Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বেশি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বেশি এর বাংলা অর্থ হলো -

(p. 642) bēśi বি. 1 আধিক্য (বেশি চাই না, এর আর কমবেশি কী?); 2 অধিকাংশ পরিমাণ (বেশিটাই নষ্ট হয়ে গেছে)।
বিণ. অধিক, খুব (বেশি কথা, বেশি গরম)।
[ফা. বেশ + বাং. ই]।
42)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বাহা2, বাওয়া
(p. 605) bāhā2, bāōẏā ক্রি. বি. 1 চালানো (নৌকা বাওয়া, 'কোনদিকে যে বাইব তরী': রবীন্দ্র); 2 অতিক্রম করা ('ভাবিতে ভাবিতে ফুটপাত বাহিয়া চলিল': বিভূতি; গাল বেয়ে অশ্রু পড়ে, গাছ বেয়ে ওঠা, সিঁড়ি বেয়ে উপরে যাওয়া)। [সং. √ বহ্ + ণিচ্ + বাং. আ]। 37)
বলয়
বিচয়, বিচয়ন
(p. 610) bicaẏa, bicaẏana বি. 1 বেছে নিয়ে একত্র করা; 2 সংগ্রহ; 3 অনুসন্ধান; 4 ফুল ইত্যাদি চয়ন। [সং. বি + √ চি + অ, অন]। বিচিত বিণ. একত্রীকৃত; সংগৃহীত; অনুসন্ধিত; চয়িত। 11)
বাল
(p. 602) bāla বি. 1 বালক; 2 শিশু (বালক্রীড়া, বালভাষিত)। [সং. √ বল্ + অ]। স্ত্রী. বালা। ̃ কাণ্ড বি. রামায়ণে রামচন্দ্রের বাল্যরচিতবিষয়ক অধ্যায়, রামায়ণের আদিকাণ্ড। ̃ ক্রীড়া বি. শিশুদের খেলা, ছেলেখেলা। ̃ খিল্য বি. আঙুলের মতো ক্ষুদ্রকায় পৌরাণিক ঋষিবিশেষ সংখ্যায় যাঁরা ছিলেন ষাট হাজার। ̃ গোপাল বি. বালক শ্রীকৃষ্ণ। ̃ চর্যা বি. শিশুপালন। ̃ চাপল্য বি. শিশুসুলভ চপলতা। ̃ বাচ্চা বি. ছোটো ছেলেমেয়ে, ছেলেপুলে। [হি. বাল সং. বাল + বাচ্চা]। ̃ বিধবা বি. বালিকা অবস্হায় বিধবা হয়েছে এমন রমণী। ̃ বৈধব্য বি. বালিকাবস্হায় বৈধব্যদশা। ̃ ভোগ বি. বালগোপালের প্রাতঃকালীন ভোগ। ̃ ভোগ্য বিণ. শিশুদের উপভোগের যোগ্য। ̃ শশী (শশিন্) বি. শুক্লপক্ষের দ্বিতীয়ার চাঁদ। ̃ সুলভ বিণ. বালকের পক্ষে বা শিশুর পক্ষে স্বাভাবিক এমন, বালকোচিত। ̃ সূর্য বি. প্রভাতের নবোদিত সূর্য। 61)
বিমৃষ্ট
(p. 621) bimṛṣṭa বিণ. বিবেচিত; বিচারিত। [সং. বি + √ মৃশ্ + ত]। 78)
বেয়-নেট
বন
(p. 575) bana বি. বহু বৃক্ষলতাদিযুক্ত স্বল্পালোকিত স্হান, জঙ্গল, অরণ্য, কানন, অটবী। [সং. √ বন্ + অ]। ̃ কপোত বি. বুনো পায়রা। ̃ কুক্কুট বি. বনমোরগ; যে-মোরগ গৃহপালিত নয় এবং বনে বিচরণ করে। ̃ চর, বনে-চর বিণ. বনে বাস বা বিচরণ করে এমন (বনচর প্রাণী, বনচর সন্ন্যাসী)। ̃ চারী (-রিন্) বিণ. বনবাসী, বনে বাস বা বিচরণ করে এমন। ̃ জ, ̃ জাত বিণ. বনে উত্পন্ন (বনজ সম্পদ)। ̃ জঙ্গল বি. ঝোপঝাড়। ̃ জ্যোত্স্না বি. মল্লিকা ফুল। ̃ তুলসী বি. বনে জন্মায় এমন তুলসী গাছবিশেষ। ̃ দেবতা বি. বনের দেবতা। ̃ পাল বি. বনরক্ষক; বনাঞ্চল রক্ষায় নিযুক্ত সরকারি কর্মচারী, বনের তত্ত্বাবধায়ক, conservator of forests (স.প.)। ̃ বাদাড় বি. ঝোপঝাড়, বনজঙ্গল। ̃ বাস বি. 1 বনে বাস; 2 অরণ্যে নির্বাসন। ̃ বাসী (-সিন্) বিণ. অরণ্যে বাস করে এমন। স্ত্রী. ̃ বাসিনী। ̃ বিড়াল বি. অরণ্যচর হিংস্র বিড়ালবিশেষ। ̃ বিবি বি. বনের অধিষ্ঠাত্রী দেবী, বনদেবী। ̃ বিহারী (-রিন্) বি. শ্রীকৃষ্ণ। বিণ. অরণ্যচারী, বনে বিচরণআমোদপ্রমোদ করে এমন। ̃ বীথিকা বি. বৃক্ষশ্রেণিযুক্ত পথ ('দুলিছে পবনে সনসন বনবীথিকা': রবীন্দ্র)। ̃ ভোজ, ̃ ভোজন বি. (বন প্রভৃতি রম্য স্হানে) সংঘবদ্ধভাবে রান্নাখাওয়াদাওয়া, চড়ুইভাতি। ̃ মল্লিকা বি. 1 বেল ফুল, বেলি; 2 কাঠমল্লিকা নামে অতি সুগন্ধি ফুল। ̃ মহোত্সব বি. বৃক্ষরোপণ উত্সব। ̃ মানুষ বি. মানুষের আকৃতিবিশিষ্ট বনচর বানরবিশেষ। ̃ মালা বি. 1 বনফুল দিয়ে গাঁথা মালা; 2 নানা ফুলে গাঁথা আজানুলম্বিত মালা। ̃ মালী (-লিন্) বি. (বনমালা শোভিত) শ্রীকৃষ্ণ। ̃ মোরগ বি. বনকুক্কুট, যে-মোরগ বনে বিচরণ করে। ̃ রাজি বি. বনশ্রেণি, বনের সারি। ̃ শ্রী বি. 1 বনরাজি; বনানী; বনের শ্রী। ̃ স্পতি বি. 1 বট অশ্বত্থ প্রভৃতি যেসব গাছে ফল হয় কিন্তু ফুল হয় না; 2 বনের পতি বা কর্তা বলে পরিগণিত হওয়ার যোগ্য অতি বিশাল বৃক্ষ। ̃ স্হ বিণ. বনে অবস্হিত বা জাত। 61)
বিভজ্য-মান
(p. 621) bibhajya-māna বিণ. বিভক্ত করা হচ্ছে এমন (বিভজ্যমান সম্পত্তি)। [সং. বি + √ ভজ্ + শানচ্]। 27)
বহু2
(p. 589) bahu2 ক্রি. (ব্রজ.) বহুক; বহে ('মলয় পবন বহু মন্দা': বিদ্যা)। [বহা1 দ্র]। 17)
বৈকর্তন
(p. 644) baikartana বি. (মহা.) মহাবীর কর্ণ। বিণ. 1 সূর্যবংশীয়; 2 সৌর। [সং. বিকর্তন + অ]। 2)
ব্যত্যয়
বিশাখ2
(p. 626) biśākha2 বিণ. শাখাহীন। [সং. বি + শাখা]। স্ত্রী. বিশাখা1। 30)
বেশিনী
(p. 642) bēśinī দ্র বেশ2। 43)
বদর1, বদরিকা, বদরী
(p. 575) badara1, badarikā, badarī বি. কুল গাছ; কুল ফল। [সং. √ বদ্ + অর]। 47)
বাল্য
বিদিত
(p. 614) bidita বিণ. 1 জ্ঞাত, জানা গেছে বা জানা হয়েছে এমন (বিদিত বিষয়, কিছুই তার অবিদিত নয়); 2 খ্যাত (জগদ্বিদিত); 3 অবগত, জেনেছে এমন (এ বিষয়ে তিনি বিদিত আছেন)। [সং. √ বিদ্ + ত]। 17)
বাতান্বিত
(p. 596) bātānbita বিণ. 1 বায়ুপূর্ণ; 2 বায়ূর দ্বারা পূর্ণ হয়েছে এমন, aerated (বি.প.)। [সং. বাত2 + অন্বিত]. 42)
বরুয়া, বড়ুয়া
(p. 580) baruẏā, baḍ়uẏā বি. অসমিয়া পদবিবিশেষ। [বাং. অস. বড় + উয়া]। 82)
বারি1, বারী
(p. 602) bāri1, bārī বি. 1 হাতি বাঁধার দড়ি বা স্হান ('বারী-মাঝে নাদে গজ শ্রবণ বিদারি': মধু); 2 জলপাত্র, কলসি। [সং. √ বৃ + ণিচ্ + ই, ঈ]। 28)
বানানো
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074428
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768767
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366201
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721099
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698143
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594695
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545311
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542314

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন