Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মন্যু এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  মন্যু এর বাংলা অর্থ হলো -

(p. 676) manyu বি. 1 ক্রোধ; 2 শোক; 3 দৈন্য; 4 ষজ্ঞ।
[সং. √ মন্ + যু]।
203)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


মারামারি
(p. 700) mārāmāri দ্র মারা। 29)
মঠ
(p. 676) maṭha বি. 1 সন্নাসীদের আশ্রম বা আখড়া; 2 মন্দির (গৌড়ীয় মঠ, বা বেলুড় মঠ); 3 টৌল, বিদ্যামন্দির; 4 (বাং.) চিনি দিয়ে তৈরী মন্দিরাকৃতি মিঠাইবিশেষ। [সং √ মঠ্ + অ]। 41)
মূলাধার
মেনু
(p. 716) mēnu বি. খাবারের পদের তালিকা (আজ দুপুরের মেনু কী?) [ইং. menu]। 27)
মঞ্জিমা
(p. 676) mañjimā (-মন্) বি. 1 শোভা, সৌন্দর্য; 2 মনোজ্ঞতা। [সং, মঞ্জু + ইমন্]। 27)
মোরে
(p. 719) mōrē সর্ব. (কাব্যে ও আঞ্চ) আমাকে ('মোরে ডাকি লয়ে যাও': রবীন্দ্র)। 31)
মেঘ
(p. 714) mēgha বি. 1 আকাশে ভাসমান জলীয় বাষ্পপুঞ্জ, জলধর, নীরদ; 2 সংগীতের রাগবিশেয। [সং. √ মিহ্ + অ]। মেঘ করা, মেঘ জমা ক্রি. বি. আকাশে মেঘ পুঞ্জীভূত হওয়া। মেঘ কেটে যাওয়া ক্রি. বি. মেঘ সরে গিয়ে আকাশ পরিষ্কার হওয়া। ̃ .গর্জন বি. মেঘের ডাক। ̃ .জাল বি. 1 মেঘের আড়ম্বর, ঘনঘটা; 2 মেঘপুঞ্জ। মেঘডম্বর শাড়ি, (কথ্য) মেঘডুম্বুর শাড়ি বি. মেঘবর্ণ শাড়ি, নীলাম্বরী শাড়ি। নাদ বি. 1 মেঘের গর্জন; 2 রাবণপুত্র ইন্দ্রজিত্। ̃ .নির্দোষ-মেঘগর্জন -এর অনুরূপ। ̃ .বর্ণ মেঘের মতো কালো রং। বিণ. মেঘের গম্ভীর গর্জন। বিণ. ওই গর্জনের মতো। ̃ .মল্লার বি. সংগীতের বর্ষাঋতুর রাগিণীবিশেষ। ̃ .মেদুর বিণ. মেঘাচ্ছন্ন হওয়ার ফলে স্নিগ্ধ। ̃ .রুচি বিণ. মেঘবর্ণ। ̃ .লা বিণ. মেঘাচ্ছন্ন (মেঘলা দিন, মেঘলা আকাশ)। মেঘাড়ম্বর বি. মেঘডম্বর -এর অনুরূপ। মেঘাত্যয় বি. 1 মেঘের অভাব; 2 শরত্কাল। মেঘাবৃত বিণ. মেঘে ঢাকা। মেঘে মেঘে বেলা হওয়া আকাশে মেঘ থাকায় বেলা বুঝতে পারা না গেলেও প্রকৃতপক্ষে বেলা হওয়া; (আল.) চেহারা দেখে বোঝা না গেলেও বয়স হওয়া; রাঙ্গা মেঘ, সিঁদুরে মেঘ বি. রক্তবর্ণ বা লাল মেঘ, যে মেঘ থেকে ঝড় হয়। 33)
মনি-ব্যাগ
(p. 676) mani-byāga বি. টাকা রাখাবার জন্য ছোটো থলিবিশেষ। [ইং. moneybag]। 128)
মুদ্রক
(p. 710) mudraka বিণ. বি. যে মুদ্রণকার্য করে, মুদ্রকর, যে ছাপে। [সং. √ মুদ্রি + অক]। 53)
মানদ, মানদা
(p. 698) mānada, mānadā দ্র. মান3। 14)
মকদ্দমা, মোকদ্দমা
মেলানি
(p. 717) mēlāni বি. (প্রা. কা.) 1 মিলন; 2 বিদায়কালীন প্রীতিসম্ভাষণ; 3 বিদায়-উপহার; 4 উপহার, ভেট, তত্ত্ব। [মেল2 দ্র]। 10)
মাখন
(p. 692) mākhana (আঞ্চ. গ্রা) মাখম বি. দুগ্ধজাত স্নেহপদার্থবিশেষ, নবনী, নবনীত, ননি। [সং. ম্রক্ষণ প্রাকৃ. মক্খণ]। 48)
মনীষা
মিশন
মন্ত্র
(p. 676) mantra বি. 1 যে পবিত্র শব্দ বা বাক্য উচ্চারণের মাধ্যমে দেবতার উপাসনা করা হয়; 2 যে পবিত্র শব্দ বা বাক্য উচ্চারণ বা মনন করলে ত্রাণ পাওয়া যায়; 3 বশীকরণাদি ব্যাপারে ব্যবহৃত শব্দ (মারণমন্ত্র, সাপের মন্ত্র); 4 বৈদিক সাহিত্যের অংশ; 5 নীতি (অহিংসামন্ত্র); 6 মন্ত্রণা, উপদেশ, পরামর্শ (কানে মন্ত্র দেওয়া)। [সং. √ মন্ত্র + অ]। ̃ .কুশল বিণ. পরামর্শ দানে পটু। ̃ .গুপ্তি বি. মন্ত্রণার গোপনীয়তা-রক্ষা। ̃ .গূঢ় বি. গুপ্তচর। ̃ .গৃহ বি. পরামর্শ বা মন্ত্রণার জন্য (গুপ্ত) ঘর। ̃ .গ্রহণ বি. দীক্ষা নেওয়া; পরামর্শ নেওয়া; কোনো কার্যসাধনের ব্রত গ্রহণ। ̃ .জিহ্ব বি. অগ্নি। ̃ .তন্ত্র বি. বিবিধ মন্ত্রতদ্রূপ প্রক্রিয়া। ̃ .দাতা (-তৃ) বি. বিণ. যে দীক্ষা বা পরামর্শ দান করে। স্ত্রী. ̃ .দাত্রী। ̃ .দ্রষ্টা (ষ্টৃ) বি. যিনি বা যে ঋষি মন্ত্রের পরম তত্ত্ব প্রত্যক্ষ করেছেন। ̃ .পূত বিণ. মন্ত্রদ্বারা পবিত্রীকৃত (মন্ত্রপূত কবচ, মন্ত্রপূত জল)। ̃ .বল ̃ .শক্তি বি. মন্ত্রের জোর বা ক্ষমতা। ̃ .বিত্, ̃ .বিদ বিণ. মন্ত্রজ্ঞ, মন্ত্রকুশল; মন্ত্রণাকুশল। বি. মন্ত্রী। ̃ .ভেদ বি. কৌশলে অন্যের গুপ্ত মন্ত্রণা বা পরামর্শ জেনে নেওয়া। ̃ .মুগ্ধ বিণ. (মন্ত্রের দ্বারা) সম্পূর্ণ বশীভূত। স্ত্রী. ̃ .মুগ্ধা। ̃ .শিষ্য বি. 1 কোনো ব্যক্তিকর্তৃক দীক্ষিত শিষ্য; 2 (আল.) একান্ত অনুগামী ব্যক্তি। ̃ .সাধক বিণ. মন্ত্রের দ্বারা কর্ম সাধনাকারী। ̃ .সাধন বি. মন্ত্রের দ্বারা সিদ্ধিলাভের প্রয়াস; মন্ত্রে নির্দিষ্ট আদর্শের অনুসরণ। ̃ .সিদ্ধ বিণ. মন্ত্রজপের দ্বারা সিদ্ধিপ্রাপ্ত। বি. ̃ .সিদ্ধি। 177)
মুকুট
(p. 707) mukuṭa বিণ. কিরীট, শিরোভূষণ (রাজার মুকুট, বরের মুকুট)। [সং. √ মন্ক্ + উট]। 31)
মাঠ
(p. 692) māṭha বি. 1 প্রান্তর, ময়দান বিস্তীর্ণ খোলা জায়গা ('মাঠের পরে মাঠ': রবীন্দ্র); 2 খেলাধুলোর জন্য উন্মুক্ত ক্ষেত্র (মাঠে খেলতে গেছে); 3 কৃষিক্ষেত্র (চাষের কাজে মাঠে গেছে); 4 পশুচারণ-ভূমি ('রাখাল গোরুর পাল লয়ে যায় মাঠে': তর্কা.)। [দেশি]। ̃ .ঘাট বি. নানা জায়গা, সমস্ত স্হান (সারাদিন মাঠেঘাটে ঘুরে বেড়ায়)। মাঠে মারা যাওয়া ক্রি. বি. সম্পূর্ণ ব্যর্থ বা পণ্ড হওয়া। মাঠ সারা ক্রি. মাঠে মলত্যাগ করা। 83)
মান্দাস
(p. 699) māndāsa বি. ভেলা (কলাগাছের মান্দাস) [দেশি]। 18)
মোট৩
(p. 718) mōṭa3 বি. বোঝা, ভার (মোটা বওয়া); 2 বস্তা, গাঁটরি (মোটা বাঁধা)। [তা. মোট্টই]। ̃ .ঘাট বি. পোঁটলাপুঁটলি, গাঁটরিসমূহ। ̃ .বাহক বি. মুটে। ̃ .মাট বি. মালপত্র (এতে মোটমাট নিয়ে হাঁটা যায় না)। 20)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614748
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227930
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839857
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098924
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916358
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856861
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719472
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649152

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us