Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মোদক1 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  মোদক1 এর বাংলা অর্থ হলো -

(p. 719) mōdaka1 বি. 1 ময়রা, হিন্দুজাতিবিশেষ; 2 মোয়া, নাড়ু; 3 ভাং চিনি ইত্যাদি দ্বারা প্রস্তুত কবিরাজি ওষুধবিশেষ।
[সং. √ মুদ্ + ণিচ্ + অক]।
9)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


মুঞ্জরা
মেরু-করণ
(p. 716) mēru-karaṇa বি. দুই বিপরীত বা বিরোধী গোষ্ঠিতে বা শিবিরে ভাগ করা। [সং. মেরু + করণ, ইং. polarization এর অনুকরণে]।
মূলা1-মুলা
(p. 714) mūlā1-mulā র. বর্জি. বানান। 5)
মৃত্তিকা
(p. 714) mṛttikā বি. 1 মাটি (মৃত্তিকানির্মিত); 2 ভূমি, ভূতল (মৃত্তিকাগর্ভে)। [সং. √মৃদ্ + তিক + আ]। 18)
মকাই
মসি, মসী
(p. 688) masi, masī বি. 1 লেখবার কালি (মসিজীবি); 2 মাকড়সার ঝুল; 3 কলঙ্ক ('পূর্ণ শশী মাখে মসি': রবীন্দ্র)। [সং. √ মস্ + ই, ঈ]। ̃ কৃষ্ণ বিণ ঝুলকালির মতো কালো, ঘোর কালো (মসিকৃষ্ণ মেঘ)। ̃ জীবী (-বিন্) বিণ. বি. লেখক; কেরানি। ̃ নিন্দিত ̃ লাঞ্ছিত বিণ. কালিও হার মানে এমন ঘোর কালো। ̃ ময় বিণ. কালিতে মাখা; ঘোর কৃষ্ণবর্ণ। ̃ যুদ্ধ বি. লিখিত তর্কবিতর্ক, লেখার মাধ্যমে বাদ-প্রতিবাদ। 25)
মিটিং
(p. 704) miṭi বি. সভা, আলোচনাসভা। [ইং. meeting]। 32)
মিসিস, মিসেস
মধু
(p. 676) madhu বি. 1 পুষ্পরস, মৌ (ফুলের মধু, পদ্মমধু); 2 মিষ্ট রস, মিষ্ট পদার্থ; 3 মদ্য, সুরা; 4 চৈত্রমাস (মধুমাস); 5 বসন্তকাল ('কালি মধু যামিনীতে': রবীন্দ্র); 6 (আল.) মাধুর্য ('গোকুলে মধু ফুরায়ে গেল': ন. ভ.); 7 দৈত্যবিশেষ। বিণ. 1 মধুবত্ মিষ্ট বা স্বাদু; 2 মধুর (মধুকণ্ঠ); 3 মধুপূর্ণ (মধুমালতী)। [সং √ মন্ (=মধ্) + উ]। ̃ ক, ̃ .কর, ̃ প, ̃ .পায়ী (-য়িন্), ̃ .ব্রত, ̃ .ভৃত্, ̃ .মক্ষিকা বি. 1 ভ্রমর; 2 মৌমাছি। ̃ .কণ্ঠ বিণ. মধুর স্বরবিশিষ্ট। ̃ .করী বি. 1 (স্ত্রী.) ভ্রমরা; 2 স্ত্রী-মৌমাছি। ̃ .কাল বি বসন্তকাল। ̃ .কোষ, ̃ .ক্রম, ̃ .চক্র, ̃ .চ্ছত্র, ̃ .জালক বি মৌচাক। ̃ .চন্দ্র ̃ .চন্দ্রিকা বি. বিবাহের অব্যবহিত পরে নববিবাহিত দম্পতির প্রমোদভ্রমণ, honeymoon. ̃ .নিশি, ̃ .যামিনী, ̃ .রাতি বি. 1 বসন্তকালের রাত্রি; 2 মনোরম রাত্রি। ̃ .পর্ক বি. ঘি মধু দই দুধ শর্করা মিশিয়ে পুণ্যকর্মে ব্যবহৃত বস্তু। ̃ .বন বি. বৃন্দাবনের বনবিশেষ, মথুরার অন্তর্গত বনবিশেষ। ̃ .বর্ষী (-র্ষিন্) বিণ. মধু বর্ষণকারী; অত্যন্ত মধুর। ̃ .মন্তী বি. সংগীতের রাত্রিকালীন রাগিণীবিশেষ। ̃ .ময় বিণ. মধুতে ভরা; মধুমাখা; অতি মধুর। ̃ .মাধব বি. চৈত্রবৈশাখ মাস। ̃ .মাধবী বি মদ সুরা। ̃ .মাস বি. চৈত্রমাস। ̃ .লিহ, ̃ .লেহ, ̃ .লেহী বি. ভ্রমর। ̃ .সখ বি. কোকিল। ̃ .স্বর বি. 1 মধুর কণ্ঠস্বর; 2 কোকিল। 87)
মাঞ্জা
(p. 692) māñjā বি. সুতো মজবুতধারালো করার জন্য কাচের চূর্ণ ইত্যাদি দিয়ে প্রস্তুত আঠা (ঘুড়ির মাঞ্জা) [ সং. √ মঞ্জ্ + বাং. আ]। 77)
মাধ্যমিক শিক্ষা
মূল
