Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ভর্ত্-সন, ভর্ত্-সনা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ভর্ত্-সন, ভর্ত্-সনা এর বাংলা অর্থ হলো -

(p. 658) bhart-sana, bhart-sanā বি. তিরস্কার, ধমক, বকুনি (এই ত্রুটির জন্য তাকে যথেষ্ট ভর্ত্ সনা করা হয়েছে); নিন্দা।
[সং. √ ভর্ত্ স্ + অন + আ]।
ভর্ত্-সক বিণ. বি. ভর্ত্ সনাকারী
ভর্ত্-সিত বিণ. তিরস্কৃত, নিন্দিত।
স্ত্রী. ভর্ত্-সিতা।
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ভাগ্যি
(p. 660) bhāgyi (কথ্য) বি. ভাগ্য। অব্য. ভাগ্য ভালো তাই, ভাগ্যবলে (ভাগ্যি, তুমি সময়মতো এসেছ)। [সং. ভাগ্য]। 24)
ভোঁ-ভোঁ
(p. 670) bhō-m̐bhō অব্য. ফাঁকা বা শূন্যতাবোধক (বাড়ি গিয়ে দেখি ভোঁ-ভাঁ, কেউ কোথাও নেই)। [ধ্বন্যা.]। 63)
ভাষা
(p. 664) bhāṣā বি. 1 মানুষ মনের ভাব বোঝাতে মুখ দিয়ে যে অর্থপূর্ণ শব্দাবলি প্রকাশ করে; 2 আকারে-ইঙ্গিতে বা অঙ্গভঙ্গির দ্বারা ভাবপ্রকাশ (পশুর ভাষা); 3 কোনো দেশের বা অঞ্চলের মানুষের ব্যবহৃত শব্দাবলি (বাংলা ভাষা, হিন্দি ভাষা); 4 ভাষাব্যবহারের বিশেষ ভঙ্গি (রবীন্দ্রনাথের গল্পের ভাষা); 5 কথার (ভাষা শুনলে গা জ্বলে যায়); 6 সংস্কৃত নয় এমন কোনো ভারতীয় কথ্য ভাষা ('প্রেমদাস রচিল ভাষায়') [সং. √ ভাষ্ + অ + আ]। ̃ .জ্ঞান বি. ভাষা সম্বন্ধে বোধ বা পাণ্ডিত্য। ̃ .তত্ত্ব, ̃ .বিজ্ঞান বি. ভাষার উদ্ভব, বিকাশপ্রকৃতি সম্বন্ধীয় তত্ত্ব বা বিজ্ঞান, philology, linguistics. ̃ .তাত্ত্বিক বিণ. ভাষাতত্ববিষয়ক (ভাষাতাত্ত্বিক অনুসন্ধান, ভাষাতাত্বিক বিশ্লেষণ)। বিণ. ভাষতাত্ত্বে পারংগম ব্যক্তি, linguist. ̃ .তীত বিণ. ভাষায় প্রকাশ করা যায় না এমন, বলে বোঝানো যায় না এমন, অনির্বচনীয়। ̃ .ন্তর বি. 1 এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ; 2 অন্য ভাষা। ̃ .ন্তরিত বিণ. অনূদিত, তর্জমা করা হয়েছে এমন (কবিতাটি ইংরেজিতে ভাষান্তরিত করা হয়েছে)। ̃ .বিদ বিণ. ভাষা সম্বন্ধে বিশেষজ্ঞ। ̃ .ভাষী বিণ. কোনো-একটি ভাষায় কথা বলে এমন (হিন্দি ভাষাভাষী মানুষের কথাও ভাবতে হবে)। 29)
ভোজ-বাজি
(p. 670) bhōja-bāji বি. জাদু, জাদু খেলা, ম্যাজিক। [সং. ভোজ + ফা. বাজী]। 78)
ভেরেন্ডা
(p. 670) bhērēnḍā বি. এরণ্ড বা রেড়িগাছ। [ সং. এরণ্ড]। ভেরেন্ডা ভাজা ক্রি. বি. (আল.) বাজে কাজে বা অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা; কিছু আয় না করে ঘুরে বেড়ানো। 40)
ভেস্তা
