Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শিক্ষা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  শিক্ষা এর বাংলা অর্থ হলো -

(p. 776) śikṣā বি. 1 চর্চা অভ্যাস প্রভৃতির দ্বারা আয়ত্তীকরণ (অস্ত্রশিক্ষা, অসিশিক্ষা, সীবনশিক্ষা); 2 বিদ্যাভ্যাস, অধ্যয়ন (বিজ্ঞানশিক্ষা); 3 জ্ঞানার্জন, বিদ্যার্জন (শিক্ষার অগ্রগতি); 4 উপদেশ, নির্দেশ (শাস্ত্রের শিক্ষা, এই গল্প পড়ে কী শিক্ষা পেলে?); 5 অভিজ্ঞতা, জ্ঞান (জীবনে অনেক শিক্ষাই পেয়েছি); 6 আক্কেল, তিক্ত অভিজ্ঞতা (পরোপকার করতে গিয়ে খুব শিক্ষা পেয়েছি); 7 দণ্ড, শাস্তি (লোকটাকে উচিত শিক্ষা দেওয়া দরকার); 8 (সং.) উচ্চারণবিষয়ক বেদাঙ্গ গ্রন্হবিশেষ।
[সং. √ শিক্ষ্ + অ + আ]।
কর বি. দেশের বা রাজ্যের মধ্যে শিক্ষাদানের ব্যবস্হা করার জন্য সরকারকে প্রদেয় কর বা খাজনা।
কেন্দ্র
বি. শিক্ষাদানগ্রহণের স্হান।
গুরু,দাতা
(-তৃঃ বি. শিক্ষক।
দীক্ষা
বি. 1 শাস্ত্রাদি অধ্যয়নমন্ত্রগ্রহণ; 2 বিদ্যার্জন ও আচরণ, লেখাপড়াস্বভাব।
ধীন বিণ. শিক্ষানবিশ, এখনও শিক্ষা লাভ করছে এমন।
নবিশ
বিণ. বি. (প্রধানত কারিগরি বিদ্যার) শিক্ষার্থী; যে কাজ শিখছে।
প্রণালী
বি. শিক্ষার অর্থাত্ শিক্ষাদানের পদ্ধতি।
বিদ বিণ. বি. শিক্ষা সম্বন্ধে জ্ঞান আছে এমন।
ব্রতী
বিণ. বি. শিক্ষাই যাঁর জীবনের ব্রত, শিক্ষায় নিবেদিত মন।
মূলক
বিণ. 1 শিক্ষাসংক্রান্ত; 2 শিক্ষাপ্রদ।
য়তন বি. শিক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল কলেজ ইত্যাদি।
শিক্ষিত বিণ. শিক্ষাপ্রাপ্ত (শিক্ষিত মন); বিদ্বান; শিক্ষা করা হয়েছে এমন।
স্ত্রী. শিক্ষিতা।
56)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


শেরপা
শোর
(p. 784) śōra বি. উচ্চ রব, চিত্কার। [ফা.]। ̃ গোল বি. হইচই, তীব্র গোলমাল, গণ্ডগোল। 60)
শুটকি
শোধন
(p. 784) śōdhana বি. 1 পবিত্র বা নির্মল করা; 2 সংস্কার; 3 ভুল দূরীকরণ, সংশোধন; 4 (ঋণাদি) পরিশোধ। [সং. √ শুধ্ + অন]। শোধনি বি. (স্ত্রী.) সম্মার্জনী, ঝাঁটা। শোধনীয়, শোধ্য বিণ. শোধনযোগ্য; শোধন বা শোধ করতে হবে এমন। শোধিত বিণ. শোধন বা শোধ করা হয়েছে এমন। 51)
শ্রী
