Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

স্টেজে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আরক্ষ
(p. 103) ārakṣa বি. 1 থানা, ঘাঁটি; 2 রক্ষিসৈন্য। বিণ. রক্ষক। [সং. আ + √রক্ষ্ + অ়]। আরক্ষা বি. 1 আরক্ষণ, রক্ষণ; 2 পুলিশ (স. প.)। আরক্ষিক, আরক্ষী (-ক্ষিন্) বি. 1 পুলিশের কনস্টেবল; 2 প্রহরী।
এস্টেট
(p. 149) ēsṭēṭa বি. জমিদারি; তালুক; ভূসম্পত্তি (তিনি এই এস্টেটের ম্যানেজার)। [ইং. estate]। 32)
ওভার-ব্রিজ
(p. 153) ōbhāra-brija বি. রেল স্টেশনে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাতায়াতের জন্য নির্মিত উঁচু সেতুবিশেষ। [ইং. overbridge]। 22)
ওয়েটিং-রুম
(p. 153) ōẏēṭi-ṃruma বি. রেল স্টেশনে যাত্রীদের বিশ্রামঘর। [ইং. waiting room]। 41)
কন-স্টেবল
(p. 162) kana-sṭēbala বি. পুলিশ প্রহরী; সান্ত্রি; পাহারাওয়ালা। [ইং constable]। 5)
কবলা
(p. 164) kabalā (উচ্চা. কব্লা) ক্রি. 1 কবুল করা বা স্বীকার করা; 2 (সাধারণত ঘুষ হিসাবে দিতে চাওয়া (চোরটা কনস্টেবলকে পাঁচ টাকা কবলাচ্ছে)। [আ. ক'বুল + বাং. আ]। ̃ নো বিণ. কবুল বা স্বীকার করা হয়েছে এমন; ঘুষরূপে দিতে চাওয়া হয়েছে এমন। বি. কবুল; স্বীকার; অঙ্গীকার। 17)
খ্রিস্ট
(p. 235) khrisṭa বি. খ্রিস্টান ধর্মের প্রবর্তক জিশু, Jesus. [ইং. Christ]। ̃ ধর্ম বি. জিশুর প্রবর্তিত ধর্ম। ̃ পূর্ব বিণ. জিশুর জন্মের পূর্ববর্তী (ইং. Before Christ (B.C.) এর বঙ্গানুবাদ)। খ্রিস্টান বি. বিণ. খ্রিস্টধর্মাবলম্বী। [ইং. Christian]। খ্রিস্টানি বি. 1 সাহেবিয়ানা। বিণ. খ্রিস্টান-সম্প্রদায়সম্বন্ধীয়; খ্রিস্টধর্মসম্বন্ধীয়; খ্রিস্টানদের (খ্রিস্টানি রীতি)। খ্রিস্টাব্দ বি. জিশুখ্রিস্টের জন্ম থেকে পরিগণিত অব্দ। খ্রিস্টীয় বিণ. 1 খ্রিস্টসম্বন্ধীয়; 2 খ্রিস্টের জন্ম থেকে পরিগণিত (খ্রিস্টীয় চতুর্থ শতক)।
ছাত্র
(p. 304) chātra বি. শিক্ষার্থী; শিষ্য। [সং. ছত্র + অ]। বি. (স্ত্রী.) ছাত্রী। ̃ জীবন বি. পাঠ্যাবস্হা। ̃ নিবাস, ছাত্রাবাস বি. ছাত্রদের থাকা-খাওয়ার ব্যবস্হাযুক্ত স্হান, বোর়্ডিং, হস্টেল। ̃ বৃত্তি বি. 1 ভালো ছাত্রকে প্রদত্ত আর্থিক পুরস্কার বা জলপানি; 2 জলপানির পরীক্ষাবিশেষ। 17)
জংশন
(p. 311) jaṃśana বি. বিণ. 1 দুটি রাস্তার মিলনস্হান; 2 দুটি রেলপথের মিলন যে স্টেশনে হয়। [ইং. junction]। 12)
জমাদার
(p. 312) jamādāra বি. 1 উচ্চপদস্হ ভারতীয় সৈনিকবিশেষ; 2 হেড কনস্টেবল; 3 ধাঙড়, মেথর বা কুলির সর্দার; 4 প্রধান যন্ত্রচালক (ছাপাখানার জমাদার); 5 মেথর। [ফা. জমাদার্]। 108)
পরে1
(p. 502) parē1 ক্রি-বিণ. 1 পিছনে, পশ্চাতে (সে পরে আসছে); 2 অনন্তর, অতঃপর (পরে সেখানে গেলাম); 3 ভবিষ্যতে (পরে মজা টের পাবে); 4 কোনো ঘটনা সম্পন্ন বা শেষ হয়ে গেলে (ট্রেন ছাড়ার পরে সে স্টেশনে গেছে)। [সং. পর3 + বাং. এ]। পরে-পরে ক্রি-বিণ. একটির পর একটি করে (পরে-পরে সাজানো)। 15) বি. পরাধীনতা, পরতন্ত্রতা। [সং. পরতন্ত্র + য]। 94)
পেনালটি
(p. 532) pēnālaṭi বি. 1 শাস্তি বা শাস্তিস্বরূপ যা দেয় বা করণীয়; 2 ফুটবল, হকি প্রভৃতি খেলায় শাস্তিমূলক ব্যবস্হা; গোলপোস্টের সামনে বল বসিয়ে শুধু গোলরক্ষককে সামনে রেখে বল মারার ব্যবস্হা। [ইং. penalty]। 29)
প্ল্যাট-ফর্ম
(p. 559) plyāṭa-pharma বি. 1 রেলস্টেশনে গাড়ি ভিড়বার বা যাত্রীদের অপেক্ষার স্হান; 2 মঞ্চ। [ইং. platform]। 21)
বকযন্ত্র
(p. 573) bakayantra বি. 1 গলার কাছে বাঁকা এমন পাতনযন্ত্রবিশেষ, retort, still (বি.প.); 2 রোগীর বুক ও শ্বাসপ্রশ্বাস পরীক্ষার ডন্য ডাক্তারি যন্ত্রবিশেষ, স্টেথোস্কোপ। [সং. বক (সদৃশার্থে) + যন্ত্র]। 9)
বড়দিন, বড়োদিন
(p. 575) baḍ়dina, baḍ়ōdina বি. 1 খ্রিস্টের জন্মদিন-25 ডিসেম্বর, Christmas; 2 23 ডিসেম্বর, যেহেতু এই তারিখ থেকে দিন ক্রমশ বড়ো এবং রাত্রি ক্রমশ ছোটো হতে থাকে। [বাং. বড়2 + দিন]। 21)
ব্যতি-ব্যস্ত
(p. 648) byati-byasta বিণ. 1 অতিশয় ব্যস্ত বা ব্যাকুল (ব্যতিব্যস্ত হয়ে তখনই ছুটলেন স্টেশনে); 2 বিব্রত; 3 উত্ত্যক্ত, বিপন্ন (এরা তাঁকে অকারণে ব্যতিব্যস্ত করছে)। [সং. বি. + অতিব্যস্ত]। 15)
মঞ্চ
(p. 676) mañca বি. 1 মাচা, টং; 2 বেদী, প্ল্যাটফর্ম (রঙ্গমঞ্চ, বক্তৃতার মঞ্চ)। [সং √ মঞ্চ্ + অ]। ̃ .সজ্জা বি নাটকের মঞ্চ বা স্টেজের সাজসজ্জা। ̃ .স্হ বিণ. অভিনীত; অভিনয়ের জন্য স্টেজে উপস্হাপিত (তাঁর নতুন নাটকটি এখনও মঞ্চস্হ হয়নি)। 23)
মাষ্টার
(p. 703) māṣṭāra বি. 1 শিক্ষক বা গৃহশিক্ষক (ছেলের মাষ্টার এসেছে); 2 দক্ষ কারিগর, শিল্পী ইত্যাদি; 3 অধ্যক্ষ (পোস্টমাষ্টার, স্টেশনমাষ্টার)। [ইং. master]। তু. মাস্টার। ̃ নি বি. (স্ত্রী.) গৃহশিক্ষিকা। 23)
রঙ্গ1
(p. 733) raṅga1 বি. 1 রং-এর প্রাচীন রূপ; 2 রঞ্জকদ্রব্য; 3 নৃত্যগীতাভিনয় (রঙ্গমঞ্চ); 4 ক্রীড়াপ্রতিযোগীতা, দ্বন্দ্ব, যুদ্ধ (রঙ্গভূমি); 5 লীলায়িত হাবভাব বা ভঙ্গি, লীলা; 6 ভঙ্গি, ধরন; 7 নাট্যশালা; ̃ রণভূমি; 9 (বিরল) দস্তা; 1 রাং। [সং. √ রঞ্জ্ + অ]। ̃ .ভূমি বি. 1 রণস্হল; 2 ক্রীড়াপ্রতিযোগিতার স্হান; 3 মল্লভূমি, কুস্তির আখড়া; 4 নাট্যশালা। ̃ .মঞ্চ বি. যে মঞ্চের উপর অভিনয় করা হয়, স্টেজ। ̃ .শালা বি. অভিনয়গৃহ, থিয়েটার। ̃ .স্হল-রঙ্গভূমি -র অনুরূপ। রঙ্গালয় বি. নাট্যশালা, থিয়েটার। 3)
রেল
(p. 749) rēla বি. 1 বাষ্পচালিত বা বিদ্যুত্চালিত যান (রেলে চড়া); 2 লৌহবর্ত্ম, রেলের লাইন। [ইং. rail]। ̃ .গাড়ি বি. রেললাইনের উপর দিয়ে চলে এমন বাষ্পীয় বা বিদ্যুত্চালিত যানবিশেষ। ̃ .পথ বি. রেললাইন; রেলগাড়ি চলার পথ। ̃ .যোগে ক্রি-বিণ. রেলগাড়িতে চড়ে বা চেপে। ̃ .লাইন বি. যে লোহার লাইনের উপর দিয়ে রেলগাড়ি চলে। ̃ .স্টেশন বি. যাত্রী ও মালের ওঠা-নামার জন্য যে-স্হানে রেলগাড়ি থামে। 20)
সিপাই, সিপাহি
(p. 834) sipāi, sipāhi বি. 1 সৈনিক; 2 ভারতীয় স্হলবাহিনীর নিম্নতম পদস্হ সৈনিক; 3 ভারতীয় সৈনিক (সিপাহি বিদ্রোহ); 4 অস্ত্রধারী রক্ষী বা প্রহরী; কনস্টেবল। [ফা. সিপাহ্]। 16)
স্টেডিয়াম
(p. 846) sṭēḍiẏāma বি. (সচ.) দর্শকদের বসার জন্য চারিদিকে ধাপযুক্ত শ্রেণিবদ্ধ আসনবিশিষ্ট খেলার মাঠ। [ইং. stadium]। 64)
স্টেশন
(p. 846) sṭēśana বি. রেল স্টিমার জাহাজ প্রভৃতি ভিড়াবার নির্দিষ্ট স্হান বা তার বাড়ি। [ইং. station]। ̃ মাস্টার বি. স্টেশনের অধ্যক্ষ বা তত্ত্বাবধায়ক। [ইং. station master]। 65)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535178
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140647
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730953
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943153
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883662
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838524
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603114

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us