(p. 714) mūla বি. 1 শিকড়, বৃক্ষাদির স্হিতিসাধক গোড়ার অংশবিশেষ যার সাহায্যে বৃক্ষ মাটি থেকে খাদ্যরস আহরণ করে; 2 আলু কচু ইত্যাদি কন্দজাতীয় উদ্ভিদ; 3 আদি, গোড়া (ঘটনার মূল); 4 আদি কারণ; 5 উত্পত্তির স্হান (কর্ণমূল, বাহুমূল); 6 উত্স; 7 ভিত্তি; 8 (গণি.) যে রাশি নি়জের দ্বারা এক বা একাধিকবার গুণিত হয়ে অন্যরাশি উত্পন্ন করেছে, root (বর্গমূল)। বিণ. 1 আদ্য, প্রথম গো়ড়াকার (মূলগ্রন্হ); 2 প্রধান (মূলমন্ত্র, মূলনীতি)। [সং. √ মূল + অ]। মূলক বিণ. বহুব্রীহি সমাসে উত্তরপদ হলে ক-যোগে মূল শব্দের রূপ (ভ্রান্তিমূলক, চিন্তামূলক)। মূলক2 বি. কন্দবিশেষ, মুলো। ̃ .কারণ বি. সৃষ্টি, জন্ম বা উত্পত্তির প্রথম প্রধান অথবা প্রকৃত কারণ। ̃ .কেন্দ্র বি. 1 মর্মস্হল; 2 প্রধান অঞ্চল বা কার্যালয়, সদর। ̃ .গত বিণ. 1 মূল থেকে জাত; 2 মৌলিক ̃ ত, (বর্জি.) ̃ তঃ ক্রিবিণ. 1 মূলে; 2 প্রকৃতপক্ষে। ̃ .তত্ত্ব বি. মৌলিক তত্ত্ব যার উপর ভিত্তি করে অন্যন্য তত্ত্ব গড়ে ওঠে। ̃ ত্র, ̃ .ত্রাণ বি. মাটির নীচে মূলকে রক্ষাকারী মূলের উপরের রোমশ আবরণ, মূলরোম। ̃ .ধন বি. পুঁজি, ব্যাবসায় বিনিয়োজিত অর্থ। ̃ .নীতি বি. প্রধান প্রকৃত বা মৌলিক নীতি। ̃ .ভিত্তি বি. প্রধান ভিত্তি, ভিতের সর্বনিম্ন স্তর, প্রধান আধার; গোড়াপত্তন। ̃ .মন্ত্র বি. 1 বীজমন্ত্র; 2 প্রধান সংকল্প (জীবনের মূলমন্ত্র)। ̃ .রোম বি. মূলত্রমূলত্রাণ -এর অনুরূপ। ̃ .সূত্র বি. 1 আদি কারণ; 2 প্রধান বা প্রাথমিক বিধি-নিয়ম (বাংলা ছন্দের মূলসূত্র)। মূলাকর্ষণ বি. শিকড় ধরে টান। মূলানুগ বিণ. মূল অংশের বা আদি রূপের সঙ্গে সংগতিসম্পন্ন। মূলাশ্রয়ী বিণ. মূল রূপকে অবলম্বন বা অনুসরণ করে এমন। মূলী (-লিন্) বিণ, মূলযুক্ত, শিকড়যুক্ত। বি. বৃক্ষ। মূলী-করণ বি. (-গণি.) বর্গমূল নির্ণয়। মূলী-ভূত বিণ. 1 আদিকারণস্বরূপ; 2 ভিত্তিস্বরূপ; 3 মূলগত। মূলে ক্রি-বিণ. 1 আদিতে, গোড়ায়; 2 আদৌ (মূলে সে যায়ইনি)। মূলোচ্ছেদ, মূলোত্-পাটন বি. শিকড়সমেত উপড়ে ফেলা; সম্পূর্ণ বিনাশ। 3)
ম্যাজ-ম্যাজ
মর্দন
মেক-আপ
মান্দার
(p. 699) māndāra বি. (আঞ্চ.) মাদার গাছ, শিমুল গাছ। [সং. মন্দার]। 17)
মটকা2
(p. 676) maṭakā2 ক্রি. মটকানো, দুমড়ানো (গাছের ডাল মটকায়, আঙ্গুল মটকায়)। [ধ্বন্যা.] ̃ .নো ক্রি. মট শব্দ করে দুমড়ানো (আঙ্গুল মটাকানো, ঘাড় মটকানো)। বিণ. বি. উক্ত অর্থে। 37)
মধুর
(p. 676) madhura বিণ. অতিশয় মিষ্ট বা মনোহর ('বাজবে মধুর স্বর': রবীন্দ্র)। [সং মধু + র]। ̃ তা, ̃ ত্ব, মধুরিমা, মাধুরী, মাধুর্য বি. 1 অতিশয় মিষ্টতা; 2 লাবণ্য। 91)
মটকা1
(p. 676) maṭakā1 বি. 1 মোটা তরসবস্ত্রবিশেষ (মটকার চাদর); 2 কাঁচা ঘরের চালের শীর্ষদেশ; 3 কপাট নিদ্রা, নিদ্রার ভান (মটকা মেরে পড়ে থাকা); 4 মাটির বড়ো জালা (চালের মটকা)। [দেশি]। মটকা মারা ক্রি. বি. 1 কাঁচা ঘরের চালের শীর্ষস্হ ফাঁক বন্ধ করা; 2 ঘুমের ভান করে শুয়ে থাকা। 36)
মানে
(p. 699) mānē বি. 1 অর্থ, তাত্পর্য (শব্দের মানে, কথার মানে); 2 উদ্দেশ্য, হেতু (চাকরি ছাড়ার মানে কী?)। [আ. মানি]। মানে বই যে-বইয়ে শব্দের অর্থ ব্যখ্যা করা হয়, অর্থপুস্তক, বোধিনী। 15)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2069499
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767066
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1364211
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720372
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697087
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 593952
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 543070
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541903

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন