Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

হল৩ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  হল৩ এর বাংলা অর্থ হলো -

(p. 860) hala3 বি. লাঙল।
[সং. √ হল্ + অ]।
কর্ষণ,চালনা,চালন
বি. লাঙল দিয়ে জমি চাষ।
ধর,ভৃত্,
হলী (-লিন্) বি. 1 কৃষক; 2 কৃষ্ণের আগ্রজ বলরাম।
হলায়ুধ বি. 1 বলরাম; 2 স্মৃতিশাস্ত্রের সুপ্রসিদ্ধ গ্রন্হকার।
হল্য বিণ. 1 হলসম্বন্ধীয়; 2 কর্ষণযোগ্য।
52)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


হাল৩
(p. 867) hāla3 বি. 1 অবস্হা, দশা (রাজার হালে থাকা); 2 বর্তমান কাল (হালে আরম্ভ হয়েছে)। বিণ. বর্তমান, চলতি, আধুনিক (হাল সন, হাল আমল, হাল ফ্যাশান)। [আ.]। ̃ খাতা বি. খাতা দ্র। ̃ চাল বি. 1 অবস্হা; 2 ভাবভঙ্গি; 3 আচার-আচরণ। ̃ ত বি. অবস্হা, দশা। ̃ হকি-কত বি. প্রকৃত অবস্হা; অবস্হা। ̃ হদিশ বি. 1 প্রকৃত অবস্হা; 2 খোঁজখবর। 50)
-হারী2
হৃষিত
(p. 872) hṛṣita বিণ. প্রীত, আনন্দিত, পুলকিত। [সং. √ হৃষ্ + ত]। 21)
হদিশ1
(p. 858) hadiśa1 বি. 1 তত্ত্ব, সন্ধান খোঁজ (কারও হদিশ পাওয়া); 2 উপায়, পথ (হদিশ খুঁজে পাওয়া)। [আ. হদীথ্]। 41)
হেড
হাপিশ
(p. 865) hāpiśa বি. বিণ. (কথ্য) উধাত্ত, অদৃশ্য (আমার পেনটাকে কে হাপিশ করে দিল?)। [দেশি]। 24)
হাল1
(p. 867) hāla1 বি. 1 লাঙল; 2 (বাং.) গাড়ির চাকার লোহার বেড় বা লোহা ইত্যাদি ধাতুর লম্বা পাটি। [সং. হল + অ]। 48)
হস্তাক্ষর, হস্তান্তর, হস্তামলক, হস্তার্পণ
(p. 862) hastākṣara, hastāntara, hastāmalaka, hastārpaṇa দ্র হস্ত। 12)
হংস
হাট
(p. 862) hāṭa বি. 1 প্রকাশ্য ক্রয়-বিক্রয়ের স্হান (সাধারণত বাজারের মতো রোজ হাট বসে না-সপ্তাহের নির্দিষ্ট দিনে বসে); 2 (আল.) প্রচুর সমাবেশ (রূপের হাট, চাঁদের হাট)। [সং. হট্ট]। ভাঙা হাট যে হাটে ক্রয়-বিক্রয় প্রায় শেষ হয়েছে, উঠতি হাট। হাট করা ক্রি. বি. 1 হাটে দ্রব্যাদি খরিদ করা; 2 (আল.) গোলমাল করা; 3 প্রকাশ করা, উন্মুক্ত করা (দরজা হাট করা); 4 বিশৃঙ্খল করা (কাপড়গুলো হাট করা)। হাট বসা, হাট লাগা ক্রি. বি. 1 হাটে ক্রয়-বিক্রয় শুরু হওয়া; 2 হাট স্হাপিত হওয়া; 3 (আল.) প্রচুর সমাবেশ হওয়া; 4 অত্যন্ত গোলমাল হওয়া (বাড়িতে হাট বসেছে)। হাট বসানো ক্রি. বি. 1 হাট স্হাপিত করা; 2 (আল.) প্রচুর সমাবেশ হওয়া; 3 গোলমাল বা হইচই করা। ̃ বাজার বি. হাট বা বাজার; কেনাকাটা। ̃ বার বি. সপ্তাহের যে-দিনে হাট বসে। ̃ হদ্দ বি. সমস্ত ব্যাপার বা খবর। হাটরিয়া, হাটুরে বি. হাটের পণ্যদ্রব্যের বিক্রেতা বা ক্রেতা। বিণ. 1 হাটে বিক্রেয় পণ্যবাহী (হাটুরে নৌকা); 2 হাটে ক্রয়বিক্রয়কারী (হাটুরে লোক)। 74)
হুণ্ডি
হাঁদা
(p. 862) hān̐dā বিণ. 1 মোটা (হাঁদাপেট); 2 স্হূলবুদ্ধি, মূর্খ। [দেশি]। ̃ রাম বিণ. নিরেট, মস্তিষ্কহীন। বি. বোকা লোক। 53)
