Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

তোটক এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  তোটক এর বাংলা অর্থ হলো -

(p. 387) tōṭaka বি. সংস্কৃত ছন্দোবিশেষ।
[সং. ত্রোটক]।
7)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


তম-সুক
(p. 367) tama-suka বি. ঋণের দলিল, ঋণ স্বীকারপত্র, খত। [আ. তমস্সুক]। বন্ধকি তমসুক বি. বাঁধা রাখবার খত বা দলিল, মর্টগেজের দলিল। 71)
তুন্ন
(p. 375) tunna বি. ছেঁড়া কাপড়। বিণ. ব্যথিত, দুঃখিত।[সং. √ তুদ্ + ত]। ̃ বায় বি. 1 যে ছেঁড়া কাপড় সেলাই করে; 2 দরজি। তু. তন্তুবায়। 191)
ত্রেতা
তাগড়া, তাগড়াই
তুষ
(p. 375) tuṣa বি. ধানের বা অনুরূপ শস্যের খোসা। [সং. √ তুষ্ + অ]। তুষের আগুন - তুষানল -এর অনুরূপ। 231)
তাই1
(p. 372) tāi1 বি. করতালি, হাততালি ('তাই তাই তাই, মামার বাড়ি যাই': ছড়া)। [সং. তালি]। 26)
তুরিত, তুরিতে
তত্র
(p. 365) tatra ক্রি-বিণ. সেখানে, তথায়; (কথ্য) তেমন, তত (যত্র আয় তত্র ব্যয়)। [সং. তদ্ + ত্র]। ̃ ত্য, ̃ স্হ বিণ. সেই স্হানের, তথাকার, সেখানকার। তত্রাচ অব্য. তবু. তথাপি। তত্রাপি অব্য. ক্রি-বিণ. সেক্ষেত্রেও, তবুও, তথাপি। 9)
তুড়া1
(p. 375) tuḍ়ā1 ক্রি. 1 মুখের উপর অপমানজনক কথা বলা বা ধমকানো (তাকে একচোট তুড়ে দিয়েছি); 2 (প্রধানত কথা দিয়ে) তেজ বা ক্রোধ প্রকাশ করা। [প্রাকৃ.তুড়্ + বাং. আ]। তুড়ে অস-ক্রি মুখের উপর অপমানজনক কথা বলে; কড়াভাবে ধমক দিয়ে (তুড়ে ধমকে দেওয়া); চুটিয়ে বা জোরে তেজ প্রকাশ করে (তুড়ে ঝগড়া করা)। 184)
তেজস্বান, (-স্বত্), তেজস্বী (-স্বিন্)
তুবড়ি
তর-তম
(p. 367) tara-tama বিণ. ন্যূনাধিক, কম-বেশি। বি. (চলিত ভাষায়) পার্থক্য, তারতম্য (এ দুয়ের মধ্যে তেমন তরতম নেই)। [সং. তর + তম (দ্ব.)]। 98)
ত2, তো
(p. 363) ta2, tō অব্য. 1 প্রশ্নসূচক (সেখানে যাবে তো?); 2 নিশ্চয়তা বা দৃঢ়তাসূচক (এই তো সেই বাড়ি, তাই তো আমি বলেছিলাম); 3 অনুরোধসূচক (একবার দেখুন তো); 4 'যদিও বা', 'সত্ত্বেও' ইত্যাদি অর্থবোধক (তুমি তো চাও, কিন্তু সে চায় না); 5 'কিন্তু' অর্থবোধক (তারা তো খাবে না); 6 'তবে' বা 'তা হলে' অর্থবাচক (বাঁচতে চাও তো ওষুধ খাও); 7 'অন্তত' অর্থবোধক (আজ তো নয় পরে দেখা যাবে); 8 অনিশ্চয়তাসূচক (যাই তো একবার, দেখি কিছু পাই কি না); 9 সন্দেহসূচক (ঠিক বলছ তো? সে একথা স্বীকার করবে তো?); 1 পরিণতি, ঘটনা, অঘটন ইত্যাদি ব্যঞ্জক (বিয়ে তো হল, কিন্তু বরপক্ষ খুশি তো হল না); 11 সংশয়সূচক (হয়তো তাই, কে জানে)। [সং. তাবত্]। 3)
তাল৪
তাস্কর্য
(p. 375) tāskarya বি. তস্করের বা চোরের কাজ বা বৃত্তি, চৌর্য, চুরি। [সং. তস্কর + য]। 110)
তদনন্তর
তদ্ভিন্ন
(p. 367) tadbhinna অব্য. ক্রি-বিণ. তা ছাড়া (শুধু জ্ঞান চাই, তদ্ভিন্ন অন্য কিছু নয়)। [সং. তদ্ + ভিন্ন]। 6)
তত্
(p. 365) tat (তদ্) সর্ব. 1 সে; তিনি; 2 সেই, তা (তদবধি, তত্কালে)। [সং. √ তন্ + অদ্]। ̃ কাল বি. সেইসময়, সেই কাল, সেই যুগ (তত্কালে এমন হইত না)। ̃ কালীন বিণ. সেই সময়কার, তদানীন্তন (তত্কালীন অবস্হা)। ̃ ক্ষণাত্ ক্রি-বিণ. সেই মুহূর্তে, অবিলম্বে। ̃ পর ক্রি-বিণ. তারপর, তদনন্তর। বিণ. 1 পটু, দক্ষ (কর্মতত্পর); 2 যত্নবান; 3 উদ্যমী; সচেষ্ট; 4 সতর্ক। ̃ পরতা বি. পটুতা; প্রযত্ন; সচেষ্টতা, উদ্যম, সতর্কতা। ̃ পরায়ণ বিণ. তাতে মনোযোগী বা অত্যন্ত আসক্ত। বি. ̃ পরায়ণতা। ̃ পুরুষ বি. 1 পরমপুরুষ ভগবান; 2 (ব্যাক.) সমাসবিশেষ-এই সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং প্রায়শ পরপদের প্রাধান্য হয়। যেমন, গৃহ থেকে আগত = গৃহাগত, গাছে পাকা = গাছপাকা। ̃ সংক্রান্ত বিণ. সেই সম্পর্কিত, সেই বিষয় সম্পর্কিত। ̃ সদৃশ বিণ. সেইরকম, তদ্রূপ, তার তুল্য। ̃ সম বি. বিণ. তার সদৃশ, তার মতো; (ব্যাক.) সংস্কৃত থেকে গৃহীত এবং বাংলা ভাষায় অবিকৃতরূপে প্রচলিত (তত্সম শব্দ-যেমন বিদ্যা, আলোক, চন্দ্র)। ̃ স্হলাভি-ষিক্ত বিণ. তার স্হানে বা পদে নিযুক্ত বা অধিষ্ঠিত; তার প্রতিনিধিস্বরূপ। ̃ স্বরূপ বিণ. তত্সদৃশ -র অনুরূপ। 4)
তড়িল্লেখা
তুয়
(p. 375) tuẏa দ্র তু2। 200)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534930
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140468
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730684
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942894
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883584
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838492
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696667
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603086

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us