 কপট স্তুতি; 2 (অল.) নিন্দাচ্ছলে স্তুতি বা স্তুতিচ্ছলে নিন্দারূপ অলংকার-যথা 'অতি বড় বৃদ্ধ পতি সিদ্ধিতে নিপুণ': ভা. চ.)। ব্যাজোক্তি বি. ছলপূর্ণ কথা; ছল দ্বারা প্রকৃত বক্তব্যকে গোপন করা। 62)
বাত2
বরফট্টাই
বিরোধ
বক্তা
(p. 573) baktā (-ক্তৃ) বিণ. বি. 1 বক্তৃতাকারী (সভায় দুজন বক্তা ছিলেন); 2 উক্তিকারী (সে-ই এই বক্তব্যের বক্তা); 3 বাক্পটু (তুমি হলে গিয়ে বক্তা লোক, তোমার সঙ্গে কথায় পারব না)। [সং. √ বচ্ + তৃ]। 25)
বিনত
(p. 616) binata বিণ. 1 নিচু হয়ে আছে এমন, অবনত, নত; 2 প্রণত; 3 নম্র (বিনত ভঙ্গি)। [সং. বি + নত]। বিনতা বিণ. বিনত -র স্ত্রীলিঙ্গ। বি. কশ্যপমুনির পত্নী। বিনতা-নন্দন, বৈনতেয় বি. বিনতার পুত্র অরুণ ও গরুড়। বিনতি বি. 1 প্রণতি; 2 নম্রতা, বিনয়; 3 বিনয়পূর্বক নিবেদন, অনুনয়। 35)
বিধিত্সা
(p. 616) bidhitsā বি. বিধান করার বা ব্যবস্থা করার ইচ্ছা। [সং. বি + √ ধা + সন্ + অ + আ]। বিধিত্সু বিণ. বিধান করতে ইচ্ছুক। 21)
বিচরণ
(p. 610) bicaraṇa বি. ইতস্তত ভ্রমণ বা চলাফেরা। [সং. বি + √ চর্ + অন]। ̃ কারী (-রিন্) বিণ. ইতস্তত ভ্রমণকারী। ̃ শীল বিণ. ইতস্তত চলে-ফিরে বেড়াচ্ছে এমন। 12)
বাঞ্ছন
(p. 595) bāñchana দ্র বাঞ্ছা।
বার-দরিয়া
(p. 602) bāra-dariẏā বি. বহিঃসমুদ্র, সমুদ্র বা বিশাল নদীর তীর থেকে দূরের অংশ। [বাং. বার1 + দরিয়া]। 6)
বৃষ্টি
(p. 633) bṛṣṭi বি. 1 মেঘ থেকে জলের পতন, বর্ষণ; 2 মেঘ থেকে পতিত জল (বৃষ্টিতে ভেজা); 3 উপর থেকে ছড়িয়ে দেওয়া (পুষ্পবৃষ্টি); 4 উপর থেকে বৃষ্টির মতো নীচে পড়া (পুষ্পবৃষ্টি)। [সং. √বৃষ্ + তি]। ̃ পাত বি. মেঘ থেকে বারিবর্ষণ। ̃ বাদল বি. বর্ষা, বর্ষাবাদল (বৃষ্টিবাদলে বাইরে না বেরোনোই ভালো)। ̃ বিন্দু বি. বৃষ্টির জলের ফোঁটা। ̃ মাপক যন্ত্র বি. যে যন্ত্রে বৃষ্টির পরিমাণ মাপা হয়। ̃ স্নাত বিণ. বৃষ্টির জলে সম্পূর্ণ সিক্ত। ̃ হীন বিণ. বৃষ্টি নেই এমন (এ-মাসে একটা বৃষ্টিহীন দিন পাওয়া গেল না)। 82)
বেরি-বেরি
বার্য1
(p. 602) bārya1 বিণ. জলসম্বন্ধীয়। [সং. বারি + য]। 54)
ব্যাকুল
বোদা
(p. 646) bōdā বিণ. বিস্বাদ। [দেশি]। 32)
বিশ্ব
(p. 627) biśba বি. পৃথিবী ও তার বাইরের গ্রহনক্ষত্রসমন্বিত সমস্ত স্থান, ব্রহ্মাণ্ড; পৃথিবী, ভূবন, জগত্। বিণ. সর্ব, সমগ্র, যাবতীয় (বিশ্বসংসার, বিশ্বমানব)। [সং. √ বিশ্ + ব]। ̃ কবি বি. পৃথিবীর শ্রেষ্ঠ বা অন্যতম শ্রেষ্ঠ কবি, যে কবির কাব্য সমগ্র পৃথিবীর সমাদরের যোগ্য। &tilde ; কর্মা (-র্মন্) বি. দেবশিল্পী, যাবতীয় শিল্পের অধিদেবতা। &tilde ; কেতু বি. মদন, কামদেব। ̃ কোষ, ̃ কোশ বি. পৃথিবীর সমস্ত বিষয়ের তথ্যকোষ বা অভিধান, emcyclopaedia, ̃ গ্রাসী (-সিন্) বিণ. সমগ্র পৃথিবীকে গ্রাস করতে চায় এমন (বিশ্বগ্রাসী ক্ষুধা)। ̃ চক্র বি. বিশ্বজগত্, চরাচর। ̃ চরাচর বি. স্থাবর-জঙ্গমাদিসহ মানবজাতি। ̃ জনীন বিণ. 1 পৃথিবীর সমস্ত মানুষ সম্বন্ধীয় (বিশ্বজনীন কল্যাণচিন্তা); 2 সর্বজনহিতকর। বি. যজ্ঞবিশেষ। বি. ̃ জনীনতা। ̃ জোড়া বিণ. পৃথিবীব্যাপী ('বিশ্বজোড়া ফাঁদ পেতেছ': রবীন্দ্র)। ̃ তোমুখী বিণ. সর্বতোমুখী; সর্বাত্মক (বিশ্বতোমুখী প্রতিভা)। ̃ ত্রাস বিণ. পৃথিবীর সমস্ত লোককে যে ভীত করে। ̃ দেব বি. 