Home
Bangla -
Unicode
Font
Bangla -
Normal
Font
Bangla -
SushreeMJ
Font
Bangla -
Newspaper
Font
Bangla -
Stylish
Font
Bangla -
Proshika
Font
Bangla -
Mixed
Font
Bangla -
Symbol
Font
Bangla -
Indian Bengali
Font
Bijoy
Lekhoni
Dictionary
Bangla to Bangla
Dictionary
Bangla to English
Dictionary
English to Bangla
ভাসা এর বাংলা অর্থ
অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ। ভাসা এর বাংলা অর্থ হলো -
(p. 664) bhāsā ক্রি. 1 জল বা
বায়ুর
উপর ভর করে থাকা বা
সঞ্চরণ
করা
(আকাশে
মেঘ
ভাসছে,
কাগজটা
জলে
ভাসছে);
2 ডুবে না
যাওয়া
(শোলা জলে
ভাসছে);
3 উদিত হওয়া
(কথাটা
মনে
ভাসছে);
4
প্লাবিত
হওয়া
(বন্যায়
গ্রাম
ভাসছে,
চোখের
জলে বুক ভেসে যায়); 5
প্রবাহিত
হওয়া (সুর ভেসে আসছে); 6
সহায়হীন
হওয়া (বাপ মরলে
ছেলেটা
ভেসে
যাবে)।
বি. উক্ত সব
অর্থে।
বিণ.
ভাসন্ত;
প্লাবিত
(বন্যায়
ভাসা
গ্রাম)।
[সং. √ ভাস্ + বাং. আ]।
ন বি. 1 নদী বা
জলাশয়ে
বিসর্জন
(দুর্গাপ্রতিমার
ভাসান);
2 মনসা
দেবীর
কাহিনি-অবলম্বনে
পালাগান
(মনসার
ভাসান
শুনতে
যাবে); 3
ভাসন্ত
অবস্হা।
নো ক্রি. বি. 1
ভাসিয়ে
দেওয়া
('তালদিঘিতে
ভাসিয়ে
দেব':
রবীন্দ্র;
স্রোতে
গা
ভাসানো);
2
প্লাবিত
করা
(কেঁদে
বুক
ভাঁসিয়ে
দিচ্ছে)।
বি. বিণ. উক্ত দুই
অর্থে
(জলে
ভাসানো
নৌকো)।
ভাসা-ভাসা
বিণ.
অগভীর,
যত্সামান্য
(ভাসা-ভাসা
জ্ঞান)।
36)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...
অ
আ
ই
ঈ
উ
ঊ
ঋ
এ
ঐ
ও
ঔ
ক
খ
গ
ঘ
চ
ছ
জ
ঝ
ট
ঠ
ড
ঢ
ত
থ
দ
ধ
ন
প
ফ
ব
ভ
ম
য
র
ল
শ
ষ
স
হ
ক্ষ
Write your word as a bangla and click to search button for the meaning of bangla.
ভানু
(p. 661) bhānu বি. 1
সূর্য
বা
সূর্যের
কিরণ; রোদ
('জানু-ভানু-কৃশানু
শীতের
পরিত্রাণ':
ক. ক); 2
কান্তি,
শোভা।
[সং. √ ভা + নু]। ̃ .কর বি.
সূর্যের
কিরণ; রোদ। ̃ .মতী বিণ.
কান্তিময়ী,
সুন্দরী।
ভানুমতীর
খেলা
ভোজবাজি,
ইন্দ্রজাল,
ভেলকি
(রাজা
বিক্রমাদিত্যের
পত্নী
ও
ভোজরাজ্যের
কন্য
ভানুমতী
জাদুবিদ্যায়
পারদর্শিণী
ছিলেন
বলে)। ̃ .মান বিণ.
সূর্য।
49)
ভাজ্য
(p. 661) bhājya বিণ. ভাগ বা
বিভাজিত
করা যায় এমন। বি. যে
রাশিকে
অন্য রাশি দিয়ে ভাগ করতে ববে, dividenfd. [সং. √ ভাজ্ + য]। 17)
ভগ-বদ্ভক্ত
(p. 655)
bhaga-badbhakta
বিণ.
ভগবানের
প্রতি
ভক্তি
আছে এমন,
ঈশ্বরের
প্রতি
ভক্তিমান
(ভগবদ্ভক্ত
ধ্রুব)।
[সং.
ভগবত্
+
ভক্ক্ত]।
বি.
