Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কৃষক এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কৃষক এর বাংলা অর্থ হলো -

(p. 205) kṛṣaka বি. বিণ. যে ব্যক্তি কৃষিকাজ বা চাষ করে, চাষা, কৃষিজীবী।
[সং. √কৃষ + অক]।
̃. কুল বি. সমস্ত কৃষক।
̃. সমাজ বি. কৃষকশ্রেণির অন্তর্ভুক্ত সমস্ত লোক।
4)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কেওড়া
(p. 205) kēōḍ়ā বি. 1 কেয়াফুল বা তার গাছ; 2 কেয়াফুলের নির্যাস; 3 কেয়ার নির্যাস দিয়ে তৈরি সুবাসিত জল (কেওড়া দেওয়া সন্দেশ)।[তু. সং. কোতক, হি. কেবড়া]। 19)
কাষ্ঠ
(p. 188) kāṣṭha বি. বৃক্ষের ভিতরকার কঠিন অংশ; কাঠ, দারু। [সং. √ কাশ্ + থ]। ̃ কুট্ট বি. কাঠঠোকরা পাখি। ̃ পাদুকা বি. খড়ম। ̃ ফলক বি. কাঠের তক্তা। ̃ বত্ বিণ. কাঠের মতো; নীরস, শুষ্ক। ̃ ভার বি. কাঠের বোঝা। ̃ হাসি বি. আন্তরিকতাহীন বা লোক-দেখানো হাসি, কৃত্রিম হাসি। 34)
কার-বাইড
(p. 185) kāra-bāiḍa বি. চুন ও অঙ্গারঘটিত দ্রব্যবিশেষ; এই দ্রব্য জলে দিলে একপ্রকার গ্যাস উত্পন্ন হয় এবং তা থেকে আলো হয়। [ইং. carbide]। 18)
কছম
(p. 156) kachama বি. রকম, প্রকার। [ফা. কিস্ম্]। 50)
কাবারি, কাবাড়ি
ক্রোড়2, ক্রোর
(p. 215) krōḍ়2, krōra বি. বিণ. 1 সংখ্যা বা সংখ্যক, কোটি, শত লক্ষ। [হি. করোড়। তু. সং. কোটি]। ̃ পতি বি. বিণ. কোটি টাকার মালিক; অতিশয় ধনশালী (ক্রোড়পতি ব্যবসায়ী)। 30)
কোমল
(p. 210) kōmala বিণ. 1 নরম (কোমল স্পর্শ, কোমল শয্যা); 2 মৃদু; ললিত (কোমল কলরব, কোমল কণ্ঠ); 3 সুকুমার, মধুর (কোমল স্বর, কোমল হৃদয়); 4 (সংগীতে) শুদ্ধ স্বরের চেয়ে নিচু পরদা (কোমল ধা, কোমল নি)। [সং. √ কম্ + অল]। বি. ̃ তা, ̃ ত্ব। বিণ. স্ত্রী. কোমলা। কোমলাঙ্গ বিণ. কোমল বা নরম দেহবিশিষ্ট। কোমলায়ন বি. প্রথমে তাপপ্রয়োগের দ্বারা উত্তপ্ত করে পরে ধীরে ধীরে ঠাণ্ডা করে কঠিন বা শক্ত করার প্রণালী annealing (বি.প.)। 27)
কুলি1
কৌটিল্য
কল৩
(p. 169) kala3 বি. মধুর অস্ফুট ধ্বনি; কাকলি। বিণ. অস্ফুট কিন্তু মধুর (কলধ্বনি)। [সং. √ কল্ + অ]। ̃ কণ্ঠ বি. সুস্বর, মধুর স্বর; মধুর ধ্বনি। বিণ. 1 অব্যক্ত মধুর রবকারী; মধুর কণ্ঠবিশিষ্ট; 2 মধুর কাব্যরচনাকারী (কলকণ্ঠ কবি)। ̃ কণ্ঠী বি. (স্ত্রী.) মধুর কণ্ঠবিশিষ্টা। ̃ কল বি. 1 মধুর অস্ফুট ধ্বনি; 2 অবিরাম জলপ্রবাহের বা জলনির্গমনের শব্দ; 3 পাখির কলরব; 4 কোলাহল। ̃ কলানি বি. কলকল শব্দ। ̃ কলানো ক্রি. বি. মধুর অস্ফুট ধ্বনি করা; কাকলিধ্বনি করা। ̃ কল্লোলিনী বিণ. (স্ত্রী.) (সাধারণত নদী সম্বন্ধে) মধুর ধ্বনিযুক্ত তরঙ্গ যার (কলকল্লোলিনী যমুনা)। ̃ তান বি. মধুর ধ্বনি (যমুনার কলতান, পাখির কলতান)। ̃ নাদ বি. মধুর ধ্বনি। ̃ নাদিনী। ̃ রব, ̃ রোল বি. 1 কলকল শব্দ; 2 সমবেত বহু লোকের মিশ্রিত অস্পষ্ট শব্দ, কোলাহল। ̃ স্বন, ̃ স্বর বি. 1 অস্পষ্ট শব্দ; 2 উচ্চ স্বর, তারস্বর। বিণ. ওইরকম শব্দকারী। ̃ স্বনা বিণ. (স্ত্রী.) অস্পষ্ট শব্দকারিণী (কলস্বনা নদী)। ̃ হংস বি. 1 রাজহাঁস; 2 বালিহাঁস। বি. (স্ত্রী.) ̃ হংসী। ̃ হাস, ̃ হাস্য বি. মধুর অস্পষ্ট হাসির শব্দ; মধুর অস্পষ্ট হাসি। ̃ হাসিনী বিণ. (স্ত্রী.) কলহাস্যকারিণী। 38)
কর্পদক
কৌতূহল
কৈন্দ্রিক
(p. 207) kaindrika দ্র কেন্দ্র। 44)
ক্রিয়া
(p. 215) kriẏā বি. 1 কাজ (ওষুধের ক্রিয়া, দক্ষিণ হস্তের ক্রিয়া); 2 শাস্ত্রীয় অনুষ্ঠান বা সংস্কার (অন্যেষ্টিক্রিয়া); 3 অভ্যাস; 4 কৃত্য (নিত্যক্রিয়া); 4 আচার আচারব্যবহার; 5 পূজা; 6 (ব্যাক.) ধাতুর অর্থপ্রকাশকারী পদ, verb [সং. √ কৃ + অ + আ]। ̃ কর্ম বি. সামাজিক বা ধর্মীয় কাজ, পূজাপার্বণাদির অনুষ্ঠান। ̃ কলাপ, ̃ কাণ্ড বি. কার্যসমূহ; শাস্ত্রোক্ত অনুষ্ঠানসমূহ। ̃ ন্বিত বিণ. ধর্মকর্মাদির অনুষ্ঠান করা হচ্ছে এমন। ̃ বাচক বিণ. (ব্যাক.) কার্যবোধক। ̃ বিধি বি. (প্রধানত ধর্মীয়) কাজকর্মের অনুষ্ঠান-নিয়ম। ̃ বিশেষণ বি. (ব্যাক.) ক্রিয়াপদের বিশেষণ, adverb. ̃ শীল বিণ. কার্যশীল; কার্যকর; ক্রিয়ান্বিত। ̃ সক্ত বিণ. কাজকর্মে বা শাস্ত্রীয় অনুষ্ঠানে আসক্ত, কর্মে অনুরক্ত। 14)
কুংফু
কাকুতি, কাকূতি
কল্প-তরু, কল্প-দ্রুম, কল্প-বৃক্ষ
কি
(p. 188) ki অব্য. 1 সংশয়াত্মক প্রশ্নসূচক শব্দ (সেও কি আসবে? তুমি কি সেখানে যাবে?); 2 কিংবা, অথবা (কি বালক কি বৃদ্ধ)। [সং. কিম্]। 54)
কালাশুদ্ধি
(p. 186) kālāśuddhi বি. (জ্যোতিষ.) অকাল, অশুভ বা অপ্রশস্ত সময়। [সং. কাল2 + অশুদ্ধি]।
কচি
(p. 156) kaci বিণ. 1 অতি কাঁচা; 2 নবজাত (কচি বাচ্চা); 3 অল্পবয়স্ক (কচি ছেলে); 4 নবীন (কচি বয়স)। [দেশি]। 43)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614701
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227900
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839805
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098881
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856843
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719458
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us