Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঠ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ঠ এর বাংলা অর্থ হলো -

(p. 350) ṭh বাংলা বর্ণমালার দ্বাদশ ব্যঞ্জনবর্ণ এবং অঘোষ মহাপ্রাণ মূর্ধন্য ঠ্-ধ্বনির দ্যোতক।
2)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ঠুনকা2, ঠুনকো2
ঠেঁটি2
(p. 350) ṭhēn̐ṭi2 বি. পাড়বিহীন ছোট কাপড়। [দেশি]। 54)
ঠোকন, ঠুকন
(p. 350) ṭhōkana, ṭhukana বি. ঠুকে আঘাত; ঠোকা। [বাং. ঠুক + অন]। 66)
ঠাওর, ঠাওরানো
(p. 350) ṭhāōra, ṭhāōrānō যথাক্রমে ঠাহর ও ঠাওরানো -র কথ্য রূপ। 13)
ঠাট1
(p. 350) ṭhāṭa1 বি. 1 সৈন্যশ্রেণি ('ডাকে ঠাট, কাট কাট': ভা. চ.); 2 দল ('আতর কামিনী ঠাট': বিদ্যা.); 3 সংগীতের রাগ-রাগিণীর শ্রেণি। [হি. ঠাট, ঠাঠ]। 18)
ঠসক
(p. 350) ṭhasaka বি. 1 গর্বিত ভাবভঙ্গি, গুমর; 2 ছলাকলা, ঠমক, ঠাট। [হি. ঠসক্]। 12)
ঠেকো
(p. 350) ṭhēkō দ্র ঠেক2। 59)
ঠাঁই1
(p. 350) ṭhām̐i1 বি. হঠাত্ জোরে আঘাত বা চড়; ঠাস (ঠাঁই করে এক চড়)। [ধ্বন্যা.]। 14)
ঠেস
(p. 350) ṭhēsa বি. 1 হেলান (দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ানো); 2 যাতে হেলান দেওয়া যায় (পিঠে বালিশের ঠেস দেওয়া); 3 ঠেকনা; 4 আটকাবার কৌশল (দরজার হাওয়া-ঠেস); 5 খোঁটা, কটাক্ষ, বক্রোক্তি (ঠেস দিয়ে কথা বলা)। [হি. ঠেস]। 63)
ঠেঙ্গে, ঠেঞে
(p. 350) ṭhēṅgē, ṭhēñē (প্রা. বাং.) অনু. কাছে, কাছ থেকে (তার ঠেঞে নিতে হবে)। [বাং. ঠাঁই]। 61)
ঠাড়
(p. 350) ṭhāḍ় বিণ. খাড়া (ঠাড় করা, ঠাড় হওয়া)। [হি. ঠাঢ়]। ঠাড়া ক্রি. 1 দাঁড়ানো; 2 অপেক্ষা করা। 23)
ঠং
ঠায়
(p. 350) ṭhāẏa ক্রি-বিণ. 1 নিশ্চলভাবে, কিছু না করে (ঠায় বসে আছি, সে শুধু দাঁড়িয়ে থাকে ঠায়': শ. ধো); 2 কাছে, নিকটে; 3 একটানা (ঠায় দুদিন)। [সং. স্হির ঠার ঠায়]। 28)
ঠোস
(p. 353) ṭhōsa বি. 1 পূর্তি, স্ফীতি (পেট একেবারে ঠোস মেরে আছে); 2 ছোট ফোঁড়া বা ফোসকা। [দেশি]। 3)
ঠাকুর
(p. 350) ṭhākura বি. 1 দেবতা (ঠাকুর-দেবতা মানে না); 2 দেবমূর্তি বা দেবীমূর্তি (ঠাকুর দেখতে যাব); 3 ঈশ্বর (হে ঠাকুর, রক্ষা করো); 4 রাজা, অধিপতি; মালিক (এ রাজ্যের ঠাকুর); 5 পূজ্য বা শ্রদ্ধেয় ব্যক্তি, গুরুজন (পিতাঠাকুর); 6 গুরু; 7 ব্রাহ্মণ বা ব্রাহ্মণ পুরোহিত; 8 ব্রাহ্মণ পাচক (ঠাকুর-চাকর)। স্ত্রী. ঠাকুরানি, ঠাকরুন। ঠাকুর কাত (বিদ্রুপে) দেবতা প্রভু বা মানুষ বিমুখ। ̃ ঘর বি. দেবার্চনার ঘর, পূজার ঘর। ঠাকুর ঘরে কে? আমি কলা খাইনি অতি সতর্ক অপরাধী কর্তৃক নিজেই নিজের অপরাধ ফাঁস করে দেওয়া। ̃ জামাই বি. নন্দাই। ̃ ঝি বি. ননদ। ̃ দাদা বি. পিতামহ। ̃ দালান বি. গৃহদেবতার বা অন্য দেবতার পূজার জন্য নির্দিষ্ট মণ্ডপ। ̃ পো বি. দেবর। ̃ বাড়ি বি. মন্দির। ̃ মহাশয়, ̃ মশাই বি. পুরোহিত। ̃ মা বি. পিতামহী। ̃ সেবা বি. দেবতার পূজা। ঠাকুরাল, ঠাকুরালি বি. 1 প্রভুত্ব; প্রাধান্য; 2 দেবতাসুলভ মহিমা বা ছলনা ('ছাড় তোমার ঠাকুরালি')। 17)
ঠুকর, (চলিত) ঠোকর
(p. 350) ṭhukara, (calita) ṭhōkara বি. 1 পাখির ঠোঁটের অগ্রভাগ দিয়ে আঘাত; 2 কিছুর মুখ বা অগ্রভাগ দিয়ে আঘাত (বুটের ঠোকর); 3 হোঁচট (দেওয়ালে ঠোকর খাওয়া); 4 কঠিন ধমক (মনিবের কাছে ঠোকর খেয়েছে); 5 অযাচিত মন্ত্রব্যাদির দ্বারা বাধাদান বা তির্যক মন্তব্য (প্রতি কথায় ঠোকর দেয়)। [ধ্বন্যা.]। ঠুকরা, ঠোকরা ক্রি. ঠোকর দেওয়া, ঠোঁট বা কোনোকিছুর ডগা দিয়ে আঘাত করা; খোঁটা। বি. বিণ. উক্ত অর্থে। 43)
ঠিকানা
ঠাঁই2
(p. 350) ṭhām̐i2 বি. 1 স্হান (সে গেল কোন ঠাঁই?); 2 আহারে বসার স্হান (ঠাঁই করা হয়েছে, খাবে এসো); 3 খালি জায়গা ('ঠাঁই নাই ঠাঁই নাই ছোটো সে তরী': রবীন্দ্র); 4 থই, তলদেশ (নদীতে ঠাঁই পাওয়া যায় না)। অনু. নিকট, কাছে ('চলেছে গৌরের ঠাঁই')। [সং. স্হান হি. ঠাঁও-তু. সাঁও ঠাঁই]। ঠাঁই ঠাঁই বিণ. পৃথক (ভাই ভাই ঠাঁই ঠাঁই)। 15)
ঠ্যাং
(p. 353) ṭhyā বি. পা (ঠ্যাং ভেঙেছে)। [সং. টঙ্ক]। 4)
ঠেঙা, ঠ্যাঙা
(p. 350) ṭhēṅā, ṭhyāṅā বি. লাঠি। ক্রি. 1 ঠেঙানো, লাঠি দিয়ে মারা; 2 মারা (আচ্ছা করে ঠ্যাঙাব)। [হি. ঠেংগা]। ̃ ঠেঙি বি. লাঠি নিয়ে মারামারি; মারামারি। ̃ ড়ে, (বর্জি.) ̃ ড়িয়া বি. 1 অধুনালুপ্ত ভারতীয় দস্যু সম্প্রদায়বিশেষ; 2 লাঠিয়াল দস্যু (জমিদারের ঠেঙাড়ে বাহিনী)। &tilde নি বি. লাঠি দিয়ে প্রহার; প্রহার। ̃ নো ক্রি. বি. 1 লাঠি দিয়ে প্রহার করা; 2 প্রহার করা (ঠেঙিয়ে আধমরা করেছে)। বিণ. উক্ত উভয় অর্থে। 60)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2275832
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1901662
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1491560
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 773724
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 768845
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 669421
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 632944
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 566233

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us