[ভগ-বদ্ভক্তি়]।
15)
ভিন্ন
(p. 664) bhinna বিণ. 1 অন্য
(ভিন্ন
ব্যাপার,
ভিন্ন
কথা); 2
আলাদা,
পৃথক
(ভিন্ন
হয়ে বসো); 3
বিচ্যুত,
বিযুক্ত,
খণ্ডিত,
বিভক্ত
(ছিন্নভিন্ন
দেহ); 4
একান্নবর্তী
নয় এমন,
হাঁড়ি
আলাদা
এমন
(ভাইয়েরা
ভিন্ন
হয়েছে)।
অব্য. অনু.
ছাড়া,
বিনা,
ব্যতীত
(এ কাজ সে
ভিন্ন
আর কেউই
পারবে
না)। [সং. √ ভিদ্ + ত]। ̃ তা বি.
অন্যত্ব;
পার্থক্য
(চালচলনের
ভিন্নতা)।
̃ .রুচি বিণ.
আলাদা
বা
অন্যরকম
রুচিবিশিষ্ট।
ভিন্নার্থ
বি. অন্য অর্থ বা
তাত্পর্য।
বিণ. অন্য অর্থ বা
তাত্পর্যযুক্ত।
ভিন্নার্থক
বিণ.
ভিন্ন
অর্থযুক্ত
(ভিন্নার্থক
শব্দ)।
55)
ভোর2
(p. 670) bhōra2 বিণ.
তন্ময়
বিভোর,
অভিভূত
(স্বপ্নে
ভোর,
নেশায়
ভোর)
[বিভোর.
-এর
খণ্ডিত
রূপ]। 88)
ভালো-বাসা
(p. 664) bhālō-bāsā ক্রি. 1
প্রণয়যুক্ত
বা
প্রেমযুক্ত
হওয়া; 2
অনুরাগী
হওয়া (গান
ভালোবাসে);
3
স্নেহ
করা বা
প্রীতিভাবাপন্ন
হওয়া
(ভাইবোনকে
ভালোবাসে);
4
শ্রদ্ধা
করা,
ভক্তি
করা; 5
আসক্ত
বা
আকৃষ্ট
হওয়া; 6
পছন্দ
করা (তুমি কি আম
ভালোবাসো?)।
বি.
প্রণয়,
প্রেম;
অনুরাগ;
স্নেহ-প্রীতি;
শ্রদ্ধা,
ভক্তি;
আসক্তি;
টান,
পছন্দ।
[বাং. ভালো +
বাসা3]।
24)
ভরসা
(p. 658) bharasā বি. 1
আস্হা,
নির্ভর
(আমার উপর ভরসা রাখো); 2
অবলম্বন,
আশ্রয়
(আপনিই
আমার
একমাত্র
ভরসা); 3
আশ্বাস
('কূলে একা বসে আছি নাহি ভরসা':
রবীন্দ্র,
কোনো
ভরসায়
চাকরিটা
ছাড়লে?)।
[হি.
ভরোসা]।
28)
ভাজন
(p. 661) bhājana বি. 1
পাত্র
বা আধার
(স্নেহভাজন);
2 ভাগ করা
(বিভাজন)।
[সং. ভাজ্ + অন]। 11)
ভাঁটুই
(p. 659) bhān̐ṭui বি.
তৃণবিশেষ
বা তার
কাঁটাওয়ালা
ফল যা
সহজেই
কাপড়ে
ফুটে যায়।
[দেশি]।
30)
ভুলানো, ভোলানো
(p. 668) bhulānō, bhōlānō ক্রি. 1 ভুল
করানো;
2
বিস্মৃত
করানো
(ব্যাথা
ভুলানো);
3
মুগ্ধ
করানো
('আমার নয়ন
ভুলানো
এলে':
রবীন্দ্র)।
বি. উক্ত
অর্থে
(আমাকে
ভুলানো
অত সহজ নয়)। বিণ. যে বা যা
ভুলাতে
বা
মুগ্ধ
করতে পারে
(ছেলেভুলানো
ছড়া)।
ভুলো, ভোলা বিণ.
প্রায়ই
ভুল করে বা ভুলে যায় বা
বিস্মৃত
হয় এমন (ভুলো লোক, ভোলা মন)। 16)
ভাঙ্গি2
(p. 661) bhāṅgi2 বি. মেথর,
ধাঙড়।
[হি.]। 8)
ভাঙ
(p. 660) bhāṅa দ্র ভাং। 26)
ভৌমিক
(p. 670) bhaumika বি.
