Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঠেঙ্গে, ঠেঞে এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ঠেঙ্গে, ঠেঞে এর বাংলা অর্থ হলো -

(p. 350) ṭhēṅgē, ṭhēñē (প্রা. বাং.) অনু. কাছে, কাছ থেকে (তার ঠেঞে নিতে হবে)।
[বাং. ঠাঁই]।
61)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ঠোকন, ঠুকন
(p. 350) ṭhōkana, ṭhukana বি. ঠুকে আঘাত; ঠোকা। [বাং. ঠুক + অন]। 66)
ঠ্যাং
(p. 353) ṭhyā বি. পা (ঠ্যাং ভেঙেছে)। [সং. টঙ্ক]। 4)
ঠাস2
(p. 350) ṭhāsa2 জোরে চড় মারার বা অনুরূপ আওয়াজ (ঠাস করে চড় মারল)। [ধ্বন্যা.]। ঠাস ঠাস বি. ক্রি-বিণ. ক্রমাগত ঠাস শব্দ; ক্রমাগত ঠাস শব্দ করে ('ঠাস ঠাস ভাঙিছে বাঁশ)। 31)
ঠার
ঠক2
(p. 350) ṭhaka2 বি. কঠিন বস্তু ঠোকার বা তার সঙ্গে সংঘর্ষের আওয়াজ (দেওয়ালে মাথা ঠক করে লাগল)। [ধ্বন্যা.]। ঠক ঠক বি. ক্রি-বিণ. 1 ক্রমাগত ঠক শব্দ; 2 দ্রুত এবং প্রবলভাবে (ঠক ঠক করে কাঁপা)। ̃ ঠকানি বি. ঠক ঠক শব্দ; জোর কাঁপুনি। ̃ ঠকানো ক্রি. বি. 1 ঠক ঠক শব্দ করা; 2 ভয়ে বা শীতে প্রবলভাবে কম্পিত হওয়া; 3 খালি অবস্হায় কাঠের বা মাটির পাত্র নেড়ে দেখা (ভাঁড়ে ঘি নেই, ঠকঠকালে কী হবে?)। ̃ ঠকি বি. তাঁতবিশেষ। 5)
ঠুন
(p. 350) ṭhuna বি. মৃদু ঠন শব্দ। [ধ্বন্যা.]। ঠুন ঠুন বি ক্রমাগত ঠুন শব্দ। 46)
ঠাকুর
(p. 350) ṭhākura বি. 1 দেবতা (ঠাকুর-দেবতা মানে না); 2 দেবমূর্তি বা দেবীমূর্তি (ঠাকুর দেখতে যাব); 3 ঈশ্বর (হে ঠাকুর, রক্ষা করো); 4 রাজা, অধিপতি; মালিক (এ রাজ্যের ঠাকুর); 5 পূজ্য বা শ্রদ্ধেয় ব্যক্তি, গুরুজন (পিতাঠাকুর); 6 গুরু; 7 ব্রাহ্মণ বা ব্রাহ্মণ পুরোহিত; 8 ব্রাহ্মণ পাচক (ঠাকুর-চাকর)। স্ত্রী. ঠাকুরানি, ঠাকরুন। ঠাকুর কাত (বিদ্রুপে) দেবতা প্রভু বা মানুষ বিমুখ। ̃ ঘর বি. দেবার্চনার ঘর, পূজার ঘর। ঠাকুর ঘরে কে? আমি কলা খাইনি অতি সতর্ক অপরাধী কর্তৃক নিজেই নিজের অপরাধ ফাঁস করে দেওয়া। ̃ জামাই বি. নন্দাই। ̃ ঝি বি. ননদ। ̃ দাদা বি. পিতামহ। ̃ দালান বি. গৃহদেবতার বা অন্য দেবতার পূজার জন্য নির্দিষ্ট মণ্ডপ। ̃ পো বি. দেবর। ̃ বাড়ি বি. মন্দির। ̃ মহাশয়, ̃ মশাই বি. পুরোহিত। ̃ মা বি. পিতামহী। ̃ সেবা বি. দেবতার পূজা। ঠাকুরাল, ঠাকুরালি বি. 1 প্রভুত্ব; প্রাধান্য; 2 দেবতাসুলভ মহিমা বা ছলনা ('ছাড় তোমার ঠাকুরালি')। 17)
ঠুঁটা, (কথ্য) ঠুঁটো
(p. 350) ṭhun̐ṭā, (kathya) ṭhun̐ṭō বিণ. 1 হাত নেই এমন, হস্তবিহীন, নুলো; 2 (আল.) অক্ষম, অকর্মণ্য। [হি. ঠুঁটা, টুংটা]। ঠুঁটো জগন্নাথ (আল.) দেখতে যেমনই হোক কাজে অক্ষম, সম্পূর্ণ অকর্মণ্য। 41)
ঠ্যাঁটা, ঠ্যাকার, ঠ্যাঙা, ঠ্যাঙানি, ঠ্যাঙানো
ঠোকর, ঠোকরা, ঠোকরানো, ঠোকা, ঠোকাঠুকি
(p. 350) ṭhōkara, ṭhōkarā, ṭhōkarānō, ṭhōkā, ṭhōkāṭhuki যথাক্রমে ঠুকর, ঠুকরা, ঠুকরানো, ঠুকা ও ঠুকাঠুকি -র চলিত রূপ। 67)
ঠোনা
(p. 353) ṭhōnā বি. আঙুল দিয়ে গালে বা চিবুকে আঘাত। [তু. বাং. ঠোকনা]। 2)
ঠান
(p. 350) ṭhāna বি. ঠাকুরানি (মাঠান)। [বাং. ঠাকরুন]। ̃ দিদি, (কথ্য) দি বি. ঠাকুরমা। 24)
ঠাট1
(p. 350) ṭhāṭa1 বি. 1 সৈন্যশ্রেণি ('ডাকে ঠাট, কাট কাট': ভা. চ.); 2 দল ('আতর কামিনী ঠাট': বিদ্যা.); 3 সংগীতের রাগ-রাগিণীর শ্রেণি। [হি. ঠাট, ঠাঠ]। 18)
ঠক1
(p. 350) ṭhaka1 বিণ. বি. যে ঠকায়, প্রতিরক। [ সং. স্হগ্ হি. ঠগ]। 4)
ঠা-ঠা, ঠাঠা2
(p. 350) ṭhā-ṭhā, ṭhāṭhā2 বিণ. অতি তীব্র বা ঝাঁঝালো (ঠাঠা রোদ্দুর)। 22)
ঠুমকি
(p. 350) ṭhumaki বি. নৃত্যভঙ্গিবিশেষ। [হি. ঠুমুক-তু. বাং. ঠমক]। 49)
ঠাঁই1
(p. 350) ṭhām̐i1 বি. হঠাত্ জোরে আঘাত বা চড়; ঠাস (ঠাঁই করে এক চড়)। [ধ্বন্যা.]। 14)
ঠিকা, (কথ্য) ঠিকে
(p. 350) ṭhikā, (kathya) ṭhikē বিণ. 1 নির্দিষ্ট সময়ের জন্য নিযুক্ত (ঠিকে ঝি); 2 নির্দিষ্ট সময়ের জন্য দখলপ্রাপ্ত (ঠিকা প্রজা); 3 নির্ধারিত শর্তযুক্ত (ঠিকা কাজ, ঠিকা গাড়ি)। বি. 1 কাজের চুক্তি; নির্ধারিত শর্তে কাজ, contract (ঠিকা পেয়েছে); 2 নির্দিষ্ট সময়ের জন্য দখল, lease. [বাং. ঠিক + আ]। ̃ দার বি. যে ব্যক্তি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট খরচে কোনো কাজ করে দেবার চুক্তি গ্রহণ করে, contractor. ̃ দারি বি. ঠাকাদারের কাজ (ঠিকাদারি করে)। বিণ. ঠিকা বা ঠিকাদারসম্বন্ধীয়। (ঠিকাদারি কাজ করে)। 36)
ঠেস
(p. 350) ṭhēsa বি. 1 হেলান (দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ানো); 2 যাতে হেলান দেওয়া যায় (পিঠে বালিশের ঠেস দেওয়া); 3 ঠেকনা; 4 আটকাবার কৌশল (দরজার হাওয়া-ঠেস); 5 খোঁটা, কটাক্ষ, বক্রোক্তি (ঠেস দিয়ে কথা বলা)। [হি. ঠেস]। 63)
ঠেকা
(p. 350) ṭhēkā ক্রি. 1 ছোঁয়া লাগা, লাগা (বইটা পায়ে ঠেকছে); 2 বিপদে পড়া (ঠেকে শেখে, দায়ে ঠেকা); 3 বাধা পাওয়া, প্রতিহত হওয়া (বলটা দেওয়ালে ঠেকে ফিরে এসেছে); 4 গিয়ে থামা (নৌকোটা তীরে গিয়ে ঠেকল); 5 উপনীত হওয়া, পৌঁছানো (আয় শূন্যে এসে ঠেকেছে); 6 ধারণা হওয়া, (ব্যাপারটা ভালো ঠেকছে না)। বি. 1 সংকট (ঠেকার কাজ চালানো); 2 স্পর্শ (ঠেকা লাগা); 3 গানে তবলার সংগত; 4 ঠেক, ঠেকনা; 5 (আঞ্চ.) গরজ (আমার কী এমন ঠেকা পড়েছে?)। বিণ. 1 স্পৃষ্ট; 2 সংকটাপন্ন; 3 বাধাপ্রাপ্ত; 4 উপনীত; 5 বিবেচিত। [বাং. ঠেক + আ]। ̃ ঠেকি বি. পরস্পর স্পর্শ। ̃ নো ক্রি. বি. স্পর্শ করানো; দায়ে ফেলা; বাধা দেওয়া; আটকানো (হাঙামা ঠেকিয়ে রাখা, মৃত্যুকে ঠেকানো যায় না); উপনীত করানো (নৌকা তীরে ঠেকাও)। 57)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2397360
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2012445
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1586182
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 826622
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 802681
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 778033
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 662541
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 583597

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us