Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

জওয়ান এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  জওয়ান এর বাংলা অর্থ হলো -

(p. 311) jōẏāna বি. 1 হৃষ্টপুষ্ট বা শক্তিশালী, ব্যক্তি (তিন জওয়ানে মিলে এটাকে তুলতে পারলে না?); 2 সেনাবাহিনীর যোদ্ধা।
বিণ. হৃষ্টপুষ্ট, শক্তিশালী, জোয়ান।
[ফা. জবান]।
জোয়ান দ্র।
8)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


জোড়া2
(p. 330) jōḍ়ā2 বিণ. 1 যুক্ত, আঁটা (বইয়ে জোড়া ছবি); 2 যোজিত (লাঙলে ছোড়া বলদ); 3 ভরা, ব্যাপ্ত করে আছে এমন (ঘরজোড়া খাট, দেশজোড়া খ্যাতি); 4 দোসর, জুটি (এ কাপড়ের আর জোড়া হবে না)। [জুড়া, জোড়া1 দ্র]। 7)
জ2
(p. 311) ja2 বি. বিণ. সিকি-ইঞ্চি; সিকি-ইঞ্চি-পরিমাণ (তিন জ পেরেক)। [সং. যব]। 3)
জলাধার
জের-বার
জর-জর
(p. 312) jara-jara বিণ. 1 অতিশয় ক্লিষ্ট (দুঃখে জরজর); 2 জীর্ণ; 3 জারিত (নুনে জরজর); 4 দুঃখে বা আনন্দে বিহ্বল ('তার পুলকিত তনু জরজর', 'শোকে হিয়া জরজর': রবীন্দ্র)। [সং. জর্জর]। 130)
জালানি, জালানো, জালানো
(p. 324) jālāni, jālānō, jālānō যথাক্রমে জ্বালানি, জ্বালানো, জ্বালানে -র অধিকতর চলিত রূপ। 10)
জগ2
জন্ম
(p. 312) janma (-ন্মন্) বি. 1 মাতৃগর্ভ থেকে বার হওয়া, ভূমিষ্ঠ হওয়া; 2 উত্পত্তি, সৃষ্টি, আবির্ভাব (পৃথিবীর জন্ম, খনিতে মণির জন্ম); 3 দেহধারণ (মনুষ্যজন্ম); 4 দেহাশ্রিত অবস্হা (জন্মজন্মান্তর); 5 জীবনকাল (জন্ম গেল খেটে খেটে)। [সং. √ জন্ + মন্]। জন্ম-এয়োতি, জন্ম-এয়োস্ত্রী বি. চিরসধবা। জন্ম কাটা, জন্ম যাওয়া ক্রি. বি. জীবন অতিবাহিত হওয়া। ̃ কুণ্ডলী বি. (জ্যোতিষ) জন্মকালীন রাশিচক্র। ̃ গত বিণ. সহজাত, জন্ম থেকে প্রাপ্ত (জন্মগত অভ্যাস বা সংস্কার)। ̃ গ্রহণ বি. ভূমিষ্ঠ হওয়া, মাতৃগর্ভ থেকে বার হওয়া; উত্পত্তি। ̃ জন্ম বি. প্রতি জন্ম, যতবার জন্ম বা আবির্ভাব ঘটবে। ̃ জন্মান্তর বি. এই জন্ম ও পরবর্তী অন্যান্য জন্ম। ̃ জয়ন্তী বি. বিশিষ্ট ব্যক্তির জন্মদিনের স্মরণে অনুষ্ঠিত উত্সব। ̃ তিথি বি. জন্মকালীন তিথি। ̃ দ, ̃ দাতা (-তৃ) বি. পিতা, জনক। স্ত্রী. ̃ দা, ̃ দাত্রি। ̃ দান বি. উত্পাদন। ̃ দুঃখী বিণ. চিরদিন দুঃখভোগ করে এমন। স্ত্রী. ̃ দুঃখিনী। ̃ নক্ষত্র বি. জন্মের সময় যে নক্ষত্রের প্রভাব সর্বাধিক। ̃ পত্র, ̃ পত্রিকা বি. কোষ্ঠী। ̃ বৃত্তান্ত বি. জন্মের কাহিনী; জীবনকালের কাহিনী। ̃ ভূমি বি. যে ভূমিতে বা দেশে জন্ম হয়েছে, মাতৃভূমি। ̃ শাসন বি. জন্মনিয়ন্ত্রণ, birth control. ̃ শোধ ক্রি-বিণ. জন্মের মতো, চিরদিনের মতো। জন্মে ক্রি-বিণ. 1 জন্ম থেকে, জন্মাবধি; 2 সারা জীবনে (জন্মেও সে একটা সত্যি কথা বলল না)। 74)
জয়
(p. 312) jaẏa বি. 1 পরাভুত বা দমন করা (শত্রু জয়, যুদ্ধ জয়); 2 যুদ্ধ ইত্যাদির দ্বারা অধিকার করা (দেশ জয়); 3 কার্যসিদ্ধি, সাফল্য (জীবনে জয়লাভ করা, মহারাজের জয় হোক)। [সং. √ জি + অ]। ̃ কেতু বি. জয়পতাকা। ̃ জয়-কার বি. জয়ধ্বনি; বিজয়ের পরাকাষ্ঠা; জয়োল্লাসের ধ্বনি। ̃ জয়ন্তী বি. 1 সংগীতের রাগবিশেষ; 2 বিজয়নিশান। ̃ ঢাক বি. রণবাদ্যরূপে ব্যবহৃত বিরাট ঢাক; বড় ঢাক। ̃ তি ক্রি. জয় হয়। ̃ তু ক্রি. জয় হোক। ̃ দুর্গা বি. দুর্গাদেবীর রূপবিশেষ। ̃ ধ্বজ বি. জয়পতাকা। ̃ ধ্বনি বি. 1 জয়োল্লাসের ধ্বনি; 2 গৌরবকীর্তন বা বিজয়ঘোষণা ('তোরা সব জয়ধ্বনি কর': নজরুল)। ̃ নাদ বি. জয়ধ্বনি; আনন্দধ্বনি। ̃ পতাকা বি. বিজয়নিশান। ̃ পত্র বি. বিজয় বা সাফল্যের নিদর্শনসূচক পত্র বা লেখন। ̃ ভেরী বি. জয়ঢাক। ̃ মঙ্গল বি. 1 মঙ্গলচণ্ডী; 2 জ্বরনাশক কবিরাজি ওষুধবিশেষ; 3 রাজহস্তী। ̃ মাল্য বি. জয়ের নিদর্শনরূপে প্রাপ্ত মালা। ̃ যুক্ত বিণ. জয়ী; জয় বা সাফল্য অর্জন করেছে এমন (জয়যুক্ত হও)। ̃ লক্ষ্মী বি. সাফল্যরূপ লক্ষ্মী; জয়শ্রী; বিজয়। ̃ লেখ বি. বিজয়ীর ললাটে জয়ের যে বিবরণপত্র এঁটে দেওয়া হয় বা হত ('ললাটে দিয়াছে জয়লেখ': রবীন্দ্র); (আল.) বিজয় নিদর্শন; সাফল্যের নিদর্শন। ̃ শঙ্খ বি. যে শঙ্খ বাজিয়ে যোদ্ধা নিজের জয় ঘোষণা করে। ̃ শ্রী বি. 1 জয়লক্ষ্মী, বিজয়ের অধিষ্ঠাত্রী দেবী; 2 সংগীতের রাগবিশেষ। ̃ স্তম্ভ বি. বিজয়লাভের নিদর্শন বা স্মারক হিসাবে নির্মিত স্তম্ভ। জয়োন্মত্ত বিণ. জয়লাভের ফলে উন্মত্ত বা উদ্দাম। জয়োত্সব বি. বিজয়লাভের উপলক্ষ্যে উত্সব। জয়োল্লাস বি. জয়ের আনন্দ। 121)
জাঁকা
(p. 320) jān̐kā ক্রি. 1 জমকালো হওয়া; 2 চেপে বসা (জেঁকে বসেছে); 3 এঁটে ধরা। বি. উক্ত সব অর্থে। [বাং. জাঁক + আ]। ̃ নো ক্রি. বি. শোভিত করা, শোভামণ্ডিত করা; 2 জমকালো হওয়া। বিণ. জমকালো, সরগরম; গুলজার। বি. জমকালো ভাব বা অবস্হা। 4)
জঘন
জুগুপ্সা
(p. 327) jugupsā বি. 1 কুত্সা, নিন্দা; 2 ঘৃণা। [সং. √ গুপ্ + সন্ + অ + আ]। জুগুপ্সিত বিণ. নিন্দিত; ঘৃণিত। 22)
জেহাদ, জিহাদ
জহরত
জ্ঞাত
(p. 331) jñāta বিণ. 1 জানে এমন (আপনি জ্ঞাত আছেন); 2 বিদিত, অবগত (এ ব্যাপার সকলেরই জ্ঞাত)। [সং. √ জ্ঞা + ত]। ̃ সারে ক্রি-বিণ. 1 সজ্ঞানে, জেনে (সে জ্ঞাতসারে এ কাজ করেনি); 2 গোচরে (এ কাজ তার জ্ঞাতসারে হয়নি)। 8)
জিন৪
(p. 325) jina4 বি. মোটা সূতোর ঠাসবুনানি খাপি কাপড়বিশেষ। [ইং. jean]। জিনস বি. 1 জিন (জিনসের প্যাণ্ট); 2 জিনের তৈরি পাতলুন বা প্যাণ্ট (জিনস পরেছে)। 15)
জাঁকালো
(p. 320) jān̐kālō বিণ. জমকালো, জাঁকজমকপূর্ণ। [বাং. জাঁক + আলো]। 5)
জরদ
(p. 312) jarada বিণ. হলদে, পীতবর্ণ। [ফা. যর্দ্]। 137)
জুডো
জোক, জোখ
(p. 327) jōka, jōkha বি. মাপ; পাশাপাশি রেখে নেওয়া মাপ (মাপজোক, জোক নেওয়া)। [হি. √ জুখ]। 96)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2629651
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2243285
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1860457
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1130124
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 922858
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 860428
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 724136
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 661410

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us