ভূস্বামী,
জমিদার।
[সং. ভূমি + ইক]। 100)
ভাগ্যি
(p. 660) bhāgyi (কথ্য) বি.
ভাগ্য।
অব্য.
ভাগ্য
ভালো তাই,
ভাগ্যবলে
(ভাগ্যি,
তুমি
সময়মতো
এসেছ)।
[সং.
ভাগ্য]।
24)
ভর্তব্য
(p. 658) bhartabya দ্র ভরণ। 34)
ভলি-বল
(p. 659) bhali-bala বি.
রবারের
বড়ো বল নিয়ে উঁচু
জালের
দুপাশে
দুই দলের হাত দিয়ে বল
মারার
খেলাবিশেষ।
[ইং. volly ball]। 4)
ভাঁট
(p. 659) bhān̐ṭa বি.
ঘেঁটু
ফুলের
গাছ। [ সং.
ভাণ্ডীর]।
28)
ভাও
(p. 659) bhāō বি. 1 দাম, দর (ভাও কত?); 2 ভাব,
হালচাল।
[হি. সং. ভাব]। 18)
ভট্টারক
(p. 655)
bhaṭṭāraka
বি. 1
পণ্ডিত
2 ঋষি, মুনি; 3
(সংস্কৃত
নাটকে
উল্লেখ
বা
সম্বোধনে)
রাজা; 4 রবি
(ভট্টারক
বার)। [সং. ভট্ট + √ ঋ + অ + ক]। 35)
ভার
(p. 664) bhāra বি. 1 ওজন
(লঘুভার);
2 বোঝা, মোট
(ভারবাহী);
3 চাপ,
উদ্বেগ
(দুঃখের
ভার, ঋণে ভার); 4
দায়িত্ব
(কাজের
ভার); 5 রাশি, সমূহ
(কেশভার);
6 বোঝা
বহনের
জন্য
ব্যবহৃত
লাঠিবিশেষ,
বাঁক (ভার
কাঁধে
দইওয়ালা)।
বিণ. 1 ভারী, অধিক
ওজনবিশিষ্ট
(বড়ো ভার এটার); 2
বোঝাস্বরূপ
(সংসারের
ভার হয়ে থাকা); 3
গম্ভীর,
অপ্রসন্ন
(মুখ ভার করা); 4
অসুস্হ
(পেট ভার); 5
দুষ্কর
(চেনা ভার); 6
দুঃখে
বা
অভিমানে
বিষাদগ্রস্ত
(মুখ ভার)। [সং. √ ভৃ + অ]। ̃
.কেন্দ্র
বি.
গুরুত্বের
বা
ভারের
ব্যাপ্তির
মধ্যবিন্দু।
̃
.প্রাপ্ত
বিণ.
দায়িত্ব
পেয়েছে
এমন,
দায়িত্বযুক্ত
(ভারপ্রাপ্ত
অফিসার)।
̃ .বাহ, ̃ .বাহক, ̃ .বাহী
(-হিন্)
বিণ. ওজন বা বোঝা বহন করে এমন
(ভারবাহী
পশু)। ̃
.যষ্টি
বি.
বাঁক।
̃ .সহ বিণ. ওজন বা ভার সহ্য করতে পারে এমন। ̃
.সাম্য
বি. 1
বিভিন্ন
দিকের
ওজনের
সমতা; 2
মানসিক
স্হৈর্য
বা
অবিচলতা;
3 দুই
পক্ষের
শক্তির
সমতা, balance of power. ̃ .হীন বিণ.
হালকা।
ভারাক্রান্ত
বিণ. 1
ভারের
আধিক্যযুক্ত
(অশ্রুভারাক্রান্ত
নয়ন); 2
চিন্তাক্লিষ্ট
বা
দুঃখক্লিষ্ট
(ভারাক্রান্ত
হৃদয়ে
তাঁকে
বিদায়
জানালাম)।
ভারার্পণ
বি.
দায়িত্ব
দেওয়া।
2)
Rajon Shoily
Download
View Count : 2614759
SutonnyMJ
Download
View Count : 2227937
SolaimanLipi
Download
View Count : 1839871
Nikosh
Download
View Count : 1098933
Amar Bangla
Download
View Count : 916360
Eid Mubarak
Download
View Count : 856862
Monalisha
Download
View Count : 719478
NikoshBAN
Download
View Count : 649157
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us