Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বুনুনি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বুনুনি এর বাংলা অর্থ হলো -

(p. 633) bununi দ্র বুনা2।
36)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বর্বর
ব্যষ্টি
(p. 648) byaṣṭi বি. 1 পৃথক পৃথক ভাব, স্ব স্ব ভাব; 2 পৃথক পৃথক ব্যক্তি, সমষ্টির বিপরীত (ব্যষ্টিকে নিয়েই সমষ্টি)। [সং. বি + √ অস্ + তি]। 45)
বর্ণিত
(p. 580) barṇita দ্র বর্ণন। 107)
বক্সিং
(p. 573) baksi বি. ঘুসোঘুসির লড়াই বা প্রতিযোগিতা। [ইং. boxing]। 37)
বীজ
(p. 630) bīja বি. 1 শস্যাদির বিচি বা আঁটি যা থেকে অঙ্কুর উত্পন্ন হয়; 2 সংরক্ষিত শস্য যা রোপণ করে নতুন ফসল উত্পাদন করা হয় (ধান্যবীজ); 3 জীবাণু (রোগের বীজ); 4 মূল কারণ (বিবাদের বীজ, হিংসার বীজ); 5 সন্তানোত্পাদক শুক্র বা বীর্য। [সং. বি + √ জন্ + অ]। ̃ ক বি. বীজ। ̃ কোষ বি. ফুলের যে অংশে বীজ থাকে। ̃ ঘ্ন বিণ. জীবাণুনাশক, disinfectant (বি. প.)। ̃ তলা বি. খেতের যে নির্দিষ্ট জায়গায় চারা জন্মানো হয়। ̃ ধান বি. নতুন বীজ উত্পাদনের উপযোগী ধান। ̃ পত্র বি. বীজদল, উদ্ভিদ-ভ্রুণের দুই পাশের মোটা পদার্থ। ̃ পুরুষ বি. বংশের প্রবর্তক বা আদিপুরুষ। ̃ বারক বিণ. জীবাণুর উত্পত্তি নিবারণ করে এমন, antiseptic (বি. প.)। ̃ বারণ বি. জীবাণুর উত্পত্তি নিবারণ। 55)
বৈকাল
বিজিত
(p. 611) bijita দ্র বিজয়। 42)
বিকিনি
বাল
(p. 602) bāla বি. 1 বালক; 2 শিশু (বালক্রীড়া, বালভাষিত)। [সং. √ বল্ + অ]। স্ত্রী. বালা। ̃ কাণ্ড বি. রামায়ণে রামচন্দ্রের বাল্যরচিতবিষয়ক অধ্যায়, রামায়ণের আদিকাণ্ড। ̃ ক্রীড়া বি. শিশুদের খেলা, ছেলেখেলা। ̃ খিল্য বি. আঙুলের মতো ক্ষুদ্রকায় পৌরাণিক ঋষিবিশেষ সংখ্যায় যাঁরা ছিলেন ষাট হাজার। ̃ গোপাল বি. বালক শ্রীকৃষ্ণ। ̃ চর্যা বি. শিশুপালন। ̃ চাপল্য বি. শিশুসুলভ চপলতা। ̃ বাচ্চা বি. ছোটো ছেলেমেয়ে, ছেলেপুলে। [হি. বাল সং. বাল + বাচ্চা]। ̃ বিধবা বি. বালিকা অবস্হায় বিধবা হয়েছে এমন রমণী। ̃ বৈধব্য বি. বালিকাবস্হায় বৈধব্যদশা। ̃ ভোগ বি. বালগোপালের প্রাতঃকালীন ভোগ। ̃ ভোগ্য বিণ. শিশুদের উপভোগের যোগ্য। ̃ শশী (শশিন্) বি. শুক্লপক্ষের দ্বিতীয়ার চাঁদ। ̃ সুলভ বিণ. বালকের পক্ষে বা শিশুর পক্ষে স্বাভাবিক এমন, বালকোচিত। ̃ সূর্য বি. প্রভাতের নবোদিত সূর্য। 61)
বিস-মিল্লা, বিস-মিল্লাহ্
ব্যাটারি
(p. 648) byāṭāri বি. বিদ্যুত্ উত্পাদনসঞ্চালন করে এমন যন্ত্রবিশেষ। [ইং. battery]। 64)
বিশে, (অপ্র.) বিশা
(p. 627) biśē, (apra.) biśā বি. মাসের কুড়ি তারিখ। বিণ. কু়ড়ি তারিখের (বিশে চৈত্র)। [বাং. বিশ + আ এ]। 11)
বুনট
বিচার
(p. 610) bicāra বি. 1 ভেবেচিন্তে দেখা, বিবেচনা (ব্যাপারটা তোমার বিচারের উপরই ছেড়ে দিলাম); 2 যুক্তি প্রয়োগের দ্বারা স্বরূপনির্ণয়; 3 সিদ্ধান্তে উপনীত হওয়া, মীমাংসা, নিষ্পত্তি; 4 সত্য-মিথ্যা, হার-জিত, ন্যায়অন্যায় প্রভৃতি নিরূপণ; 5 রায় (আদালতের বিচার); 6 শুচিতার বাতিক, অতিরিক্ত বাছ (এঁটোর বিচার)। [সং. বি + √ চর্ + অ]। ̃ ক, ̃ কর্তা (-র্তৃ), ̃ পতি বি. যিনি বিচার করেন; জজ। ̃ ক্ষম বিণ. সুবিচার করতে সমর্থ। ̃ ণ, ̃ ণা বি. 1 বিচারকার্য; 2 বিবেচনা। ̃ ণীয়, বিচার্য বিণ. যুক্তির দ্বারা নিরুপণীয়; নির্ণয় বা বিচার করতে হবে এমন, বিবেচ্য (বিচার্য বিষয়)। ̃ ফল বি. বিচারকের রায় বা সিদ্ধান্ত। ̃ বিবেচনা বি. বিশেষভাবে চিন্তাবিচার। ̃ বিহীন, ̃ শূন্য বিণ. 1 ন্যায়বিচার-রহিত; 2 অবিবেচক। ̃ বুদ্ধি বি. যুক্তির দ্বারা ভালো-মন্দ, ন্যায়-অন্যায় বা কর্তব্য-অকর্তব্য নিরূপণের ক্ষমতা; বিবেচনা করার ক্ষমতা। ̃ ব্যবস্হা বি. আদালতের মাধ্যমে বিচারের পদ্ধতিনিয়মকানুন। ̃ সাপেক্ষ বিণ. কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে বিচার করে দেখার প্রয়োজন আছে এমন; বিচারবিবেচনার যোগ্য। বিচারা ক্রি. (কাব্যে) বিচার বা বিবেচনা করা ('বিচারিল মনে')। বিচারাধীন বিণ. বিচারবিবেচনা করা হচ্ছে বা হবে এমন; বিচার্য। বিচারালয় বি. যেখানে বিচার করা হয়, আদালত, ধর্মাধিকরণ। বিচারিত বিণ. বিচার করা হয়েছে এমন, মীমাংসিত; বিবেচিত। বিচারী (-রিন্) বিণ. বিচারকারী। বিচার্য বিণ. বিচার করতে হবে বা করা উচিত এমন; বিবেচনীয়। 16)
বৈকল্য
বস্তু
(p. 580) bastu বি. 1 জিনিস, পদার্থ (ঘন বস্তু); 2 সার, সার পদার্থ (তাঁর বক্তৃতায় মধ্যে বস্তু কিছু ছিল না); 3 সত্য; 4 যা ঘটে বা প্রত্যক্ষ হয় (বস্তুতন্ত্র, 'বস্তুপিণ্ড সূক্ষ্ম হতে স্হূলেতে': সু. রা.)। [সং. √ বস্ + তু]। ̃ কণা বি. পদার্থের অর্থাত্ জড় পদার্থের ক্ষুদ্র অংশ। ̃ গত বিণ. 1 বাস্তব, যথার্থ, objective (বস্তুগত বর্ণনা); 2 বৈষয়িক, material (বস্তুগত আনুকূল্য)। ̃ গত্যা ক্রিবিণ. প্রকৃতপক্ষে। ̃ জগত্ বি. জ়ড়জগত্। ̃ ত (বর্জি.) ̃ তঃ অব্য. ক্রি-বিণ. প্রকৃতপক্ষে, বাস্তবিকপক্ষে (তিনি বস্তুত এ কাজ করতে পারেন না)। ̃ তত্ত্ব বি. বস্তু বা পদার্থসম্বন্ধীয় বিদ্যা বা শাস্ত্র। ̃ তন্ত্র বি. বস্তুতান্ত্রিকতা, বাস্তব বা ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়কে প্রাধান্যদান, realism. ̃ তন্ত্রী (ন্ত্রিন্), ̃ তন্ত্রীয়, ̃ তান্ত্রিক বিণ. 1 বস্তুতন্ত্রমূলক (বস্তুতন্ত্রী দৃষ্টিভঙ্গি); 2 বস্তুতন্ত্রবাদী, বস্তুতন্ত্রে বিশ্বাসী। ̃ নিষ্ঠা বি. বাস্তববাদিতা, বস্তুতন্ত্রে বিশ্বাসী। ̃ নিষ্ঠা বি. বাস্তববাদিতা; প্রকৃত ঘটনার প্রতি বিশ্বস্ততা। ̃ নিষ্ঠ বিণ. বাস্তববাদী; সত্যনিষ্ঠ। ̃ পরি-মাণ বি. একটি বস্তুতে নিহিত পদার্থ, mass. বস্তুপমা বি. অর্থালংকারবিশেষ। ̃ বাদী (-দিন্) বিণ. জড়বাদী। 228)
বারক
(p. 600) bāraka দ্র বারণ2। 52)
বাতাহত
(p. 596) bātāhata বিণ. প্রবল বায়ুর দ্বারা আহত বা আন্দোলিত (বাতাহত লতা)। [সং. বাত2 + আহত]। 50)
বেদাঙ্গ
বেতো
(p. 633) bētō বিণ. 1 বাতরোগগ্রস্ত (বেতো শরীর); 2 (প্রধানত বার্ধক্যের ফলে) অথর্ব (বেতো ঘোড়া)। [বাং. বাত + উয়া ও]। 176)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577781
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185510
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785579
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026520
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901093
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848116
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708592
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620152

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us