Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দুর্দশা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  দুর্দশা এর বাংলা অর্থ হলো -

(p. 414) durdaśā বি. দুরবস্হা, দুর্গতি; মন্দ অবস্হা।
[সং. দুর্ + দশা]।
গ্রস্ত
বিণ. দুর্গত, বিপন্ন; দরিদ্র।
25)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


দোহন
(p. 425) dōhana বি. 1 দুধ দোয়া; 2 (আল.) শোষণ। [সং.√ দুহ্ + অন]। ̃ পাত্র, দোহনী বি. দুধ দোহনের পাত্র। দোহনীয়, দোহ্য বিণ. দোহনযোগ্য। 18)
দরজি
(p. 399) daraji বি. কাপড় সেলাই করা বা পোশাক তৈরি করা যার পেশা, সূচিকর্মজীবী। [ফা. দরজী]। 16)
দুসন্ধ্যা, দুসুতি
(p. 416) dusandhyā, dusuti দ্র দু। 51)
দড়কচা, দড়কাঁচা
(p. 396) daḍ়kacā, daḍ়kān̐cā দ্র দর3। 18)
দুর্জয়
(p. 414) durjaẏa বিণ. 1 জয় করা শক্ত এমন, অজেয় (দুর্জয় শত্রু); 2 অদম্য (দুর্জয় সাহস)। [সং. দুর্ + √ জি + অ]। 22)
দুল
(p. 416) dula বি. স্ত্রীলোকের কানের গহনাবিশেষ, ছোট ঝুলন্ত কর্ণভূষণবিশেষ। [বাং. দুল্ ( সং. দুল্) + অ]। 12)
দাতব্য
দাওয়া৩, দাওয়াই
(p. 402) dāōẏā3, dāōẏāi বি. ওষুধ। [আ. দওয়া]। ̃ খানা বি. ওষুধের দোকান, ডাক্তারখানা। 24)
দুহা, দোহা, (কথ্য) দোয়া
(p. 416) duhā, dōhā, (kathya) dōẏā ক্রি. দোহন করা (দুধ দোয়া)। বি. দোহন। [সং. √ দুহ্ + বাং. আ]। দুহানো, দোহানো, দোয়ানো ক্রি. দোহন করা, দুধ দোহন করা (গোরু দোহানো, গোরু দোয়ানো)। বি. উক্ত অর্থে। 54)
দ্বীপ
দুর্হৃদ
দেহ2
(p. 421) dēha2 বি. শরীর। [সং. √ দিহ্ + অ]। ̃ কোষ বি. 1 প্রাণী বা উদ্ভিদের দেহের সূক্ষ্ম অংশ, cell; 2 গায়ের চামড়া, ত্বক। ̃ ক্ষয় বি. 1 দেহের ক্ষতি বা ধ্বংস; স্বাস্হ্যহানি; 2 মৃত্যু। ̃ চর্চা বি. শরীরের বা স্বাস্হ্যের উন্নতির জন্য ব্যায়াম ইত্যাদি প্রক্রিয়া। ̃ জ বিণ. দেহ থেকে উত্পন্ন (দেহজ মল)। বি. পুত্র। বিণ. স্ত্রী. ̃ জা। ̃ তত্ত্ব বি. 1 অঙ্গসংস্হানবিদ্যা, শারীরস্হানবিদ্যা, anatomy; 2 দেহের মধ্যেই সমস্ত সত্যের অবস্হান-এই তত্ত্ব (দেহতত্ত্বের গান)। ̃ ত্যাগ বি. মৃত্যু, প্রাণত্যাগ। ̃ দান বি. 1 মৃত্যু, জীবন বিসর্জন; 2 যৌন সম্ভোগের জন্য (প্রধানত স্ত্রীলোক কর্তৃক) শরীর সমর্পণ। ̃ ধারণ বি. 1 প্রাণধারণ, জীবনযাপন, বেঁচে থাকা; 2 দেবতাদের মানবদেহ বা মানবজন্ম পরিগ্রহ। ̃ ধারী (-রিন্) বিণ. শরীরী, অঙ্গ বা মূর্তিবিশিষ্ট। ̃ পাত বি. 1 দেহের ক্ষয় বা ধ্বংস (কার জন্য দেহপাত করছি); 2 মৃত্যু। ̃ পিঞ্জর বি. পিঞ্জরস্বরূপ দেহ, দেহ; শরীরের কাঠামো। ̃ ভৃত্ বি. দেহ। ̃ যাত্রা বি. জীবনযাপন। ̃ রক্ষা বি. মৃত্যু (দেহরক্ষা করা)। ̃ রক্ষী বি. রাজা প্রভৃতিকে রক্ষা করার জন্য যে অনুচর সঙ্গে সঙ্গে থাকে। দেহ রাখা ক্রি. বি. মারা যাওয়া (কাশীতে দেহ রেখেছেন)। ̃ শোভা, ̃ শ্রী বি. শরীরের সৌন্দর্য বা কান্তি। ̃ সৌন্দর্য, ̃ সৌষ্ঠব বি. দেহশ্রী -র অনুরূপ। 42)
দায়ভাগ
(p. 406) dāẏabhāga দ্র দায়1। 2)
দাগা1
(p. 402) dāgā1 ক্রি. 1 চিহ্ন দেওয়া (বইটা দাগিয়ে দাও); 2 অঙ্কিত করা (গায়ে হরিনাম দাগা); 3 চিহ্নিত করা (ষাঁড় দাগা); 4 বন্দুকের বা কামানের গোলা ছোড়া (কামান দাগা)। বি. বিণ. উক্ত সব অর্থে। [ফা. দাগ + বাং. আ]। ̃ নো ক্রি. চিহ্ন দেওয়া; অঙ্কিত করা; ছোড়ানো। বি. বিণ. উক্ত সব অর্থে। 48)
দলাইমলাই
(p. 400) dalāimalāi দ্র দলা2। 24)
দামোদর
দায়াদ
দাঁতভাঙা, দাঁতালো
(p. 402) dān̐tabhāṅā, dān̐tālō দ্র দাঁত। 38)
দীক্ষক
(p. 408) dīkṣaka বিণ. 1 দীক্ষাদানকারী; 2 গুরু, শিক্ষক। [সং. √ দীক্ষ্ + অক]। 48)
দেশ
(p. 421) dēśa বি. 1 পৃথিবীর ভৌগোলিক বিভাগবিশেষ (বহু দেশ দেখেছি); 2 পৃথিবীর রাজনৈতিক বিভাগবিশেষ, রাষ্ট্র (তিনটি দেশ নিয়ে এই সংগঠন); 3 প্রদেশ (বঙ্গদেশ, রাঢ়দেশ); 4 স্বদেশ, জন্মভূমি (দেশে ফেরার জন্য আকুলতা, দেশপ্রেম); 5 নিজের গ্রাম (দেশের বাড়ি); 6 অঞ্চল (মেরুদেশ); 7 দিক (দক্ষিণদেশের লোক); 8 শরীরের অংশ (কণ্ঠদেশ, স্কন্ধদেশ); 9 সংগীতের রাগবিশেষ। [সং. √ দিশ্ + অ]। ̃ কাল বি. স্হান ও সময় বা তাদের স্বরূপ; অবস্হা, পরিবেশ ইত্যাদি। ̃ কাল-পাত্র বি. স্হান, সময় ও পরিবেশপরিস্হিতি। ̃ কালোচিত বিণ. অবস্হাপরিস্হিতি অনুযায়ী। ̃ ছাড়া বিণ. 1 দেশের নিয়ম বা পরিস্হিতির সঙ্গে সংগতি নেই এমন (এমন দেশছাড়া নিয়মের কথা কেউ কখনো শুনেছে?); 2 বহুকাল দেশের বাইরে রয়েছে এমন। ̃ জ বিণ. দেশে উত্পন্ন, দেশি। ̃ জোড়া বিণ. সারা দেশে ছড়িয়ে রয়েছে এমন, সারা দেশে প্রচারিত (দেশছোড়া সুনাম)। ̃ ত্যাগ বি. দেশ ছেড়ে অন্যত্র যাওয়া। ̃ ত্যাগী (-গিন্) বিণ. দেশ ছেডে় অন্যত্র গেছে এমন। ̃ দ্রোহ বি. স্বদেশের ক্ষতিসাধন; স্বদেশের প্রতি শত্রুতা। ̃ দ্রোহী (-হিন্) বিণ. স্বদেশের ক্ষতিসাধন করে এমন। বি. ̃ দ্রোহিতা। ̃ প্রসিদ্ধ, ̃ বিখ্যাত বিণ. দেশজোড়া খ্যাতিসম্পন্ন। ̃ প্রিয় বিণ. 1 দেশের ভক্ত; 2 দেশের লোকের প্রিয়। ̃ প্রেমিক বি. বিণ. স্বদেশভক্ত; স্বদেশের সেবক। ̃ বন্ধু বি. স্বদেশের মিত্র; প্রসিদ্ধ দেশনেতা চিত্তরঞ্জন দাশকে প্রদত্ত উপাধিবিশেষ। ̃ বরেণ্য বিণ. সারা দেশে সম্মানিত; সারা দেশে বিখ্যাত। ̃ বাসী (-সিন্) বি. বিণ. দেশের লোকজন; স্বদেশের লোকজন। ̃ বিদেশ বি. স্বদেশ ও অন্য দেশ; নানা দেশ (দেশবিদেশের খেলা)। ̃ ব্যাপী (-পিন্), ̃ ময় বিণ. দেশজোড়া -র অনুরূপ। ̃ ভ্রমণ বি. দেশের নানা স্হানে কিংবা নানা দেশে বেড়ানো। ̃ ময় বিণ. দেশজোড়া, দেশব্যাপী। ̃ মাতৃকা বি. স্বদেশজননী, মাত়ৃরূপা জন্মভূমি। ̃ সেবক বিণ. বি. দেশের কল্যাণে নিযুক্ত, দেশের সেবা করে এমন। ̃ হিত বি. দেশের মঙ্গল। ̃ হিত-ব্রত বি. দেশের মঙ্গলসাধনের ব্রত বা সংকল্প। বিণ. দেশের মঙ্গলই যার ব্রত। ̃ হিত-ব্রতী (-তিন্) বিণ. দেশের কল্যাণকে ব্রত বা সংকল্প হিসাবে গ্রহণ করেছে এমন। ̃ হিতৈষী (-ষিন্) বিণ. দেশহিতব্রতী -র অনরূপ। ̃ দেশান্তর বি. স্বদেশঅন্যদেশ; নানা দেশ। 31)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2578339
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2186114
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1786397
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027580
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901305
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848261
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708723
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620530

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us