Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ভূকম্প, ভূকম্পন, ভূগর্ভ, ভূগোল, ভূগোলক, ভূচর, ভূচিত্র, ভূচ্ছায়া এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ভূকম্প, ভূকম্পন, ভূগর্ভ, ভূগোল, ভূগোলক, ভূচর, ভূচিত্র, ভূচ্ছায়া এর বাংলা অর্থ হলো -

(p. 668) bhūkampa, bhūkampana, bhūgarbha, bhūgōla, bhūgōlaka, bhūcara, bhūcitra, bhūcchāẏā দ্র ভূ2।
25)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ভোলা
(p. 670) bhōlā ক্রি. 1 ভুলে যাওয়া, বিস্মৃত হওয়া (নাম ভোলা, পড়া ভোলা); 2 বশীভূত বা প্রভাবিত হওয়া (লোকের কথায় ভোলা)। বি. উক্ত অর্থে। বিণ ভুলায় এমন; ভোলে এমন (ভোলা মন)। ̃ .নাথ বি. শিব। ̃ .নো ক্রি. বি. ভুলিয়ে দেওয়া, ভুল করানো। বিণ. যা ভোলায় এমন (ছেলেভোলানো গান)। 92)
ভাঁট
(p. 659) bhān̐ṭa বি. ঘেঁটু ফুলের গাছ। [ সং. ভাণ্ডীর]। 28)
ভর্জন
(p. 658) bharjana বি. ভাজার কাজ, ভাজা (ভর্জনপাত্র)। [সং. √ ভ্রস্জ্ + অন]। ̃ .পাত্র বি. ভাজার পাত্র, যে পাত্রে ভাজা হয়। ভর্জিত বিণ. ভাজা হয়েছে এমন (ভর্জিত মত্ স্য )। 33)
ভোমরা
(p. 670) bhōmarā বি. ভ্রমর -এর কথ্য ও আঞ্চ. রূপ। 86)
ভূমি
(p. 668) bhūmi বি. 1 পৃথিবী; 2 ভূপৃষ্ঠ, মাটি; 3 মেঝে (ভূমিশয্যা); 4 ক্ষেত্র, জমি (নিষ্কর ভূমি, ভূমিহীন প্রজা); 5 আধার (বিশ্বাসভূমি); 6 দেশ (জন্মভূমি); 7 তল, তলা (সপ্তভূমিক অট্টালিকা); 8 (জ্যামি.) ত্রিভূজের শীর্ষবিন্দুর বিপরীত দিকের বাহু, basc. [সং. √ ভূ + মি]। ̃ .কম্প বি. ভূমির অর্থাত্ পৃথিবীর কম্পন। ̃ গর্ভ বি. পৃথিবীর অভ্যন্তর, ভূপৃষ্ঠে নিম্নবর্তী স্হান। ̃ জ বিণ. মাটিতে বা খেতে উত্পন্ন; কৃষিজাতা। ̃ .তল বি. ভূপৃষ্ঠ, মাটির বা জমির উপরিতল, ভূতল। ̃ .দাস বি. অন্যের জমিতে বাধ্যতামূলক ভাবে যে শ্রমিক বেগার খাটে, সার্ফ। ̃ .শয্যা বি. মাটিতে পড়ে যাওয়া, ধরাশায়ী হওয়া; ভূমিরূপ শয্যা। ̃ .সংস্কার বি. চাষের জমির এবং চাষির অবস্হার উন্নতিসাধন। ̃ .সাত্ বিণ. ভূমিতে পতিত; মাটির সঙ্গে মিশে গেছে এমন (ঘরবাড়ি সব ভূমিসাত্ হয়ে গেছে)। 34)
ভ্রান্তি
ভাঙন1
(p. 660) bhāṅana1 বি. 1 ভেঙে পড়া, ভাঙা; 2 নদীর পাড় ধসা (ভাঙন-ধরা নদী); 3 (আল.) অবনতি, ক্ষয় বা পতনের সূত্রপাত (সংসারে ভাঙন ধরা)। [ভাঙা দ্র]। 29)
ভেজা2
(p. 670) bhējā2 ক্রি. ভেজানো। [প্রাকৃ.ভিজ্জ]। ̃ .নো ক্রি. বি. দরজা ইত্যাদি আলতো করে বন্ধ করা, দরজার কপাট খিল না দিয়ে জোড়া লাগানো। বিণ. উক্ত অর্থে (ভেজানো দরজা)। 22)
ভালো
(p. 664) bhālō বিণ. 1 উত্তম (ভালো জিনিস); 2 শুভ, হিতকর (ভালো উপদেশ); 3 নীরোগ, সুস্হ (ভালো শরীর); 4 সত্ (ভালো লোক); 5 নিরীহ (ভালো মানুষ); 6 সুন্দর, মানানসই (ভালো দেখায় না, ভালো শুনায় না); 7 দক্ষ, পটু (ভালো মিস্ত্রি)। বি. শুভ, মঙ্গল, উপকার (পরের ভালো, দেশের ভালো, তোমার ভালো হোক)। অব্য. আচ্ছা, বেশ (ভালো, তাই হোক)। [প্রাকৃ. ভল্লঅ]। ভালো আপদ, ভালো জ্বালা বিরক্তি কষ্ট প্রভৃতি সূচক উক্তি বিশেষ (ভালো আপদ, আমি আবার ওকথা কখন বললাম?)। ভালো কথা বি. হিতবাক্য, উপকারী বা উত্কৃষ্ট উপদেশ। অব্য. হঠাত্ মনে পড়ল-এই ভাবসূচক উক্তি (ভালো কথা, তুমি কবে দিল্লি যাবে?)