Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিমর্ষ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বিমর্ষ এর বাংলা অর্থ হলো -

(p. 621) bimarṣa বি. 1 অসন্তোষ; 2 অসহিষ্ণুতা; 3 (অল.) সংস্কৃত নাটকের পাঁচটি 'সন্ধি'অন্যতম।
বিণ. (বাং.) বিষণ্ণ, দুঃখিত (দুঃসংবাদ শুনে বিমর্ষ হওয়া)।
[সং. বি + √ মৃষ্ (ক্ষমা করা) + অ]।
তা বি. বিষণ্ণতা।
62)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বহির্দ্বার
(p. 589) bahirdbāra বি. সদর দরজা। [সং. বহিস্ + দ্বার]। 4)
বাঙালি
বাগ্-দেবী, বাগ্দেবী
(p. 591) bāg-dēbī, bāgdēbī বি. বাক্শক্তির অধিষ্ঠাত্রী দেবী অর্থাত্ সরস্বতী। [সং. বাচ্ + দেবী]। 52)
বিপিন
(p. 619) bipina বি. অরণ্য, বন। [সং. √ বেপ্ + ইন্]। ̃ বিহারী (-রিন) বিণ. বনে ভ্রমণকারী। বি. শ্রীকৃষ্ণ। 21)
বান্ত
(p. 599) bānta বিণ. বমি করে বার করা হয়েছে এমন, উদ্গীর্ণ। [সং. √বম্ + ত]। 25)
বিঁধা, বেঁধা
(p. 605) bin̐dhā, bēn̐dhā ক্রি. বি. 1 বিদ্ধ হওয়া, ফোটা (কাঁটা বেঁধে পায়); 2 ছিদ্র করা (কান বেঁধা হবে); 3 বেঁধানো। বিণ. উক্ত সব অর্থে। [সং. √ বিধ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 বিদ্ধ করা বা করানো, ফুটিয়ে দেওয়া বা দেওয়ানো; 2 ছিদ্র করা বা করানো। বিণ. উক্ত উভয় অর্থে। 73)
বিশোষণ
(p. 627) biśōṣaṇa বি. বিশেষভাবে শোষণ, তরল পদার্থ শুষে আপন অঙ্গীভূত করা, absorption (বি.প.)। [সং. বি + শোষণ]। বিশোষিত বিণ. বিশেষভাবে শোষিত, absorbed. 19)
বাধা2
(p. 599) bādhā2 বি. 1 ব্যাঘাত, বিঘ্ন, প্রতিবন্ধ (কাজে বাধা, কথায় বাধা পড়া, বাধা অতিক্রম); 2 নিষেধ (দৈবের বাধা, নিয়তির বাধা); 3 উপদ্রব। [সং. √ বধ্ + অ + আ]। ̃ দান বি. বাধা দেওয়া, বিঘ্ন সৃষ্টি করা (অন্যের কাজে বাধাদান)। ̃ নিষেধ বি. বারণ, মানা, নিষেধ। ̃ প্রাপ্ত বিণ. ব্যাহত, বাধা পেয়েছে এমন (গতি বাধাপ্রাপ্ত হওয়া)। ̃ বন্ধ বি. 1 বাধা, প্রতিবন্ধ; 2 নিষেধ। ̃ বিঘ্ন বি. ব্যাঘাত, বাধা। 4)
বিনা2
(p. 616) binā2 ক্রি. বিনানো, রচনা করা, বানানো। [সং.√ বর্ণ্ + বাং. আ]। ̃ নো, বিননো ক্রি. বি. 1 বেণি রচনা করা; 2 জড়িয়ে বেণির মতো করা; 3 ধীরে ধীরে বিস্তারিত করে বর্ণনা করা বা বিলাপ করা (বিনিয়ে বিনিয়ে বলা)। বিণ. জড়িয়ে বেণির মতো করা হয়েছে এমন। 44)
বিবাগি, (বর্জি.) বিবাগী
(p. 621) bibāgi, (barji.) bibāgī বিণ. 1 উদাসীন ('বল কার লাগি হয়েছ বিবাগী': নজরুল); 2 সংসারত্যাগী; 3 ভোগসুখে বিমুখ; 4 দেশত্যাগী। [সং. বি + বাং. বাগ2 + ই-তু. ফা. বেগানহ্]। 4)
ব্যাসার্ধ
(p. 652) byāsārdha দ্র ব্যাস। 8)
বিস্ফার, বিস্ফারণ
বাস-স্হান
(p. 605) bāsa-shāna বি. 1 নিবাস, আবাস, বাস; 2 বাসগৃহ (বাসস্হান নির্মাণ করা)। [সং. বাস2 + স্হান]। 15)
বার্ণিক
(p. 602) bārṇika বি. 1 লেখক, লিপিকর, scribe; 2 চিত্রকর। [সং. বর্ণ + ইক]। 44)
বক্র
