Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বেত এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বেত এর বাংলা অর্থ হলো -

(p. 633) bēta বি. 1 বেত্র, নলাকার গাছবিশেষ (বেতবন); 2 বেতগাছ দিয়ে তৈরি প্রহারের অস্ত্রবিশেষ, চাবুক; 3 বেত্রাঘাত ('যত পায় বেত, না পায় বেতন': রবীন্দ্র)।
[সং. বেত্র]।
বেত মারা, বেত লাগানো, বেতানো ক্রি. বি. বেত দিয়ে প্রহার করা (বেতিয়ে সোজা করে দেব)।
164)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বিসরা
(p. 630) bisarā ক্রি. (ব্রজ. ও প্রা. কা.) ভুলে যাওয়া, বিস্মৃত হওয়া ('তোহে বিসরি মন তাহে সমর্পিনু': বিদ্যা)। [সং. বি + √ স্মৃ + বাং. আ]। বিসরল ক্রি. বিস্মৃত হল। বিসরিত বিণ. বিস্মৃত। 9)
বর-নারী
(p. 580) bara-nārī বি. উত্তমা নারী, শ্রেষ্ঠা নারী। [সং. বর + নারী]। 48)
বৃথা
(p. 633) bṛthā বিণ. ক্রি-বিণ. অব্য. অকারণ, মিছিমিছি, নিরর্থক (বৃথা চেষ্টা, 'বৃথাই মাথার ঘাম পায়ে ফেলি': বিষ্ণু); নিষ্পল। [সং. √ বৃ + থা]। ̃ মাংস বি. দেবদেবীকে অনিবেদিত পশুমাংস। 67)
বাত্যা
(p. 598) bātyā বি. প্রবল বায়ু, ঝড় (বাত্যাবিধ্বস্ত)। [সং. বাত2 + য + আ]। ̃ তাড়িত বিণ. ঝড়ের বেগে দূরে নিক্ষিপ্ত বা চালিত ('বাত্যাতাড়িত পতঙ্গের মত': ব. চ.)। ̃ পীড়িত বিণ. ঝড়ের মুখে পড়েছে এমন, ঝটিকাহত। ̃ বিক্ষুব্ধ বিণ. ঝড়ের মুখে পড়েছে এমন; ঝড়ে বিধ্বস্ত। 2)
বারয়িতা
(p. 602) bāraẏitā (-তৃ) বিণ. বারক, বারণকারী, নিবারণকারী। [সং. √ বৃ + ণিচ্ + তৃ]। স্ত্রী. বারয়িত্রী। 19)
বিবুধ
(p. 621) bibudha বি. 1 পণ্ডিত (বিবুধমণ্ডলী); 2 দেবতা। [সং. বি + √ বুধ্ (=জানা) + অ]। 16)
ব্রহ্মা
বীতি-হোত্র
(p. 630) bīti-hōtra বি. 1 অগ্নি; 2 সূর্য। [সং. বীতি (=দেবভোজ্য) + হোত্র (হোম যার)]। 70)
বদরসিকতা, বদরাগি
(p. 575) badarasikatā, badarāgi দ্র বদ। 49)
বায়
(p. 600) bāẏa বি. বায়ু বা বায়ুতে -র কোমল রূপ (দক্ষিণবায়)।[সং. বায়ু]। 32)
বাছা2
(p. 591) bāchā2 ক্রি. বি. 1 নির্বাচন করা, মনোনয়ন করা, পছন্দ করা (শাড়ি বেছে নেওয়া, লোক বেছে নাও); 2 গুণদোষ নির্ণয় করা (ভালো-মন্দ বেছে কী হবে?); 3 আবর্জনামুক্ত করা (চাল বাছা); 4 বর্জ্য জিনিস বাদ দেওয়া (মাছের কাঁটা বেছে খাওয়া); 5 খুঁজে বার করে বাদ দেওয়া (উকুন বাছা); 6 বাছানো। বিণ. নির্বাচিত; আবর্জনামুক্ত, পরিষ্কৃত (বাছা চাল)। [বাং. √ বাছ্ + আ]। ̃ ই বি. নির্বাচন; আবর্জনামুক্ত করা। বিণ. নির্বাচিত; পছন্দসই; সেরা। ̃ নো ক্রি. বি. অন্যের দ্বারা নির্বাচনমনোনয়ন; আবর্জনামুক্ত করানো। ̃ বাছা বিণ. বিশেষভাবে নির্বাচিত, সেরা (বাছা-বাছা বই)। ̃ বাছি বি. বাছাই, বেছে নেওয়া; অনেকগুলির ভিতর থেকে মনের মতো জিনিস বেছে নেওয়া। 102)
বাজবহরি, বাজবৈরি
(p. 595) bājabahari, bājabairi দ্র বাজ3। 14)
বাইশ
বেশবাস, বেশবিন্যাস, বেশভূষা
(p. 642) bēśabāsa, bēśabinyāsa, bēśabhūṣā দ্র বেশ2। 39)
বাহিনী1
(p. 605) bāhinī1 দ্র বাহী2। 45)
বিঁধা, বেঁধা
(p. 605) bin̐dhā, bēn̐dhā ক্রি. বি. 1 বিদ্ধ হওয়া, ফোটা (কাঁটা বেঁধে পায়); 2 ছিদ্র করা (কান বেঁধা হবে); 3 বেঁধানো। বিণ. উক্ত সব অর্থে। [সং. √ বিধ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 বিদ্ধ করা বা করানো, ফুটিয়ে দেওয়া বা দেওয়ানো; 2 ছিদ্র করা বা করানো। বিণ. উক্ত উভয় অর্থে। 73)
বাল-হস্ত
(p. 602) bāla-hasta বি. লোমশ লেজ, লোমযুক্ত লেজ। [হি. বাল (=চুল, লোম) + সং. হস্ত (সাদৃশ্যে)]। 66)