(p. 670) bhēstā ক্রি নষ্ট পা পণ্ড হওয়া বা করা (সব আয়োজন ভেস্তে গেল)। বিণ পণ্ড, নষ্ট ('সাত নকলে আসল ভেস্তা') [বাং √ ভেস্তা সং ভ্রষ্ট] ̃ নো ক্রি. বি. নষ্ট বা পণ্ড করা (ভেস্তে দিয়েছে)। 52)
ভরন
ভব
(p. 655) bhaba বি. 1 ইহলোক, সংসার (ভববন্ধন); 2 সত্তা; 3 স্হিতি; 4 প্রাপ্তি; 5 পৃথিবী (ভবের হাট, ভবলীলা সাঙ্গ করা); 6 শিব, কল্যাণ, মঙ্গল। বিণ. (সমাসে উত্তরপদরূপে) উত্পন্ন, জাত (তদ্ভব)। [সং. √ ভূ + অ]। ̃ .ঘুরে বিণ. বি. বিনা কাজে সর্বত্র ঘুরে বেড়ায় এমন; বাউণ্ডুলে। ̃ .তারণ বিণ. সংসারবন্ধন থেকে মুক্তিদাতা, সংসার যন্ত্রণা থেকে মুক্তি দেন এমন (ভবতারণ বিষ্ণু)। বি. বিষ্ণু। ̃ .তারিণী বিণ. স্ত্রী. মোক্ষদাত্রী। বি. দুর্গা। ̃ .পার বি. সংসারসমুদ্র পার বা উত্তরণ অর্থাত্ সংসারযাত্রা থেকে মুক্তি। ̃ .পারাবার বি. সংসারসমুদ্র। ̃ .বন্ধন বি. পার্থিব জীবনের বন্ধন। ̃ .ভবন বি. 1 শিবের আলয় কৈলাস; 2 জগত্, সৃষ্টি। ̃ .ভয় বি. 1 পৃথিবীতে জীবরূপে অবস্হিতির ভয়; 2 পূনর্জন্মের ভয়। ̃ .ভার বি. সাংসারিকজাগতিক দুঃখকষ্টের বোঝা। ̃ .মণ্ডল বি. জগত্, পৃথিবী, সমগ্র সৃষ্টি। ̃ .যন্ত্রণা বি. পার্থিব জীবনের দুঃখকষ্ট। ̃ .লীলা বি ইহজীবনের কার্যাবলি; সংসারযাত্রা; পৃথিবীতে জীবনযাত্রা; জীবদ্দশা। ̃ .লোক বি. পৃথিবী, মরজগত্। ̃ .সংসার, ̃ .সাগর, ̃ .সিন্ধু - ভবপারাপার -এর অনুরূপ। 54)
ভরণীয়, ভরণ্য, ভর্তব্য
(p. 658) bharaṇīẏa, bharaṇya, bhartabya বিণ. প্রতিপাল্য; পূরণীয়। 11)
ভর1, ভোর
ভগ্ন
(p. 655) bhagna বিণ. 1 ভাঙা (ভগ্নদশা, ভগ্ন বাঁশি); 2 খণ্ডিত; 3 চূর্ণ (ভগ্নপ্রাসাদ, ভগ্নসৌধ); 4 বাঁকা, কুঁজো (ভগ্নপৃষ্ঠ); 5 স্বাস্হ্যহীন (ভগ্নদেহ); 6 ব্যর্থ, নষ্ট (ভগ্নমনোরথ); 7 দুঃখে অবসন্ন বা হতাশ (ভগ্নহৃদয়, ভগ্নোদ্যম)। [সং. √ ভন্জ্ + ত। ̃ .কণ্ঠ-ভগ্নস্বর -এর অনুরূপ। ̃ .চিত্ত বিণ. মন ভেঙে গেছে এমন। ̃ .দশা বি. ধ্বংসপ্রাপ্ত অবস্হা। ̃ .দূত বি. যে-দূত যুদ্ধে ব্যর্থতা বা পরাজয়ের সংবাদ নিয়ে আসে। ̃ .দেহ বিণ. শরীর ভেঙে গেছে এমন। ̃ .পৃষ্ঠ বিণ. পিঠ বেঁকে বা কুঁজো হয়ে গেছে এমন। ̃ .প্রায় বিণ. প্রায় ভেঙেছে এমন। ̃ .স্তুপ বি. স্তূপাকার ধ্বংসাবশেষ, ঘরবাড়িঅন্যান্য পাকা ইমারতের ভেঙে-পড়া অবস্হা। ̃ .স্বর, ̃ .কণ্ঠ বিণ. গলার স্বর বা আওয়াজ ভেঙে বিকৃত হয়েছে এমন। বি. ভেঙে-যাওয়া কণ্ঠস্বর। ̃ .স্বাস্হ্য বিণ. রোগে বা অন্য কারণে শরীর ভেঙে গেছে এমন। ̃ .হৃদয় বিণ. মন ভেঙে গেছে এমন। ভগ্নাংশ বি. 1 ভগ্ন বা খণ্ডিত বস্তুর অংশ; 2 (গণিতে) 1 -এর চেয়ে কম বা ছোটো রাশি, ভগ্নাঙ্ক, fraction. ভগ্নাঙ্ক বি. (গণিতে) 1 -এর অংশঘটিত বা 1 -এর চেয়ে কম বা ছোটো রাশি। ভগ্নাব-শেষ বি. কোনো বস্তু হয়ে গেলে যা পড়ে থাকে বা যা অবশিষ্ট থাকে (প্রাচীন মন্দিরের ভগ্নাবশেষ)। বিণ. ভগ্নাব-শিষ্ট। ভগ্নাবস্হা বি. ভাঙাচোরা অবস্হা, ভগ্নদশা। ভগ্নোত্-সাহ, ভগ্নোদ্যম বিণ. উত্সাহ চলে গেছে এমন, হতাশ। 19)
ভাইস-চ্যান্সেলর
ভিক্ষুক
(p. 664) bhikṣuka বিণ. বি. ভিখারি; ভিক্ষাজীবী; ভিক্ষাপ্রার্থী, ভিক্ষা চায় এমন। [সং. ভিক্ষু + ক]। 43)
ভোঁস
ভারী2
(p. 664) bhārī2 বিণ. বি. ভারবহনকারী। বি. যে ব্যক্তি কলসি টিন প্রভৃতিতে করে বাড়ি-বাড়ি জল সরবরাহ করে। [সং. ভার + ইন্]। 15)
ভ্রমাত্মক
(p. 670) bhramātmaka বিণ. ভ্রান্তিজনক; ত্রুটিপূর্ণ, ভুল (ভ্রমাত্মক উক্তি)। [সং ভ্রম + আত্মন্ + ক়]। 120)
ভাগ2
(p. 660) bhāga2 বি. 1 বাটোয়ারা, বিভাগ (দেশভাগ, সম্পত্তি ভাগ করা); 2 খণ্ড, টুকরো (শতভাগে পরিণত); 3 অংশ, বখরা (আমার ভাগ কই?); 4 কালাংশ (দিবাভাগ); 5 স্হান, প্রদেশ, অঞ্চল (নিম্নভাগ উপরিভাগ); 6 (গণি.) বিভাজন, হরণ (ভাগশেষ)। [সং. √ ভজ্ + অ]। ̃ .চাষি বি. যে চাষি কেবল উত্পন্ন ফসলের ভাগ নিয়ে অন্যের জমি চাষ করে। ̃ .ধেয় বিণ. 1 যে ভাগ পায়, ভাগী; 5 উত্তরাধিকারী, দায়াদ। বি. 1 ভাগ; 2 রাজস্ব; 3 ভাগ্য। ̃ .ফল বি. এক রাশিকে অপর এক রাশি দিয়ে ভাগ করলে যে ফল পাওয়া যায়, quotient. ̃ .বাটোয়ারা বি. অংশে বন্টন বা ভাগ করে দেওয়া। ̃ .শেষ বি. (গণি.) ভাগ করবার পর রাশির যে অংশ অবশিষ্ট থাকে। ̃ .হর বিণ. অংশগ্রহণকারী। ̃ .হার বি. অংশগ্রহণ। ভাগের মা গঙ্গা পায় না (আল. প্রব.) ভাগাভাগির কাজ ঠিকমতো হয় না। 8)
ভঁইসা, ভঁয়সা
(p. 655) bham̐isā, bham̐ẏasā বিণ. 1 মোষের দুধ দিয়ে তৈরি (ভঁয়সা ঘি); 2 মোষে-টানা (ভঁইসা গাড়ি)। [হি. ভঁইস সং. মহিষ]। 4)
ভাং
(p. 659) bhā বি. সিদ্ধি গাছ বা সেই গাছের পাতা থেকে প্রস্তুত মাদকবিশেষ। [ সং. ভঙ্গা]। 21)
ভায়া
(p. 663) bhāẏā বি. ভাই বা ভ্রাতৃতুল্য ব্যক্তিকে প্রিয়সম্বোধন। [বাং. ভাই]। 22)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614721
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227926
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839846
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098906
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916357
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856854
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719470
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649146

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us