। ভালো করা ক্রি. বি. রোগমুক্ত করা উপকার করা (আমাকে সদুপদেশ দিয়ে ভালো করেছেন)। ভালো থাকা ক্রি. বি. সুস্হ থাকা স্বচ্ছন্দে থাকা (ভালো থেকো)। ভালো দেখানো ক্রি. বি সুন্দর বা মানানসই দেখানো (নিজ থেকে ওখানে যাওয়াটা ভালো দেখায় না)। ভালো রে ভালো ! বিরক্তি কষ্ট বিস্ময় প্রভৃতি সূচক উক্তিবিশেষ। ভালো লাগা ক্রি. বি. 1 উত্তম তৃপ্তিকর বা স্বাদু মনে হওয়া; 2 সুস্হ বোধ করা (আজ অনেকটা ভালো লাগছে)। ভালো হওয়া ক্রি. বি. 1 রোগমুক্ত হওয়া; 2 অসত্ থেকে সত্ হওয়া (বিপথে গিয়েছিল, এখন ভালো হয়েছে); 3 মঙ্গল বা উপকার হওয়া (ভগবান করুন, তোমার যেন ভালো হয়)। ̃ .মন্দ বি. 1 শুভাশুভ; মঙ্গলামঙ্গল; 2 একঘেয়েমি থেকে মুক্তি দেয় এমন জিনিস, ভালো জিনিস (বন্ধুর বাড়ি গিয়ে ভালোমন্দ খেয়েছে)। ̃ .মনে ক্রি-বিণ. সরল মনে। ভালোয় ভালোয় ক্রি-বিণ. নিরাপদে (ভালোয় ভালোয় পৌঁছতে পারলে বাঁচি)। 23)
ভ্রামণিক
ভোট2
ভুড়-ভুড়
ভরসন্ধ্যা
(p. 658) bharasandhyā দ্র ভর1। 27)
ভ্যান-তারা
(p. 670) bhyāna-tārā বি. 1 ভ্যানর-ভ্যানর; 2 বাজে কথা বলে বিরক্ত উত্পাদন। [দেশি]। 107)
ভদ্র
(p. 655) bhadra বিণ. 1 রুচি মার্জিত এমন (ভদ্র পোশাক); 2 সদাচার সম্পন্ন (ভদ্র রীতি); 3 শিষ্ট, সভ্য (ভদ্র লোক); 4 শুভ, মঙ্গলজনক। বি. মঙ্গল, শিব। [সং. √ ভন্দ্ + র]। স্ত্রী. ভদ্রা। ̃ .কালী বি. দুর্গাদেবীর রূপভেদবিশেষ। তা বি. ভদ্র ভাব বা আচরণ। ̃ .জনোচিত বিণ. ভদ্রলোকসুলভ ভদ্রলোকের আচরণীয়, ভদ্রতাপূর্ণ। ̃ .মহিলা বি. (স্ত্রী.) ভদ্র বা ভদ্রবংশীয় স্ত্রীলোক। ̃ .সন্তান বি. ভদ্রবংশের লোক। ̃ .সমাজ বি ভদ্র বা সভ্য লোকদের সমাজ (ভদ্র সমাজে এসব চলে না)। 44)
ভোল্ট
ভক
ভক্তি
(p. 655) bhakti বি পূজনীয় বা শ্রদ্ধেয় ব্যক্তির প্রতি শ্রদ্ধা বা অনুরাগ ('ভক্তিতে মিলায় বস্তু তর্কে বহুদূর')। [সং. √ ভজ্ + তি]। ̃ .গীতি বি. ভক্তি প্রকাশ পায় এমন গান, যে গানে ঈশ্বরের প্রতি ভক্তি প্রকাশ করা হয়। ̃ .তত্ব বি. ভক্তিবিষয়ক শাস্ত্র বা জ্ঞানপূর্ণ আলোচনা ̃ .পথ, ̃ .মার্গ বি. ভক্তিবলে মুক্তি বা মোক্ষ লাভের উপায়। ̃ .বাদ বি. জ্ঞান বা কর্ম নয় বিশুদ্ধ ভক্তির দ্বারাই সিদ্ধি বা মুক্তি লাভ করা যায় এই মত। ̃ .বিহ্বল বিণ. ভক্তিতে আত্মহারা বা আপ্লুত। ̃ .ভরে ক্রি-বিণ. ভক্তি সহকারে, ভক্তির সঙ্গে (ভক্তিভরে প্রণাম করলেন)। ̃ .ভাজন বিণ. ভক্তির পাত্র, যাকে ভক্তি করা যায় বা উচিত। ̃ .মান (-মত্) বিণ. ভক্ত; ভক্তিযুক্ত (ভক্তিমান পূজারি)। স্ত্রী. ̃ .মতী। ̃ .মূলক বিণ. ভক্তিবিষয়ক, ভক্তিসম্পর্কিত (ভক্তিমূলক গ্রন্হ, ভক্তিমূলক আলোচনা)। ̃ .যোগ বি. ভক্তির দ্বারা ঈশ্বরের আরাধনা। ̃ .রস বি. (অল.) সাহিত্যের নবরসের অন্যতম। ̃ .হীন বিণ. প্রাণে বা মনে ভক্তি নেই এমন (ভক্তিহীন পূজাকে ভণ্ডামি বলা যায়)। 8)
ভোগ্য
ভাষণ
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577667
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185348
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785406
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026214
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901046
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848097
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708543
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620024

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us