বসা2
(p. 580) basā2 ক্রি. বি. 1 উপবেশন করা (চৌকির উপর বসেছে); 2 অধিষ্ঠান করা (গদিতে বসা, পাটে বসা, ঘাটে বসা); 3 স্হায়ীভাবে বাস করা (এই গ্রামে দশ ঘর বাউরি বসেছে); 4 স্হাপিত হওয়া (গ্রামে একটি বাজার বসেছে); 5 আরম্ভ হওয়া (স্কুল এগারোটায় বসবে); 6 জমাট বাঁধা (দইটা এখনও বসেনি, বুকে সর্দি বসেছে); 7 মাপসই হওয়া, খাপ খাওয়া (টুপিটা মাথায় বেশ বসেছে); 8 নিবিষ্ট হওয়া (পড়ায় মন বসা); 9 ভিতরে ঢোকা (গায়ে জল বসা, দেওয়ালে পেরেকটা বসছে না, গাড়ির চাকা কাদায় বসে গেছে); 1 শুকিয়ে যাওয়া, রুগ্ণ দেখানো, চুপসানো (চোখমুখ বসে গেছে); 11 অপেক্ষা বা প্রতীক্ষা করা (কখন থেকে বসে আছি); 12 অবরুদ্ধ হওয়া (গলা বসে গেছে); 13 বাস স্হাপন করা (বাড়িতে ভাড়াটে বসেছে); 14 নাবাল বা নিচু হওয়া (ঘরের মেঝে বসে গেছে); 15 রত বা নিযুক্ত হওয়া (সভায় বসা, বিচারে বসা); 16 থিতানো (তেলে ময়লা বসা); 17 বিদ্ধ বা অঙ্কিত হওয়া (দাগ বসে গেছে, দাঁত বসে গেছে); 18 হঠাত্ কিছু করা (কথাটা বলে বসেছি, কাজটা করে বসেছে); 19 দমে যাওয়া (ব্যাবসায় ক্ষতি হওয়ায় লোকটা একেবারে বসে গেছে); 2 উপক্রম হওয়া (সমস্ত উদ্যোগ নষ্ট হতে বসেছে)। বিণ. উক্ত সব অর্থে (বসা চোখ, বসা জমি, বসা গলা); বেকার, কর্মহীন (তাঁর দুটি বসা ছেলে)। [সং. √ বস্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 উপবিষ্ট করানো (বৃদ্ধ লোকটিকে ধরে বসাল); 2 স্হাপন করা, প্রতিষ্ঠা করা (বাজার বসানো, হাট বসানো); 3 বাস করানো (বাড়িতে ভা়ড়াটে বসানো); 4 প্রবিষ্ট করানো (দেওয়ালে পেরেক বসানো); 5 বেঁধানো (দাঁত বসানো); 6 খচিত করা (আংটিতে পাথর বসানো); 7 আঘাত করা বা মারা (চড় বসানো); 8 চড়ানো, চাপানো (উনুনে হাঁড়ি বসানো); 9 জমানো (দই বসানো)। বিণ. উক্ত সব অর্থে। বসিয়ে দেওয়া ক্রি. বি. 1 দমিয়ে দেওয়া, নিরুত্সাহ করা; 2 সর্বনাশ করা (এই লোকসানটা তাকে একেবারে বসিয়ে দিয়েছে)। বসে থাকা ক্রি. বি. 1 অপেক্ষা বা প্রতীক্ষা করা; 2 অনেকক্ষণ ধরে বসা; 3 বেকার থাকা। বসে পড়া ক্রি. বি. 1 হতাশ হওয়া (ট্রেন ফেল করে বসে প়ড়ল); 2 বিপন্ন হওয়া (মামলায় হেরে একেবারে বসে পড়লাম)। বসে বসে খাওয়া ক্রি. বি. নিষ্কর্মা বা বেকার হয়ে জীবনযাপন করা। বসে যাওয়া ক্রি. বি. 1 নাবাল বা নিচু হওয়া (বাড়িটা ক্রমেই বসে যাচ্ছে); 2 মিলিয়ে যাওয়া (ফোড়াটা বসে গেছে); 3 হতাশ হওয়া (ট্রেন চলে গেছে দেখে সে বসে গেল); 4 সর্বনাশগ্রস্ত হওয়া (এই লোকসানে লোকটা একেবারে বসে গেছে)। বসে বসে ক্রি-বিণ. 1 বহুক্ষণ যাবত্ বসে থেকে (বসে বসে পা ব্যথা হয়ে গেল); 2 অপেক্ষা বা প্রতীক্ষা করে (বসে বসে অধৈর্য হয়ে গেল)। 219)
ব্রেক
(p. 652) brēka বি. গাড়ির গতি রোধ করার যন্ত্রবিশেষ (ব্রেক কষা) [ইং. brake]। 44)
বাঁদর
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534878
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140408
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730631
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942824
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883566
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838481
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696645
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603078

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us