(p. 786) śrī বি. 1 লক্ষ্মীদেবী; 2 ঐশ্বর্য, সম্পদ, সৌভাগ্য (শ্রীবৃদ্ধি); 3 সৌন্দর্য, লাবণ্য, শোভা (মুখশ্রী); 4 ঢং, ভঙ্গি (কথার কোনো শ্রী নেই); 5 জীবিত ব্যক্তি, দেবতা, অবতার বা মহাপুরুষের নামের পূর্বে এবং বৈষ্ণবদের পবিত্র বস্তুতীর্থস্হানাদির উল্লেখের পূর্বে বিশেষণের মতো ব্যবহৃত শব্দবিশেষ (শ্রীহরি, শ্রীকৃষ্ণ, শ্রীক্ষেত্র, শ্রীসেনগুপ্ত); 6 সংগীতে রাত্রিকালীন রাগবিশেষ। [সং. √ শ্রি + ক্বিপ্]। ̃ অঙ্গ বি. সুন্দর বা পবিত্র দেহ (সচ. দেবতা, পূজ্য ব্যক্তিপ্রিয়জনের দেহ সম্বন্ধে প্রযোজ্য)। ̃ কণ্ঠ বি. শিব। ̃ কান্ত বি. বিষ্ণু। ̃ ক্ষেত্র বি. পুরীধাম। ̃ খণ্ড বি. চন্দনকাঠ। ̃ খণ্ডি বি. 1 মঙ্গলানুষ্ঠানে পরিধেয় তাঁতবস্ত্রবিশেষ; 2 বিবাহের পিঁড়ি। ̃ খোল বি. কীর্তনগানের সংগতে ব্যবহৃত খোল। ̃ ঘর বি. (ব্যঙ্গে) জেলখানা, কারাগার। ̃ ঘর-বাস বি. জেলে যাওয়া বা থাকা অর্থাত্ কয়েদি হয়ে জেলে থাকা। ̃ চরণ, ̃ চরণ-কমল বি. পূজ্য ব্যক্তি বা গুরুজনের চরণ। ̃ চরণ-কমলেষু, ̃ চরণেষু পূজ্য ব্যক্তির কাছে পত্র লেখার পাঠবিশেষ। ̃ ছাঁদ বি. লাবণ্য, সৌন্দর্য (কথার কোনো শ্রীছাঁদ নেই)। কথ্য ছিরি-ছাঁদ। ̃ ধর বি. বিষ্ণু; শ্রীকৃষ্ণ। ̃ নিবাস, ̃ পতি বি. বিষ্ণু। ̃ পঞ্চমী বি. মাঘ মাসের শুক্লাপঞ্চমী; সরস্বতীপূজার তিথি। ̃ পদ, ̃ পদ-পঙ্কজ, ̃ পদ-পল্লব, ̃ পদ-কমল, ̃ পাদ, ̃ পাদ-পদ্ম - শ্রীচরণ এর অনুরূপ (নিত্যানন্দ শ্রীপাদ)। ̃ পর্ণ বি. পদ্ম। ̃ ফল বি. বেল। ̃ বত্স বি. 1 শনির দ্বারা উত্পীড়িত পুরাণোক্ত রাজা; 2 বিষ্ণুর বক্ষস্হ দক্ষিণাবর্ত লোমরাজি। ̃ বত্স-লাঞ্ছন বি. 1 সমৃদ্ধি, উন্নতি। ̃ ভ্রষ্ট বিণ. সম্পদ বা সৌন্দর্য হারিয়েছে এমন, লক্ষ্মীছাড়া। ̃ মণ্ডিত বিণ. শ্রীযুক্ত; সম্পদশালী; সৌন্দর্যময়। ̃ মত্ বি. মহিমময়; সাধুসন্ন্যাসীদের এবং পবিত্র গ্রন্হাদির নামের পূর্বে প্রযুক্ত সম্মানসূচক শব্দ (শ্রীমত্ স্বামীলোকেশ্বরানন্দ, শ্রীমদ্ভাগবত)। ̃ মতী বিণ. (স্ত্রী.) সৌভাগ্যবতী। বি. 1 সুন্দরী নারী; যুবতী; 2 রাধা। ̃ মন্ত বিণ. সৌভাগ্যবান; সম্পদশালী। ̃ মান বিণ. 1 সুন্দর, কান্তিময়; 2 সৌভাগ্যশালী; 3 লক্ষ্মীমন্ত। ̃ মুখ বি. সুন্দর মুখ; পবিত্র মুখ। ̃ যুক্ত, ̃ যুত বিণ. সৌভাগ্যযুক্ত, মহাশয় (মান্য পুরুষের নামের পূর্বে প্রযুক্ত)। স্ত্রী. ̃ যুক্তা। ̃ ল বিণ. সৌভাগ্যবান, লক্ষ্মীমন্ত (বিশেষত মান্য পুরুষের নামের পূর্বে প্রযুক্ত)। ̃ শ বি. বিষ্ণু। ̃ হস্ত বি. সুন্দর বা পবিত্র হাত। ̃ হস্তিনী বি. হাতিশুঁড়া গাছ। ̃ হীন বিণ. 1 শোভাসৌন্দর্যহীন; 2 সৌভাগ্যহীন। বি. ̃ হীনতা। 70)
শিটা, (কথ্য) শিটে
(p. 776) śiṭā, (kathya) śiṭē বি. গাদ, কাইট, গাঁজ, গ্যাঁজলা, ফেনা। [দেশি-তু. সং. শিষ্ট (অবশিষ্ট)]। 72)
শাঁকালু, শাঁখ আলু
(p. 773) śān̐kālu, śān̐kha ālu বি. কাঁচা খাওয়ার কন্দবিশেষ। [দেশি]। 28)
শিষ্ট
শলভ
(p. 772) śalabha বি. 1 শস্যনাশক পতঙ্গবিশেষ, শরভ, পঙ্গপাল; 2 ফড়িং। [সং. √ শল্ + অভ]। শলভাসন বি. যে যোগাসনে শরীরকে পতঙ্গের মতো আকার দিতে হয়। 27)
শেওড়া, শ্যাওড়া
শিশি
(p. 779) śiśi বি. কাচের তৈরি ছোটো বোতল। [ফা. শীসহ্ + বাং. ই (ক্ষুদ্রার্থে)]। 34)
শয়-তান
শালা1
শিকায়ত, শিকায়েত
শ্রোতব্য
(p. 789) śrōtabya বি. শোনার যোগ্য, শ্রবণীয়; শ্রবণ করতে হয় এমন। [সং. √ শ্রু + তব্য]। 10)
শল্কলী (-লিন্), শল্কী (-ল্কিন্)
(p. 773) śalkalī (-lin), śalkī (-lkin) বিণ. আঁশযুক্ত, শল্কময়। বি. মাছ। [সং. শল্কল + ইন্, √ শল্ + ক + ইন্]। 2)
শুভ্র
(p. 781) śubhra বিণ. সাদা, শ্বেত, শুল্ক, ধবল। [সং. √ শুভ্ + র]। স্ত্রী. শুভ্রা। বি. ̃ তা, ̃ ত্ব। ̃ কেশ বিণ. পাকাচুলওয়ালা (শুভ্রকেশ বৃদ্ধ)। বি. পাকা চুল। শুভ্রাংশু বি. চন্দ্র। 49)
শুন, শুনক
(p. 781) śuna, śunaka বি. কুকুর। [সং. √ শুন্ + অ, ক]। স্ত্রী. শুনী। 42)
শজনে
(p. 769) śajanē দ্র শজিনা। 9)
শৃঙ্গী2
(p. 784) śṛṅgī2 (-ঙ্গিন্) বিণ. শৃঙ্গযুক্ত। বি. 1 পর্বত; 2 বৃক্ষ। [সং. শৃঙ্গ + ইন্]। 7)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614701
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227900
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839805
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098881
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856843
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719458
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us