Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দোহালো, দোহাল এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  দোহালো, দোহাল এর বাংলা অর্থ হলো -

(p. 425) dōhālō, dōhāla বিণ. 1 দুধ দেয় এমন; 2 দোহন করা হয় এমন (দোহাল গাই)।
বিণ. বি. দুধ যে দোহন করে, দোহক।
[সং. √ দুহ্ + অ = দোহ + বাং. আলো]।
24)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


দম2
(p. 398) dama2 বি. 1 নিশ্বাসপ্রশ্বাস (দম বন্ধ হয়ে যাচ্ছে); 2 গৃহীত শ্বাস, প্রশ্বাস (দম ফুরিয়ে আসছে); 3 প্রাণবায়ু (দম বেরিয়ে যায়); 4 গাঁজা তামাক ইত্যাদির ধোঁয়া জোর টান দিয়ে পান (গাঁজায় দম); 5 ভাঁওতা, বোকা বানানো (দম দিয়ে ভুলানো); 6 ভাপ, মৃদু আঁচ (দমে বসানো মাংস); 7 ব্যঞ্জনবিশেষ (আলুর দম); 8 স্প্রিংযুক্ত যন্ত্রকে মোচড় বা পাক দিয়ে সচল করা (ঘড়িতে দম দেওয়া, খেলনায় দম দেওয়া)। [ফা. দম্]। দম দেওয়া ক্রি. বি. 1 ঘড়ির মেশিন ইত্যাদি চালু করার জন্য স্প্রিঙে পাক দেওয়া; 2 গাঁজা ইত্যাদির নেশা করা। দম নেওয়া ক্রি. বি. প্রশ্বাস নেওয়া, শ্বাস নেওয়া। দম ফাটা ক্রি. বি. শ্বাস গ্রহণত্যাগ করতে না পারার ফলে বুক ফেটে যাওয়া; (আল.) গোপন হৃদয়াবেগে অস্হির হওয়া। ̃ ফাটা হাসি বি. বুক ফেটে যাবার উপক্রম হয় এমন প্রবল হাসি। দম ফুরানো ক্রি. বি. ক্লান্ত হয়ে পড়া। দম বার হওয়া, দম বেরিয়ে যাওয়া ক্রি. বি. অত্যন্ত শ্রান্ত বা ক্লান্ত হওয়া। 9)
দণ্ড1
(p. 396) daṇḍa1 বি. 1 লাঠি, ডাণ্ডা (লৌহদণ্ড); 2 লাঠির মতো লম্বা জিনিস (মন্হনদণ্ড); 3 চার হাত পরিমাণ; 4 শাস্তি (কারাদণ্ড, প্রাণদণ্ড); 5 জরিমানা, খেসারত, গচ্চা, (অর্থদণ্ড, অনেকগুলো টাকা দণ্ড গেল); 6 শাসন (ন্যায়দণ্ড); 7 শাসনদণ্ড, রাজদণ্ড (দণ্ডধর); 8 যুদ্ধ; 9 সৈন্য (দণ্ডনায়ক)। [সং. √ দণ্ড্ + অ]। ̃ গ্রহণ বি. 1 প্রাপ্য শাস্তি মেনে নেওয়া; 2 সন্নাসধর্মগ্রহণ। ̃ ধর বি. 1 শাসক; 2 রাজা; 3 যমরাজ। বিণ. যষ্টিধারী। ̃ ধারী (-রিন্) বিণ. যষ্টিধারী। বি. 1 সন্ন্যাসী; 2 রাজা। ̃ ন বি. 1 শাস্তিবিধান, শাস্তি দেওয়া; 2 দমন, শাসন। ̃ নায়ক বি. 1 দণ্ডবিধানকর্তা; 2 সেনাপতি। ̃ নীতি বি. 1 রাজ্যশাসননীতি; 2 শাস্তিদাননীতি। ̃ নীয়, দণ্ড্য বিণ. শাস্তিলাভের যোগ্য, শাস্তির যোগ্য। ̃ পাণি বিণ. দণ্ডধারী। বি. যম ('দণ্ডপাণি দণ্ডধর যথা': মধু)। ̃ পাল, ̃ পালক বি. 1 দ্বারপাল; 2 শাসনকর্তা। ̃ বত্ বি. ভূমিতে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম (দণ্ডবত্ করা)। বিণ. ওইভাবে প্রণত (দণ্ডবত্ হওয়া)। খুরে খুরে দণ্ডবত্ (ব্যঙ্গে) পরোক্ষে পশু বলে ঘোষণা করে দুষ্টের কাছে পরাজয় স্বীকার বা নিষ্কৃতি কামনা। ̃ বিধাতা (-তৃ) বিণ. 1 শাস্তি বিধানকারী; 2 শাসনকারী। বি. 1 রাজা; 2 বিচারক। ̃ বিধান বি. 1 শাস্তিদান; 2 দণ্ডবিধি, শাস্তির আইন। ̃ বিধি বি. শাস্তিদানসম্বন্ধীয় আইন (ফৌজদারি দণ্ডবিধি)। ̃ মুণ্ড বি. শারীরিকআর্থিক সমস্তপ্রকার শাস্তি। দণ্ডমুণ্ডের কর্তা শারীরিকআর্থিক সমস্তপ্রকার শাস্তির কর্তা অর্থাত্ রাজা শাসক বা বিচারপতি। ̃ যাত্রা বি. 1 যুদ্ধযাত্রা; 2 শোভাযাত্রা। দণ্ডাজ্ঞা বি. শাস্তির আদেশ। দণ্ডাদেশ-দণ্ডাজ্ঞা -র অনুরূপ। 23)
দিপাবলি
(p. 408) dipābali দ্র দীপালি। 61)
দুকুল
(p. 411) dukula বি. দুই কুল বা বংশ, পিতার কুল ও মাতার কুল অথবা (বিবাহিতা নারীর) পিতার কুল ও শ্বশুরকুল। [সং. দ্বি + কুল (=বংশ)]। 8)
দুষ্কৃত
দক্ষিণ
(p. 395) dakṣiṇa বি. 1 উত্তরের বিপরীত দিক, প্রভাতসূর্যের দিকে মুখ করলে ডান হাতের দিক (সুদূর দক্ষিণ, দক্ষিণে যাওয়া); 2 দাক্ষিণাত্য (দক্ষিণের ভাষা, দক্ষিণের লোক)। বিণ. 1 উত্তরের বিপরীত (দক্ষিণ দিক); 2 ডান, বামেতর (দক্ষিণ হস্ত); 3 দক্ষিণদিগ্বর্তী (দক্ষিণ সমুদ্র); 4 (আল.) যুগপত্ বহু নায়িকার সমানভাবে অনুরক্ত (দক্ষিণ নায়ক); 5 সরল, প্রসন্ন, উদার (রুদ্রের দক্ষিণ মুখ)। [সং. √ দক্ষ্ + ইন]। ̃ কালিকা, দক্ষিণা-কালী বি. শিবহৃদয়ে দক্ষিণপদ স্হাপনকারী কালিকাদেবী যিনি অভয়া, বরদা ও সর্বপাপহরা। দক্ষিণ গোলার্ধ বি. নিরক্ষরেখার দক্ষিণে পৃথিবীর অর্ধাংশ। দক্ষিণ-পশ্চিম বি. নৈর্ঋত কোণ। দক্ষিণ-পূর্ব বি. অগ্নিকোণ। ̃ মেরু দ্র মেরু। দক্ষিণ সমুদ্র দ্র সমুদ্র। ̃ হস্ত বি. 1 ডান হাত; 2 (আল.) প্রধান সহায়, অবলম্বন (তাকে ছাড়া আমার চলবে না, সে-ই তো আমার দক্ষিণহস্ত)। দক্ষিণহস্তের ব্যাপার বি. ভোজন, আহার, খাওয়াদাওয়া। 18)
দুর্নীত
(p. 414) durnīta বিণ. 1 রীতিনীতি ভালো নয় এমন; 2 দুর্নীতিপরায়ণ; 3 অশিষ্ট, শিষ্ঠাচারহীন। বি. দুষ্ট বা মন্দ নীতি, নিন্দনীয় নীতি। [সং. দুর্ + নীত (√ নী + ত)]। 35)
দুর্যোধন
দস্ত-বদস্ত
(p. 402) dasta-badasta ক্রি-বিণ. (আদা.) হাতে হাতে। [ফা. দস্তবদস্ত]। 3)
দেবত্র
(p. 421) dēbatra দ্র দেব। 3)
দর-পরদা
(p. 399) dara-paradā বি. বড় ও দীর্ঘ পরদা, যা দিয়ে ঘরের কোনো অংশ আড়াল করা হয়। [ফা. দর্পরদাহ্]। 22)
দ্রোহ
দুর্দিন
(p. 414) durdina বি. 1 অশুভ সময়; 2 দুর্ভাগ্যের বা বিপদের দিন; 3 প্রাকৃতিক দুর্যোগপূর্ণ দিন, ঝড়বৃষ্টির দিন। [সং. দুর্ + দিন]। 27)
দুঁদে
(p. 411) dun̐dē বিণ. 1 ঝানু, ওস্তাদ; 2 দুর্দান্ত, দুরস্ত। [সং. দ্বন্দ্ব দুঁদ + বাং. ইয় এ]। 5)
দোলমা, দোরমা
দমসানো
(p. 398) damasānō বি. ক্রি. দমাস দমাস শব্দ করে চলা বা প্রহার দেওয়া। [দেশি-ধ্বন্যা.]। 24)
দ্বারী
(p. 426) dbārī দ্র দ্বার। 22)
দ্বাবিংশ
(p. 426) dbābiṃśa বিণ. 22 সংখ্যক। [সং. দ্বাবিংশতি + অ]। ̃ তি বি. বিণ. 22 সংখ্যা বা সংখ্যক, বাইশ। ̃ তি.তম বিণ. 22 সংখ্যক। স্ত্রী. ̃ তি.তমী। 15)
দংশল
(p. 395) daṃśala ক্রি. (ব্রজ.) দংশন করল, কামড় দিল। [সং. √ দন্শ্]। 10)
দুরারোগ্য
(p. 413) durārōgya বিণ. সহজে আরোগ্য হয় না এমন, দুশ্চিকিত্সা (দুরারোগ্য ব্যাধি). [সং. দুর্ + আরোগ্য]। 28)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614718
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227925
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839843
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098900
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916357
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856854
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719470
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649145

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us