Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গোত্র2 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  গোত্র2 এর বাংলা অর্থ হলো -

(p. 256) gōtra2 বি. পর্বত ('গোত্রের প্রধান পিতা (অর্থাত্ হিমালয়); ভা. চ.)।
[সং গো (পৃথিবী) + √ত্রৈ + অ]।
প্রধান,শ্রেষ্ঠ
বি. হিমালয়।
ভিত্
(-দ্) বি. (পর্বত বিদীর্ণকারী) ইন্দ্র।
79)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


গালানো
(p. 246) gālānō ক্রি. গালিয়ে ফেলা; তরল বা দ্রব করা (সোনা গালানো)। বি. বিণ. উক্ত অর্থে। [গালা2 দ্র]। 100)
গাদ
(p. 246) gāda বি. তরল পদার্থের যে ময়লা উপরে ভেসে ওঠে; কাইট, শিটা, তলানি। [তু. হি. গর্দা সং. কর্দ]। গাদ কাটা ক্রি. বি. গাদ বা ময়লা পরিষ্কার করা, ময়লা বার করা। 48)
গাফিলতি, গাফিলি
গুরু গুরু
গাঁইয়া
(p. 245) gām̐iẏā বিণ. গেঁয়ো; গেঁয়ো স্বভাববিশিষ্ট। [বাং. গাঁ + ইয়া]।
গজা2
(p. 236) gajā2 ক্রি. 1 অঙ্কুরিত হওয়া, জন্মানো (দাড়ি গজানো, বহু দোকান গজিয়ে উঠেছে) ; 2 বৃদ্ধি পাওয়া। [বাং. √গজা]। ̃ নো ক্রি. গজা। বি. বিণ. উক্ত সব অর্থে। 21)
গঞ্জ
(p. 236) gañja বি. 1 গোলা, হাট, বড় বাজার; 2 শস্য ও অন্য পণ্য ক্রিয়-বিক্রয়ের স্হান। [ফা. গঞ্জ্]। 24)
গৃহ্য1
(p. 256) gṛhya1 বিণ. 1 গ্রহণযোগ্য; 2 আয়ত্ত। [সং. √গ্রহ্ + য]। 3)
গাগরি
(p. 246) gāgari বি. কলসি। [সং. গর্গরী]। 17)
গেরন
(p. 256) gērana (চন্দ্রসূর্যের) গ্রহণ -এর অমা. কথ্য রূপ। 27)
গোল্লা
গুল-দার
(p. 253) gula-dāra বিণ. ফুলের নকশাওয়ালা, ফুল-কাটা, বুটিদার। [ফা. গুল2 + দার]। 42)
গাল2
(p. 246) gāla2 বি. 1 কপোল, গণ্ড, চোখের নীচে মুখের দুপাশ (গালে চুনকালি) ; 2 মুখবিবর (গালভরা ভাত)। [সং. গল্ল]। গালে চড় জবরদস্তি করে অত্যন্ত চড়া দাম আদায় (দোকানদারটা তো আমার গালে চড় দিয়েছে)। গালে চূন-কালি শাস্তিস্বরূপ গালে চুনকালি মাখিয়ে লোকসমাজে ঘোরানো; (আল.) তীব্র অপমান বা দূরপনেয় কলঙ্ক আরোপ। গালে লাগা ক্রি. বি. ওল, কচু প্রভৃতি খাওয়ার ফলে মুখের মধ্যে কুটকুট করা। গালে হাত দেওয়া ক্রি. বি. অবাক হওয়া। ̃ গল্প বি. মনগড়া কথা, বানানো গল্প বা বর্ণনা। ̃ পাট্টা বি. চাপদাড়ি, দুই গালজোড়া দাড়ি। ̃ বাদ্য বি. মুখ ফুলিয়ে গাল বাজিয়ে বম্বম্ ধ্বনি করা। ̃ ভরা বিণ. (কথা, শব্দ প্রতিশ্রুতি ইত্যাদি সম্বন্ধে) বড়; (হাসি সম্বন্ধে) পূর্ণ সন্তোষসূচক (গালভরা হাসি)। 94)
গোবৈদ্য, গোভাগাড়
(p. 256) gōbaidya, gōbhāgāḍ় দ্র গো। 117)
গোপ্তা৩
গুণাভাস
(p. 250) guṇābhāsa বি. 1 গুণ আছে বলে ভ্রম; 2 যা গুণ বলে ভ্রম হয়; 3 গুণসাদৃশ্য। [সং. গুণ + আভাস]। 79)
গর্ভ
(p. 243) garbha বি. 1 অভ্যন্তর, ভিতর (নারকেলের গর্ভ); 2 তলদেশ (নদীগর্ভ, খনির গর্ভ) ; 3 উদর, কুক্ষি, গর্ভাশয় (গর্ভে সন্তান ধারণ); 4 ভ্রূণ, উদরস্হ সন্তান (গর্ভপাত); 5 অন্তঃসত্ত্বা অবস্হা (গর্ভ-লক্ষণ)। [সং. √গৃ + ভ]। ̃ কেশর বি. (উদ্ভি.) পুষ্পের যে কেশরের নীচে বীজকোষ থাকে, pistil. ̃ কোষ বি. জরায়ু। ̃ গৃহ-গর্ভাগার -এর অনুরূপ। ̃ চ্যুত বিণ. (সচরাচর অস্বাভাবিকভাবে) গর্ভ থেকে পতিত বা নিঃসৃত। ̃ জ বিণ. গর্ভে জাত। ̃ দাস বি. ক্রীতদাসীর গর্ভজাত পুত্র। ̃ ধারণ বি. অন্তঃস্বত্ত্বা হওয়া। ̃ ধারিণী বি. (স্ত্রী.) মাতা, জননী। ̃ নাড়ী বি. যে নাড়ীর এক প্রান্ত গর্ভস্হ শিশুর নাড়ীর সঙ্গে এবং অপর প্রান্ত গর্ভপুষ্পের সঙ্গে যুক্ত থাকে। ̃ নিঃসৃত বিণ. গর্ভ থেকে বাইরে নির্গত হয়েছে এমন। ̃ পাত বি. 1 অসময়ে বা অস্বাভাবিকভাবে ভ্রূণের গর্ভচ্যুতি; 2 ভ্রূণহত্যা। ̃ বতী বিণ. (স্ত্রী.) অন্তঃসত্ত্বা; গর্ভে সন্তান আছে এমন। ̃ বাস বি. মাতৃগর্ভে অবস্হান। ̃ মাস বি. গর্ভারম্ভের মাস। ̃ মোচন বি. প্রসব। ̃ যন্ত্রণা বি. গর্ভধারণের কষ্ট; (আল.) অসহ্য যন্ত্রণা। ̃ লক্ষণ বি. গর্ভসঞ্চারের লক্ষণ, যেসব চিহ্ন দেখলে বোঝা যায় যে গর্ভে সন্তান আছে। ̃ সংক্রমণ, ̃ সঞ্চার বি. গর্ভে সন্তানের জন্ম, গর্ভে ভ্রূণের জন্ম। ̃ স্হ বিণ. গর্ভের, গর্ভে রয়েছে এমন (গর্ভস্হ সন্তান)। ̃ স্রাব বি. 1 অসময়ে গর্ভপাত; 2 ভ্রূণহত্যা; 3 (গালি) অপদার্থ; মনুষ্যত্বহীন। গর্ভাগার বি. 1 আঁতুরঘর; 2 ঘরের মধ্যে ছোট ঘর, অন্তঃকক্ষ। গর্ভাঙ্ক বি. নাটকের অঙ্কের মধ্যস্হিত অংশ বা দৃশ্য। গর্ভাধান বি. 1 বিবাহিতা নারীর প্রথম রজোদর্শন উপলক্ষ্যে। সংস্কারবিশেষ; 2 সন্তান উত্পাদন। গর্ভাশয়, গর্ভ-শয্যা বি. জরায়ু, গর্ভস্হ সন্তান যেখানে থাকে। গর্ভিণী বি. (স্ত্রী.) গর্ভবতী নারী, পোয়াতি। 17)
গোবদা
(p. 256) gōbadā বিণ. অশোভন বা বেমানানরকম মোটা (গোবদা লাউ, গোবদা লাঠি, গোবদা গোবদা পা)। [দেশি-তু হি. গব্দা]। 107)
গোপিনী
(p. 256) gōpinī দ্র গোপিকা। 99)
গব্য
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614862
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227992
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1840031
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1099228
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916408
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856879
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719505
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649290

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us