Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

লাবণিক এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  লাবণিক এর বাংলা অর্থ হলো -

(p. 759) lābaṇika বিণ. লাবণ; লবণসম্বন্ধীয়।
বি. লবণ-বিক্রেতা।
[সং. লবণ + ইক]।
32)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


লেপা
(p. 764) lēpā ক্রি. বি. তরল পদার্থের পোঁচ দেওয়া, লেপন করা, নিকানো (গোবরজল দিয়ে উঠোন লেপা)। বিণ. উক্ত অর্থে (গোবর দিয়ে লেপা ঘর)। [সং. √ লিপ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. তরল পদার্থের পোঁচ দেওয়ানো, লেপন করানো। বিণ. উক্ত অর্থে। ̃ .পোঁছা বিণ. পোঁচা দিয়ে এবং. মুছে পরিষ্কৃত করা হয়েছে এমন নিকানো হয়েছে এমন (লেপাপোঁছা উঠোন)। বি. নিকানো। 12)
লেখা-পড়া
লড়া1
(p. 755) laḍ়ā1 বি. ক্রি. (গ্রা.) নড়া। বিণ. উক্ত অর্থে (লড়া মাছ)। [সং. √ লড্ + বাং. আ]। 19)
লম্বা
(p. 756) lambā বিণ. 1 দীর্ঘ, সামনে প্রসারিত, উপরে বা নীচে বিস্তৃত (লম্বা লোক, লম্বা পথ, দুহাত লম্বা); 2 দীর্ঘকালব্যাপী (লম্বা দিন, লম্বা ঘুম); 3 (আল.) ধরাশায়ী (লম্বা হওয়া, পিটিয়ে লম্বা করা); 4 দম্ভপূর্ণ (লম্বা লম্বা কথা)। বি. 1 দৈর্ঘ্য (লম্বায় দশ হাত); 2 ঝুল (জামাটা লম্বায় খাটো)। [সং. √ লম্ব্ + বাং. আ]। ̃ ই বি. 1 দৈর্ঘ; 2 ঝুলের মাপ। ̃ ই-চওড়াই বি. 1 দৈর্ঘপ্রস্হের মাপ; 2 দম্ভপূর্ণ উক্তি (অনেক লম্বাই-চওড়াই বলে গেল); 3 আস্ফালন। লম্বা করা ক্রি. বি. 1 প্রসারিত করা; 2 বাড়ানো; 3 (আল.) প্রহার দিয়ে ধরাশায়ী করা। ̃ .চওড়া বিণ. দীর্ঘদেহী এবং স্বাস্হ্যবান। লম্বা চাল বি. অতিরিক্ত আড়ম্বর। ̃ টে বিণ. লম্বা ধরণের; কিছুটা লম্বা। লম্বা দেওয়া ক্রি. বি. দ্রুত ছুটে পালানো; চম্পট দেওয়া। ̃ .লম্বি ক্রি-বিণ. দৈর্ঘ্যের দিকে অনুদীর্ঘভাবে (চাদরটাকে লম্বালম্বি পাতো)। লম্বা হওয়া ক্রি. বি. 1 প্রসারিত হওয়া; 2 বাড়া, বেড়ে ওঠা; 3 দীর্ঘ হওয়া; 4 (আল.) হাত-পা ছড়িয়ে শুয়ে পড়া। 19)
লাঘব
(p. 758) lāghaba বি. 1 হ্রাস, লঘুতা (ভার লাঘব করা, শ্রম লাঘব করা); 2 গৌরবহানি, মর্যাদাহানি (একাজে করলে তোমার সম্মানের লাঘব হবে না); 3 ক্ষিপ্রতা, পটুতা (হস্তলাঘব) [সং. লঘু + অ]। 14)
লুই
লীলা
(p. 760) līlā বি. 1 কেলি, প্রমোদ, প্রমোদপূর্ণ ক্রীড়া; 2 হাবভাব (লীলায়িত, সলীল); 3 অন্তরের আনন্দ বাইরে প্রত্যক্ষগোচর করার মনোবৃত্তি; 4 দেবতার খেলা (রাসলীলা); 5 দেবতা বা মানুষের নির্দিষ্টকালব্যাপী কার্যকলাপ (জীবলীলা, ভবলীলা, কৃষ্ণের নরলীলা); 6 গূঢ় ধর্মপূর্ণ কেলা বা কাজ ('কে বোঝে তোমার লীলা লীলাময়ী তারা')। [সং. লী + √ লা + অ + আ]। ̃ .কমল, ̃ .পদ্ম বি. কেলিপদ্ম, খেলাচ্ছলে করধৃত পদ্ম। ̃ .কানন বি. প্রমোদ-উদ্যান। ̃ .ক্ষেত্র, ̃ .ভূমি বি. ক্রিয়াকলাপের স্হান (সাধনার লীলাক্ষেত্র)। ̃ .খেলা বি. 1 বিশেষ গূঢ় বা তাত্পর্যপূর্ণ খেলা বা কার্য; 2 ক্রীড়া-কৌতুক। লীলাখেলা সাঙ্গ হওয়া ক্রি. বি. 1 কার্যকলাপ শেষ হওয়া। ̃ .চঞ্চল বিণ. লীলাভরে অস্হির, মধুর চপলতাপূর্ণ। ̃ .বতী বিণ. (স্ত্রী.) লীলাচঞ্চল; হাবভাবযুক্ত। বি. ভাস্করাচার্য-প্রণীত গণিতগ্রন্হবিশেষ। ̃ .ময় বিণ. লীলাপূর্ণ, আনন্দময়; যাঁর কার্যকলাপ মানুষ বুঝতে পারে না এমন (লীলাময় ঈশ্বর, লীলাময় ব্রহ্ম)। স্ত্রী. ̃ .ময়ী। ̃ .য়িত বিণ. মনোহর ভঙ্গিযুক্ত। ̃ .য়িতা। ̃ .স্মিত বি. মধুর বা নির্মল হাসি। 64)
লাগা ক্রি.
(p. 758) lāgā kri. বি. 1 যুক্ত বা লিপ্ত বা সংলগ্ন হওয়া (জুতোয় কাদা লাগা, ঘরে আগুন লাগা); 2 স্পর্শ করা (গায়ে বাতাস লাগা); 3 ভেড়া, ভিড়া (তীরে নৌকা লাগা); 4 থামা (ওইখানে গাড়ি লাগাও); 5 রত নিযুক্ত বা ব্যাপৃত হওয়া (কাজে লেগে যাও); 6 আরম্ভ হওয়া, ঘটা (গ্রহণ লাগা); 7 করতে থাকা (খেতে লাগল); 8 স্বাদবোধ হওয়া (মিষ্টি লাগছে); 9 অনুভূত হওয়া (ভালো লাগা, গরম লাগা); 1 ক্লেশবোধ বা যন্ত্রণাবোধ হওয়া (পায়ে বড়ো লাগছে); 11 যুক্তিযুক্ত হওয়া, খাপ খাওয়া, মানানো (কাজে গা লাগাছে না, শব্দটা ওখানে লাগবে না); 12 তুল্য হওয়া (মহাভারতের কাছে অন্য মহাকাব্য কি আর লাগে?); 13 প্রয়োজন হওয়া (টাকা লাগবে, আর কী কী লাগবে?); 14 মূল্যরূপে ব্যয়িত হওয়া (কিনতে দশ টাকা লেগেছে); 15 সফল হওয়া, ফলপ্রসূ হওয়া (ওষুধটা লেগেছে, তার ভবিষ্যদ্বাণীটা লাগল না); 16 বিবাদ বাধা (দু-পক্ষে আবার লেগেছে); 17 পছন্দ হওয়া (কথাটা মনে লাগছে); 18 জ্বালাতন বা শত্রুতা করা (পিছনে লাগা); 19 বিদ্ধ হওয়া, বেঁধা (গুলিটা বুকে লেগেছে, তিরটা পিঠে লেগেছে); 2 আঘাত পাওয়া (ঘুসি লেগেছে, চোট লাগা, খোঁচা লাগা); 21 ধারণা বা অনুভব হওয়া (কুসুমসমান লাগা); 22 পছন্দ বা মনোমতো হওয়া (তার কথাটা আমার মনে লেগেছে); 23 আটকে যাওয়া, বাধাপ্রাপ্ত হওয়া (নৌকো কাদায় লেগেছে, গলায় লাগা); 24 কুপ্রভাব পড়া (এঁড়ে লাগা, শনি লাগা)। [সং. √ লগ্ + বাং. আ] লেগে থাকা ক্রি বি. রত থাকা; নাছোড়বান্দার মতো রত থাকা। লেগে যাওয়া ক্রি. ব্. 1 কাজ বা উদ্যোগ শুরু করা, কাজে নামা; 2 খেটে যাওয়া, মিলে যাওয়া (তাঁর কথাটাই লেগে গেছে)। 6)
লম্ফ1, ল্যাম্প
(p. 756) lampha1, lyāmpa বি. ক্ষুদ্র বাতিবিশেষ, কেরোসিন ডিবা। [ইং. lamp]। 15)
লাজ2
(p. 759) lāja2 বি. খই; ভাজা ধান [সং. √ লাজ্ + অ]। ̃ .বর্ষণ বি. শুভ অনুষ্ঠানে ইতস্তত খই ছড়ানো। লাজাঞ্জলি বি. 1 মুঠো-ভরতি খই; 2 খই-ভরতি অঞ্জলি বা মুঠি। 2)
লড্ডু, লড্ডুক
(p. 755) laḍḍu, laḍḍuka বি. নাড়ু। [সং. √ লড্ + ডু. ক]। 17)
লম্বোদর
(p. 756) lambōdara বিণ. ভুঁড়িওয়ালা, ভুঁড়ো, স্হূলোদর। বি. (লম্বা বা ঝোলানো পেটযুক্ত বলে) গণেশ। [সং. লম্ব + উদর]। 21)
লেখন
(p. 763) lēkhana বি. 1 লেখা, অক্ষরবিন্যাস (দেওয়ালের লেখন); 2 অঙ্কন; 3 পত্র, চিঠি। [সং. √ লিখ্ + অন]। 6)
ললিত
লাইট
(p. 757) lāiṭa বি. 1 বাতি; 2 বৈদ্যুতিক বাতি। [ইং. light]। ̃ .হাউস বি. সমুদ্রে নাবিকদের সাহায্যের জন্য বা পথনির্দেশের জন্য বাতিঘর। 24)
লেন্স্, লেন্স
(p. 764) lēns, lēnsa বি. চশমা দূরবিন ক্যামেরা প্রভৃতির কাচ, পরকলা। [ইং. lens]। 5)
লেজার1
লালন-গীতি
(p. 760) lālana-gīti বি. লালন ফকিরের গান। [বাং. লালন + গীতি]। 14)
লাঙ্গুল
(p. 758) lāṅgula বি. লাঙ্গুল -এর মার্জিত রূপ। [সং. √ লঙ্গ্ + উল]। লাঙুলী (-লিন্), (চলিত) লাঙুলি বিণ. লেজবিশিষ্ট। বি. বাঁদর। 17)
লাইফ-বোট
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535148
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140628
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730936
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943135
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883652
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838518
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603110

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us