Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চৌকি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  চৌকি এর বাংলা অর্থ হলো -

(p. 299) cauki বি. 1 চারটি পায়াযুক্ত কাষ্ঠাসন, তক্তপোশ; 2 প্রহরীর ঘাঁটি, ফাঁড়ি, থানা; 3 পাহারা (চৌকি দেওয়া); 4 খাজনা বা কর আদায়ের ঘাঁটি।
[সং. চতুষ্কী]।
দার বি. 1 প্রহরী; 2 কর আদায়কারী পেয়াদা।
দারি
বি. চৌকিদারের বৃত্তি বা কাজ।
বিণ. চৌকিদারসংক্রান্ত।
8)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


চূত
(p. 294) cūta বি. 1 আমগাছ; 2 আম। [সং. √চুত্ + অ (দীর্ঘ-ঊ)। ̃ মঞ্জরি বি. আমের শিষ বা মুকুল। ̃ লতা বি. যে লতা আমগাছকে বেষ্টন করে থাকে। 37)
চন্দ্র
(p. 278) candra বি. 1 চাঁদ; 2 (তত্পুরুষ সমাসে শব্দের পরে) শ্রেষ্ঠ বা সুন্দরআনন্দজনক ব্যক্তি (কুলচন্দ্র)। [সং. √চন্দ্ + র]। ̃ ক বি. ময়ূরপুচ্ছের অর্ধচন্দ্রকার চিহ্ন। ̃ কর বি. চাঁদের কিরণ, জ্যোত্স্না। ̃ কলা বি. চন্দ্রমণ্ডলের 1/16 অংশ, চাঁদের ষোলো ভাগের এক ভাগ। ̃ কান্ত বি. মণিবিশেষ, চন্দ্রকিরণের স্পর্শে সমধিক দীপ্তিশালী মণি। ̃ কান্তা বি. (স্ত্রী.) 1 চন্দ্রপত্নী; 2 তারকা; 3 জ্যোত্স্না; 4 রাত্রি। ̃ কান্তি বিণ. চাঁদের মতো কান্তিবিশিষ্ট বি. রুপো। ̃ কিরণ বি. জ্যোত্স্না। ̃ কোষ বি. সংগীতের রাগবিশেষ। ̃ গ্রহণ বি. পৃথিবীর ছায়াপাতে চন্দ্রের আচ্ছাদিত হওয়া। ̃ চূড় বি. শিব। ̃ ধর বি. শিব। ̃ পুলি বি. অর্ধচন্দ্রাকৃতি মিঠাইবিশেষ। ̃ প্রভ বিণ. 1 চাঁদের মতো প্রভাবিশিষ্ট; 2 সৌম্যমূর্তি। ̃ প্রভা বি. জ্যোত্স্না। বিণ. (স্ত্রী.) চাঁদের মতো প্রভাবিশিষ্টা। ̃ বংশ বি. চন্দ্র থেকে উত্পন্ন পৌরাণিক রাজবংশ (কৌরব যাদব ইত্যাদি বংশ)। ̃ বদন বিণ. বি. চাঁদের মতো (সুন্দর) মুখ বা মুখবিশিষ্ট, চাঁদমুখ। স্ত্রী. ̃ বদনা। ̃ বিন্দু বি. বিন্দুযুক্ত অর্ধচন্দ্রাকৃতি চিহ্ন; 3 -এই ধ্বনি বা চিহ্ন। ̃ বোড়া বি. ফণাহীন বিষধর সাপবিশেষ। ̃ ভাগা বি. পঞ্জাবের নদীবিশেষ, সিন্ধুর শাখানদী চেনাব। ̃ মণি বি. চন্দ্রকান্তমণি। ̃ মল্লিকা বি. সুপরিচিত ফুলবিশেষ। ̃ মা বি. চাঁদ। ̃ মুখ বি. বিণ. চাঁদের মতো (সুন্দর) মুখ বা মুখবিশিষ্ট। স্ত্রী. ̃ মুখী। ̃ মৌলি বি. শিব। ̃ রেখা, ̃ লেখা বি. 1 চন্দ্রকলা; 2 অপ্সরাবিশেষ; 3 সংস্কৃত ছন্দবিশেষ। ̃ রেণু বি. কাব্যচোর, কুম্ভীলক, plagiarist. ̃ লেখা দ্র চন্দ্ররেখা। ̃ লোক বি. 1 চন্দ্রের উপরিস্হ ভূমি; 2 চন্দ্র-অধিষ্ঠিত পৌরাণিক স্হান। ̃ শালা, ̃ শালিকা বি. চিলেকোঠা। ̃ শেখর বি. শিব। ̃ সম্ভব বি. চন্দ্রের পুত্র, বুধ। ̃ সুধা বি. জ্যোত্স্না। ̃ হার বি. 1 মেখলাবিশেষ; 2 গলার হারবিশেষ। ̃ হাস বি. খড়্গ বা তরবারিবিশেষ। 14)
চিচিঙ্গা, (কথ্য) চিচিঙ্গে
চাঙা, চাঙ্গা
(p. 281) cāṅā, cāṅgā বিণ. 1 সবল, সতেজ; 2 রোগমুক্ত, সুস্হ (ফল দুধ খেয়ে দুদিনেই চাঙা হয়ে উঠল)। [প্রাকৃ. চঙ্গ; সং. চাঙ্গ ('চাঙ্গস্তু শোভনে দক্ষে')। 76)
