Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শেল1 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  শেল1 এর বাংলা অর্থ হলো -

(p. 784) śēla1 বি. 1 প্রাচীন অস্ত্রবিশেষ, শূল (শক্তিশেল); 2 শেলতুল্য যন্ত্রণাদায়ক বস্তু।
[সং. শল্য]।
28)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


শ্রূয়-মান
(p. 789) śrūẏa-māna বিণ. শোনা হচ্ছে এমন (শ্রূয়মান ধ্বনি, শ্রূয়মান সংগীত)। [সং. √ শ্রূ + মান (শানচ্)]। 3)
শোধরানো, শোধা, শোধানো
(p. 784) śōdharānō, śōdhā, śōdhānō যথাক্রমে দ্র শুধরানো, শুধা1 ও শুধানো। 52)
শুঁটকি
(p. 781) śun̐ṭaki দ্র শুঁটকা। 10)
শ্বশুর্য
(p. 786) śbaśurya বি. শ্বশুরের পুত্র, শ্যালক। [সং. শ্বশুর + য]। 30)
শিখী
শটি, (বর্জি.) শটী
(p. 769) śaṭi, (barji.) śaṭī বি. হলুদজাতীয় ওষধিবিশেষ বা তার কন্দ যা থেকে পালো তৈরি হয়। [সং. √ শট্ + ই]। ̃ ফুড বি. শটি থেকে প্রস্তুত পালো। 14)
শক্তি
(p. 768) śakti বি. 1 ক্ষমতা, সামর্থ্য, বল (প্রাণশক্তি, শরীরের শক্তি); 2 প্রভাব, প্রতিপত্তি; 3 পরাক্রান্ত স্বাধীন রাষ্ট্র (ইয়োরোপীয় শক্তিবর্গ); 4 হোমিয়োপ্যাথিক ওষুধের ক্রম অথবা গুণের মাত্রা (নাক্স ভম 3 শক্তি); 5 দুর্গা, কালী, কমলা এই তিন স্ত্রী-দেবতা; 6 পৌরাণিক অস্ত্রবিশেষ (শক্তিশেল); 7 দেবসেনাপতি কার্তিকেয়র অস্ত্র; 8 (বিজ্ঞা.) কর্মক্ষমতাদির মাত্রা, energy (বি. প.)। [সং. √ শক্ + তি]। ̃ .উপাসক বি. দুর্গা কালী প্রভৃতি স্ত্রী-দেবতার উপাসক, শাক্ত। ̃ .ধর বিণ. প্রচুর শক্তি বা ক্ষমতার অধিকারী (শক্তিধর রাষ্ট্র, শক্তিধর মল্ল)। বি. 'শক্তি'-অস্ত্রধারী কার্তিকেয়র এক নাম। ̃ .পূজা, ̃ আরাধনা বি. কালী দুর্গা প্রভৃতি স্ত্রী-দেবতার আরাধনা। ̃ .বর্ধক বিণ. যাতে শক্তি বা জোর বাড়ে (শক্তিবর্ধক ওষুধ)। ̃ .ময় বিণ. শক্তিশালী। স্ত্রী. ̃ .ময়ী। ̃.মান, ̃.শালী বিণ. শক্তি আছে এমন, বলবান। স্ত্রী. ̃ .মতী, ̃.শালিনী। বি. ̃ .মত্তা, ̃.শালিতা। ̃.শেল বি. রাবণের 'শক্তি'-নামক অনিবার্যমারাত্মক অস্ত্রবিশেষ যার আঘাতে লক্ষণ ধরাশায়ীপ্রায় নিহত হয়েছিলেন। ̃ .সাধক-শক্তিউপাসক -এর অনুরূপ। ̃ .হীন বিণ. শক্তি নেই এমন, দুর্বল। স্ত্রী. ̃ .হীনা। বি. ̃ .হীনতা। ̃ ..হ্রাস বি. শক্তি কমে যাওয়া বা কমিয়ে দেওয়া। 20)
শিক্ষক
