Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সহাব-স্হান এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  সহাব-স্হান এর বাংলা অর্থ হলো -

(p. 820) sahāba-shāna বি. (প্রধানত রাজনীতির ক্ষেত্রে-পরস্পরবিরুদ্ধ মতাবলম্বীদের) শান্তিপূর্ণভাবে পাশাপাশি অবস্হান।
[সং. সহ + অবস্হান-ইং. co-existence - এর অনুবাদ]।
50)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


সক্কালবেলা
সপিনা
(p. 806) sapinā বি. আদালতে হাজির হওয়ার পরোয়ানা, সমন। [ইং. subpoena - তু. আ. সফীনা]। 28)
সরূপ
(p. 818) sarūpa বিণ. সদৃশ রূপযুক্ত বা আকৃতিবিশিষ্ট। [সং. সমান রূপ]। বি. ̃ তা। 15)
সদা-শয়
(p. 803) sadā-śaẏa বি. উদারচেতা, সহৃদয়। [সং. সত্1 + আশয়]। স্ত্রী. সদা-শয়া। বি. ̃ তা। 21)
স্বরাজ
সন্ত
(p. 803) santa বি. সাধু, সন্ন্যাসী (সাধুসন্ত)। [হি. সন্ত্ সং. সত্তু. ইং. saint]। 47)
সুই, সুঁই
(p. 834) sui, sum̐i বি. সূচি, সুচ। [সং. সূচী]। 38)
স্মারক
সত্-স্বভাব
(p. 801) sat-sbabhāba বি. ভালো স্বভাব; নৈতিকতা। বিণ. চরিত্রবান; সচ্চরিত্র। [সং. সত্1 + স্বভাব]। 30)
সাফাই
(p. 827) sāphāi দ্র সাফ। 28)
সিকা2, (কথ্য) সিকে
(p. 833) sikā2, (kathya) sikē বি. চার আনা মূল্যের মুদ্রা; সিকি; (বর্ত. অপ্র.) চার আনা। [ফা. আ. সিক্কহ্ (=মুদ্রা)]। 4)
স্রাব
(p. 857) srāba বি. 1 ক্ষরণ (রক্তস্রাব, জলস্রাব); 2 ক্ষরিত পদার্থ। [সং. √ স্রু + অ]। ̃ ক বিণ. ক্ষরণশীল; ক্ষরণ করায় এমন। স্রাবিত বিণ. ক্ষরিত; ক্ষরণ হয়েছে এমন। 5)
সসম্মান
সারা2
(p. 830) sārā2 বিণ. ক্লান্ত, হয়রান, আকুল ('নবশশী হেসে সারা': দে. সে; ডেকে ডেকে সারা, কেঁদে সারা)। [ সং. √ সৃ + অ + বাং. আ]। 22)
স্বভাব
(p. 853) sbabhāba বি. 1 স্বরূপ, আত্মভাব, নিজের প্রকৃতি (হিংস্রতাই চিতাবাঘের স্বভাব); 2 জন্ম সংসর্গ বা অভ্যাসের ফলে লব্ধ বৈশিষ্ট্য (মিথ্যা বলা তার স্বভাবে দাঁড়িয়েছে); 3 চরিত্র, আচরণ (সত্স্বভাব); 4 প্রকৃতিগত ধর্ম বা গুণ (জ়ড় পদার্থের স্বভাব); 5 প্রকৃতি, নিসর্গ (স্বভাব বর্ণনা); 6 স্বাভাবিক অবস্হা। [সং. স্ব + ভাব]। ̃ কবি যে কবির কবিত্বশক্তি জন্ম থেকে লব্ধ; যে কবি সচরাচর কেবল প্রাকৃতিক শোভা বর্ণনা করেন। ̃ কুলীন বিণ. যার কৌলীন্য বা কুলধর্ম লঙ্ঘিত হয়নি; নৈকষ্য-কুলীন। ̃ কৃপণ বিণ. কৃপণস্বভাব নিয়েই জাত; প্রকৃতিগত কৃপণতাবিশিষ্ট। ̃ গত বিণ. স্বভাবে পরিণত; সহজাত। ̃ চরিত্র বি. প্রকৃতিচালচলন। ̃ জ বিণ. স্বভাব থেকে জাত; প্রকৃতিগত; স্বাভাবিক। ̃ ত, (বর্জি.) ̃ তঃ (-তস্) অব্য. সংগত কারণে বা স্বাভাবিকভাবে (স্বভাবতই সকলের দৃষ্টি কবির উপরে, এ প্রশ্ন স্বভাবতই মনে আসে)। ̃ বিরুদ্ধ বিণ. অস্বাভাবিক; নীতিবিরুদ্ধ। ̃ প্রকৃতি বি. আচারআচরণ। স্বভাব যায় না মনে ইল্লত যায় না ধুলে জল দিয়ে ধুলে যেমন সব নোংরা যায় না তেমনি স্বভাবও অপরিবর্তনীয়, মৃত্যুতেও স্বভাব বদলায় না। ̃ শোভা বি. নৈসর্গিত সৌন্দর্য। ̃ সিদ্ধ, ̃ সুলভ বিণ. প্রকৃতিগত; স্বাভাবিক। স্বভাবী (-বিন্) বিণ. স্বভাবানুযায়ী, normal (বি. প.)। স্বভাবোক্তি বি. কাব্যের অলংকারবিশেষ; কোনো বিষয়ের যথাযথ বর্ণনা। 4)
সাঁজাল
সাত
(p. 823) sāta বি. বিণ. 7 সংখ্যা বা সংখ্যক। [সং. সপ্ত]। ̃ ই, সাতুই বি. মাসের সপ্তম দিন বা সাত তারিখ। সাতকাণ্ড রামায়ণ 1 সপ্ত কাণ্ডে বা অধ্যায়ে বিভক্ত রামায়ণগ্রন্হ; 2 (আল.) মস্ত ব্যাপার। সাতখুন মাপ (আল.) বহু গুরুত্বপূর্ণ অপরাধের জন্য কোনো শাস্তি না দেওয়া, সমস্ত অপরাধ বরদাস্ত করা। সাত ঘাটের জল খাওয়া বা খাওয়ানো 1 নানা স্হানে চাকরি করা বা করানো; 2 কাজ উপলক্ষ্যে নানা স্হানে বদলি হওয়া বা বদলি করা; 3 নানা বিপদে পড়া বা ফেলা; 4 নানাভাবে জীবনযাপন করা বা করানো; 5 বেজায় নাকাল হওয়া বা করা। সাত চড়ে বা বেরোয় না (আল.) সমস্ত নির্যাতন নীরবে সহ্য করে অর্থাত্ অত্যন্ত নিরীহ। সাত সতিনের ঘর (আল.) যেসংসারে নিরন্তর কলহ বিবাদহিংসাদ্বেষ বিদ্যমান। সামসমুদ্র তেরো নদীর পার (রূপকথা থেকে) বহু দূরবর্তী; বহু দূরবর্তী স্হান বা দেশ (সাতসমুদ্র তেরো নদীর পারের রাজপুত্র)। সাতেও নেই পাঁচেও নেই ঝঞ্ঝাটের সঙ্গে সম্পর্কহীন, নিরপেক্ষ, উদাসীন। ̃ তাড়াতাড়ি ক্রি-বিণ. 1 খুব তাড়াতাড়ি; 2 ব্যস্তসমস্ত হয়ে। ̃ নর, ̃ নরি বিণ. সাত প্যাঁচওয়ালা। সাত প্যাঁচওয়ালা কণ্ঠহার। ̃ নলা বি. বিণ. একসঙ্গে সাতটি গুলি ছোড়ার নলবিশিষ্ট (বন্দুক) ̃ প্যাঁচ বিণ. বিবিধ, নানা। বি. 1 নানা কথা (সাতপাঁচ ভেবে); 2 অগ্রপশ্চাত্। ̃ পুরুষ বি. পিতা-পিতামহাদিক্রমে ঊর্ধ্বতন সাতপুরুষ। ̃ ষট্টি বি. বিণ. 67 সংখ্যা বা সংখ্যক। ̃ সকাল বি. খুব সকাল; তাড়াতাড়ি। ̃ সতেরো বি. নানারকম জিনিস বা কথা (সাত-সতেরো শুনানো)। 52)
সাঙ্গা৩
(p. 823) sāṅgā3 বিণ. (স্ত্রী.) অঙ্গযুক্তা, অঙ্গ আছে এমন। [সং. সহ + অঙ্গ + আ]। 32)
সমা
(p. 808) samā বিণ. সম -র স্ত্রীলিঙ্গ। বি. সংবত্সর। [সম দ্র]। 74)
সুতা1
(p. 838) sutā1 ক্রি. (প্রা. কা.) শয়ন করা। [সং. সুপ্ত-অতীত কালের রূপ; সুতিল, সুতলি ইত্যাদি]। 33) বি. সূক্ষ্মতা। [সং. সূক্ষ্ম + য]। 16)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073486
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768529
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365857
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720992
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697945
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594569
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545008
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542258

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন