Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গমনকারী। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অগ্র
(p. 8) agra বি. 1 উর্ধবদেশ, শিখর ('গৃহাগ্রে উড়িছে ধ্বজা': মধু]; 2 আগা, ডগা, apex (বি.প.); 3 প্রাপ্ত, শেষভাগ (নাসিকাগ্র, সূচ্যগ্র); 4 সম্মুখ, পুরোভাগ (মুখাগ্র, রথাগ্র); 5 উপরিভাগ (দধির অগ্র); 6 অবলম্বন, লক্ষ্য (একাগ্র)। বিণ. 1 প্রথম (অগ্রভাগ); 2 প্রধান (অগ্রমহিষী); 3 সম্মুখস্হ, anterior (বি.প.)। [সং. √ অগ্+র]। অগ্রে ক্রি-বিণ. 1 আদিতে, প্রথমে (অগ্রে দেবপূজা, পরে অন্য কাজ); 2 পূর্বে, নিকটে ('তব অগ্রে করি নিবেদন')। ̃ গণ্য বিণ. সবার আগে গণনীয় বা উল্লেখযোগ্য; শ্রেষ্ঠ; প্রধান। ̃ গতি, ̃ গমন বি. 1 সম্মুখগমন; 2 বৃদ্ধি, উন্নতি, ক্রমোন্নতি; 3 (জ্যোতি.) নিয়মিত ক্রমগতি বা বৃদ্ধি progressive motion progression. (বি.প.)। ̃ .গামী (-মিন্) বিণ. সম্মুখে গমনকারী, পুরোগামী; আগে আগে যে চলছে। স্ত্রী. ̃ .গামিনী। ̃ জ বিণ. আগে জন্মেছে এমন। বি. জ্যেষ্ঠ ভ্রাতা। ̃ .জন্মা (-জন্মন্) বি. 1 ব্রাহ্মণ; 2 জ্যেষ্ঠ ভ্রাতা। ̃ জিহ্বা বি. 1 আলজিভ; 2 জিহ্বার অগ্রভাগ। ̃ .জ্ঞান বি. ভবিষ্যত্ ঘটনা সম্বন্ধে পূর্বেই ধারণা বা অনুমান, anticipation. ̃ ণী বিণ. শ্রেষ্ঠ, প্রধান (পাণ্ডব দলের অগ্রণী যোদ্ধা)। বি. 1 নেতা; 2 প্রবর্তক, pioneer. ̃ .দত্ত বি. সম্ভাবিত বি প্রস্তাবিত খরচের জন্য আগাম দেওয়া টাকা, imprest money (স. প.)। ̃ দানী (-নিন্) বি. প্রেতোদ্দিষ্ট দান গ্রহণকারী পতিত ব্রাহ্মণ; পতিত ব্রাহ্মণ। ̃ দূত বি. 1 সৈন্যদলের পথপরিস্কারক, বেলদার; 2 প্রথম সংবাদবাহক; 3 পথপ্রদর্শক। ̃ দ্বীপ বি. গঙ্গাবক্ষে প্রথম চর পড়ে উত্পন্ন দ্বীপবিশেষ। ̃ .নায়ক, ̃ .নেতা বি. বিণ. 1 নায়ক, অধিনায়ক, দলনেতা; 2 অগ্রদূত; 3 অগ্রণী। ̃ .পশ্চাত্ ক্রি-বিণ. বিণ. অগুপিছু, ভূত-ভবিষ্যত (অগ্রপশ্চাত্ চিন্তা করে কাজ করা)। ̃ বর্তী (-র্তিন্) বিণ. 1 সম্মুখস্হ, সামনের; 2 আগের। স্ত্রী. ̃ .বর্তিনী। ̃ .ভাগ বি. 1 প্রথম ভাগ বা অংশ (' অগ্রভাগ লয়ে ভবানীর নামে দিলা': ভা. চ.); 2 ভগা, চূড়া; 3 প্রান্ত (নাকের অগ্রভাগ)। ̃ .মহিষী বি. পাটরানি, স্ত্রীদের মধ্যে প্রধান। [পা. অগ্গ মহেসী]। ̃ .মাংস বি. কলিজার অগ্রভাগের মাংস। ̃ .মাস বি. (আয়ু.) যকৃতের বৃদ্ধিমূলক রোগবিশেষ ('পিলে অগ্রমাসে মলো': ব. চ.)। ̃ .সর, ̃ সার বিণ. আগে বা সম্মুখে গমনকারী বা প্রবৃত্ত; আগুয়ান। ̃ .সূচনা বি. পূর্বাভাস। ̃ স্হ, ̃ স্হিত বিণ. 1 পুরোবর্তী; 2 শীর্ষদেশে অবস্হিত, apical (বি.প.)। 5)
অনু-চর
(p. 25) anu-cara বি. বিণ. 1 সহচর, সঙ্গী; 2 অনুগমনকারী; 3 ভৃত্য, ('তাহার কত অনুচর, কত ভক্ত': শরত্)। [সং. অনু + √ চর্ + ইন্]। 83)
অনু-ব্রজ, অনু-ব্রজন
(p. 29) anu-braja, anu-brajana বি. 1 অনুগমন, অনুসরণ; 2 প্রত্যুদ্গমন অর্থাত্ অতিথির বিদায়কালে তাঁর অনুগমন করা বা কিছুদূর পর্যন্ত তাঁকে অনুসরণ করা। [সং. অনু + √ ব্রজ্ + অ, অন]। অনু-ব্রজা ক্রি. অনুগমন বা প্রত্যুদ্গমন করা। অনু-ব্রজী বি. বিণ. অনুগামী, অনুগমনকারী।
অনুগ
(p. 25) anuga বিণ. 1 অনুসরণকারী; অনুগমনকারী, অনুগামী; 2 অনাযায়ী, অনুসারী (নিয়মানুগ); 3 অনুচর; 4 সেবক। [সং. অনু + √ গম্ + অ]। 77)
অপ-কেন্দ্র
(p. 34) apa-kēndra বিণ. কেন্দ্র থেকে দূরে গমনকারী; কেন্দ্র থেকে দূরে সরে যায় এমন, centrifugal (বি. প.)। [সং. অপ + কেন্দ্র]। 67)
অভি-কেন্দ্র
(p. 50) abhi-kēndra বিণ. কেন্দ্রের অভিমুখে অর্থাত্ কেন্দ্রের দিকে গমনকারী, কেন্দ্রাভিগ, centripetal (বি. প.)। [সং. অভি + কেন্দ্র]। 69)
অভি-গম, অভি-গমন
(p. 50) abhi-gama, abhi-gamana বি. 1 অভিমুখে গমন, কোনো কিছুর দিকে যাওয়া; 2 যৌন সম্ভোগ; 3 প্রত্যুদ্গমন; 4 প্রাপ্তি; 5 আশ্রয়। [সং. অভি + √ গম্ + অ, অন]। বিণ. অভি-গত। অ-.গম্য বিণ. যৌনসম্ভোগ করা যায় এমন; অভিমুখে বা কোনোকিছুর দিকে যাওয়া যায় এমন। অভি-গামী (-মিন্) বিণ. অভিমুখে যায় এমন, অভিমুখে গমনকারী। স্ত্রী. অভি-গামিনী। 75)
(p. 236) g বিণ. 1 গামী, গমনকারী (খগ, পতঙ্গ); 2 অভিমুখীন (নিম্নগ)। [সং. √গম্ + অ]। স্ত্রী. -গা (মধ্যগা)]। 3)
গঙ্গা
(p. 236) gaṅgā বি. 1 গঙ্গা নদী, ভাগীরথী; 2 শিবপত্নী; গঙ্গাদেবী। [সং. √গম্ + গ + আ]। ̃ জ বিণ. গঙ্গাজাত। বি. 1 ভীষ্ম; 2 কার্তিকেয়। ̃ জল বি. 1 গঙ্গানদীর জল; 2 সখী বা সই পাতানোর সম্পর্ক। ̃ জলি বি. 1 অন্তর্জলি; মুর্মূষু ব্যক্তির মুখে গঙ্গাজল দেওয়া; 2 গঙ্গাজল স্পর্শ করে শপথ; 3 গঙ্গাজলের মতো গেরুয়া রংবিশিষ্ট। ̃ ধর বি. শিব। ̃ পুত্র বি. 1 ভীষ্ম; 2 শবদাহ করে এমন সম্প্রদায়বিশেষ, মুর্দাফরাস। ̃ প্রাপ্তি বি. গঙ্গাতীরে মৃত্যু; মৃত্যু। ̃ ফড়িং বি. সবুজ রঙের পতঙ্গবিশেষ। ̃ বাসী (-সিন্) বিণ. বি. গঙ্গানদীর তীরে বসবাসকারী। ̃ যমুনা বি. গঙ্গা ও যমুনা নদী। বিণ. 1 সাদা ও কালো রঙের; 2 দুই ভিন্ন রং পাশাপাশি আছে এমন (গঙ্গাযমুনা শাড়ি); 3 সোনা ও রুপা মিশ্রিত। ̃ যাত্রা বি. গঙ্গাজল স্পর্শ করে মরার জন্য মুমূর্ষু ব্যক্তির গঙ্গাতীরে যাওয়া। ̃ যাত্রী (-ত্রিন্) বি. 1 মুমূর্ষু ব্যক্তি; 2 যোগ মেলা ইত্যাদি উপলক্ষ্যে গঙ্গাস্নানে গমনকারী। ̃ লাভ বি. গঙ্গাতীরে মৃত্যু। ̃ সংগম, ̃ সাগর বি. গঙ্গার সঙ্গে সাগরের মিলনস্হান। গঙ্গোত্তরী, গঙ্গোত্রী বি. হিমালয়ের প্রান্তবর্তী গাঢ়োয়ালপ্রদেশস্হ গঙ্গানদীর অবতরণস্হান; হিমালয়ের প্রান্তবর্তী হিন্দু তীর্থস্হানবিশেষ। গঙ্গোদক বি. গঙ্গাজল। 8)
গন্তা
(p. 240) gantā বিণ. গমনকারী, যে যায় বা যাচ্ছে। [সং. √গম্ + তৃ]। স্ত্রী. গন্ত্রী। 16)
গামার2
(p. 246) gāmāra2 বিণ. 1 গোঁয়ার; 2 গেঁয়ো, গ্রাম্য। [হি. গঁওয়ার]। -গামী (-মিন্) বিণ. গমনকারী, গমনশীল (দ্রুতগামী, দিল্লিগামী ট্রেন)। [সং. √গম্ + ইন্]। স্ত্রী. -গামিনী। 74)
গৃহাগত
(p. 253) gṛhāgata বিণ. 1 গৃহে যে এসেছে; 2 (নিজ) গৃহে আগমনকারী বা প্রত্যাবর্তনকারী ; 3 অতিথি, অভ্যাগত। [সং. গৃহ + আগত]। 65)
চরণ
(p. 279) caraṇa বি. 1 পা, পদ; 2 কবিতার পদ বা পঙ্ক্তি, শ্লোকের একচতুর্থাংশ; 3 ভ্রমণ, বিচরণ; 4 শীল, আচরণ, অনুষ্ঠান। [সং. √চর্ + অন]। ̃ কমল বি. পাদপদ্ম, চরণরূপ পদ্ম। ̃ চারণ বি. পদচারণা, পায়চারি। ̃ চারী (-রিন্) বিণ. বি. পথিক, পদব্রজে গমনকারী। ̃ চিহ্ন বি. পায়ের চিহ্ন। ̃ ধুলা, ̃ ধূলি, ̃ রেণু বি. পদধূলি। ̃ পদ্ম বি. পাদপদ্ম। ̃ প্রান্ত বি. পদপ্রান্ত, পাদমূল, পায়ের কাছে। ̃ বন্দনা বি. পাদপূজা, পায়ের আরাধনা। ̃ রেখা বি. পদচিহ্ন। ̃ সেবা বি. পাদপূজা; পা টেপা। চরণামৃত বি. বিগ্রহাদি বা পূজনীয় ব্যক্তির পা-ধোয়া জল। চরণাম্বুজ, চরণারবিন্দ বি. পাদপদ্ম। চরণাশ্রয় বি. পায়ের কাছে আশ্রয়, পা-কে আশ্রয় করা। চরণাশ্রিত বিণ. পায়ে আশ্রয় নিয়েছে এমন। চরণোপান্ত বি. পদপ্রান্ত। 28)
তীর্ণ
(p. 375) tīrṇa বি. 1 পুণ্যস্হান (মিলনতীর্ণ); 2 দেবতা বা মহাপুরুষদের লীলাক্ষেত্র বা বাসভূমি; 3 পাপমোচনের স্হান (বারাণসীতীর্ণ); 4 ঋষিসেবিত পবিত্র জলযুক্ত নদী ইত্যাদি (পুষ্কর তীর্থ); 5 নদ্যাদিতে অবতরণের বা স্নানের ঘাট; 6 গুরু বা শিক্ষক (সতীর্থ); 7 উপাধিবিশেষ (ব্যাকরণতীর্থ)। [সং. √ তৃ + থ]। তীর্থ করা ক্রি. বি. পূণ্য অর্জনের জন্য তীর্থ দর্শন ও তীর্থকৃত্য করা। তীর্থের কাক তীর্থযাত্রীরা কথন যজ্ঞস্হানে নৈবেদ্য ছড়াবে সেই আশায় কাক যেমন অপেক্ষা করে তেমনি পরানুগ্রহপ্রত্যাশী লোভী ব্যক্তি। ̃ যাত্রা বি. পাপক্ষয়ের জন্য তীর্থে যাওয়া। ̃ যাত্রী (ত্রিন্) বিণ. বি. তীর্থে গমনকারী। ̃ সলিল বি. তীর্থস্হানের পবিত্র জল। তীর্থোদক বি. তীর্থের পবিত্র জল। 168)
দূর
(p. 416) dūra বি. 1 ব্যবধান, অন্তর (কত দূর?); 2 দূরবর্তী স্হান, নিকট নয় এমন দেশ বা স্হান (দূর থেকে দেখা, 'দূরের বন্ধু': রবীন্দ্র); 3 অবিষয় (ভালো খেলা দূর থাক, সে তো খেলেই না)। বিণ. 1 অনিকট, কাছের নয় এমন ('দূরদেশী সেই রাখাল ছেলে': রবীন্দ্র); 2 ব্যাপক, গভীর (দূরদৃষ্টি); 3 বিস্তৃত (দূরপথ); 4 বিতাড়িত, বহিষ্কৃত (বাড়ি থেকে দূর করা, আপদ দূর হয়েছে); 5 অপগত, দূরীভূত (বিপদ দূর হয়েছে)। অব্য. ঘৃণা লজ্জা বিরক্তি অবিশ্বাস অসম্মতি প্রভৃতি ভাবপ্রকাশক (দূর ছাই, দূর দূর, ভালো লাগে না)। [সং. দূর + √ ই + র]। দূর করা ক্রি. বি. বিতাড়িত বহিষ্কৃত বা দূরীভূত করা (ময়লা দূর করা, অশিক্ষা দূর করা, রোগ দূর করা)।̃ গ, ̃ গামী (-মিন্) বিণ. দূরে গমন করে এমন। স্ত্রী. ̃ গামিনী। দূর-ছাই করা ক্রি. বি. অবজ্ঞা করা (এটা কিন্তু দূর-ছাই করার মতো জিনিস নয়)। ̃ ত (-তস্), (বর্জি.) ̃ তঃ অব্য. ক্রি-বিণ. দূর থেকে। ̃ তা, ̃ ত্ব বি. ব্যবধান; পার্থক্য। ̃ দর্শন বি. 1 দূর থেকে নিরীক্ষণ; 2 যে যন্ত্রের সাহায্যে দূরের বস্তু দেখতে পারা যায়, television; 3 পরিণামদর্শন, দূরদৃষ্টি। ̃ দর্শী (-দর্শিন্) বিণ. পরিণামদর্শী, বিচক্ষণ, যার ভবিষ্যদ্দৃষ্টি আছে। বি. ̃ দর্শিতা। দূর দূর অব্য. (বিতাড়নসূচক বা বিরক্তি ইত্যাদি সূচক) দূর হও, ছি ছি। ̃ দূরান্ত বি. বহু দূরবর্তী স্হান। ̃ দৃষ্টি বি. ভবিষ্যদ্দৃষ্টি। ̃ বর্তী (-র্তিন্) বিণ. দূরে অবস্হিত, দূরস্হ (দূরবর্তী দেশ)। বি. ̃ বর্তিতা। স্ত্রী. ̃ বর্তিনী। ̃ বীক্ষণ, ̃ বিন বি. দূরের বস্তু স্পষ্টভাবে দেখবার যন্ত্রবিশেষ, telescope. ̃ ভাষ বি. যে যন্ত্রের সাহায্যে দূরবর্তী স্হান থেকে কথা বলা ও শোনা যায়, telephone. ̃ শ্রুত বিণ. দূর থেকে ভেসে এসে শ্রুত হচ্ছে এমন, দূরের কথা বা শব্দ শোনা যাচ্ছে এমন। ̃ স্হ, ̃ স্হিত বিণ. দূরের, দূরবর্তী। ̃ হি ক্রি-বিণ. (ব্রজ.) দূরে। দূর হোক অব্য. বিরক্তিপ্রকাশক উক্তি। দূরাগত বিণ. দূর থেকে আগমনকারী বা আগত (দূরাগত ধ্বনি)। দূরান্তর বি. বহুদূরব্যাপী ব্যবধান। দূরিত বিণ. দূর করা হয়েছে এমন (বিপদ দূরিত হয়েছে)। দূরীকরণ বি. বিতাড়ন, অপসারণ, বহিষ্কার, সরানো। দূরী-কৃত বিণ. বিতাড়িত, অপসৃত, সরানো হয়েছে এমন, বহিষ্কৃত। দূরী-ভবন বি. অপসরণ; বিতাড়িত হওয়া, বহিষ্কৃত হওয়া। দূরী-ভূত বিণ. অপসৃত, বিতাড়িত, বহিষ্কৃত। 64)
নিরয়
(p. 467) niraẏa বি. নরক। [সং. নির্ + অয় (সৌভাগ্য)]। ̃ গমন বি. মৃত্যুর পরে নরকে গমন বা নরকবাস। ̃ গামী (-মিন্) বিণ. নরকগামী; মৃত্যুর পরে নরকে গমনকারী। 3)
নৌকা
(p. 481) naukā বি. 1 খাল নদী প্রভৃতিতে চলাচলকারী ছোটো জলযানবিশেষ, তরি, তরণী; 2 দাবাখেলার গুঁটিবিশেষ। [সং. নৌ + ক + আ]। ̃ চালক, ̃ জীবী বি. মাঝি। ̃ পথ বি. নদীবক্ষে নৌকা চলাচলের পথ, জলপথ, নদীপথ। ̃ বিলাস, ̃ বিহার, ̃ লীলা বি. 1 নৌকায় চড়ে বেড়ানো; 2 রাধিকাদি গোপিনীদের নিয়ে শ্রীকৃষ্ণের লীলাবিশেষ। ̃ রোহী (-হিন্) বিণ. নৌকায় আরোহণকারী, নৌকাযাত্রী। ̃ যাত্রী (-ত্রিন্) বিণ. নৌকাযোগে গমনকারী। 22)
পথিক
(p. 488) pathika বিণ. বি. পথ দিয়ে (পায়ে হেঁটে) গমনকারী, পথচারী, পান্হ। [সং. পথিন্ + ক]। স্ত্রী. (বিরল) পথিকা ('দু চোখ বিভোর ভাবছে পথিকা': অ. চ.)। 28)
পূর্ব
(p. 530) pūrba বি. 1 পূর্বদিক, প্রাচী; 2 অতীতকাল, আগের সময় (পূর্বেই বলা হয়েছে); 3 সম্মুখ (পূর্ববর্তী)। বিণ. 1 প্রথম, আদি (পূর্বকর্ম); 2 আগেকার, অতীত (পূর্বজন্ম, পূর্বপুরুষ); 3 পূর্বদিকস্হ, প্রাচ্য (পূর্ববঙ্গ, পূর্বপাঞ্জাব)। [সং. √ পূর্ব্ + অ]। ̃ ক ক্রি-বিণ. (বহুব্রীহি সমাসে উত্তরপদরূপে পূর্ব শব্দের রূপ) 1 করার পর, পুরঃসর (প্রণামপূর্বক); 2 সহকারে (প্রীতিপূর্বক)। ̃ কর্ম বি. প্রথম কাজ, প্রথমেই করণীয় কাজ। ̃ কায় বি. নাভির উপরের দেহাংশ, উত্তমাঙ্গ। ̃ কার বিণ. আগেকার, পূর্বে প্রচলিত (পূর্বকার বিধিব্যবস্হা এখন অচল)। ̃ কাল বি. অতীতকাল, প্রাচীনকাল। পূর্বকালিক, পূর্বকালীন বিণ. পূর্বকালের। ̃ কৃত বিণ. আগে করা হয়েছে এমন। ̃ গামী (-মিন্) বিণ. সম্মুখে বা আগে গমনকারী। স্ত্রী. ̃ গামিনী। ̃ জ বি. আগে জন্মেছে এমন ভ্রাতা, অগ্রজ। ̃ জন্ম বি. বর্তমান জীব-জীবনের পূর্ববর্তী জীবন। ̃ জা বি. (স্ত্রী.) জ্যেষ্ঠা ভগিনী। ̃ জ্ঞান বি. অতীতে লব্ধ জ্ঞান, অভিজ্ঞতা; পূর্ব জীবনের জ্ঞান; ভাবী ঘটনা সম্বন্ধে জ্ঞান, anticipation (বি.প.)। ̃ তন বিণ. পূর্বকালীন, বিগত। ̃ দশা বি. আগেকার অবস্হা। ̃ দৃষ্ট বিণ. আগে দেখা হয়েছে এমন; ঘটবার আগেই ধারণা করা হয়েছে এমন। ̃ দৃষ্টি বি. আগে থেকেই ধারণা করার ক্ষমতা; দূরদর্শিতা। ̃ নির্ধারণ বি. আগে থেকে স্হির করা। ̃ নির্ধারিত বিণ. আগে থেকে স্হির করা হয়েছে এমন (পূর্বনির্ধারিত অনুষ্ঠান)। ̃ পক্ষ বি. অভিযোগ; (তর্ক.) প্রশ্ন, বিচারের জন্য উপস্হাপিত বিষয়। ̃ পরিকল্পনা বি. আগে থেকে ভেবে রাখা বা নিরূপণ করা। বিণ. ̃ পরিকল্পিত। ̃ পুরুষ বি. পিতা পিতামহ ইত্যাদি বংশের ঊর্ধ্বপুরুষ। ̃ ফল্গুনী, ̃ ফাল্গুনী বি. (জ্যোতিষ.) একাদশ নক্ষত্র। ̃ বঙ্গ বি. অবিভক্ত বঙ্গদেশের পূর্ব অংশ; বর্তমান স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের পূর্বনাম। ̃ বত্ ক্রি-বিণ. আগেকার মতো। ̃ বর্ণিত বিণ. আগে বর্ণনা করা হয়েছে এমন। ̃ বর্তী (-র্তিন্) বিণ. আগেকার, অতীতের; সম্মুখে স্হিত। স্ত্রী. ̃ বর্তিনী। ̃ বাদ বি. প্রথম আবেদন, প্রথম নালিশ। ̃ বাদী (-দিন্) বি. (প্রথমে) অভিযোগকারী, বাদী, ফরিয়াদি। ̃ ভাদ্র-পদ বি. (জ্যোতিষ.) পঞ্চবিংশতিতম নক্ষত্র। ̃ মীমাংসা বি. জৈমিনি-কৃতদর্শনশাস্ত্র (তু. উত্তরমীমাংসা)। ̃ যুগ বি. প্রাচীন বা আগেকার যুগ। ̃ রঙ্গ বি. নাটকাদির প্রস্তাবনা। ̃ রাগ বি. অনুরাগের প্রথম অবস্হা। ̃ রাত্র বি. রাত্রির প্রথম ভাগ; অব্যবহিত পূর্বের রাত্রি। ̃ লক্ষণ বি. ভাবী ঘটনাদির চিহ্ন, সূচনা। ̃ সংস্কার বি. পূর্বজন্মে বা অতীতকালে লব্ধ সংস্কার, আগেকার ধারণা বা অভ্যাস (পূর্বসংস্কারবশে একথা বলেছে)। ̃ সূরি বি. পূর্বযুগের বিদ্বান ব্যক্তি; পূর্বযুগের বিশিষ্ট ব্যক্তি। পূর্বাচল, পূর্বাদ্রি বি. উদয়গিরি, যে কল্পিত পর্বতের শিখরে প্রত্যহ সূর্যোদয় হয় ('পূর্বাচলের পানে তাকাই': রবীন্দ্র)। পূর্বাধি-কার বি. পূর্বে লব্ধ অধিকার; জ্যেষ্ঠের অধিকার। পূর্বাপর বিণ. ক্রি-বিণ. আগাগোড়া, আনুপূর্বিক; আগের ও পরের (পূর্বাপর বৃত্তান্ত)। পূর্বাপেক্ষা অব্য. ক্রি-বিণ. আগের চেয়ে। পূর্বাবধি ক্রি-বিণ. পূর্ব থেক; প্রথম থেকে। পূর্বাবস্হা বি. আগের অবস্হা। পূর্বাভাস বি. ভাবী ঘটনার সংকেত বা লক্ষণ; পূর্বসূচনা। পূর্বাশা বি. পূর্বদিক। পূর্বাষাঢ়া (জ্যোতিষ) বি. বিংশতিতম নক্ষত্র। পূর্বাহ্ন বি. 1 দিনের প্রথম ভাগ, সকালবেলা; 2 পূর্ব সময়, পূর্ববর্তী সময় (একথা পূর্বাহ্নেই বোঝা গিয়েছিল)। (অশু.) পূর্বাহ্নিক বিণ. পূর্বাহ্নে করণীয়; পূর্বাহ্নকালীন। পূর্বিতা বি. প্রথমে বিবেচিত বা অনুষ্ঠিত হওয়ার যোগ্যতা, অগ্রগণ্যতা, priority (বি.প.)। পূর্বোক্ত বিণ. আগে বলা হয়েছে এমন। পূর্বোদ্ধৃত বিণ. আগে উদ্ধৃত। পূর্বোল্লিখিত বিণ. আগে উল্লেখ করা হয়েছে এমন। 2)
প্রগত
(p. 538) pragata বিণ. 1 প্রস্হিত, প্রস্হান করেছে এমন; 2 আগে গমনকারী, আগে যাচ্ছে এমন; 3 উন্নত, প্রগতি অর্জন করেছে এমন; 4 মৃত, পরলোকগত; 5 বিযুক্ত, পৃথগ্ভূত। [সং. প্র + গত]। 5)
যাত্রিক
(p. 726) yātrika বিণ. 1 যাত্রাসম্বন্ধীয় 2 যাত্রাযোগ্য; 3 গমনযোগ্য, গমনসাধ্য, গমনীয় 4 যাত্রাকারী, গমনকারী। বি. 1 পাথেয়, পথ-খরচ; 2 পথিক; 3 উত্সব 4 তীর্থযাত্রী। [সং. যাত্রা + ইক]। 18)
যাত্রী
(p. 726) yātrī (-ত্রিন্) বিণ. বি. 1 যাত্রাকারী, গমনকারী (বরযাত্রী, বিলাতযাত্রী); 2 ভ্রমণকারী (তীর্থযাত্রী, বাসযাত্রী); 3 তীর্থযাত্রী ('লঙিঘতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার': নজরুল)। স্ত্রী. যাত্রিণী। 19)
শব
(p. 769) śaba বি. মৃতদেহ, মড়া, লাশ। [সং. √ শব্ + অ]। ̃ দাহ, ̃ দহন বি. অগ্নিযোগে মৃতদেহ ভস্মীভূত করা, মড়া পোড়ানো। ̃ দাহ-স্হান বি. যেখানে শবদাহ করা হয়, শ্মশান। ̃ দেহ বি. মড়া, মৃতদেহ। ̃ ব্যবচ্ছেদ বি. শারীরবিজ্ঞান শিক্ষার জন্য বা মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য মৃতদেহ অস্ত্রদ্বারা ছিন্নবিচ্ছিন্ন করে পরীক্ষা। ̃ যাত্রা বি. দাহ করার বা কবর দেওয়ার জন্য মৃতদেহ নিয়ে যাওয়া। ̃ যান বি. (প্রধানত কবর দেবার জন্য) মৃতদেহপূর্ণ কফিন বা