Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

লুটা-পুটি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  লুটা-পুটি এর বাংলা অর্থ হলো -

(p. 760) luṭā-puṭi (কথ্য) লুটো-পুটি বি. গড়াগড়ি (ধুলোয় লুটোপুটি) [তু. হি. লৌট পৌট] লুটোপুটি খাওয়া ক্রি. বি. গড়াগড়ি দেওয়া।
73)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


লীন
লন্ড্রি
(p. 755) lanḍri বি. কাপড় ধোলাইয়ের দোকান। [ইং. laundry]। 27)
লগন
(p. 753) lagana বি. লগ্ন -র কথ্য রূপ (বিয়ের লগন)। ̃ সা বি. যে সময়ে নানান উত্সব-অনুষ্ঠানের লগ্ন নির্দিষ্ট আছে (লগনসার সময় জিনিসপত্রের দাম তো বাড়বেই)। [সং. লগ্নসময়]। ̃ .চাদা বিণ. সৌভাগ্যবান (লগনচাঁদা ছেলে)। 34)
লিখা, লেখা
(p. 760) likhā, lēkhā ক্রি. বি. 1 অক্ষরবিন্যাস করা, লিপিবদ্ধ করা; 2 গ্রন্হাদি রচনা করা (বই লিখেছেন); 3 আইনসিদ্ধ দলিল সম্পাদনপূর্বক হস্তান্তর করা (জমি লিখে দেওয়া); 5 অঙ্কন করা। বিণ. লিখিত। [সং. √ লিখ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. অপরের দ্বারা লেখার কাজ করানো বিণ. উক্ত অর্থে। 38)
লালন
(p. 760) lālana বি. সযত্নে পালন (অতিলালনের ফলেই ছেলেটা নষ্ট হয়েছে)। [সং. √ লল্ + অন]। ̃ .পালন বি. প্রতিপালন। 13)
লখ, লখ-লাইন
(p. 753) lakha, lakha-lāina বি. মাঞ্জা-দেওয়া রেশমি সুতো। [ফা. নখ্ + ইং. line]। 31)
লেটার
লেখ্য
(p. 763) lēkhya বিণ. 1 লিখতে হবে বা লেখা উচিত এমন; 2 লেখার যোগ্য; 3 শুধু লেখার জন্যই ব্যবহৃত হয় অর্থাত্ কথ্য নয় এমন (লেখ্য ভাষা)। বি. 1 লিখিত পত্র বা চিত্র (তু. আলেখ্য); 2 দলিল। [সং. √ লিখ্ + য]। 15)
লকট
(p. 753) lakaṭa বি. চীনা ফলবিশেষ, loquat. [চৈ.]। 10)
লাফা
(p. 759) lāphā ক্রি. লাফ দেওয়া (লাফিয়ে যাওয়া)।[সং. লম্ফ + বাং. আ]। লাফানি বি. 1 লাফ, লাফ দেওয়া; 2 আস্ফালন; ছটফটানি। লাফানে বিণ. লাফায় এমন। ̃ নো ক্রি. লাফ দেওয়া। বি. উক্ত অর্থে (এত লাফানো ভোলো নয়)। 26)
লুঙ্গি, লুঙি
লক-আপ
(p. 753) laka-āpa বি. হাজত, ফাটক (লক-আপে বন্দি)। [ইং. lock-up]। 8)
লুটা, লুঠা, লোটা
(p. 760) luṭā, luṭhā, lōṭā ক্রি বি. 1 লুট করা; 2 অন্যায়ভাবে আত্মসাত্ করা (জনসাধারণের টাকা লুটে নেওয়া); 3 প্রচুর পরিমাণে উপভোগ করা (মজা লোটা); 4 গড়াগড়ি দেওয়া, লুণ্ঠিত হওয়া (ধুলায় লোটা)। বিণ. উক্ত সব অর্থে। [সং. √ লুঠ্ লুণ্ঠ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 লুঠ করানো; 2 গড়াগড়ি দেওয়া বা দেওয়ানো। বিণ. উক্ত অর্থে। লুটে-পুটে ক্রি-বিণ. নিঃশেষে লুঠ করে, সম্পূর্ণ আত্মসাত্ করে। 72)
লালায়িত
লাঠা-লাঠি
লাভ
(p. 760) lābha বি. 1 মুলধন বা খরচের অতিরিক্ত আয় (ব্যবসায়ে লাভ), মুনাফা (শতকরা দশ টাকা লাভ); 2 উপস্বত্ব, আয় (দোকান থেকে প্রচুর টাকা লাভ হয়); 3 ক্ষতির বিপরীত, উপকার (এ কাজে লাভ নেই); 4 প্রাপ্তি (বরলাভ, বন্ধুলাভ)। [সং. √ লভ্ + অ]। লাভ করা ক্রি. বি. লাভস্বরূপ পাওয়া; মুনাফা আয় করা; অর্জন করা; পাওয়া। ̃ .জনক বিণ. লাভ হয় এমন, যাতে লাভ হয় (লাভজনক ব্যবসায়)। ̃ .বান বিণ. লাভ করেছে বা মুনাফা রোজগার করেছে এমন। লাভা-লাভ বি. লাভ ও ক্ষতি। 2)
লব
(p. 756) laba বি. 1 (গণি.) বিভাজ্য অঙ্ক, numerator; 2 অতি সূক্ষ কালাংশ; 3 অতি অল্প অংশ, লেশ; 4 বিন্দু (জললব); 5 শ্রীরামচন্দ্রের দ্বিতীয় পুত্র। [সং. √ লু + অ]। 4)
লাগা ক্রি.
(p. 758) lāgā kri. বি. 1 যুক্ত বা লিপ্ত বা সংলগ্ন হওয়া (জুতোয় কাদা লাগা, ঘরে আগুন লাগা); 2 স্পর্শ করা (গায়ে বাতাস লাগা); 3 ভেড়া, ভিড়া (তীরে নৌকা লাগা); 4 থামা (ওইখানে গাড়ি লাগাও); 5 রত নিযুক্ত বা ব্যাপৃত হওয়া (কাজে লেগে যাও); 6 আরম্ভ হওয়া, ঘটা (গ্রহণ লাগা); 7 করতে থাকা (খেতে লাগল); 8 স্বাদবোধ হওয়া (মিষ্টি লাগছে); 9 অনুভূত হওয়া (ভালো লাগা, গরম লাগা); 1 ক্লেশবোধ বা যন্ত্রণাবোধ হওয়া (পায়ে বড়ো লাগছে); 11 যুক্তিযুক্ত হওয়া, খাপ খাওয়া, মানানো (কাজে গা লাগাছে না, শব্দটা ওখানে লাগবে না); 12 তুল্য হওয়া (মহাভারতের কাছে অন্য মহাকাব্য কি আর লাগে?); 13 প্রয়োজন হওয়া (টাকা লাগবে, আর কী কী লাগবে?); 14 মূল্যরূপে ব্যয়িত হওয়া (কিনতে দশ টাকা লেগেছে); 15 সফল হওয়া, ফলপ্রসূ হওয়া (ওষুধটা লেগেছে, তার ভবিষ্যদ্বাণীটা লাগল না); 16 বিবাদ বাধা (দু-পক্ষে আবার লেগেছে); 17 পছন্দ হওয়া (কথাটা মনে লাগছে); 18 জ্বালাতন বা শত্রুতা করা (পিছনে লাগা); 19 বিদ্ধ হওয়া, বেঁধা (গুলিটা বুকে লেগেছে, তিরটা পিঠে লেগেছে); 2 আঘাত পাওয়া (ঘুসি লেগেছে, চোট লাগা, খোঁচা লাগা); 21 ধারণা বা অনুভব হওয়া (কুসুমসমান লাগা); 22 পছন্দ বা মনোমতো হওয়া (তার কথাটা আমার মনে লেগেছে); 23 আটকে যাওয়া, বাধাপ্রাপ্ত হওয়া (নৌকো কাদায় লেগেছে, গলায় লাগা); 24 কুপ্রভাব পড়া (এঁড়ে লাগা, শনি লাগা)। [সং. √ লগ্ + বাং. আ] লেগে থাকা ক্রি বি. রত থাকা; নাছোড়বান্দার মতো রত থাকা। লেগে যাওয়া ক্রি. ব্. 1 কাজ বা উদ্যোগ শুরু করা, কাজে নামা; 2 খেটে যাওয়া, মিলে যাওয়া (তাঁর কথাটাই লেগে গেছে)। 6)
লাট৪
লতিকা
(p. 755) latikā বি. 1 ক্ষুদ্র লতা; 2 লতা। [সং. লতা + ক + আ]। 23)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614718
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227924
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839840
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098897
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916356
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856850
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719468
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649145

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us