(p. 573) bakra বিণ. 1 বাঁকা, সোজা বা সরল নয় এমন (বক্রপথ, বক্রগতি); 2 কুটিল (বক্র ইঙ্গিত, বক্রকটাক্ষ)। বি. 1 বাঁক, মোড়; 2 (বিরল) মঙ্গলগ্রহ। [সং. √ বঙ্ক্ + র]। ̃ গামী (-মিন্) বিণ. বাঁকা পথে চলে এমন। ̃ গ্রীব বিণ. যার বাঁকা গলা। ̃ ণ বি. বক্রীকরণ। ̃ তা বি. বাঁকাভাব, অসরলতা; বাঁক। ̃ দংষ্ট্র বিণ. বাঁকা দাঁতযুক্ত। ̃ দৃষ্টি বি. বাঁকা চাহনি বা কুটিল চাহনি; কটাক্ষ। বিণ. বাঁকা চাহনিযুক্ত। ̃ নাস বিণ. (টিয়া প্রভৃতি পাখির মতো) বাঁকা নাকওয়ালা। ̃ রেখা বি. বাঁকা রেখা, যে রেখা সরল বা সোজা নয়। বক্রাক্ষ বিণ. টেরা, বাঁকা দৃষ্টিযুক্ত। বক্রিমা (-মন্) বি. বক্রতা। 29)
বেল৪
ব্রেস-লেট
(p. 652) brēsa-lēṭa বি. নারীর হাতের অলংকারবিশেষ। [ইং. bracelet]। 46)
বুনা2, বোনা2
(p. 633) bunā2, bōnā2 ক্রি. বি. 1 বয়ন করা; সুতো বা পশম দিয়ে কাপড় ইত্যাদি তৈরি করা (উল বোনা); 2 মাদুর, জাল ইত্যাদি তৈরি করা (মাদুর বোনা, পাটি বোনা, জাল বোনা)। [ সং. বয়ন্]। বুনান, বুনানি, বুনন, বুননি, বুনুনি বি. 1 বস্ত্রাদির বয়নকার্য বা বয়নকৌশল; 2 বস্ত্রাদির জমি; 3 বয়নের মজুরি। ̃ নো ক্রি. বি. অন্যের দ্বারা বোনার কাজ করানো। বিণ. উক্ত অর্থে। 34)
বর্গ
(p. 580) barga বি. 1 দেশ, জাতি (প্রাণীবর্গ); 2 সমূহ (মনুষ্যবর্গ); 3 গণ (স্বজনবর্গ); 4 বর্ণমালার স্পর্শবর্ণসমূহের শ্রেণি (ক-বর্গ, ত-বর্গ); 5 (গণি.) সমান দুই রাশির গুণ (বর্গফল); 6 গ্রন্হের ভাগ বা অধ্যায় (গ্রন্হের প্রথম বর্গ)। [সং. √ বৃজ্ + অ]। ̃ কিলো-মিটার বি. আয়তনের পরিমাণবিশেষ, square kilometer. ̃ ক্ষেত্র বি. যে ক্ষেত্রের দৈর্ঘ্যপ্রস্হ সমান, square. ̃ গজ বি. square-yard.̃ ফল বি. একটি সংখ্যাকে তার সমান রাশি দ্বারা গুণনের ফল। ̃ ফুট বি. square foot. ̃ মাইল বি. square mile. ̃ মিটার বি. square meter. ̃ মূল বি. নিজদ্বারা গুণিত হয়ে যে রাশি কোনো রাশি উত্পন্ন করেছে, বর্গের মূল সংখ্যা। বর্গাকার বিণ. দৈর্ঘ্যপ্রস্হ সমান এমন (বর্গাকার ক্ষেত্র)। বর্গীয়, বর্গ্য বিণ. বর্গসম্বন্ধীয়। বর্গীয় বর্ণ (ব্যাক.) বি. ক থেকে ম পর্যন্ত পাঁচটি বর্গে বিভক্তি যে কোনো বর্ণ। 85)
বনেদ, বনেদি
(p. 575) banēda, banēdi যথাক্রমে বনিয়াদবনিয়াদি -র কথ্য রূপ। বনিয়াদ দ্র। 80)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577525
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185204
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785274
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1025936
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901004
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848077
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708493
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619856

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us