শবাধার বহন করে নিয়ে যাবার গাড়ি। ̃ সত্কার বি. শবদাহ; কবর; অন্ত্যেষ্টি। ̃ সাধনা বি. (সদ্যোমৃত পুরুষের) শবের উপর অশ্বারোহণের ভঙ্গিতে উপবেশন করে তান্ত্রিক সাধনাবিশেষ। শবাধার বি. যে আধার বা বাক্সে মৃতদেহ রেখে কবর দেওয়া হয়। শবানু-গমন বি. শবদেহ শ্মশানে বা কবরে নিয়ে যাবার সময় মৃতের প্রতি সম্মান জানাতে বা শোক জানাতে সঙ্গে যাওয়া। শবানু-যাত্রী (ত্রিন্) বি. শবানুগমনকারী। শবাসন বি. শবের মতো চিত হয়ে শুয়ে থাকার যোগাসনবিশেষ। শবাসনা বি. শবের উপর অবস্হিতা কালিকাদেবী। 42)
শোভা
(p. 784) śōbhā বি. 1 সৌন্দর্য, কান্তি, বাহার; 2 সৌন্দর্যের বা উজ্জ্বলতার বিকাশ। [সং. √ শুভ্ + অ + আ]। শোভা পাওয়া ক্রি. বি. 1 সৌন্দর্য বিস্তার করা, শোভাযুক্ত হয়ে বিরাজ করা; 2 যোগ্য হওয়া (তোমার এমন কাজ শোভা পায় না); 3 ভালো দেখানো (ধনীর সবই শোভা পায়)। ̃ কর বিণ. শোভাদায়ক। ̃ ঞ্জন বি. শজনেগাছ। ̃ ন্তরী অব্য. চমত্কার, বেশ বেশ, শাবাশ। ̃ ময় বিণ. শোভাপূর্ণ। স্ত্রী. ̃ ময়ী। ̃ যাত্রা বি. বহুলোকের একত্রে সমারোহের সঙ্গে যাওয়া, মিছিল। ̃ যাত্রী (-ত্রিন্) বি. বিণ. মিছিলের সঙ্গে গমনকারী। ̃ শূন্য, ̃ হীন বিণ. সৌন্দর্যহীন; সৌন্দর্যের বিকাশশূন্য। শোভিত বিণ. শোভাযুক্ত, ভূষিত। স্ত্রী. শোভিতা। শোভী (-ভিন্) বিণ. 1 শোভাদানকারী; 2 শোভাযুক্ত, সুন্দর। স্ত্রী. শোভিনী। শোভা ক্রি. (কাব্যে) শোভা পাওয়া ('লঙ্কাপুরী শোভিল সম্মুখে': মধু.)। 57)
সংসৃতি
(p. 796) saṃsṛti বি. 1 সহগমন, সহযাত্রা; 2 প্রবাহ, স্রোত; 3 সংসার। [সং. সম্ + সৃতি]। সংসৃত বিণ. সহগমনকারী; প্রবাহিত। 24)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534656
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140145
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730301
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942479
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883481
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838423
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696591
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603046

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us