Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

হিয়া এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  হিয়া এর বাংলা অর্থ হলো -

(p. 869) hiẏā বি. হৃদয় -এর কোমল রূপ ('তবু হিয়া জুড়ন না গেল')।
[ প্রাকৃ. হিঅ]।
34)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


হাব
(p. 865) hāba বি. রমণীয় লাস্য বা বিলাসভঙ্গি। [সং. √ হ্বে + অ]। ̃ ভাব বি. 1 ছলাকলা; 2 চালচলন। 29)
হরি-তাল
হাজত
হবা
(p. 858) habā বি. ইহুদি খ্রিস্টানইসলাম পুরাণোক্ত পৃথিবীর আদি নারী, Eve. [আ. হবা]।
হাঙর
হুতি
(p. 871) huti বি. হোম। [সং. √ হু + তি]। 25)
হওয়া
(p. 858) hōẏā ক্রি. 1 বর্তমান বা বিদ্যমান থাকা; 2 ঘটা (যুদ্ধ হওয়া, বিপদ হওয়া); 3 জন্মানো, প্রকাশ পাওয়া, উত্পন্ন হওয়া (ছেলে হওয়া, মেঘ হওয়া, ধান হওয়া); 4 প্রচুর আয় হওয়া (ব্যবসায় টাকা হওয়া); 5 বাড়া, অধিক হওয়া (বেলা হওয়া, বয়স হওয়া); 6 সমাপ্ত হওয়া (এ কাজ দুঘণ্টায় হয়); 7 অবস্হাস্তর হওয়া (রক্ত জল হওয়া, দেউলিয়া হওয়া, স্বাধীন হওয়া); 8 উপস্হিত হওয়া (যাবার সময় হওয়া); 9 ঘটা বা উদয় হওয়া (অসুখ হওয়া, ভোর হওয়া, ভয় হওয়া); 1 আয়ু ফুরানো (আমার হয়ে এসেছে); 11 মেলা, জোটা (চাকরি হওয়া, সুখ হওয়া); 12 কুলানো (এতেই হবে); 13 পড়া, পতিত হওয়া (শিলাবৃষ্টি হওয়া); 14 সম্বন্ধযুক্ত থাকা (সে আমার কুটুম্ব হয়); 15 নিজস্ব বা আপন হওয়া, অধিকারে আসা (সে কি আর আমার হবে? জমিটা কি আমার হবে?) 16 উপযুক্ত বা মাপসই হওয়া (এ জুতে তোমার পায়ে হবে না); 17 সম্ভাবনা হওয়া (তা হবে)। বি. উক্ত সব অর্থে। বিণ. হয়েছে বা প্রায় হয়েছে এমন (হওয়া চাকরি)। [ সং. √ ভূ বা √ অস্]। 7)
হিল্লি-দিল্লি
হৃষীকেশ
হুড়
(p. 871) huḍ় বি. ভিড়; জনতার ঠেলাঠেলি। [দেশি]। 13)
হাড়
(p. 862) hāḍ় বি. 1 যা দিয়ে মেরুদণ্ডী প্রাণীর দেহের কাঠামো তৈরি, অস্হি; 2 (আল.) মর্ম (হাড়ে-হাড়ে টের পাওয়া)। [সং. হ়ড্ড]। হাড় কালি হওয়া, হাড় ভাজা ভাজা হওয়া ক্রি. বি. অতিশয় জ্বালাযন্ত্রণা বা দুঃখ ভোগ করা; কষ্টের আধিক্যহেতু অত্যন্ত কাতর হওয়া। হাড় গুঁড়ো করা ক্রি. বি. অতিশয় প্রহার করা। ̃ কিপটে বিণ. অতি কৃপণ। ̃ গোড় বি. ছোটো-বড়ো সমস্ত হাড়-পাঁজরা। হাড়গোড় ভাঙা দ হাড়-গোড় ভেঙে যাওয়ার ফলে চলনশক্তি রহিত হয়ে উপবিষ্ট; (আল.) সম্পূর্ণ অক্ষম বা হতাশ। হাড়-গোড় ভাঙা ক্রি. বি. (আল.) প্রচণ্ড প্রহার করা। হাড়-জিরজিরে বিণ. কঙ্কালসার। হাড় জুড়ানো ক্রি. বি. স্বস্তিলাভ করা। হাড় জ্বালানো ক্রি. বি. অত্যন্ত জ্বালাতন করা। হাড় মাটি করা - মাটি দ্র। হাড়-জ্বালানো বিণ. অত্যন্ত জ্বালাতন করে এমন। ̃ পাকা বিণ. পাকামিতে দড় বা পটু। ̃ ভাঙা বিণ. অতি শ্রমসাধ্য (হাড়ভাঙা পরিশ্রম)। ̃ মাস বি. (কথ্য) হাড় ও মাংস। হাড়-মাস আলাদা করা ক্রি. বি. (আল.) নিদারুণ প্রহার করা। হাড়ে-মাসে-জড়ানো বিণ. অচ্ছেদ্য সম্পর্কযুক্ত। হাড়ে-মাসে জ্বালানো ক্রি. বি. খুব জ্বালাতন করা। ̃ হদ্দ ক্রি-বিণ. হাড় পর্যন্ত অর্থাত্ মূলদেশ পর্যন্ত, আগাগোড়া (হাড়হদ্দ জানি)। ̃ হাভাতে বিণ. একেবারে নিঃস্ব বা লক্ষ্মীছাড়া। হাড়েহাড়ে ক্রি-বিণ. হাড় পর্যন্ত অর্থাত্ সম্পূর্ণ, পুরোপুরি (তাকে হাড়েহাড়ে চিনি)। 79)
