Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বেদরদি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বেদরদি এর বাংলা অর্থ হলো -

(p. 633) bēdaradi বিণ. বি. দরদ বা সমবেদনা নেই এমন (বেদরদি হিয়া)।
[ফা. বে + দর্দ + বাং. ই]।
185)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বিজ্ঞপ্তি
ব্যাখ্যা, ব্যাখ্যান
(p. 648) byākhyā, byākhyāna বি. 1 বিশদ বিবরণ বা বর্ণনা (নীতি ব্যাখ্যা করা); 2 টীকা, অর্থাদির বিবৃতি বা বিশদ বিবরণ (ব্যাখ্যা পুস্তক); 3 বিশদ বিবরণ দান। [সং. বি + আ + √ খ্যা + অ + আ, অন]। ব্যাখ্যাত বিণ. ব্যাখ্যা করা হয়েছে এমন। ব্যাখ্যাতা (-তৃ) বিণ. ব্যাখ্যাকারী। ব্যাখ্যেয় বিণ. ব্যাখ্যাযোগ্য, ব্যাখ্যা করতে হবে এমন। 56)
বেঁধা, বেঁধানো
(p. 633) bēn̐dhā, bēn̐dhānō যথাক্রমে বিঁধাবিঁধানো -র কথ্য রূপ। 110)
বাগুরা
(p. 591) bāgurā বি. ফাঁদ, জাল। [সং. √ বা + উর (গ্ আগম) + আ]। বাগুরিক বি. যে ফাঁদ পাতে, ব্যাধ। 71)
বাসুকি
(p. 605) bāsuki বি. সর্পকুলের রাজা, সর্পরাজ। [সং. বাসুক + ই]। 23)
বিভক্ত
(p. 621) bibhakta বিণ. 1 ভাগ করা হয়েছে এমন (তিন ভাগে বিভক্ত); 2 খণ্ডিত. পৃথক্কৃত (বিভক্ত দেশ, অবিভক্ত ভারত); 3 বণ্টিত (পুত্রদের মধ্যে বিভক্ত সম্পত্তি)। [সং. বি + √ ভজ্ + ত]। 22)
বকা1
(p. 573) bakā1 ক্রি. বি. 1 বাচালতা প্রকাশ করা, বকবক করা (ছেলেটি ব়ড্ড বকে); 2 (অনর্থক বা অধিক) কথা বলা (বেশি বকছ কেন, আমি সব জানি); 3 তিরস্কার করা, ধমকানো (দাদা বকবে)। [সং. √ বচ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. বাজে কথা বলানো; অনর্থক বা বেশি কথা বলানো। ̃ ঝকা বি. বকুনি, তিরস্কার। ̃ বকি বি. 1 তিরস্কার, বকুনি; 2 বিতর্ক; 3 কলহ। 16)
বয়স
(p. 580) baẏasa বি. জন্মের সময় থেকে অস্তিত্বের কাল, বয়ঃক্রম; পরিণত বয়স (তার বয়স হয়েছে, এখন খাটতে পারে না)। [সং. বয়স্]। ̃ কাল বি. সাবালক অবস্হা, যৌবন; পরিণত বয়স (বয়সকালে এসব দোষ সেরে যাবে)। ̃ ফোড়া বি. যৌবনের আরম্ভে মুখ যে ব্রণ ওঠে। বয়স হওয়া ক্রি. বি. পূর্ণবয়স্ক হওয়া; বেশি বয়স হওয়া। বয়সা বি. যৌবনের আরম্ভে বা বয়ঃসন্ধির সময় কণ্ঠস্বরের বিকৃতি (বয়সা ধরেছে)। বয়সি বিণ. 1 বয়সযুক্ত (অল্পবয়সি ছেলে, সমবয়সি); 2 সমবয়স্ক (আমার বয়সি); 3 বয়স্হ (বয়সি লোক)। বয়সের ধর্ম বি. বয়সের বা বিশেষ বয়সের বৈশিষ্ট্য। বয়সের গাছপাথর না থাকা ক্রি. বি. খুব বেশি বয়স হওয়া। বয়সোচিত বিণ. বিশেষ বয়সের পক্ষে মানানসই, বয়সের উপযোগী, বয়সের যোগ্য (বয়সোচিত আচরণ)। 10)
বৈপ্লবিক
বেনো
(p. 641) bēnō বিণ. 1 বন্যাজাত বা বন্যাদ্বারা আনীত; বন্যাবাহিত; বন্যাপ্লাবিত (বেনো জমি, বেনো জল); 2 বন্যা-সংক্রান্ত। [বাং. বান + উয়া ও]। ̃ জল বি. বন্যার জল ('বুড়িচাঁদ গেছে বুঝি বেনোজলে ভেসে?': জী. দা.)। 4)
বিচ
(p. 610) bica বি. মধ্য। ক্রি-বিণ. মধ্যে। [হি. বিচ]। 8)
বসন্তী
(p. 580) basantī বি. 1 কোকিল; 2 ফিকে হলুদ রং ('বসন্তীরঙ বসনখানি নেশার মতো বক্ষে ধরে': রবীন্দ্র)। [সং. বসন্ত + ঈ]। 216)
বিক্ষেপ
বিলিখন
(p. 626) bilikhana বি. 1 খনন, বিদারণ; 2 আঁচড়ানো। [সং. বি + লিখন]। বিলিখিত বি. বিলিখন করা হয়েছে এমন। 4)
বিবক্ষা
(p. 619) bibakṣā বি. বলার ইচ্ছা। [সং. √ বচ্ + সন্ + আ]। বিবক্ষিত বিণ. বলতে ইচ্ছা করা হয়েছে এমন, বলতে চাওয়া হয়েছে এমন (চিরবিবক্ষিত কথা)। বিবক্ষু বিণ. বলতে ইচ্ছুক। 37)
বাজী2
(p. 595) bājī2 (-জিন্) বি. 1 অশ্ব, ঘোড়া; 2 বাণ। [সং. বাজ + ইন্]। স্ত্রী. বাজিনী। ̃ করণ বি. রতিশক্তিবর্ধক ওষুধ বা প্রক্রিয়া। 22)
বর্হ
বাহী2
বুদ্ধি
(p. 633) buddhi বি. 1 বোধ (স্বার্থবুদ্ধি, শুভবুদ্ধি); 2 বিচারশক্তি, মনের যে বৃত্তির দ্বারা সিদ্ধান্তে উপনীত হওয়া যায়; 3 জানার বা বোঝার ক্ষমতা (বুদ্ধিমান লোক); 4 মনোবৃত্তি, মতি (দুর্বুদ্ধি, পাপবুদ্ধি); 5 পরামর্শ, মন্ত্রণা (কে এমন বুদ্ধি দিল?); 6 কৌশল, ফন্দি (টাকা আদায়ের বুদ্ধি)। [সং. √ বুধ্ + তি]। বুদ্ধি খাটানো ক্রি. বি. মতলব করা, ফন্দি করা। ̃ গম্য, ̃ গ্রাহ্য বিণ. বুদ্ধি দিয়ে জানা বা বোঝা যায় এমন। ̃ চাতুর্য বি. সূক্ষ্ম বুদ্ধি, বুদ্ধিকৌশল। ̃ জীবী (-বিন্) বিণ. বি. বুদ্ধিবলে বা বুদ্ধির কাজ করে জীবিকা অর্জন করে এমন; লেখাপড়া, বিদ্যাচর্চা বা বিদ্যাদান করাই যাঁদের প্রধান বৃত্তি। বুদ্ধিতে বৃহস্পতি (দেবগুরু বৃহস্পতির মতো) অত্যন্ত বুদ্ধিমান। ̃ নাশ, ̃ ভ্রংশ, ̃ ভ্রম, ̃ লোপ বি. বুদ্ধির লোপ। ̃ বৃত্তি বি. জ্ঞানলাভের মানসিক শক্তি, বুদ্ধিরূপ শক্তি। ̃ ভ্রংশ বি. বুদ্ধিনাশ। ̃ ভ্রষ্ট বিণ. বুদ্ধিনাশ হয়েছে এমন। ̃ মত্তা বি. বুদ্ধিশলিতা, মনীষা, ধীশক্তি। ̃ মান (-মত্) বিণ. বুদ্ধিযুক্ত, জ্ঞানী; চালাক। স্ত্রী. ̃ মতী। বুদ্ধির ঢেঁকি বি. আকট বোকা, নির্বোধ লোক। ̃ শুদ্ধি বি. বিচার-বিবেচনার শক্তি। ̃ শূন্য, ̃ হীন বিণ. নির্বোধ, বোকা। 27)
বাম1
(p. 600) bāma1 দ্র বাঁও2। 18)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577774
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185496
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785551
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026490
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901089
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848116
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708589
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620137

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us