Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সখী এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  সখী এর বাংলা অর্থ হলো -

(p. 796) sakhī বি. (স্ত্রী.) 1 বয়স্যা, নারীর নারীবন্ধু; 2 সহচরী, সঙ্গিনী (কৃষ্ণের সখী)।
[সং. সখি + ঈ]।
তত্ত্ব
বি. (বৈ. শা.) ললিতা বিশাখা চন্দ্রাবলী প্রভৃতি সখীরা শ্রীকৃষ্ণেরই লীলাবিস্তারিকা এবং নানাভাবে শ্রীরাধার প্রেমাভিব্যক্তির সহায়িকা-এই তত্ত্ব।
ত্ব বি. সখীতুল্য আচরণ, সখীভাব।
ভাব বি. 1 সখীতুল্য আচরণ; 2 নিজেকে শ্রীকৃষ্ণের সখীতুল্য জ্ঞানরূপ বৈষ্ণব সাধনপ্রণালীবিশেষ।
সংবাদ
বি. মথুরাগত শ্রীকৃষ্ণের কাছে বৃন্দাদূতী দ্বারা বিরহপীড়িতা রাধিকার মনোবেদনা জ্ঞাপন।
75)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


সাক্ষাত্
সংহত
(p. 796) saṃhata বিণ. 1 সম্যক মিলিত, ঐক্যবদ্ধ বা একত্রীভূত (জাতির সংহত শক্তি, সমস্ত শক্তিকে সংহত করা); 2 সুদৃঢ়; 3 জমাট, ঘনীভূত। [সং. সম্ + √ হন্ + ত]। 41)
সৌরি
(p. 846) sauri বিণ. সূর্যসম্বন্ধীয়। বি. 1 সূর্যপুত্র; 2 যম; 3 শনি; 4 কর্ণ। [সং. সূর (=সূর্য) + ই]। 44)
সম্মিত
(p. 816) sammita বিণ. 1 তুল্য; সদৃশ (দেবসম্মিত মহিমা); 2 তুল্যপরিমাণ; 3 পরিমিত। [সং. সম্ + √ মা + ত]। 19)
সম্পত্তি
(p. 815) sampatti বি. 1 সম্পদ, বিভব, ঐশ্বর্য; 2 ধন; 3 (বাং.) বিষয়-আশয়, জায়গাজমি; 4 সম্বল। [সং. সম্ + √ পদ্ + তি]। ̃ শালী (-লিন্) বিণ. 1 ঐশ্বর্যশালী, ধনী; 2 (বাং.) ভূ-সম্পত্তির অর্থাত্ জায়গাজমির মালিক। 2)
স্বপ্ন, (প্রধানত কাব্যে এবং ব্যক্তিনামে) স্বপন
(p. 852) sbapna, (pradhānata kābyē ēba mbyaktināmē) sbapana বি. 1 ঘুমের মধ্যে প্রত্যক্ষবত্ অনুভূত বিষয়; 2 কোনো বিষয়ের প্রত্যক্ষবত্ অনুভব; 3 (আল.) কল্পনা (সুখস্বপ্ন); 4 নিদ্রা (শয়নে-স্বপনে)। [সং. √ স্বপ্ + ন]। স্বপ্নেও না ভাবা (আল.) কোনো প্রকারে আশা না করা। ̃ ঘোর বি. নিদ্রাভঙ্গের পরেও স্বপ্নের যে আবেশে মন আচ্ছন্ন থাকে। ̃ চারিতা বি. নিদ্রিতাবস্হায় বিচরণ, somnambulism. (বি. প.)। ̃ জড়িমা বি. স্বপ্নঘোরজনিত জড়তা; স্বপ্নের ঘোর। ̃ জাল বি. স্বপ্নরূপ জাল অর্থাত্ স্বপ্ন দেখার ফলে মানসিক আচ্ছন্নতা। ̃ দোষ বি. নিদ্রিতাবস্হায় স্বপ্ন দেখতে দেখতে রেতঃস্খলন। ̃ বত্ বিণ. স্বপ্নের মতো অলীক অথচ সুন্দর। ̃ বৃত্তান্ত বি. স্বপ্নে দেখা ঘটনার বিবরণ। ̃ ময় বিণ. স্বপ্নবত্; স্বপ্নে সৃষ্ট বা জাত; কাল্পনিক। স্ত্রী. ̃ ময়ী। ̃ লোক, ̃ রাজ্য বি. স্বপ্নে দৃষ্ট দেশ অর্থাত্ অলীক অথচ সুন্দর দেশ; কল্পনা। স্বপ্নাদিষ্ট বিণ. স্বপ্নাদেশ-প্রাপ্ত। স্বপ্নাদেশ বি. স্বপ্নে প্রাপ্ত দৈবাদেশ। স্বপ্নাবিষ্ট বিণ. স্বপ্নের ঘোরে আচ্ছন্ন। স্বপ্নালু বিণ. 1 স্বপ্নের মতো, স্বপ্নবত্; 2 স্বপ্নঘোরে আচ্ছন্ন। স্বপ্নিল বিণ. স্বপ্নের মতো; স্বপ্নময়। স্বপ্নোত্থিত বিণ. স্বপ্নময় নিদ্রা থেকে জাগরিত।
সবাক
(p. 808) sabāka বিণ. কথা বলে এমন (সবাক পুতুল, সবাক সিনেমা)। [সং. সহ + বাক্]। সবাক-চিত্র, সবাক সিনেমা বি. যে বায়োস্কোপের ছবিতে অভিনেতাঅভিনেত্রীদের কথা শোনা যায়. talkie. 13)
সাংগীতিক
সারতরু
(p. 830) sārataru দ্র সার3। 12)
স্বেচ্ছা
(p. 855) sbēcchā বি. নিজের ইচ্ছা, স্বাধীন ইচ্ছা। [সং. স্ব + ইচ্ছা]। ̃ কৃত বিণ. নিজের ইচ্ছায় করা হয়েছে এমন (স্বেচ্ছাকৃত ত্যাগ)। ̃ ক্রমে ক্রি-বিণ. নিজ ইচ্ছার বশবর্তী হয়ে। ̃ চার বি. নিজের খেয়ালখুশিতে করা কাজ, উচ্ছৃঙ্খলতা; স্বৈচাচার। ̃ চারী (-রিন্) বিণ. স্বেচ্ছাচারকারী। স্ত্রী. ̃ চারিণী। বিণ. ̃ চারিতা। ̃ ধীন বিণ. স্বীয় ইচ্ছার অধীন; স্বাধীন। ̃ নু-বর্তী (-র্তিন্) বিণ. স্বীয় ইচ্ছানুযায়ী কার্যকারী; স্বেচ্ছাচারী। স্ত্রী. ̃ নু-বর্তিনী। বি. ̃ নু-বর্তিতা। ̃ প্রণোদিত বিণ. নিজের ইচ্ছায় প্রবৃত্ত। ̃ মৃত্যু বি. নিজ ইচ্ছানুযায়ী মৃত্যু। ̃ ব্রতী, ̃ সেবক বি. স্বেচ্ছাপ্রণোদিত হয়ে বা বিনাবেতনে যে ব্যক্তি সেবা করে, volunteer. স্ত্রী. ̃ সেবিকা, ̃ সেবকা। 17)
স্ত্ততি
(p. 846) sttati বি. স্তব; প্রশংসা; মহিমাকীর্তন। [সং. √ স্তু + তি]। স্তুত বিণ. (যার) স্তুতি করা হয়েছে এমন। ̃ বাদ বি. প্রশংসাবাক্য। স্তুত্য বিণ. স্তুতির বা স্তুত হবার যোগ্য। স্তূয়-মান বিণ. স্তুতি করা বা স্তুত হচ্ছে এমন। 87)
সমিধ, সমিত্
(p. 808) samidha, samit (-মিধ্) বি. ইন্ধন; হোমের আগুন জ্বালবার কাঠ। [সং. সম্ + √ ইন্ধ্ + ক্বিপ্]। 129)
সংক্রান্তি
(p. 792) saṅkrānti বি. 1 সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে গমন; 2 সঞ্চার, গমন; 3 ব্যাপ্তি; 4 বাংলা মাসের শেষ দিন। [সং. সম্ + ক্রান্তি]। 30)
সম্মার্জন
স্হায়িতা, স্হায়িত্ব, স্হায়িভাব
(p. 849) shāẏitā, shāẏitba, shāẏibhāba দ্র স্হায়ী। 13)
সর্দার
সাজা2
(p. 823) sājā2 বি. শাস্তি, অপরাধের দণ্ড (তার সাজা হবেই)। [ফা. সজা]। 38)
স্বজাতি
সাধ্য
(p. 823) sādhya বিণ. 1 সাধনীয়, সাধনযোগ্য (ব্যয়সাধ্য চিকিত্সা); 2 ক্ষমতার আয়ত্ত (সকল বিদ্যাই শিক্ষাসাধ্য); 3 যা করা সম্ভব, সম্পাদ্য (অনায়াসসাধ্য); 5 (বিরল) যার নিবারণ বা প্রতিকারসাধন সম্ভবপর (সাধ্য রোগ); 6 প্রতিপাদ্য; 7 যা প্রমাণ করতে হয়। বি. 1 সাধনার বস্তু ('প্রভু কহে, পড় শ্লোক সাধ্যের নির্ণয়': চৈ. চ.); 2 (ন্যায়.) অনুমানদ্বারা নিরূপণীয় বিষয়; 3 (বাং.) ক্ষমতা, শক্তি (এমন সাধ্য কার আছে?); 4 সামর্থ্য (সাধ্যানুসারে, সাধ্যের বাইরে)। [সং. সাধ্ + য]। ̃ তা বি. সাধনযোগ্যতা। ̃ পক্ষে, ̃ মতো, সাধ্যানুযায়ী, সাধ্যানু-রূপ ক্রি-বিণ. যাথাসাধ্য, ক্ষমতানুসারে। ̃ বহির্ভূত, সাধ্যাতিরিক্ত, সাধ্যাতীত বিণ. অসাধ্য, করতে পারা যায় না এমন। ̃ সাধনা বি. সাধাসাধি। 83)
সসীম
(p. 820) sasīma বিণ. সীমাযুক্ত, finite. [সং. সহ + সীমা]। 25)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614711
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227921
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839830
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098889
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916355
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856846
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719464
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649142

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us