Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঝট-পট1 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ঝট-পট1 এর বাংলা অর্থ হলো -

(p. 334) jhaṭa-paṭa1 ক্রি-বিণ. অতি শীঘ্র, খুব তাড়াতাড়ি (ঝটপট কাজ শেষ করো)।
[ঝট দ্র]।
17)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ঝুল1
(p. 339) jhula1 বি. 1 ঝোলার ভাব, আনতি, ঝোঁক (অত ঝুল দিয়ো না; পড়ে যাবে); 2 নীচের দিকে পরিমাপ (জামার ঝুলটা বেশি হয়েছে)। [হি. ঝুল]। 17)
ঝাঁপ2
(p. 336) jhām̐pa2 বি. হাত-পা ছড়িয়ে উপর থেকে লাফিয়ে পড়া; লাফ (জলে ঝাঁপ দেওয়া)। [সং. ঝম্প]। 14)
ঝল্লরী
(p. 334) jhallarī বি. ঝল্লক, কাঁসর, করতাল। [সং. ঝল্ল + √ রা + অ + ঈ]। 49)
ঝিমা
(p. 338) jhimā ক্রি. ঝিমানো। [বাং. ঝিম্ + আ]। ̃ নো ক্রি. বি. তন্দ্রা বা নেশার আবেশে চোখ বুজে ঢোলা; নিস্তেজ বা নিরুদ্যম হওয়া (আগুনটা ঝিমিয়ে গেছে; কী ব্যাপার, ঝিমিয়ে পড়লে কেন?)। ঝিমানি, ঝিমুনি বি. তন্দ্রাচ্ছন্ন ভাব, তন্দ্রাবেশে ঢুলুনি। 14)
ঝরা
(p. 334) jharā ক্রি. 1 ক্ষরিত হওয়া, ফোঁটায় ফোঁটায় বা ধারায় পতিত হওয়া (জল ঝরছে); 2 খসে পড়া, বিচ্যুত হয়ে নীচে পড়া (আমের বোল ঝরছে, ফুল ঝরছে); 3 ক্ষীণ ধারায় নির্গত হওয়া (ফোঁড়া দিয়ে রক্ত ঝরছে)। বি. বিণ. উক্ত সব অর্থে (রক্ত ঝরা, ঝরা ফুল)। [সং. √ ঝৃ + বাং. আ]। ঝরই, ঝরু (ব্রজ.) ক্রি. ঝরে। ̃ নো ক্রি. 1 ক্ষরিত হওয়া; 2 খসিয়ে ফেলা। বি. বিণ. উক্ত দুই অর্থে। 39)
ঝাল2
(p. 336) jhāla2 বিণ. অত্যন্ত কটু বা তীক্ষ্ণ; লংকার মতো কটু রসযুক্ত। বি. 1 কটু রস; 2 কটু রসযুক্ত মশলা, লংকা (রান্নায় বেশি ঝাল দিয়ো না); 3 প্রসূতিদের পথ্যবিশেষ; 4 কটু রসযুক্ত মশলায় প্রস্তুত ব্যঞ্জনবিশেষ (মাছের ঝাল); 5 (আল.) আক্রোশ, ক্রোধ, জ্বালা (গায়ের ঝাল মেটানো)। [সং. জ্বালা]। ঝাল ঝাড়া ক্রি. বি. কটুক্তি করে নিজের ক্রোধ বা আক্রোশ মেটানো। ঝাল মেটানো ক্রি. বি. আক্রোশ মেটানো। পরের মুখে ঝাল খাওয়া ক্রি. নিজে না জেনে অন্যের কথা নির্বিচারে মেনে নেওয়া। ঝালে ঝোলে অম্বলে ক্রি-বিণ. সমস্ত ব্যাপারে বা জায়গায় (অত ঝালে ঝোলে অম্বলে থাকার দরকার কী? একটু নিজের মনে, থাকাই তো ভালো)। 42)
ঝামেলা
(p. 336) jhāmēlā বি. 1 ঝঞ্ঝাট, ফ্যাসাদ (খুব ঝামেলায় পড়েছি); 2 জটিলতা (এতে কোনো ঝামেলা নেই, এ তো সোজা ব্যাপার); 3 বিবাদ, হাঙ্গামা (এই সামান্য ব্যাপার নিয়ে আর ঝামেলা কোরো না)। [হি. ঝমেলা]। ̃ বাজ বিণ. ঝামেলা বা ঝঞ্ঝাট বাধায় বা বাধাতে ভালোবাসে এমন। 38)
ঝা়ড়ে-বংশে, ঝাড়ে-মূলে
(p. 336) jhā়ḍ়ē-baṃśē, jhāḍ়ē-mūlē ক্রি-বিণ. একেবারে নির্মূল করে; নির্বংশ বা নিশ্চিহ্ন করে; সম্পূর্ণভাবে (ঝাড়েবংশে শেষ করে দিতে হবে)। [বাং. ঝাড় + সং. মূল + বাং. এ]। 30)
ঝাঁপা1
(p. 336) jhām̐pā1 বি. স্ত্রীলোকের মাথার গহনাবিশেষ, ঝাঁপটা। [বাং. ঝাঁপ1 + আ]। 17)
ঝলক
(p. 334) jhalaka বি. 1 দমক, কোনোকিছুর যতটুকু অংশ একবারে উত্ক্ষিপ্ত হয় বা ছড়িয়ে পড়ে (এক ঝলক আলো, এক ঝলক রক্ত); 2 তীব্র আলোকের জন্য দৃষ্টিবিভ্রম ('চোখে আমার ঝলক লাগে': রবীন্দ্র); 3 উদ্ভাস (রূপের ঝলক, সুরের ঝলক)। [সং. জ্বলকা-তু. প্রাকৃ. ঝলক্ক]। ঝলকা বি. ঝলক -এর অনুরূপ। ঝলকানি বি. ঝমমকানি, তীব্র আলোকের দীপ্তি বা আকস্মিক আবির্ভাব। ঝলকানো ক্রি. বি. ঝলকে ঝলকে ছড়িয়ে পড়া; ঝকমক্ করা। ঝলকিত বিণ. উজ্জ্বল আলোকে উদ্ভাসিত; ঝকমকে। 43)
ঝকমারি
(p. 334) jhakamāri বি. 1 (অনুশোচনায়) বোকামি, ভুল, অপরাধ (এ কাজ করতে যাওয়াই ঝকমারি হয়েছে); 2 ল্যাঠা, ঝঞ্ঝাট (এ কাজে কি কম ঝকমারি ?)। [হি. ঝখ্ (ত্রুটি) + বাং. মারা + ই-তু. হি. ঝখ মারনা]। 6)
ঝামর
(p. 336) jhāmara বিণ. ঝামার মতো বিবর্ণ বা মলিন ('হেমকান্তি ঝামর হইল': যদু.)। [সং. ঝামক]। ঝামরা ক্রি. ঝামরানো। ̃ চুলো বিণ. বিবর্ণ বা মলিন চুলবিশিষ্ট ('ডাইনী যেন ঝামরচুলো': স. দ.)। ঝামরানো বি. ক্রি. 1 মলিন বা বিবর্ণ হওয়া; 2 শ্লেষ্মা বা রসের বৃদ্ধির জন্য অস্বাভাবিক হওয়া (চোখ-মুখ ঝামরেছে); 3 জলভারাক্রান্ত হওয়া; 4 বৃষ্টির সংকেত দেওয়া (আকাশ ঝামরে উঠেছে)। বিণ. উক্ত সব অর্থে। 36)
ঝুপ
(p. 339) jhupa বি. ঝাঁপ দেওয়ার বা জলে ভারী জিনিস পড়ার মৃদু শব্দ। [ধ্বন্যা.]। ̃ ঝুপ, ̃ ঝাপ বি. ক্রমাগত 'ঝুপ' শব্দ; ক্রমাগত উপর থেকে পড়ার বা জলে ভারী জিনিস পড়ার শব্দ (ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে, নদীর পাড় ঝুপঝুপ করে ভেঙে পড়ছে)। 4)
ঝুম-ঝুম
(p. 339) jhuma-jhuma বি. মৃদু ঝমঝম শব্দ; ঘুঙুর পরে নাচের শব্দ। [ধ্বন্যা.]। 8)
ঝল্লক
(p. 334) jhallaka বি. কাঁসার তৈরি বাদ্যযন্ত্রবিশেষ, কাঁসর, ঝাঁঝ, করতাল। [সং. ঝল্ল + ক (স্বার্থে)]। 48)
ঝিঁক, ঝিক
ঝিনি-ঝিনি1
(p. 338) jhini-jhini1 বি. ঝিনঝিন করার ভাব। [ধ্বন্যা.]। 8)
ঝোপ
(p. 339) jhōpa বি. ছোট মাছের ঝাড় বা জঙ্গল; গুল্ম। [সং. ক্ষুপ]। ̃ ঝাড় বি. ছোট গাছের ঝাড় জঙ্গল। ঝোপ বুঝে কোপ (আল.) সুযোগঅবস্হা বুঝে ব্যবস্হা।
ঝিঁঝি2
(p. 336) jhin̐jhi2 বি. ঝিমঝিম করার ভাব (বসে বসে পায়ে ঝিঁঝি ধরেছে)। [তু. ঝিনঝিন, ঝিমঝিম]। ঝিঁঝি ধরা ক্রি. বি. অনেকক্ষণ হাত-পা চেপে বসে থাকার জন্য রক্তসঞ্চালন বন্ধ হয়ে ঝিমঝিম করা। 55)
ঝুনু-ঝুনু, ঝুনুর-ঝুনুর
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614718
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227924
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839834
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098897
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916356
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856847
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719465
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649145

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us