Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

আয়িডিন-আইয়োডিন এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  আয়িডিন-আইয়োডিন এর বাংলা অর্থ হলো -

(p. 103) āẏiḍina-āiẏōḍina এর প্রচলিত বাংলা রূপ।
28)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


আওরত
আন্ত্র, আন্ত্রিক
(p. 95) āntra, āntrika বিণ. অন্ত্রসম্বন্ধীয়, অন্ত্রঘটিত (আন্ত্রিক জ্বর, enteric fever [সং. অন্ত্র + অ, অক]। 26)
আঁচা
(p. 79) ān̐cā ক্রি. আঁচ করা, আন্দাজ করা, অনুমান করা (ব্যাপারটা আগেই আঁচতে পেরেছিল)। [বাং. √ আঁচ্ + আ]। 8)
আলী১, ২, ৩ - আলি১, ২, ৩
(p. 106) ālī1, 2, 3-āli1, 2, 3 এর বার্জি. বানানভেদ। 39)
আলীন
(p. 106) ālīna বিণ. 1 বিলীন, লুপ্ত, লয়প্রাপ্ত; 2 পরিব্যাপ্ত। [সং. আ + লীন]। 41)
আব্রহ্ম
আবডাল
(p. 98) ābaḍāla বি. আড়াল। [সং. অন্তরাল]। 12)
আজার
(p. 85) ājāra বি. রোগ, অসুখ। [ফা. আজার; তু. গুজ. আজর]। আজারি বিণ. রোগী, অসুস্হ ('এল মুসাফির গায়ে আজারির চিন্': নজরুল)। 37)
আলেখা
(p. 106) ālēkhā বিণ. লেখা হয়নি এমন, অলিখিত (আলেখা চিঠি)। [বাং. আ3 + লেখা]। 53)
আ৩
(p. 77) ā3 অব্য. ঈষত্ সম্যক বৈপরীত্য সীমা না (নঞ্) অল্প প্রভৃতির সূচক উপসর্গ (আরক্ত, আগত, আসমুদ্র, আঢাকা, আধোয়া)। 4)
আংটি, আঙটি
(p. 77) āṇṭi, āṅaṭi বি. আঙুলে অলংকাররূপে পরা হয় এমন বলয়; অঙ্গুরীয়। [সং. অঙ্গুষ্ঠিকা]। 45)
আতেলা
(p. 89) ātēlā বিণ. 1 তৈলহীন, তেল নেই এমন, রুক্ষ; 2 (রাঁধা ব্যঞ্জনাদি সম্পর্কে) তেল কম হয়েছে বা তেল দেওয়া হয়নি এমন। [বাং. আ + তেল+ আ]। 14)
আড়৫
(p. 85) āḍ়5 বি ণ. তেরছা, বাঁকা, তির্যক (আড়চোখে তাকানো)। বি. দেহের বা উচ্চারণের জড়তা (কথার আড়)। [সং. অরাল; তু. হি. আড়]। আড় ভাঙা ক্রি. বি. 1 সোজা করা; 2 (দেহের বা উচ্চারণের) জড়তা দূর করা। আড় হওয়া ক্রি. বি. কাত হয়ে শোয়া বা দাঁড়ানো। ̃ কোলা বিণ. পাঁজাকোলা, শিশুকে দুধ খাওয়ানোর সময় বা তাকে যেভাবে কোলে শোয়ানো হয় সেইভাবে শায়িত। ̃ খেমটা বি. সংগীত নৃত্য প্রভৃতির তালবিশেষ। ̃ ঘোমটা বি. আধাআধি টানা ঘোমটা, অর্ধ-অবগুণ্ঠন। ̃ চোখ, ̃ নয়ন বি. কটাক্ষ, চোরা-চাহনি। ̃ পাগলা বিণ. আধপাগল, পাগলাটে। ̃ মোড়া বি. শরীর সোজা করে আড়ষ্টতাজড়তা ভাঙা। ̃ বাঁশি বি. আড়ভাবে বা আড়াআড়িভাবে ধরে যে বাঁশি বাজাতে হয়। 80)
আকম্পিত, আকম্প্র
(p. 80) ākampita, ākampra বিণ. অল্প একটু কম্পিত, ঈষত্ কম্পিত; ঈষত্ কম্পমান, একটু একটু কাঁপছে এমন। [সং. আ. + কম্পিত, কম্প্র]। 32)
আশোয়ার
(p. 108) āśōẏāra বি. অশ্বারোহী যোদ্ধা। [তু. সং. অশ্ববার - তু. ফা. সওয়ার]। 32)
আনীত
(p. 94) ānīta বিণ. আনা হয়েছে এমন, নিয়ে আসা হয়েছে এমন (অঙ্গদ রাবণের সভায় আনীত হলেন)। [সং. আ + √ নী + ত]। 26)
আনৃণ্য
(p. 95) ānṛṇya বি. ঋণের অভাব; অঋণীর ভাব; ঋণ বা দেনা থেকে মুক্তি। [সং. ন + ঋণ + য]। 15)
আসা2
(p. 110) āsā2 ক্রি. 1 আগমন করা, উপস্হিত হওয়া (বাড়ি আসবে); 2 সাধ্যে কুলানো, পটুতা থাকা (গানবাজনা আমার আসে না); 3 জোগানো (মাথায় একটা বুদ্ধি এসেছে); 4 উদয় হওয়া (মনে আসা, হাসি আসছে); 5 আয় হওয়া (অনেক টাকা এসেছে); 6 শুরু হওয়া (ফুরিয়ে আসছে, মাঘের শেষে বসন্ত আসে); 7 ঘটা (বিপদ আসছে); 8 উপযোগী হওয়া, কাজে লাগা (ঘড়িটা কাজে আসছে না); 9 প্রবেশ করা, ঢোকা (জানলা দিয়ে আলো আসে)। বিণ. 1 আগত (ডাকে-আসা চিঠি); 2 গত, সমাপ্ত (নিবে-আসা আলো)। বি. আগমন (তার আমার আশায় আছি)। [বাং. √ আস্ + আ]। ̃ আসি, ̃ যাওয়া বি. 1 যাতায়াত, আসা ও যাওয়া; 2 মেলামেশা (দুই পরিবারের মধ্যে তেমন আসা-যাওয়া নেই). কথা আসা ক্রি. বি. কথাবার্তা বা উত্তর জোগানো (মুখে কথা আসছে না)। কানে আসা ক্রি. বি. শুনতে পাওয়া, কর্ণগোচর হওয়া (কথাটা কানে এল)। পেটে আসা ক্রি. বি. গর্ভে জন্ম নেওয়া, গর্ভসঞ্চার হওয়া (সেই বছরই ছেলেটা পেটে এল)। বলে আসা ক্রি. বি. অনুমতি নিয়ে আসা বা জানিয়ে আসা। মনে আসা ক্রি. বি. স্মরণ হওয়া, মনে পড়া। মাথায় আসা ক্রি. বি. বুঝতে পারা। মুখে আসা ক্রি. বি. উচ্চারিত হওয়া বা মুখে জোগানো। হাতে আসা ক্রি. বি. অধিকারে বা আয়ত্তে আসা। 3)
আধা
(p. 89) ādhā বিণ. অর্ধেক (আধা মাইল)। বি. অর্ধভাগ ('সুতনু তনুর আধা': ভা. চ.; আধা খাই আধা ফেলি)। [বাং. আধ + আ]। ̃ .আধি বিণ. ক্রি-বিণ. অর্ধেক বা প্রায় অর্ধেক (আধাআধি পথ, কাজটা আধাআধি শেষ হয়েছে, আধাআধি ভাগ করেছি)। ̃ .খেঁচড়া, ̃. বয়সী দ্র আধ। 93)
আশ-মান
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577933
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185721
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785802
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027033
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901169
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848150
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708629
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620318

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us