Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

রাজা1 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  রাজা1 এর বাংলা অর্থ হলো -

(p. 741) rājā1 ক্রি. (কাব্যে) বিরাজ করা বা শোভা পাওয়া ('তোমারে সঙ্গ রাজে', 'বিশ্বহৃদয়ে রাজ হে': রবীন্দ্র)।
[সং. √ রাজ্ + বাং. আ]।
29)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


রাসপূর্ণিমা, রাসবিহারী
(p. 743) rāsapūrṇimā, rāsabihārī দ্র রাস2। 26)
রাস2
রাজস
(p. 741) rājasa বিণ. 1 প্রভুত্ব গর্ব প্রভৃতি রজোগুণসম্বন্ধীয়; 2 রজোগুণবিশিষ্ট (রজস দান)। [সং. রজস্ + অ]। স্ত্রী. রাজসী। 23)
রিক্থ
রুক্মিণী
(p. 743) rukmiṇī বি. দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণের মহিষী। [সং. √ রুক্ম্ + ইন্ + ঈ]। 78)
রিস্ট-লেট
(p. 743) risṭa-lēṭa বি. হাতের অলংকারবিশেষ। [ইং. wristlet]। 71)
রূপোন্মত্ত
রাগী
রাস্তা
(p. 743) rāstā বি. পথ। [ফা. রাস্তা-তু. সং. রথ্যা]। ̃ .ঘাট বি. বড়ো ও ছোটো বিবিধ রাস্তা। রাস্তা দেখা ক্রি. বি. (আল.) অন্যত্র চেষ্টা করা অন্যত্র যাওয়া (এখানে কোনো আশা নেই, এখন রাস্তা দেখতে হবে)। 32)
রাখা
(p. 738) rākhā ক্রি. বি. 1 স্হাপন করা (মাটিতে রাখা); 2 আশ্রয় দেওয়া, থাকতে দেওয়া (পায়ে রাখা); 3 সংরক্ষিত করা (বাক্সে রাখা, মুঠোয় রাখা); 4 বহন করা বা ধারন করা (মাথায় রাখা, টিকি রাখা); 5 জানা থাকা (খবর রাখি না); 6 রক্ষা করা, ক্ষুণ্ণ হতে না দেওয়া (কুল রাখা, সম্পর্ক রাখা, মান রাখা); 7 গচ্ছিত দেওয়া (ব্যঙ্কে টাকা রাখা); 8 বন্ধক দেওয়া বা গ্রহণ করা (গয়না রেখে কর্জ দেওয়া); 9 নিযুক্ত করা (চাকর রাখা); 1 পোষা (বাড়িতে কুকুর রাখা); 11 সঞ্চিত করা, মজুত করা (ভবিষ্যতের জন্য টাকা রেখো); 12 উত্থাপন না করা (তার কথা রাখো-ঢের শুনেছি); 13 ত্যাগ বা স্হগিত করা (এখন খেলা রেখে পড়তে বসো); 14 গ্রাহ্য বা পালন করা (অনুরোধ রাখতে পারব না); 15 পোষণ করা (মনে অভিমান রাখা); 16 ফেলে যাওয়া (কলমটা কি ও-ঘরে রেখে এসেছি?); 17 ক্রয় করা (এই জামাটা ফেরিওয়ালার কাছ থেকে রেখেছি); 18 তুষ্ট করা (মন রাখা); 19 কোনো কাজ পূর্বে সম্পন্ন করা (দাদন দিয়ে রাখা)। বিণ. 1 রক্ষিত, রাখা হয়েছে এমন (তাকের উপর রাখা বই); 2 আশ্রিত 3 স্হাপিত; 4 নিযুক্ত; 5 ক্রীত; 6 বন্দোবস্ত নেওয়া এমন; 7 প্রদত্ত; 8 রাখার জন্য কৃত (মন রাখা কথা)। [সং. √ রক্ষ্ + বাং. আ]। কথা রাখা ক্রি. বি. অনুরোধ বা প্রতিশ্রুতি পালন করা। চোখ রাখা, নজর রাখা ক্রি. বি. সতর্ক দৃষ্টি বা পাহারা দেওয়া। নাম রাখা ক্রি. বি. 1 নাম দেওয়া (ছেলের কী নাম রাখলে?); 2 গৌরব বজায় রাখা (বাপের নাম রেখেছে)। রেখেঢেকে বলা ক্রি. বি. কিছুটা অব্যক্ত রেখে বলা; সবটা না বলা। 35)
রাখি
রোমাঞ্চ
রেখা
