Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ছুট2 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ছুট2 এর বাংলা অর্থ হলো -

(p. 304) chuṭa2 বি. 1 ফাঁক; অবসর; 2 মুক্তি (ছুট পাওয়া ভার)।
[বাং. ছুটি]।
102)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ছাব্বিশ
ছাপর
(p. 304) chāpara বি. আচ্ছাদন, ছাদ, খোলার চাল। [হি. ছপ্পর]। ̃ খাট বি. মশারি টাঙানোর চালযুক্ত খাট। 33)
ছড়ি
ছত্র1
ছোলা1
(p. 304) chōlā1 বি. চণক, চানা, বুট। [সং. চণক হি. চনা]। 170)
ছেষট্টি
(p. 304) chēṣaṭṭi বি. বিণ. 66 সংখ্যা বা সংখ্যক। [সং. ষট্ষট্টি]। 145)
ছাতা2
(p. 304) chātā2 বি. 1 কোঁড়ক; 2 ছাতলা। [সং. ছত্রাক]। ̃ ধরা, ̃ পড়া বিণ. ছাতলাযুক্ত। ব্যাঙের ছাতা বি. কোঁড়ক, mushroom. 10)
ছেঁক2, ছ্যাঁক
(p. 304) chēn̐ka2, chyān̐ka অব্য. বি. সহসা উত্তপ্ত তেলে কিছু পড়ার বা উত্তপ্ত কিছুতে জল পড়ার শব্দ। [ধ্বন্যা.]। ছেঁক ছেঁক, ছ্যাঁক ছ্যাঁক অব্য. বি. 1 ক্রমাগত ছেঁক শব্দ; 2 ঈষত্ তাপপ্রকাশক (গা-টা ছ্যাঁক ছ্যাঁক করছে)। 120)
ছিটা, (কথ্য) ছিটে
(p. 304) chiṭā, (kathya) chiṭē বি. 1 নিক্ষিপ্ত কণা; 2 ছাট (জলের ছিটে); 3 বিন্দু, ফোঁটা (একছিটে চিনি); 4 বন্দুকের ছটরা; 5 আফিম-গুলিতে প্রস্তুত মাদক। ক্রি. বি. ছিটানো; ফোঁটায় ফোঁটায় ছড়িয়ে পড়া বা ঝরা (কলম থেকে কালি ছিটছে)। [তু. হি. √ ছীট্]। ̃ ছিটি বি. পরস্পরের প্রতি ছিটানো। ̃ নো ক্রি. 1 ছড়া দেওয়া; 2 বিন্দু বিন্দু করে ছড়িয়ে দেওয়া বা নিক্ষেপ করা; 3 সিঞ্চন করা; 4 ছড়ানো (জল ছিটানো)। বি. বিণ. উক্ত সব অর্থে। ̃ ফোঁটা বিণ. সামান্য (ছিটেফোঁটা বৃষ্টি)। বি. কণা-পরিমাণ দ্রব্য (ঘি-মাখনের ছিটেফোঁটাও পাতে পড়ে না)। ̃ বেড়া বি. মাটির প্রলেপযুক্ত বাঁখারির বেড়া। ̃ বোনা ক্রি. পলি-পড়া বা চর জমিতে চাষ না করে কেবল বীজ ছড়িয়ে দেওয়া। কাটা ঘায়ে নুনের ছিটে (আল.) আহতকে আরও কষ্ট দেওয়া বা অপমান করা। 63)
ছোড়
ছকড়া-নকড়া
ছাড়
(p. 304) chāḍ় বি. 1 বাদ, ত্যাগ (এই শব্দটি ছাড় গেছে); 2 রেহাই, মুক্তি (কোনো ছাড় নেই); 3 মুক্তির বা যাওয়ার অনুমতি (ছাড়পত্র); 4 বিরাম, অবসর (একটু ছাড় পেয়েছি); 5 মূল্যহ্রাস (দামে ছাড়); 6 অনুমতিপত্র, ছাড়পত্র (একটা ছাড় লিখে দাও)। [ছাড়া দ্র]। 3)
ছোঁয়া, ছুঁয়া
ছল
(p. 301) chala বি. 1 ছলনা, প্রবঞ্চনা, প্রতারণা (ছলেবলে); 2 উপলক্ষ্য, ব্যপদেশ, প্রসঙ্গ (কথাচ্ছলে); 3 রূপ, আকার ('বৃষ্টি ছলে মেঘ কাঁদে': ভা. চ.); 4 ইঙ্গিত, ইশারা ('কথা কয় ছলে': ভা. চ.); 5 ছুতা, ওজর, ভান (প্রশংসার ছলে বিদূপ, খেলাচ্ছলে); 6 দোষ, ত্রুটি, খুঁত (ছল ধরা)। বিণ. কপট, ছদ্ম। [সং. √ ছল্ + অ]। ছল পাতা ক্রি. বি. ফাঁদ পাতা। ̃ কপট, ̃ চাতুরী বি. শঠতা; প্রবঞ্চনা। ̃ গ্রাহী (-হিন্) বিণ. ছিদ্রান্বেষী, দোষদর্শী। ̃ ছুতো বি. 1 অছিলা; 2 সামান্য ত্রুটি। 51)
ছোটা1, ছোটাছুটি, ছোটানো
(p. 304) chōṭā1, chōṭāchuṭi, chōṭānō যথাক্রমে ছুটা, ছুটাছুটিছুটানো -র চলিত রূপ। 156)
ছাঁকা
(p. 303) chān̐kā ক্রি. 1 বস্ত্রাদির সাহায্যে তরল বস্তু থেকে বর্জনীয় অংশ বার করে ফেলা, পরিস্রুত বা শোধন করা (দুধ ছাঁকা); 2 চালা, গুঁড়ো পৃথক করা (আটা ছাঁকা)। বি. ছাঁকার কাজ। বিণ. 1 ছাঁকা হয়েছে এমন (ছাঁকা দুধ); 2 খাঁটি (ছাঁকা কথা বলে দিলাম); 3 বিশেষভাবে নির্বাচিত (ছাঁকা ছাঁকা লোককে নিয়ে যাবে); 4 নির্ভেজাল, বিশুদ্ধ (ছাঁকা গঙ্গাজল); 5 সহজলভ্য (ছাঁকা পয়সা); 6 ছাঁকার জন্য উদ্দিষ্ট (দুধ-ছাঁকা কাপড়); আটা-ছাঁকা চালুনি)। [বাং. √ ছাঁক্ + আ]। ছাঁকা তেলে ভাজা ক্রি. বি. ঝাঁঝরির দ্বারা ছেঁকে তোলা যায় এমন বেশি তেলে ভাজা। ছেঁকে ধরা ক্রি. বি. ঘিরে ধরা; চারদিক থেকে অনেকে মিলে ব্যতিব্যস্ত করা (পিঁপড়েয় ছেঁকে ধরেছে, পাওনাদারেরা ছেঁকে ধরেছে)। 11)
ছাগ
(p. 303) chāga বি. ছাগল, অজ। [সং. √ ছো + গ]। বি. (স্ত্রী.) ছাগী। ̃ বাহন বি. অগ্নিদেব। 23)
ছুট৩
(p. 304) chuṭa3 বি. 1 ছাঁট, বাদ-দেওয়া অংশ (ছুটের পরিমাণ, কথার ছুট); 2 বাদ, ছাড় (ছুট গেছে); 3 দৌড় (এক ছুটে বাড়ি গিয়ে হাজির)। [ছাঁট ও ছুটা দ্র]। 103)
ছাদ
(p. 304) chāda বি. পাকা বাড়ির উপরের আচ্ছাদন, ছাত। [সং. √ ছদ্ + ণিচ্ + অ]। ̃ ক বিণ. 1 আচ্ছাদনকারী; 2 ছাদ নির্মাণকারী, ঘরামি। ̃ ন বি. 1 আচ্ছাদন; 2 ছাদ নির্মাণ; 3 ঘর ছাওয়া; 4 যা দিয়ে আচ্ছাদিত করা হয়। ছাদিত বিণ. 1 আচ্ছাদিত; 2 ছাদবিশিষ্ট। 18)
ছটাক
(p. 301) chaṭāka বি. 1 ওজনের পরিমাণবিশেষ (=5 তোলা বা 1/16 সের বা 1/4 পোয়া); 2 ভূমির পরিমাণবিশেষ (=5 হাত লম্বা ও 4 হাত চওড়া)। [হি. ছটাংক ? সং. ষট্টঙ্ক]। 14)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577780
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185510
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785579
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026520
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901093
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848116
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708592
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620152

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us