Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ছন্ন এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ছন্ন এর বাংলা অর্থ হলো -

(p. 301) channa বিণ. 1 আচ্ছাদিত, আচ্ছন্ন (ছায়ায় ছন্ন আশ্রম); 2 লুপ্ত, নষ্ট, অপসারিত ('পাপতাপ হবে ছন্ন': ভা. চ.)।
[সং. √ ছদ্ + ত]।
ছাড়া
বিণ. লক্ষ্মীছাড়া, উচ্ছন্নে গেছে এমন; আশ্রয়হীন (ছন্নছাড়া জীবন)।
মতি বিণ. বুদ্ধি লুপ্ত বা নষ্ট হয়েছে এমন।
41)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ছলা
(p. 301) chalā বি. ছল, ছলনা। ক্রি. ছলনা করা, প্রতারণা করা, ঠকানো, ধোঁকা দেওয়া ('কোন ছলে ছলিয়া': রবীন্দ্র)। [সং. ছল + বাং. আ স্বার্থে]। ̃ কলা বি. শঠতা; মন-ভোলানো হাবভাব বা কৌশল। 54)
ছেঁকা1
(p. 304) chēn̐kā1 বি. তপ্ত বস্তুর দাহজনক স্পর্শ (ছেঁকা দেব, ছেঁকা লেগেছে)। [বাং. ছেঁক2 + আ]। 121)
ছিলা2
ছ্যাবলা, ছ্যাবলামি
ছোহারা
ছুটা, ছোটা
(p. 304) chuṭā, chōṭā ক্রি. 1 দৌড়ানো (জোরে ছোটো); 2 বেগে চলা বা প্রবাহিত হওয়া (বাতাস ছুটছে, গাড়ি ছুটছে); 3 প্রবলভাবে নির্গত হওয়া (ফিনকি দিয়ে রক্ত ছুটছে); 4 বেগে বর্ষিত হওয়া ('ভোর হতে আজ বাদল ছুটেছে': রবীন্দ্র); 5 দূর হওয়া (নেশা ছুটে গেছে, মায়া-মোহ ছুটে যাবে); 6 ছিঁড়ে বা টুটে যাওয়া (বাঁধন ছোটা); 7 ভেঙে বা খুলে যাওয়া (খিল ছুটে গেল); 8 লোপ পাওয়া, নিশ্চিহ্ন হওয়া (এই রং সহজে ছুটবে না)। বি. উক্ত সব অর্থে। [প্রাকৃ. ছূঢ-তু. হি. √ ছুট]। ̃ ছুটি বি. দৌড়াদৌড়ি; ব্যস্ততা। ̃ নো ক্রি. 1 ধাবিত করানো (কুকুরটাকে মাঠে একটু ছুটিয়ে আনো); 2 বন্ধনহীন করা (মুখ ছুটানো); 3 বিচ্ছিন্ন করা (তক্তা থেকেপেরেকটা ছোটানো গেল না); 4 দূর করা। বি. বিণ. উক্ত সব অর্থে। 105)
ছাত্র
ছান্দসিক
ছাও
(p. 303) chāō বি. (আঞ্চ.) শাবক, ছানা, ছা। [ছা দ্র]। 5)
ছেঁদে
ছিনি-মিনি
(p. 304) chini-mini বি. 1 জলে খোলামকুচি ভাসিয়ে খেলাবিশেষ; 2 (আল.) অত্যন্ত বেহিসাবি খরচ; 3 (আল.) চূড়ান্ত অপচয় (টাকা নিয়ে ছিনিমিনি খেলা); 4 ইচ্ছামতো ব্যবহার করা (মানুষের মন নিয়ে ছিনিমিনি খেলা উচিত নয়)। [দেশি]। 73)
ছিপ1
ছেঁটে দেওয়া
(p. 304) chēn̐ṭē dēōẏā দ্র ছাঁটা। 128)
ছাপা1
(p. 304) chāpā1 ক্রি. মুদ্রিত করা। বি. বিণ. উক্ত অর্থে। [বাং. √ ছাপা]। ̃ ই বি. 1 মুদ্রণ; 2 মুদ্রণের খরচ। বিণ. মুদ্রণসম্বন্ধীয়। ̃ খানা বি. যেখানে বইপত্র ইত্যাদি ছাপা হয়। ̃ নো ক্রি. মুদ্রিত করা বা করানো। বি. বিণ. উক্ত অর্থে। 36)
ছান্দ2
(p. 304) chānda2 বি. ছন্দ, রকম ('বিনাইয়া নানা ছান্দে')। [সং. ছন্দস্]। 28)
ছিনা2
(p. 304) chinā2 বি. 1 বুক, বক্ষঃস্হল; 2 বুকের পাটা বা বিস্তার, ছাতি। [ফা. সীনা]। 70)
ছুঁড়া
(p. 304) chun̐ḍ়ā দ্র ছুড়া, ছোড়া। 95)
ছিটা, (কথ্য) ছিটে
(p. 304) chiṭā, (kathya) chiṭē বি. 1 নিক্ষিপ্ত কণা; 2 ছাট (জলের ছিটে); 3 বিন্দু, ফোঁটা (একছিটে চিনি); 4 বন্দুকের ছটরা; 5 আফিম-গুলিতে প্রস্তুত মাদক। ক্রি. বি. ছিটানো; ফোঁটায় ফোঁটায় ছড়িয়ে পড়া বা ঝরা (কলম থেকে কালি ছিটছে)। [তু. হি. √ ছীট্]। ̃ ছিটি বি. পরস্পরের প্রতি ছিটানো। ̃ নো ক্রি. 1 ছড়া দেওয়া; 2 বিন্দু বিন্দু করে ছড়িয়ে দেওয়া বা নিক্ষেপ করা; 3 সিঞ্চন করা; 4 ছড়ানো (জল ছিটানো)। বি. বিণ. উক্ত সব অর্থে। ̃ ফোঁটা বিণ. সামান্য (ছিটেফোঁটা বৃষ্টি)। বি. কণা-পরিমাণ দ্রব্য (ঘি-মাখনের ছিটেফোঁটাও পাতে পড়ে না)। ̃ বেড়া বি. মাটির প্রলেপযুক্ত বাঁখারির বেড়া। ̃ বোনা ক্রি. পলি-পড়া বা চর জমিতে চাষ না করে কেবল বীজ ছড়িয়ে দেওয়া। কাটা ঘায়ে নুনের ছিটে (আল.) আহতকে আরও কষ্ট দেওয়া বা অপমান করা। 63)
ছাঁট1
(p. 303) chān̐ṭa1 বি. 1 কেটে বাদ দেওয়া অংশ বা বাড়তি অংশ (কাপড়ের ছাঁট); 2 ছাঁটার বা কাটার প্রণালী (জামার ছাঁট, চুলের ছাঁট)। বিণ. কেটে বাদ দেওয়া হয়েছে এমন (ছাঁট কাপড়)। [ছাঁটা দ্র]। ̃ কাট বি. জামা বা সেলাই-করা পোশাকের কাটারসেলাইয়ের প্রণালী বা নৈপুণ্য। 15)
ছড়া৩
(p. 301) chaḍ়ā3 বি. 1 শিশু-ভোলানো বা মেয়েলি কবিতা; 2 গ্রাম্য কবিতাবিশেষ; 3 ছড়ি বা মালার আকারবিশিষ্ট বস্তু (গোটছড়া, হারছড়া); 4 গুচ্ছ, থোলো (কলার ছড়া); 5 ইতস্তত ছড়ানো তরল পদার্থ, ছিটা (জলছড়া, গোবরছড়া, ছড়া দেওয়া)। [সং. ছটা]। ছড়া কাটা ক্রি. বি. ছড়া আবৃত্তি করা; ছড়া তৈরি করে উত্তর-প্রত্যুত্তর করা। ছড়া-কার বি. ছড়া তৈরি করে এমন ব্যক্তি, ছড়া-রচয়িতা। 19)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577874
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185654
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785746
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026894
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901144
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848132
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708615
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620283

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us