Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিশেষীকরণ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বিশেষীকরণ এর বাংলা অর্থ হলো -

(p. 627) biśēṣīkaraṇa বি. বিশেষভাবে চিহ্নিত করা।
[সং. বিশেষ + ঈ + √ কৃ + অন]।
বিণ. বিশেষীকৃত।
14)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বিষ
(p. 627) biṣa বি. 1 যে পদার্থ দেহে প্রবেশ করলে মৃত্যু বা স্বাস্হ্যহানি ঘটে, গরল, হলাহল (সাপের বিষ, রোগের বিষ); 2 (আল.) অতি অপ্রীতিকর বস্তু বা ব্যক্তি (দুচোখের বিষ); 3 (আল.) হিংসা দ্বেষ প্রভৃতি মনোবৃত্তি (মনের বিষ)। [সং. √ বিষ্ + অ]। ̃ কণ্ঠ বি. 1 বিষের মতো অসহ্য কণ্ঠস্বর বা ভাষা; 2 শিব। বিণ. বিষের মতো অসহ্য কণ্ঠস্বরবিশিষ্ট। ̃ কন্যা বি. যে নারীর সংস্পর্শে বা সহবাসে মৃত্যু অবশ্যম্ভাবী। ̃ কাঁটালি বি. অতি বিষাক্ত লতাবিশেষ, belladonna. ̃ কুম্ভ বি. 1 বিষে পূর্ণ কলসি; 2 (আল.) যে ব্যক্তির অন্তর বিষে পূর্ণ। ̃ ক্রিয়া বি. দেহের মধ্যে বিষের প্রভাব। ̃ ঘ্ন বিণ. বিষক্রিয়ানাশক। ̃ ণ বি. বিষসঞ্চার, poisoning (বি. প.)। বিষ ঝাড়া ক্রি. বি. ওঝা কর্তৃক মন্ত্রাদি দ্বারা বিষ বার করা। ̃ দ বিণ. বিষদায়ক। ̃ দন্ত, (কথ্য) ̃ দাঁত বি. 1 সাপের যে দাঁতের গোড়ায় বিষের থলি থাকে; 2 (আল.) দন্ত বা অহংকারের মূল কারণ বা শক্তি। ̃ দিগ্ধ বিণ. বিষের দ্বারা লিপ্ত, বিষ-মাখা। স্ত্রী. ̃ দিগ্ধা। ̃ দুষ্ট বিণ. বিষাক্ত। ̃ দৃষ্টি, ̃ নয়ন বি. হিংস্র বা হিংসাপূর্ণ দৃষ্টি; কুনজর; অত্যন্ত বিদ্বেষ। ̃ ধর বিণ. (প্রধানত দাঁতে) বিষ ধারণ করে এমন, সবিষ। বি. 1 যে সাপের দাঁতে বিষ আছে; 2 সাপ। ̃ নাশক বিণ. বিষের ক্রিয়া নষ্ট করে এমন। ̃ বিষ নেই তার কুলোপানা চক্কর বিষহীন সাপের ফণার মতো মাথা তুলে আস্ফালন। ̃ প্রয়োগ বি. হত্যার উদ্দেশ্যে কারও দেহের ভিতরে বিষ প্রবেশ করানো। ̃ ফল বি. বিষাক্ত ফল। ̃ ফোড়া বি. অত্যন্ত যন্ত্রণাদায়ক ছোটো ফোড়াবিশেষ। ̃ বত্ বিণ. বিষের মতো (বিষবত্ পরিত্যাগ করা)। ̃ বিদ্যা বি. দেহ থেকে বিষ বার করার বিদ্যা। ̃ বৃক্ষ বি. 1 বিষফলের বৃক্ষ; 2 (আল.) যা বা যাকে লালন করলে ধ্বংসের কারণ হয়। ̃ বৈদ্য বি. বিষক্রিয়ার চিকিত্সক; রোজা। বিষ মরা ক্রি. বি. 1 বিষ নষ্ট হওয়া; 2 (আল.) তেজ নষ্ট হওয়া (এত ঘা খেয়েও লোকটার বিষ মরে না)। বিষ মারা ক্রি. বি. 1 বিষ নষ্ট করা; 2 (আল.) তেজ নষ্ট করে দেওয়া। ̃ মুখ বি. বিষযুক্ত মুখ। বিণ. কটুভাষী। ̃ হর বিণ. বিষনাশক। স্ত্রী. ̃ হরা। ̃ হরী বি. (স্ত্রী.) মনসাদেবী। 35)
বেমানান
(p. 641) bēmānāna বিণ. 1 মানায় না এমন (বেমানান আচরণ); 2 অশোভন; 3 বেখাপ্পা (বেমানান পোশাক)। [ফা. বে + বাং. মানান]। 23)
বীত
(p. 630) bīta বিণ. অতীত, বিগত, চলে গেছে বা দূর হয়েছে এমন, অপগত (বীতশোক, বীতরাগ, বীতকাম)। [সং. বি + √ ই + ত]। ̃ কাম বিণ. কামনাবর্জিত। ̃ নিদ্র বিণ. নিদ্রাহীন ('রয়েছি বীতনিদ্র চোখে': নী. চ.)। ̃ ভয় বিণ. ভয়মুক্ত। ̃ রাগ বিণ. অনাসক্ত; বিমুখ; বিরক্ত। ̃ শোক বিণ. শোকমুক্ত। ̃ শ্রদ্ধা বিণ. শ্রদ্ধা বা আস্হা হারিয়েছে এমন; বিরক্ত। ̃ স্পৃহ বিণ. স্পৃহাহীন; বিরক্ত। 67)
বরেন্দ্র, বরেন্দ্র-ভূমি
বাচ্য
বালেন্দু
(p. 602) bālēndu বি. শুক্লা প্রতিপদের চাঁদ। [সং. বাল + ইন্দু]। 86)
বাগাড়ম্বর
(p. 591) bāgāḍ়mbara বি. ফাঁকা কথার ঘটা, বড়ো বড়ো কথা। [সং. বাচ্ + আড়ম্বর]। 61)
বাহ্যেন্দ্রিয়
বকলম
বিনিয়োগ
বাক্
(p. 591) bāk (বাচ্) বি. 1 বাক্য, শব্দ, কথা (বাক্সর্বস্ব); 2 বিদ্যা; 3 সরস্বতী (বাগ্দেবী); 4 বাগিন্দ্রিয়। [সং. √ বচ্+ ক্বিপ্]। ̃ কলহ বি. ঝগড়া; তর্কাতর্কি। ̃ চাতুরী, ̃ চাতুর্য বি. 1 কথা বলার দক্ষতা; 2 ছলনাপূর্ণ কথা। ̃ ছল বি. 1 কথার কৌশল; 2 দ্ব্যর্থক কথা; 3 ছলনাপূর্ণ কথা। ̃ পটু বিণ. কথা বলতে দক্ষ। ̃ পতি বি. বাগীশ; বাচস্পতি। ̃ পারুষ্য বি. কর্কশ বা রূঢ় কথা; অপমানকর উক্তি, কটূক্তি। ̃ প্রণালী বি. কথা বলার কায়দা বা রীতি। ̃ প্রপঞ্চ বি. কথার ধাঁধা বা হেঁয়ালি। ̃ বিতণ্ডা বি. তর্কাতর্কি, কথা কাটাকাটি; ঝগড়া। ̃ রোধ বি. কথা বলার শক্তি লোপ; কথা বা স্বর বন্ধ হওয়া। ̃ শক্তি বি. কথা বলার ক্ষমতা। ̃ সংযম বি. মিতভাষিতা। ̃ সর্বস্ব বিণ. কেবল কথা বলতেই ওস্তাদ এমন। ̃ সিদ্ধা। ̃ স্ফূর্তি বি. কথা বার হওয়া। ̃ স্বাধীনতা বি. কথা বলার বা মত প্রকাশের স্বাধীনতা। 33)
বিশেষীকরণ
(p. 627) biśēṣīkaraṇa বি. বিশেষভাবে চিহ্নিত করা। [সং. বিশেষ + ঈ + √ কৃ + অন]। বিণ. বিশেষীকৃত। 14)
বালুকা
(p. 602) bālukā বি. বালি, সিকতা। [সং. √ বল্ + উক + আ]। ̃ বেলা বি. বালুময় তটভূমি, বালুময় তীর। 83)
বেজুত
বিক্রীড়িত
(p. 605) bikrīḍ়ita বি. নানাপ্রকার খেলা। [সং. বি + √ ক্রীড়্ + ত]। 110)
বিশিষ্ট
বাজ2
(p. 595) bāja2 বি. বজ্র, অশনি। [সং. বজ্র]। 8)
বটা
(p. 575) baṭā ক্রি. (আঞ্চ.) হওয়া (তুমি কে বট, তুই কে বটিস, আমি রাজা বটি)। [সং. √ বৃত্ + বাং. আ]। 10)
বিভঙ্গ
বংশোদ্ভব, বংশোদ্ভূত
(p. 572) baṃśōdbhaba, baṃśōdbhūta বিণ. বংশজাত, বংশজ, বংশে জন্ম হয়েছে এমন (উচ্চ বংশোদ্ভব পুরুষ)। [সং. বংশ + উদ্ভব, উদ্ভূত]। 25)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535150
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140631
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730936
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943141
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883652
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838520
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603110

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us