(p. 748) rēkhā বি. 1 লম্বা দাগ বা চিহ্ন (হস্তরেখা); 2 কষি, ডোরা (রেখাঙ্কন); 3 ঈষত্ চিহ্ন বা আভাস (গোঁফের রেখা); 4 সারি; 5 (জ্যামি.) বেধহীনপ্রস্হহীন দৈর্ঘ্য, (সরলরেখা)। [সং. √ লিখ্ + অ + আ (ল্ = র্)। ̃ .ংশ বি. 1 রেখার অংশ; 2 দ্রঘিমার অংশ বা ডিগ্রি। ̃ .গণিত বি. জ্যামিতি। ঙ্কন বি. 1 রেখা বা কষি টানা, লাইন টানা 2 চিত্রাঙ্কন। ঙ্কিত বিণ. 1 রেখাযুক্ত, ruled 2 ডোরাকাটা। চিত্র বি. ছবির মুসাবিদা কোনো বিষয়ের মোটামুটি চিত্র, rough sketch. পাত বি. দাগ পড়া মনে কোনো স্হায়ী ভাবের সৃষ্টি। ঊর্ধ্ব-রেখা বি. (সচ.) মণিবন্ধ থেকে অঙ্গুলিমূল পর্যন্ত প্রসারিত করতলস্হ রেখাবিশেষ-যার দ্বারা ভাগ্য বিচার করা হয়। বক্র-রেখা বি. আঁকাবাঁকা রেখা। সরল-রেখা বি. যে-রেখা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত কোথাও দিকপরিবর্তন করে না সোজা রেখা। রেখে ঢেকে ক্রি-বিণ. সব কিছু প্রকাশ না করে, কিছুটা গোপন বা অপ্রকাশিত রেখে (ওদের সঙ্গে একটু রেখে ঢেকে কথা বোলো)। বাং. রাখিয়া + ঢাকিয়া। 21)
রিমিকি-ঝিমিকি
রাজিত
(p. 742) rājita বিণ. 1 শোভিত 2 শোভমান; 3 বিরাজিত। [সং. √ রাজ্ + ত়। 3)
রঙ্গ2
(p. 733) raṅga2 বি. 1 কৌতুক ('যাঁর নানা রঙের রঙ্গ, মোরা তাঁরি রসের রঙ্গী': রবীন্দ্র); 2 তামাশা, পরিহাস, ঠাট্টা (রঙ্গ করা); 3 রগড়, মজা (দাঁড়িয়ে দাঁড়িয়ে রঙ্গ দেখা); 4 আমোদ, আনন্দ (রঙ্গে মাতা)। [ফা. রংগ]। ̃ .চিঙ্গা বি. 1 যে-বালক রঙ্গ দেখতে ভালোবাসে; 2 চ্যাংড়া ছেলে। রংঢং, (বর্জি.) রঙঢঙ বি. হাস্যপরিহাস। ̃ .দার বিণ. মজাদার। ̃ .প্রিয় বিণ. কৌতুকপ্রিয়, হাস্যপরিহাস করতে ভালোবাসে এমন। বি. ̃ .প্রিয়তা। ̃ .ভঙ্গ বি. কৌতুকজনক অঙ্গভঙ্গি। ̃ .মহল, (চলিত) ̃ .রং-মহল, রঙ-মহল বি. 1 নৃপতিদের বিলাসভবন; 2 আনন্দনিকেতন। ̃ .রস বি. হাস্যকৌতুক, আমোদপ্রমোদ। ̃ .রঙ্গিণী বিণ. (স্ত্রী.) রঙ্গপ্রিয়া কৌতুকময়ী লীলাময়ী বা লীলামত্তা (রণরঙ্গিণী মূর্তি)। ̃ .রঙ্গী (-ঙ্গীন্) বিণ. ̃ .রঙ্গিণী -র পুংলিঙ্গ। 4)
রীত
(p. 743) rīta বি. (আঞ্চ.) রীতি; ধরন, পদ্ধতি ('তোমার ছুটি কে যে যোগায় জানিনে তার রীত': রবীন্দ্র)। [সং. রীতি]। 73)
রণপা, রণরণ, রণরণি
(p. 733) raṇapā, raṇaraṇa, raṇaraṇi যথাক্রমে রণপা রনরন ও রনরনি -র বর্জি. বানান। 42)
রাজপ্রাসাদ, রাজবংশ
(p. 741) rājaprāsāda, rājabaṃśa দ্র রাজ4। 10)
রং. রঙ
(p. 731) ra. ṃraṅa বি. 1 বর্ণ (লাল রং, মেঘের কালো রং); 2 রঞ্জনদ্রব্য (কাপড়টাকে লাল রঙে ছোপানো হল); 3 গায়ের বর্ণ (ফরসা রং); 4 তাসের চিহ্নভেদ; 5 আতিশয্য (রং চড়ানো)। [সং. রঙ্গ]। ̃ কানা বিণ. রং চেনে না এমন, বর্ণান্ধ। ̃ চঙে বিণ. নানান রংযুক্ত, বিচিত্র রঙের। ̃ চটা বিণ. রং উঠে গেছে এমন (একটা রং চটা চাদর)। রং চড়ানো ক্রি. বি. 1 ছবি ইত্যাদিতে রং লাগানো বা রঙের প্রলেপ দেওয়া; 2 বাড়িয়ে বলা, অতিশয়োক্তি করা। ̃ তামাশা বি. কৌতুক বা হাসিঠাট্টা। ̃ দার বিণ. রঙিন বিচিত্র রঙের সমাবেশ আছে এমন। ̃ বেরং বিণ. নানা রঙের ̃ মশাল বি. আগুনের রঙিন ফুলকিযুক্ত আতশবাজিবিশেষ। 7)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2069834
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767176
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1364350
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720427
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697159
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 593997
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 543305
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541926

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন