Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সঞ্জাব এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  সঞ্জাব এর বাংলা অর্থ হলো -

(p. 801) sañjāba বি. কাপ়ড়ের ভিতর দিকে লাগাবার পা়ড় বা লাইনিং; কাপড়ে লাগানো বা লাগাবার পাড়।
[ফা. সন্জাফ্]।
2)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


সকুল্য
স্লেট
(p. 857) slēṭa বি. লেখার জন্য কালো পাথরের ফলকবিশেষ। [ইং. slate]। 11)
সদন
(p. 801) sadana বি. 1 গৃহ, ভবন, আলয় (মহাজাতিসদন, বিচারসদন); 2 সমীপ, নিকট (রাজসদনে)। [সং. √ সদ্ + অন]। 52)
সহিত1
(p. 820) sahita1 বিণ. সংযুক্ত, সমন্বিত (কর্মসহিত জ্ঞান)। অব্য. (অনু.) (বাং.) (সাধু.) (ভয়ের সহিত, তাহার সহিত)। [তু. সংহিত]।
সমুন্নয়, সমুন্নয়ন
(p. 814) samunnaẏa, samunnaẏana বি. 1 সম্যক উন্নত করা (গ্রাম-সমুন্নয়ন); 2 উত্ক্ষেপণ। [সং. সম্ + উদ্ + √ নী + অ, অন]। 28)
স্ট্রিট
স্লোগান
(p. 857) slōgāna বিণ. 1 দলগত বা সমবেত ধ্বনি বা জিগির; 2 নীতি-ঘোষণা বা ঘোষিত নীতি (সকলের জন্য কাজ চাই-এটাই ওদের স্লোগান)। [ইং. slogan]।
সসাগর
সবল
(p. 808) sabala বিণ. 1 বলশালী, বলবান; 2 সুস্হ; 3 সসৈন্য। [সং. সহ + বল]। স্ত্রী. সবলা। বি. ̃ তা। সবলে ক্রি-বিণ. 1 শক্তি প্রয়োগ করে, সজোরে (সবলে আকর্ষণ করা); 2 সসৈন্যে; 3 দলবল সঙ্গে নিয়ে। 9)
স্বর্বৈদ্য
সজ্জন1
(p. 796) sajjana1 বি. সাধুব্যক্তি, ভালো লোক। [সং. সত্ + জন]। 120)
সাধ্য
(p. 823) sādhya বিণ. 1 সাধনীয়, সাধনযোগ্য (ব্যয়সাধ্য চিকিত্সা); 2 ক্ষমতার আয়ত্ত (সকল বিদ্যাই শিক্ষাসাধ্য); 3 যা করা সম্ভব, সম্পাদ্য (অনায়াসসাধ্য); 5 (বিরল) যার নিবারণ বা প্রতিকারসাধন সম্ভবপর (সাধ্য রোগ); 6 প্রতিপাদ্য; 7 যা প্রমাণ করতে হয়। বি. 1 সাধনার বস্তু ('প্রভু কহে, পড় শ্লোক সাধ্যের নির্ণয়': চৈ. চ.); 2 (ন্যায়.) অনুমানদ্বারা নিরূপণীয় বিষয়; 3 (বাং.) ক্ষমতা, শক্তি (এমন সাধ্য কার আছে?); 4 সামর্থ্য (সাধ্যানুসারে, সাধ্যের বাইরে)। [সং. সাধ্ + য]। ̃ তা বি. সাধনযোগ্যতা। ̃ পক্ষে, ̃ মতো, সাধ্যানুযায়ী, সাধ্যানু-রূপ ক্রি-বিণ. যাথাসাধ্য, ক্ষমতানুসারে। ̃ বহির্ভূত, সাধ্যাতিরিক্ত, সাধ্যাতীত বিণ. অসাধ্য, করতে পারা যায় না এমন। ̃ সাধনা বি. সাধাসাধি। 83)
সমাধ্যায়ী
(p. 808) samādhyāẏī (-য়িন্) বিণ. সহপাঠী, সতীর্থ। [সং. সম্ + অধি + √ ই + ইন্]। 94)
সপক্ষ2
(p. 806) sapakṣa2 বিণ. 1 একপক্ষাবলম্বী, একই পক্ষভুক্ত; 2 অনুকূলতা (আমার সপক্ষে বলবার কেউ নেই)। [সং. সমান + পক্ষ]। বি. ̃ তা। 17)
সার্থ2
(p. 831) sārtha2 বি. বণিকসমূহ। বিণ. 1 ধনবান; 2 তাত্পর্যপূর্ণ বা অর্থযুক্ত। [সং. সহ + অর্থ]। ̃ বাহ বি. 1 একত্র গমনকারী বণিকদল বা তার নেতা; 2 বণিক; 3 পথপ্রদর্শক। 14)
সত্য
(p. 801) satya বি. 1 সত্তা, বিদ্যমানতা, নিত্যতা; 2 যাথার্থ্য, নির্ভুলতা; 3 শপথ, প্রতিজ্ঞা (সত্যরক্ষা, তিন সত্য করা); 4 হিন্দুমতে চার যুগের প্রথমটি (সত্যযুগ); 5 পৌরাণিক সপ্তলোকের অন্যতম। বিণ. 1 প্রকৃত, যথার্থ, বাস্তব; 2 নির্ভুল, ঠিক (সত্য খবর, সত্য কথা); 3 নিত্য, চিরকালীন। [সং. সত্ + য]। সত্য কথা বি. ঠিক কথা, যথার্থ বা নির্ভুল কথা। ̃ কার বিণ. সত্য, যথার্থ, বাস্তব (সত্যকার ঘটনা)। ̃ তা বি. যথার্থতা (সংবাদের সত্যতা যাচাই করা)। ̃ দ্রষ্টা (-ষ্টৃ), ̃ দর্শী (-র্শিন্) বিণ. বি. যিনি সত্য দেখতে পান বা বুঝতে পারেন। ̃ নারায়ণ বি. হিন্দু দেবতাবিশেষ; সত্যপির। ̃ নিষ্ঠ, ̃ পরায়ণ বিণ. সত্যবাদী; সত্যানুরাগী। ̃ পথ, ̃ পন্হা বি. সত্ প্রকৃত বা ন্যায্য পথ, ন্যায়ের পথ। ̃ পালন বি. প্রতিজ্ঞা রক্ষা। ̃ পির বি. হিন্দুমুসলমানের মিলনের প্রতীকস্বরূপ দেবতাবিশেষ, মুসলমান পিররূপী নারায়ণ। ̃ প্রতিজ্ঞ বিণ. দৃঢ়প্রতিজ্ঞ। ̃ প্রিয় বিণ. সত্যকে ভালোবাসে এমন, সত্যনিষ্ঠ। ̃ বদ্ধ বিণ. প্রতিজ্ঞাবদ্ধ। ̃ বাদী (-দিন্) বিণ. সত্য কথা বলে এমন। বি. ̃ বাদিতা। স্ত্রী. ̃ বাদিনী। ̃ বান (-বত্) বিণ. 1 সত্যযুক্ত; 2 সত্যনিষ্ঠ। বি. (পুরাণে) দ্যুমুত্সেন রাজার পুত্র, সাবিত্রীর স্বামী। ̃ ব্রত বিণ. সত্যপালন যার কাছে অবশ্যপালনীয় ব্রততুল্য। ̃ ভঙ্গ বি. প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি পালন না করা। ̃ যুগ বি. হিন্দুমতে চার যুগের প্রথমটি। ̃ রক্ষা বি. প্রতিজ্ঞা পালন, প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করা। ̃ সন্ধ বিণ. সত্যরক্ষায় দ়ৃঢ়প্রতিজ্ঞা। ̃ সন্ধান বি. প্রকৃত ঘটনার অনুসন্ধান, প্রকৃতই যা ঘটেছে তার অনুসন্ধান। সত্যাগ্রহ বি. 1 ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠার জন্য দৃঢ়পর্তিজ্ঞউদ্দেশ্যসাধনার্থ কষ্ট-স্বীকাররূপ আন্দোলন; 2 ধর্মঘট। সত্যানু-সন্ধান - সত্যসন্ধান -এর অনুরূপ। সত্যান্বেষণ বি. সত্য জানার জন্য অনুসন্ধান, সত্যানুসন্ধান। সত্বান্বেষী (-ষিন্) বিণ. বি. যে সত্য অনুসন্ধান করে। সত্যাপন, সত্যাপনা বি. 1 প্রতিজ্ঞাবদ্ধ করানো; 2 দাদন বা বায়না; 3 দাদন বা বায়না দেওয়া। [সং. √ সত্যাপি (নামধাতু) + অন, আ]। সত্যাশ্রয়ী (-য়িন্) বিণ. সত্যনিষ্ঠ, সত্যপ্রিয়। সত্যাসত্য বি. সত্য ও অসত্য, সত্য-মিথ্যা। 46)
সংকীর্ণ
সমা-কীর্ণ
সকাল
(p. 796) sakāla বি. 1 প্রাতঃকাল, প্রভাত (সকালবেলা, সকাল হওয়া); 2 ত্বরা, তাড়াতাড়ি (সকাল করে আসা)। [সং. সহ + কাল]। ̃ বেলা বি. প্রভাত। সকাল সকাল ক্রি-বিণ. 1 শীঘ্র, তাড়াতাড়ি করে (সকাল সকাল শুয়ে পড়বে); 2 নির্দিষ্ট সময়ের পূর্বে; 3 বেলা থাকতে থাকতে। 63)
সমুত্-কীর্ণ
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614718
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227924
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839834
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098897
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916356
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856847
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719465
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649145

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us