চুক্তি
চালানো
(p. 281) cālānō ক্রি. বি. 1 পরিচালনা করা (অফিস চালানো); 2 নির্বাহ করা (সংসার চালানো); 3 গতিযুক্ত করা বা চলিত করা (গাড়ি চালানো); 4 প্রয়োগ করা (কাঁচি চালানো, ছুরি চালানো); 5 প্রচলিত বা চালু করা (এ জিনিস বাজারে চালানো যাবে না); 6 অন্যের কাছে অন্যায়ভাবে গছানো (জাল টাকা চালানো); 7 মন্ত্রবলে গতিশীল করা (বাটি চালানো); 8 নিয়ন্ত্রিত করা (ছেলেকে সত্ পথে চালানো); 9 করতে থাকা (তুমি গানবাজনা চালিয়ে যাও); 1 উপযোগী করা (এতেই চালিয়ে নেব)। বি. বিণ. উক্ত সমস্ত অর্থে। [বাং. √চালা + আনো]। 177)
-চোখো
(p. 297) -cōkhō বিণ. চোখবিশিষ্ট (একচোখো, চারচোখো)। [বাং. চোখ + উয়া ও]। 7)
চাকলা1
(p. 281) cākalā1 বি. চক্রাকার বা চাকার মতো টুকরো বা খণ্ড (আমের চাকলা)। বিণ. চক্রাকার, চাকার মতো (চাকলা দাগ)। [বাং. চাক + লা]। 64)
চাঁদিনি
চুরট, চুরুট
(p. 294) curaṭa, curuṭa বি. ধুমপানের জন্য পাকানো তামাকপাতার মোটা শলাকা। [তামি. শুরুট্টু-তু. ইং. cheroot]। 21)
চঞ্চরীক
চালা1
(p. 281) cālā1 ক্রি. 1 সঞ্চালন করা, নাড়া (হাত চালা, মাথা চালা); 2 চালুনির সাহায্যে পরিষ্কার করা বা ঝাড়া (শস্য চালা); 3 দাবা পাশা ইত্যাদি খেলায় ঘুঁটির দান দেওয়া; 4 মন্ত্রবলে গতিশীল করা (বাটি চালা); 5 খাটানো, প্রয়োগ করা (চাল চালা); 6 চালানো (ব্যাবসা চালাচ্ছে)। বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √চালি + বাং. আ]। ̃ চালি বি. নাড়ানাড়ি, ইতস্তত সঞ্চালন (কথা চালাচালি)। 172)
চাড়া1
(p. 281) cāḍ়ā1 দ্র চাড়। 92)
চটক2
(p. 275) caṭaka2 বি. চড়াই পাখি। [সং. √চট্ + অক]। চটকা1 বি. (স্ত্রী.) স্ত্রী-চড়াই। [সং. চটক + আ]। 20)
চাটাই
চ্যাটালো
(p. 299) cyāṭālō বিণ. প্রশস্ত, চওড়া। [দেশি]। 36)
চাপানো
(p. 281) cāpānō ক্রি. বি. 1 বোঝাই করা (গাড়িতে মাল চাপানো); 2 চড়ানো বা স্হাপন করা (ঘাড়ে দোষ চাপানো)। বিণ. উক্ত সমস্ত অর্থে। [বাং. √চাপা + আনো]। 122)
চোকল
(p. 294) cōkala বি. 1 শস্যের খোসা; 2 গম ইত্যাদির ভূসি। [তু. সং. চোলক]।
চোল1
চেঙড়া, চেংড়া
(p. 294) cēṅaḍ়ā, cēṇḍ়ā দ্র চ্যাংড়া। 54)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577525
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185204
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785274
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1025936
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901004
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848077
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708493
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619856

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us