1 অগ্নি; 2 বিশ্বের দেবতা; 3 গণদেবতাবিশেষ। ̃ নাথ বি. 1 জগদীশ্বর; 2 মহাদেব। ̃ নিন্দুক (অপ্র.) ̃ নিন্দক বিণ. সবার বা সমস্ত বিষয়ের নিন্দাকারী, সবকিছুকেই যে নিন্দা করে। ̃ পরিক্রমা বি. সমগ্র পৃথিবী ভ্রমণ বা পরিক্রমা। ̃ পা বি. 1 জগত্পালক, পরমেশ্বর; 2 সূর্য; 3 চন্দ্র; 4 অগ্নি। ̃ পাতা (-তৃ) বিণ. বি. জগত্পালক। ̃ প্রকৃতি বি. সমগ্র বিশ্ব; বিশ্বের প্রকৃতি। ̃ প্রেম বি. সর্বজনের প্রতি সমান প্রেম বা প্রীতি। ̃ প্রেমিক বিণ. বি. বিশ্বের সকল মানুষপ্রাণীকে ভালোবাসে এমন। ̃ বকা, ̃ বকাট, ̃ বকাটে, ̃ বখা, ̃ বখাটে বিণ. যত্পরোনাস্তি ফাজিল বা বখে-যাওয়া। ̃ বাসী (-সিন্) বিণ. জগদ্বাসী, জগতে বাসকারী (বিশ্ববাসী প্রাণী)। বি. জগতের সমগ্র মানবজাতি। ̃ বিখ্যাত বিণ. সারা পৃথিবীতে খ্যাত। ̃ বিজয়ী বিণ. সমগ্র পৃথিবীকে জয়কারী। ̃ বিদ্যালয় বি. সর্বপ্রকার বিদ্যাশিক্ষার জন্য উচ্চতম প্রতিষ্ঠান, university. ̃ বিধাতা (-তৃ) বি. সৃষ্টিকর্তা, ঈশ্বর। ̃ বিমোহন, ̃ বিমোহী (-হিন্) বিণ. সমগ্র জগত্-মুগ্ধকারী। স্ত্রী. ̃ বিমোহিনী। &tilde বিশ্রুত বিণ. সারা জগতে প্রসিদ্ধ। ˜ বীক্ষা বি. সমগ্র বিশ্ব সম্পর্কে জ্ঞান বা অভিজ্ঞতা। ̃ ব্যাপী (-পিন্) বিণ. পৃথিবীর সকল স্হানে বিস্তৃত, সর্বত্র বর্তমান। ̃ ব্রহ্মাণ্ড বি. সমস্ত জগত্, ত্রিভুবন। ̃ ভাষা বি. পৃথিবীর সকল স্হানেরমানুষের মধ্যে প্রচলিত একই ভাষা ̃ ভ্রাতৃত্ব বি. পৃথিবীর সমস্ত লোকের মধ্যে ভ্রাতৃবত্ সৌহার্দ্য। ̃ মৈত্রী বি. বিশ্বের সমস্ত মানুষে মানুষে বন্ধুত্ব। ̃ ম্ভর বিণ. বি. বিশ্বকে যিনি ধারণ করেন। ̃ ম্ভরা বি. পৃথিবী। ̃ যুদ্ধ বি. সমগ্র পৃথিবী জুড়ে যুদ্ধ। ̃ রূপ, ̃ মূর্তি বি. অনন্তরূপী, যে এক দেহের মধ্যে সমস্ত পৃথিবী প্রতিফলিত হয়; বিরাটরূপী নারায়ণ, পরমেশ্বর। ̃ লোক, ̃ সংসার বি. নিখিল জগত্। ̃ শান্তি বি. পৃথিবীর সব দেশের মানুষের শান্তি। ̃ সাহিত্য বি. বিশ্বের সাহিত্য; সর্বদেশকালোপযোগী সাহিত্য। 20)
ব্যালট
(p. 651) byālaṭa বি. ভোটপত্র, যে কাগজে চিহ্ন বা ছাপ এঁকে ভোট দেওয়া হয়। [ইং. ballot]। ̃ পেপার বি. ভোটপত্র। 32)
বেসুর
(p. 642) bēsura বি. ভুল সুর ('বেসুরে ধরিনু গান': য. সে.)। বিণ. 1 সঠিক সুরের বহির্ভূত; সুর ঠিক থাকে না বা ঠিক রাখতে পারে না এমন; 2 শ্রুতিকটু। [ফা. বে + বাং. সুর]। বেসুরো বিণ. 1 সঠিক সুরের বহির্ভূত; 2 সুর ঠিক থাকে না বা ঠিক রাখতে পারে না এমন (বেসুরো বাঁশি); 3 শ্রুতিকটু (বেসুরো গান); 4 ব্যাহত, খাপছাড়া বা অসহ্য (বেসুরো জীবন)। 55)
বল্লম
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577853
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185617
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785707
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026770
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901129
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848126
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708612
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620248

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us