হাস
(p. 867) hāsa বি. হাসি, হাস্য (হাস-পরিহাস)। [সং. √ হস্ + অ]। ̃ ক বিণ. হাসায় এমন। স্ত্রী. হাসিকা। ̃ কুটে বিণ. হেসে কুটিকুটি হয় এমন; অত্যন্ত হাস্যপ্রবণ। 63)
হস্ত
(p. 862) hasta বি. 1 হাত, কর, পাণি; বাহু, ভুজ; 2 কনুই অথবা বগল থেকে আঙুলের ডগা পর্যন্ত দেহাংশ; 3 চব্বিশ অঙ্গুলি বা প্রায় আঠারো ইঞ্চি পরিমাণ দৈর্ঘ্যের মাপবিশেষ; 4 হাতির শুঁড়। [সং. √ হস্ + তন্]। ̃ কৌশল বি. হাত চালাবার কায়দা, হাতের কায়দা। ̃ ক্ষেপ, ̃ ক্ষেপণ বি. হাত দেওয়া; কোনো কাজে অংশগ্রহণ বা বাধাদান (অন্যের কাজে বা অধিকারে হস্তক্ষেপ)। ̃ গত বিণ. অধিকৃত, দখলীকৃত, করায়ত্ত। ̃ গ্রাহ্য বিণ. হস্তদ্বারা গ্রহণযোগ্য বা স্পর্শনসাধ্য। ̃ চ্যুত বিণ. 1 হাতছাড়া, অধিকারচ্যুত, বেদখল; 2 হাত থেকে পড়ে গিয়েছে এমন। ̃ ধারণ বি. হাত ধরা। ̃ রেখা বি. করতলের রেখা। ̃ লাঘব বি. হাতসাফাই; হাতের নৈপুণ্য। ̃ লিখিত বিণ. হাতেলেখা অর্থাত্ মুদ্রিত নয়। ̃ .লিপি, ̃ .লেখ বি. হাতের লেখা।; হস্তাক্ষর বি. হাতের লেখার ছাঁদ; হাতের লেখা। হস্তান্তর বি. অন্য লোকের অধিকারভুক্ত হওয়া; হাতবদল (জমির হস্তান্তর)। হস্তান্তরিত বিণ. অন্যের অধিকারে গেছে এমন; অন্য লোককে প্রদত্ত। হস্তাব-লেপ বি. 1 হাত বুলানো; 2 (বিরল) হস্তসঞ্চালনের দ্বারা গর্বপ্রকাশ। হস্তাম-লক বি. 1 করতলস্হিত আমলকী; 2 (আল.) সম্পূর্ণ আয়ত্ত বস্তু বা সহজে আয়ত্ত হয় এমন বস্তু; 3 শংকরাচার্যকৃত বেদান্তগ্রন্হবিশেষ। হস্তার্পণ বি. হস্তক্ষেপ -এর অনুরূপ। 9)
হরে-দরে
হারিত1
(p. 867) hārita1 বিণ. সবুজবর্ণবিশিষ্ট। [সং. হরিত + অ]। 35)
হুতি
(p. 871) huti বি. হোম। [সং. √ হু + তি]। 25)
হুমড়ি
(p. 871) humaḍ়i বি. হামাগুড়ি, উপুড়। [দেশি]। হুমড়ি খেয়ে পড়া ক্রি. বি. 1 সামনের দিকে উপুড় হয়ে পড়া; 2 (আল.) নেবার জন্য লালায়িত হয়ে ঝুঁকে পড়া। 34)
হেরম্ব
(p. 873) hēramba বি. গণেশ। [সং. হে + রব + অ (ম্) আগম]। 16)
হায়
(p. 867) hāẏa অব্য. খেদ অনুতাপ শোক প্রভৃতিসূচক; হা। 22)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2578339
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2186114
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1786397
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027580
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901305
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848261
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708723
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620530

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us