(p. 776) śikṣaka বিণ. বি. শিক্ষাদাতা, অধ্যাপক, গুরু, উপদেষ্টা, মাস্টার। [সং. √ শিক্ষ্ + ণিচ্ + অক]। স্ত্রী. শিক্ষিকা। ̃ তা বি. শিক্ষকের বৃত্তি বা পদ। 53)
শির-শির
(p. 779) śira-śira বি. শিহরণের ভাব (গা শিরশির করা)। [ধ্বন্যা]। 8)
শাতন
(p. 773) śātana বি. ছেদন ('পক্ষধরের পক্ষশাতন করি': স. দ.)। [সং. √ শদ্ + ণিচ্ + অন]। 53)
শাকুন
শূদ্র, (কথ্য) শুদ্দুর
শেঠ
শয়ান, শয়িত
(p. 769) śaẏāna, śaẏita বিণ. 1 শুয়ে আছে এমন ('দুয়ারের কাছে কে ওই শয়ান': রবীন্দ্র); 2 নিদ্রিত। [সং. √ শী + আন, ত]। স্ত্রী. শয়ানা, শয়িতা।
শপতি
(p. 769) śapati বি. (আঞ্চ.) প্রতিজ্ঞা, শপথ ('শপতি করিয়া বলি': চণ্ডী)। [ সং. শপথ]। 36)
শব
(p. 769) śaba বি. মৃতদেহ, মড়া, লাশ। [সং. √ শব্ + অ]। ̃ দাহ, ̃ দহন বি. অগ্নিযোগে মৃতদেহ ভস্মীভূত করা, মড়া পোড়ানো। ̃ দাহ-স্হান বি. যেখানে শবদাহ করা হয়, শ্মশান। ̃ দেহ বি. মড়া, মৃতদেহ। ̃ ব্যবচ্ছেদ বি. শারীরবিজ্ঞান শিক্ষার জন্য বা মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য মৃতদেহ অস্ত্রদ্বারা ছিন্নবিচ্ছিন্ন করে পরীক্ষা। ̃ যাত্রা বি. দাহ করার বা কবর দেওয়ার জন্য মৃতদেহ নিয়ে যাওয়া। ̃ যান বি. (প্রধানত কবর দেবার জন্য) মৃতদেহপূর্ণ কফিন বা শবাধার বহন করে নিয়ে যাবার গাড়ি। ̃ সত্কার বি. শবদাহ; কবর; অন্ত্যেষ্টি। ̃ সাধনা বি. (সদ্যোমৃত পুরুষের) শবের উপর অশ্বারোহণের ভঙ্গিতে উপবেশন করে তান্ত্রিক সাধনাবিশেষ। শবাধার বি. যে আধার বা বাক্সে মৃতদেহ রেখে কবর দেওয়া হয়। শবানু-গমন বি. শবদেহ শ্মশানে বা কবরে নিয়ে যাবার সময় মৃতের প্রতি সম্মান জানাতে বা শোক জানাতে সঙ্গে যাওয়া। শবানু-যাত্রী (ত্রিন্) বি. শবানুগমনকারী। শবাসন বি. শবের মতো চিত হয়ে শুয়ে থাকার যোগাসনবিশেষ। শবাসনা বি. শবের উপর অবস্হিতা কালিকাদেবী। 42)
শুভ
(p. 781) śubha বি. মঙ্গল, কল্যাণ (শুভংকর, শুভার্থী)। বিণ. শুভজনক, কল্যাণকর। [সং. √ শুভ্ + অ]। স্ত্রী. শুভা। ̃ কামনা বি. মঙ্গলকামনা; শুভেচ্ছা। ̃ কাল, ̃ ক্ষণ বি. 1 কল্যাণকর সময়, শুভ সময়; 2 সুযোগ। ̃ গ্রহ বি. (জ্যোতিষ.) যে-গ্রহের প্রভাবে জাতকের মঙ্গল হয়। ̃ ংকর, ̃ স্কর বিণ. মঙ্গলজনক। বি. শুভংকরী নামক গণিতশাস্ত্রের রচয়িতা। ̃ ংকরী, ̃ ঙ্করী বিণ. (স্ত্রী.) মঙ্গলকারিণী। বি. 1 দুর্গাদেবী; 2 শুভংকররচিত গণিতশাস্ত্র। ̃ দ বিণ. কল্যাণকারী। স্ত্রী. ̃ দা। ̃ দিন বি. ভালো দিন, মঙ্গলজনক দিন (শুভদিন দেখে যাত্রা করা)। ̃ দৃষ্টি বি. 1 কল্যাণকর দৃষ্টি, সুনজর; 2 বিবাহকালে বরকন্যার পরস্পরকে প্রথম দর্শনের অনুষ্ঠান। ̃ বিবাহ বি. মঙ্গল জনক বিবাহ; বিবাহের শুভ অনুষ্ঠান। ̃ বুদ্ধি বি. সুবুদ্ধি, সুমতি। ̃ যোগ - শুভকালশুভক্ষণ এর অনুরূপ। ̃ রাত্রি বি. 1 মঙ্গলজনক রাত্রি; 2 দিনের শেষে 'রাত্রি মঙ্গলজনক হোক' এই শুভকামনাবিশেষ। ̃ সংকল্প বি. মঙ্গলজনক প্রতিজ্ঞা। ̃ সংবাদ বি. ভালো খবর। ̃ সন্ধ্যা বি. সন্ধ্যাবেলার অভিবাদনবিশেষ। ̃ সূচনা বি. ভালো ও আশাজনক আরম্ভ। শুভকাঙ্ক্ষা, শুভানু-ধ্যান বি. কল্যাণকামনা, হিতকামনা। শুভাকাঙ্ক্ষী (-ঙিক্ষন্), শুভানু-ধ্যায়ী (-য়িন্), শুভার্থী (-র্থিন্) বিণ. কল্যাণকামী, হিতকামী। স্ত্রী. শুভাকাঙ্ক্ষিণী, শুভানু-ধ্যায়িনী, শুভার্থিনী। শুভানন বিণ. সুন্দরমঙ্গলপ্রদ মুখবিশিষ্ট। স্ত্রী. শুভাননা। শুভানুষ্ঠান বি. মাঙ্গলিক কর্ম। শুভারম্ভ বি. শুভ বা মঙ্গলজনক সূচনা। শুভাশংসা বি. মঙ্গলকামনা। শুভাশীর্বাদ, শুভাশিস বি. মঙ্গল কামনাপূর্ণ আশীর্বাদ। শুভাশুভ বি. হিতাহিত, মঙ্গলঅমঙ্গল। 48)
শসন
(p. 773) śasana বি. 1 যজ্ঞার্থ পশুবধ; 2 বধ, নিধন। [সং. √ শস্ + অন]। 15)
শিলোঞ্ছ
(p. 779) śilōñcha বি. কৃষকেরা ফসল কেটে নিয়ে যাবার পর খেতে যে শস্যকণা পড়ে থাকে তা সংগ্রহপূর্বক জীবনধারণ, উঞ্ছবৃত্তি। [সং. শিল + উঞ্ছ]। 30)
শ্লক্ষ্ণ
(p. 789) ślakṣṇa বিণ. 1 কোমল, স্নিগ্ধ; 2 মসৃণ। [সং. √ শ্লিষ্ + স্ন]। শ্লথ বিণ. 1 শিথিল, ঢিলা (বন্ধন শ্লথ হওয়া); 2 দীর্ঘসূত্র (কাজে বড়ো শ্লথ); 3 মন্হর ('শ্লথপায়ে চলি'); 4 আলুথালু, বিস্রস্ত (শ্লথবেশ)। [সং. √ শ্লথ্ + অ]। ̃ ন বি. দীর্ঘসূত্রতা; অলসতা। 15)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577941
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185734
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785826
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027078
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901176
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848155
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708634
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620330

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us