Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বাঙ্গলা, বাঙ্গাল, বাঙ্গালা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বাঙ্গলা, বাঙ্গাল, বাঙ্গালা এর বাংলা অর্থ হলো -

(p. 591) bāṅgalā, bāṅgāla, bāṅgālā যথাক্রমে বাংলা, বাঙালবাংলা -র বর্জি. বানানভেদ।
84)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বেলশুঁঠ
(p. 642) bēlaśun̐ṭha দ্র বেল5। 20)
ব্রাহ্মী
বিবদ-মান
(p. 619) bibada-māna বিণ. 1 বিবাদ বা কলহ করছে এমন; 2 বিরুদ্ধমতাবলম্বী (বিবদমান গোষ্ঠীগুলি)। [সং. বি + √ বদ্ + আন (মান)]। স্ত্রী. বিবদ-মানা। 40)
বেশর
(p. 642) bēśara বি. (প্রা. বাং.) স্ত্রীলোকের নাকের অলংকারবিশেষ ('নাসার বেশর পরশ করিয়া ঈষত্ মধুর হাসে': চণ্ডী)। [দেশি]। 40)
ব্যব-হার
(p. 648) byaba-hāra বি. 1 আচরণ (বন্ধুর মতো ব্যবহার); 2 আইন (ব্যবহারজীবী); 3 মামলা, মোকদ্দমা; 4 প্রয়োগ (ওষুধ ব্যবহার); 5 কাজে প্রয়োগ (জিনিসটা ব্যবহার করে দেখো); 6 বিষয়কর্ম; 7 (বিরল) বাণিজ্য; 8 (আঞ্চ.) উপহার, লৌকিকতার জন্য প্রদত্ত বস্তু। [সং. বি + অব + √ হৃ + অ]। ̃ জীবী (-বিন্) বি. উকিল, ব্যারিস্টার প্রভৃতি আইনজীবী। ̃ দেশক বি. আটর্নি বা সলিসিটর (স.প.)। ̃ বিধি বি. 1 আইনশাস্ত্র; 2 স্মৃতিশাস্ত্র; 3 কোনো জিনিসের প্রয়োগবিধি। ̃ যোগ্য বিণ. ব্যবহার করা বা কাজে লাগানো যায় এমন, ব্যবহার্য। ̃ শাস্ত্র বি. 1 আইনগ্রন্হ; 2 স্মৃতিগ্রন্হ। ব্যাবহারিক, ব্যবহারিক বিণ. 1 প্রয়োগ বা ব্যবহার সম্বন্ধীয়, কাজে লাগানো যায় এমন, applied; 2 আইনবিষয়ক; 3 সাংসারিক (ব্যাবহারিক জীবন); 4 (দর্শ.) অবাস্তব অথচ ব্যবহারের ক্ষেত্রে মূল্য আছে এমন (ব্যাবহারিক সত্য)। ব্যবহর্তব্য, ব্যবহার্য বিণ. ব্যবহারযোগ্য; ব্যবহার করতে হবে এমন। ব্যব-হর্তা (-র্তৃ) বিণ. 1 ব্যবহারকারী; 2 বিচারক। ব্যব-হৃত বিণ. ব্যবহার করা হয়েছে এমন। 39)
বাস্তুক
(p. 605) bāstuka দ্র বাস্তু। 32)
বরাটক, বরাটিকা
(p. 580) barāṭaka, barāṭikā বি. কর্পদক, কড়ি। [সং. বর + √ অট্ + অ + ক, আ]। 64)
বিসদৃশ
বাঙ্মুখ, বাঙ্-মুখ
(p. 591) bāṅmukha, bāṅ-mukha বি. ভূমিকা, বক্তব্য বা বক্তৃতার সূচনা। [সং. বাচ্ + মুখ]। 88)
বহির্গমন
(p. 580) bahirgamana বি. বাইরে যাওয়া, বহির্গত হওয়া; নির্গমন। [সং. বহিস্ + গমন]।
বকবক
বোম্বাই
বেটা
(p. 633) bēṭā বি. 1 পুত্র, ছেলে (বাপের বেটা); 2 (আদরে) শিশপুত্র, খোকা (বেটা বেশ হাঁটতে শিখেছে); 3 (অবজ্ঞায় বা ভর্ত্সনায়) পুরুষ লোক (এক বেটা, সে বেটা গেল কোথায়?)। বিণ. পুরুষজাতীয় (বেটা ছেলে)। [প্রাকৃ. বিট (=পুত্র) হি. বেটা]। স্ত্রী. বেটি। ̃ চ্ছেলে বি. (গালিতে) নচ্ছার লোক, পাজি লোক। ̃ ছেলে বি. পুত্রসন্তান; পুরুষমানুষ। 144)
ব্যায়াম
ব্যাঘ্র
বোনাই
(p. 646) bōnāi দ্র বোন। 41)
বৈদূর্য
(p. 644) baidūrya বি. গাঢ় বা কালচে পীতবর্ণ মণিবিশেষ, নীলকান্তমণি। [সং. বিদূর + য]। 31)
বুক1
(p. 633) buka1 বি. 1 পাঁজর দিয়ে ঘেরা দেহের উপরাংশের সামনের দিক, বক্ষস্হল (বুকের ব্যথা); 2 বুকের ছাতি (বুক ফুলিয়ে দাঁড়াও); 3 হৃদয়, অন্তর (বুকভরা ভালোবাসা)। [সং. বক্ষঃ, বুক্ক]। বুক কাঁপা ক্রি. বি. ভয়ে কাঁপা (আমার বুক কাঁপছে)। বুক চাপড়ানো ক্রি. বি. শোকপ্রকাশ করে বারবার বুকে চাপড় মারা। বুক চিতানো ক্রি. বি. সাহস বা দম্ভ প্রকাশ করা। ̃ জল বি. বুক পর্যন্ত ডোবে এমন গভীর জল। বুক জুড়ানো ক্রি. বি. মনে শান্তি পাওয়া। ̃ জুড়ানো বিণ. মনে শান্তি দেয় এমন (বুকজুড়ানো ধন)। ̃ জোড়া বিণ. বুক বা অন্তর জুড়ে থাকে এমন (বুকজোড়া ধন)। বুক ঠোকা ক্রি. বি. বুকে আঘাত করে সাহস প্রকাশ করা বা মনে সাহস আনা। ̃ ডন বি. ব্যায়ামের প্রক্রিয়াবিশেষ। বুক ঢিপ ঢিপ করা ক্রি. বি. ভয়ে হৃত্স্পন্দন বেড়ে যাওয়া। বুক দশ হাত হওয়া, বুক ফুলে ওঠা ক্রি. বি. গর্বিত বা আনন্দিত হওয়া; খুব উত্সাহিত হওয়া। বুক দিয়ে পড়া ক্রি. বি. যথাসাধ্য সাহায্য করতে এগিয়ে আসা। বুক ফাটা ক্রি. বি. (দুঃখে বা বেদনায়) অন্তর বিদীর্ণ হওয়া। বুক ফাটে তো মুখ ফোটে না অন্তরের গোপন কথা বা বাসনা প্রবল ইচ্ছাসত্ত্বেও মুখে উচ্চারিত না হওয়া। ̃ ফাটা বিণ. অত্যন্ত বেদনাদায়ক, হৃদয়বিদারক (বুকফাটা কান্না)। বুক ফোলানো ক্রি. বি. গর্বিত ভাব প্রকাশ করা। বুক বাঁধা ক্রি. বি. বিপদে ধৈর্য ও সাহস অবলম্বন করা। বুক ভাঙা ক্রি. বি. অত্যন্ত মনঃকষ্ট হওয়া, উত্সাহ ও আশা নষ্ট হওয়া। ̃ ভাঙা বিণ. 1 আশা ও উত্সাহ নষ্ট হয়েছে এমন; 2 মর্মান্তিক। বুক শুকানো ক্রি. বি. ভয়ের জন্য সাহস বা উত্সাহ দূর হওয়া; অত্যন্ত নিরুত্সাহ হওয়া। বুকে ঢেকির পাড় পড়া ক্রি. বি. 1 ভয়ে হৃত্স্পন্দন বেড়ে যাওয়া; 2 হিংসায় অত্যন্ত মনঃকষ্ট হওয়া। বুকেপিঠে করে মানুষ করা ক্রি. বি. অত্যন্ত আদরযত্নে লালনপালন করা। বুকে বসে দাড়ি ওপড়ানো ক্রি. বি. আশ্রয়দাতার বা প্রতিপালকের অনিষ্ট। বুকে বাঁশ ডলা ক্রি. বি. খুব নির্যাতন করা। বুকের পাটা বি. 1 বুকের ছাতি; 2 (আল.) সাহস; 3 দুঃসাহস ('তবু কালী বলে ডাকি, সাবাস আমার বুকের পাটা': রা. প্র.)। বুকের রক্ত চুষে খাওয়া ক্রি. বি. (আল.) অত্যাচার করে মৃত্যু বা সর্বনাশের দিকে ঠেলে দেওয়া। বুকের রক্ত দিয়ে ক্রি-বিণ. অন্যের উপকারের জন্য নিজের ক্ষতি স্বীকার করে। বুকে হাত দিয়ে বলা ক্রি. বি. সাহসের সঙ্গে বা বিবেকের নির্দেশ মেনে বলা। বুকে হাঁটা ক্রি. বি. হামাগুড়ি দেওয়া। 2)
বিজলি, (বর্জি.) বিজলী
ব্যাপী
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534936
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140478
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730691
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942902
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883585
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838492
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696667
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603087

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us