Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কব1 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কব1 এর বাংলা অর্থ হলো -

(p. 164) kaba1 ক্রি. 'কহিব' ক্রিয়ার রূপভেদ; বলব (দোষ-গুণ কব কার)।
[বাং. √ কহ্]।
4)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কুচিন্তা
(p. 194) kucintā বি. 1 অসত্ চিন্তা; 2 অশুভ চিন্তা; 3 দুশ্চিন্তা, দুর্ভাবনা। [সং. কু + চিন্তা]। 15)
ক্রেয়
(p. 215) krēẏa বিণ. ক্রয়যোগ্য, ক্রেতব্য, কেনা যায় বা উচিত এমন। [সং. √ ক্রী + য]। 26)
কাতা
(p. 181) kātā বি. 1 নারকেল-ছোবড়ার দড়ি (কাতা দিয়ে বাঁধা); 2 নাপিতের বাক্স। [প্রাকৃ. কট্টঅ বাং. কাটা কাতা]। 3)
কানুন1
(p. 181) kānuna1 বি. আইন, বিধান; বিধিব্যবস্হা। [আ. কা'নূন]। 39)
কপট
(p. 162) kapaṭa বিণ. 1 কৃত্রিম (কপট স্নেহ); 2 ছদ্ম (কপট বেশ); 3 শঠ, প্রতারক, ভণ্ড (কপট বন্ধু)। (প্রা. বাং.) বি. ছল, প্রতারণা, শঠতা, চাতুরী ('কলিঙ্গে কপট করি রাখ নিজ দাস': ক. ক.)। [সং. √ কপ্ + অট]। ̃ তা, কপট্য বি. শঠতা, প্রতারণা, চাতুরী। ̃ চারী (-রিন্) বিণ. ছদ্মবেশী; ধূর্ত; প্রতারক। ̃ পটু বিণ. কপট আচরণে দক্ষ। ̃ প্রবন্ধ বি. ছলনা, প্রবঞ্চনা। কপটাচার, কপটাচরণ বি. ছলনা। কপটাচারী (-রিন্) বিণ. কপটাচার করে এমন। বিণ. স্ত্রী. কপটাচারিণী। কপটী (-টিন্) বিণ. প্রবঞ্চক, ঠক। বিণ. (স্ত্রী.) কপটিনী। 27)
কঞ্চুল
(p. 156) kañcula বি. স্ত্রীলোকের অলংকারবিশেষ। [সং. √ কচ্ + উল]। 57)
কর্ক
(p. 167) karka বি. ছিপি; ইয়োরোপীয় কর্ক গাছের ছালে প্রস্তুত ছিপি। [ইং. cork। 46)
কিতা, কেতা
(p. 190) kitā, kētā বি. 1 খণ্ড, গোছা; সারি (দুই কিতা জমি, দশ কিতা নোট); 2 কায়দা, ফ্যাশান, ধরন; 3 দফা। [আ. ক'তা]। ̃ দুরস্ত বিণ. রুচিসম্মত, ফ্যাশনসম্মত; ফিটফাট (কেতাদুরস্ত পোশাক)। 6)
কৃত্-কৌশল
(p. 202) kṛt-kauśala বি. কৌশল, কারিকুরি; কর্মপদ্ধতি। [ সং. কৃত + কৌশল]। 49)
কুঁচকি, কুচকি
কাক2
(p. 177) kāka2 বি. 1 বায়স, কর্ভুম (corvus) গোষ্ঠীভুক্ত বড় কালো পাখিবিশেষ; 2 এক কড়ার চার ভাগের এক ভাগ। [সং. √ কৈ (শব্দ করা) + ক]। স্ত্রী. কাকী। ̃ চক্ষু বিণ. কাকের চক্ষুর মতো স্বচ্ছ। ̃ জ্যোত্স্না বি. অস্বচ্ছ, অল্প জ্যোত্স্না। ̃ তন্দ্রা, ̃ নিদ্রা বি. কাকের ঘুমের মতো অতি সতর্কপাতলা ঘুম; কপটনিদ্রা। ̃ তালীয় বিণ. (ন্যায়.) পরস্পর সম্বন্ধহীন অথচ অকস্মাত্ একসঙ্গে সংঘটিত (দেখে মনে হয় যেন পরস্পর কার্যকারণ সম্বন্ধযুক্ত)। ̃ পক্ষ বি. দুই কানের পাশে লম্বিত কেশগুচ্ছ; কানপাটা; জুলফি। ̃ পদ বি. 1 উদ্ধার চিহ্ন, উদ্ধৃতি চিহ্ন (' '); 2 লেখার মধ্যে পরিত্যক্ত বা শূন্য স্হান বোঝাবার চিহ্নবিশেষ (* * *); 3 ভুলক্রমে পরিত্যক্ত অক্ষরাদির স্হানসূচক চিহ্নবিশেষ ), caret. ̃ পুচ্ছ বি. কাকের মতো পুচ্ছবিশিষ্ট পাখি অর্থাত্ কোকিল। ̃ ফল বি. নিমফল; নিমগাছ। ̃ বন্ধ্যা যে নারী একবার মাত্র গর্ভধারণ করেছে। ̃ ভূশণ্ডি বি. ভূশণ্ডি দ্র। ̃ শীর্ষ বি. বকফুলের গাছ। কাক-কোকিলের সমান দর (প্র.) ভালো-মন্দ, উত্তম-অধম প্রভৃতির মধ্যে তারতম্য না থাকা। ̃ স্নান বি. কাকের স্নানের মতো অপরিচ্ছন্নতাড়াহুড়ো করে কোনোরকমে সম্পন্ন স্নান। কাকের ছা বকের ছা অত্যন্ত কুত্সিত হস্তাক্ষর। 11)
কুরু-বিন্দ
(p. 199) kuru-binda বি. পদ্মরাগ মণি (তু. 'কুরুবিন্দং রত্নভেদে'-মেদিনীকোষ)। [সং. কুরু + √ বিন্দ্ + অ]। 17)
কালিয়
(p. 188) kāliẏa দ্র কালীয়। 12)
কপোতাক্ষ
(p. 163) kapōtākṣa বি. যশোর জেলার নদীবিশেষ, যার তীরবর্তী সাগরদাঁড়ি গ্রামে কবি মধুসূদনের জন্ম হয়েছিল। [সং. কপোত (সদৃশ) + অক্ষি (যার)]। 25)
কল৩
(p. 169) kala3 বি. মধুর অস্ফুট ধ্বনি; কাকলি। বিণ. অস্ফুট কিন্তু মধুর (কলধ্বনি)। [সং. √ কল্ + অ]। ̃ কণ্ঠ বি. সুস্বর, মধুর স্বর; মধুর ধ্বনি। বিণ. 1 অব্যক্ত মধুর রবকারী; মধুর কণ্ঠবিশিষ্ট; 2 মধুর কাব্যরচনাকারী (কলকণ্ঠ কবি)। ̃ কণ্ঠী বি. (স্ত্রী.) মধুর কণ্ঠবিশিষ্টা। ̃ কল বি. 1 মধুর অস্ফুট ধ্বনি; 2 অবিরাম জলপ্রবাহের বা জলনির্গমনের শব্দ; 3 পাখির কলরব; 4 কোলাহল। ̃ কলানি বি. কলকল শব্দ। ̃ কলানো ক্রি. বি. মধুর অস্ফুট ধ্বনি করা; কাকলিধ্বনি করা। ̃ কল্লোলিনী বিণ. (স্ত্রী.) (সাধারণত নদী সম্বন্ধে) মধুর ধ্বনিযুক্ত তরঙ্গ যার (কলকল্লোলিনী যমুনা)। ̃ তান বি. মধুর ধ্বনি (যমুনার কলতান, পাখির কলতান)। ̃ নাদ বি. মধুর ধ্বনি। ̃ নাদিনী। ̃ রব, ̃ রোল বি. 1 কলকল শব্দ; 2 সমবেত বহু লোকের মিশ্রিত অস্পষ্ট শব্দ, কোলাহল। ̃ স্বন, ̃ স্বর বি. 1 অস্পষ্ট শব্দ; 2 উচ্চ স্বর, তারস্বর। বিণ. ওইরকম শব্দকারী। ̃ স্বনা বিণ. (স্ত্রী.) অস্পষ্ট শব্দকারিণী (কলস্বনা নদী)। ̃ হংস বি. 1 রাজহাঁস; 2 বালিহাঁস। বি. (স্ত্রী.) ̃ হংসী। ̃ হাস, ̃ হাস্য বি. মধুর অস্পষ্ট হাসির শব্দ; মধুর অস্পষ্ট হাসি। ̃ হাসিনী বিণ. (স্ত্রী.) কলহাস্যকারিণী। 38)
কুশী-লব2
(p. 201) kuśī-laba2 বি. রামচন্দ্রের পুত্রদ্বয়; কুশ ও লব। [সং. কুশ + লব, ঈ আগম]। 26)
কিছু
(p. 188) kichu বিণ. কয়েক, অল্প, সামান্য, কিয়ত্ (কিছু ভাত, কিছু দিন, কিছু কথা)। বিণ-বিণ. অপেক্ষাকৃত (আজ রোগীর অবস্হা কিছু ভালো)। সর্ব. বি. কোনো বস্তু বা বিষয় ('আরো কিছু আছে বাকি': রবীন্দ্র; আমি কিছুর মধ্যেই থাকি না)। [সং. কিঞ্চিত্]। কিছু কিছু বিণ. অল্পস্বল্প (কিছু কিছু লোক)। বি. সর্ব. অংশ (আমি এর কিছু কিছু জানি)। ক্রি-বিণ. অল্পপরিমাণে (বইটি কিছু কিছু পড়েছি)। ̃ তে ক্রি-বিণ. কোনো উপায়ে, কোনোমতে (তাকে কিছুতেই বোঝানো গেল না)। সর্ব. বি. কোনো বিষয়ে বা বস্তুতে ('মন নাহি মোর কিছুতেই': রবীন্দ্র)। কিচ্ছু বি. বিণ. সর্ব. ক্রি-বিণ. কিছু -র ঝোঁক বা প্রবলতাজ্ঞাপক রূপ। 66)
কর্ষ1
(p. 169) karṣa1 বি. ওজনের পরিমাণবিশেষ (16 মাষা, কবিরাজি মতে 2 তোলা)। [সং. √ কৃষ্ + অ]। 34)
কালানো
(p. 186) kālānō ক্রি. বি. (আঞ্চ.) অত্যন্ত শীতল হওয়া, খুব ঠাণ্ডা হয়ে যাওয়া। বিণ. খুব ঠাণ্ডা হয়ে গেছে এমন (কালানো ভাত খেয়ো না)। [বাং. কাল1 + আনো]। 44)
কুস্হান
(p. 202) kushāna বি. মন্দ জায়গা; অনুপযুক্ত জায়গা। [সং. কু + স্হান]। 9)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2578155
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185968
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1786211
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027437
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901258
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848224
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708683
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620477

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us