হস্ত
(p. 862) hasta বি. 1 হাত, কর, পাণি; বাহু, ভুজ; 2 কনুই অথবা বগল থেকে আঙুলের ডগা পর্যন্ত দেহাংশ; 3 চব্বিশ অঙ্গুলি বা প্রায় আঠারো ইঞ্চি পরিমাণ দৈর্ঘ্যের মাপবিশেষ; 4 হাতির শুঁড়। [সং. √ হস্ + তন্]। ̃ কৌশল বি. হাত চালাবার কায়দা, হাতের কায়দা। ̃ ক্ষেপ, ̃ ক্ষেপণ বি. হাত দেওয়া; কোনো কাজে অংশগ্রহণ বা বাধাদান (অন্যের কাজে বা অধিকারে হস্তক্ষেপ)। ̃ গত বিণ. অধিকৃত, দখলীকৃত, করায়ত্ত। ̃ গ্রাহ্য বিণ. হস্তদ্বারা গ্রহণযোগ্য বা স্পর্শনসাধ্য। ̃ চ্যুত বিণ. 1 হাতছাড়া, অধিকারচ্যুত, বেদখল; 2 হাত থেকে পড়ে গিয়েছে এমন। ̃ ধারণ বি. হাত ধরা। ̃ রেখা বি. করতলের রেখা। ̃ লাঘব বি. হাতসাফাই; হাতের নৈপুণ্য। ̃ লিখিত বিণ. হাতেলেখা অর্থাত্ মুদ্রিত নয়। ̃ .লিপি, ̃ .লেখ বি. হাতের লেখা।; হস্তাক্ষর বি. হাতের লেখার ছাঁদ; হাতের লেখা। হস্তান্তর বি. অন্য লোকের অধিকারভুক্ত হওয়া; হাতবদল (জমির হস্তান্তর)। হস্তান্তরিত বিণ. অন্যের অধিকারে গেছে এমন; অন্য লোককে প্রদত্ত। হস্তাব-লেপ বি. 1 হাত বুলানো; 2 (বিরল) হস্তসঞ্চালনের দ্বারা গর্বপ্রকাশ। হস্তাম-লক বি. 1 করতলস্হিত আমলকী; 2 (আল.) সম্পূর্ণ আয়ত্ত বস্তু বা সহজে আয়ত্ত হয় এমন বস্তু; 3 শংকরাচার্যকৃত বেদান্তগ্রন্হবিশেষ। হস্তার্পণ বি. হস্তক্ষেপ -এর অনুরূপ। 9)
হাই-আমলা
হোড়
হাতা2
(p. 865) hātā2 বি. 1 বড়ো চামচ; 2 লম্বা ডাঁটের সঙ্গে যুক্ত ছোটো বাটি; 3 জামার হাত। [হাত দ্র]। ফুল-হাতা বিণ. (জামা সম্বন্ধে) কবজি পর্যন্ত হাতাবিশিষ্ট। হাফহাতা বিণ. (জামা সম্বন্ধে) কনুই পর্যন্ত হাতাবিশিষ্ট। 8)
হসন্ত
(p. 862) hasanta দ্র হল্। 7)
হিংসন
(p. 869) hiṃsana বি. হিংসা, হিংসা করা। [সং. √ হিন্স্ + অন]। হিংসনীয় বিণ. হিংসার যোগ্য। 2)
হতাদর
(p. 858) hatādara বিণ. আদর বা সম্মান নষ্ট হয়েছে এমন, অনাদৃত। বি. অসম্মান, অমর্যাদা, অনাদর। [সং. হত + আদর]। 31)
হাসিল
(p. 867) hāsila বিণ. সিদ্ধ, পূর্ণ, সম্পাদিত (কাজ হাসিল করা)। বি. সিদ্ধি, আদায়, সম্পাদন। [আ.]। 69)
হালাক
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2070659
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767526
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1364795
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720590
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697344
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594135
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 543951
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542007

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন