Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নিরীক্ষণ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নিরীক্ষণ এর বাংলা অর্থ হলো -

(p. 468) nirīkṣaṇa বি. যত্নসহকারে দেখা, বিশেষভাবে দেখা, মনোযেগের সঙ্গে দেখা; পর্যবেক্ষণ।
[সং. নির্ + √ ঈক্ষ্ + অন]।
নিরীক্ষ-মাণ বিণ. নিরীক্ষণ করছে এমন।
নিরীক্ষা বি. 1 বিশেষভাবে বা যত্নের সঙ্গে দেখা; 2 অন্বেষণ, জ্ঞানান্বেষণ।
নিরীক্ষিত বিণ. নিরীক্ষণ করা হয়েছে এমন।
নিরীক্ষ্য-মাণ বিণ. নিরীক্ষিত হচ্ছে এমন, যা বা যাকে নিরীক্ষণ বা পর্যবেক্ষণ করা হচ্ছে এমন (নিরীক্ষ্যমাণ বিষয়)।
9)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নেচে ওঠা
(p. 479) nēcē ōṭhā দ্র নাচা। 16)
নির্লজ্জ
নিষ্পত্তি
নিশ্চয়
নিলাম
(p. 473) nilāma বি. সমবেদ ক্রেতাদের মধ্যে সবচেয়ে বেশি দামে কিনতে ইচ্ছুক ব্যক্তির কাছে বিক্রয়, auction. [পো লেইলাঁও leilao]। নিলাম করা ক্রি. বি. নিলামে বিক্রয় করা। নিলাম ডাকা, নিলামে ডাকা ক্রি. বি. নিলামের সময় কিছু কেনার জন্য দর বলা বা বাড়ানো। নিলামে চড়া ক্রি. বি. বিক্রয়ের জন্য নিলামে হওয়া (ঘরবাড়ি নিলামে চড়বে)। নিলামি বিণ. 1 নিলামে ক্রীত; 2 নিলাম করা হবে এমন। 19)
নোকর
(p. 481) nōkara বি. চাকর। [হি. নৌকর]। নোকরি বি. চাকরি। 5)
নামঞ্জুর
নীচ
(p. 475) nīca বিণ. 1 হীন, নিকৃষ্ট (নীচমনা); 2 সংকীর্ণমনা (নীচ স্বভাব, নীচ চিন্তা); 3 নিচু, নিম্ন। (বাং.) বি. নিম্নস্হান (নীচে যাও)। [সং. ন + ঈ + √ চি + অ]। বি. ̃ তা, ̃ ত্ব। ̃ যোনি বি. 1 নিম্ন শ্রেণির জীব; 2 মনুষ্যেতর প্রাণিরূপে জন্ম; 3 নীচ কুলে জন্ম। বিণ. হীনকুলে বা মনুষ্যেতর প্রাণিকুলে জাত। 73)
নির্দয়
(p. 468) nirdaẏa বিণ. দয়াহীন, নিষ্ঠুর (নির্দয় আচরণ, নির্দয় শাসন)। [সং. নির্ + দয়া]। বি. ̃ তা। 59)
নীল
(p. 475) nīla বি. 1 বর্ণবিশেষ, দিনের নির্মল আকাশের রং বা তার চেয়ে গাঢ় বা হালকা রং; 2 গাছবিশেষ বা তা থেকে উত্পন্ন রং; 3 (বাং.) নীলকণ্ঠ শিব (নিলের উপোস)। বিণ. নীলবর্ণবিশিষ্ট। [সং. √ নীল্ + অ]। ̃ কণ্ঠ বি. 1 (হলাহল পানের ফলে কণ্ঠ নীলবর্ণ হয়েছিল বলে) শিব; 2 নীলবর্ণ কণ্ঠযুক্ত পাখিবিশেষ। ̃ কমল বি. নীল রঙের পদ্মফুল। ̃ কর বি. বিণ. ভারতে ইয়োরোপীয় নীল চাষকারী। ̃ কান্ত-মণি বি. দুর্লভ নীলবর্ণ পাথরবিশেষ, sapphire. ̃ কুঠি বি. নীলকর সাহেবের কাছারি বা অফিস। ̃ গাই বি. গোসদৃশ হরিণজাতীয় নীল রঙের পশুবিশেষ। ̃ পদ্ম - নীলকমল -এর অনুরূপ। ̃ মণি বি. 1 নীলকান্তমণি; 2 শ্রীকৃষ্ণ। ̃ মাধব বি. শ্রীকৃষ্ণ; বিষ্ণু। ̃ লোহিত বি. 1 (কণ্ঠে নীল ও কেশে লোহিত বর্ণের সমাবেশ বলে) শিব; 2 বেগনি রং। ̃ ষষ্ঠী বি. চড়ক সংক্রান্তি বা তার আগের দিনে অনুষ্ঠিত শিবপূজা। সবে ধন নীলমণি আদরের গোপাল; একমাত্র আদরের সন্তান। 95)
নীর
(p. 475) nīra বি. জল, বারি (অশ্রুনীর, নয়ননীর)। [সং. √ নী + র]। ̃ জ বিণ. জলে উত্পন্ন। বি. পদ্ম। স্ত্রী. ̃ জা। ̃ দ বি. যে জল দেয় অর্থাত্ মেঘ। বিণ. জলদায়ক। স্ত্রী. ̃ দা। ̃ দ-বরণ বিণ. মেঘবর্ণ, ধূমল। ̃ দ-বাহন বি. বায়ু। 85)
নলিচা, নলচে
(p. 447) nalicā, nalacē বি. হুঁকোর যে দণ্ডের উপর কলকে বসানো থাকে। [ফা. নাইচা-তু. হি. নৈচা]। 87)
নাট
(p. 452) nāṭa বি. 1 নৃত্য, নাচ; 2 অভিনয় (নাটমঞ্চ); 3 লীলা ('সাক্ষাত্ ঈশ্বর তুমি, কে বুঝে তোমার নাট':চৈ. চ); 4 রঙ্গকৌতুক ('দেখিতে আইনু নাট': ভা. চ.); 5 রঙ্গমঞ্চ ('ধন্য হরি ভবের নাটে')। [সং. √ নট্ + অ]। ̃ মন্দির বি. দেবমন্দিরের সম্মুখস্হ যে ঘরে নৃত্যগীত হয়। 55)
নির্বিণ্ণ
(p. 468) nirbiṇṇa বিণ. 1 নির্বেদযুক্ত, কোনো বিষয়ের প্রতি আসক্তি নেই এমন; 2 দুঃখিত, অনুতপ্ত। [সং. নির্ + √ বিদ্ + ত]। 103)
নীড়
(p. 475) nīḍ় বি. 1 পাখির বাসা, কুলায় ('গোধূলি লগনে পাখি ফিরে আসে নীড়ে': রবীন্দ্র); 2 আশ্রয় ('হৃদয় ফিরে আসে আপন নীরব নীড়ে': রবীন্দ্র)। [সং. নি + √ ঈড়্ + অ]। 76)
নারা
(p. 454) nārā ক্রি. (কাব্যে বা গ্রাম্য) না পারা, অক্ষম হওয়া (যেতে নারি, 'গুরু রুষ্ট হৈলে কৃষ্ণ রাখিবারে নারে)। [বাং. না + পারা]। 69)
নটেশ্বর
(p. 444) naṭēśbara দ্র নট1। 36)
নেতা1
(p. 479) nētā1 (-তৃ) বি. 1 নায়ক, পরিচালক (দলের নেতা, দেশের নেতা); 2 পথপ্রদর্শক; 3 অগ্রণী; 4 প্রধান। [সং. √ নী + তৃ]। স্ত্রী. নেত্রী। নেতৃত্ব বি. নেতার পদ, কাজ বা গুণ। 23)
নদের চাঁদ
নাদা
(p. 454) nādā ক্রি. ঘোড়া হাতি প্রভৃতি পশুর মলত্যাগ করা। নাদি বি. 1 পশুর বিষ্ঠা বা মল; 2 ছাগল, ইঁদুর প্রভৃতি ছোটো প্রাণীর মল। 15)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577645
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185328
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785375
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026163
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901036
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848095
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708534
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619999

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us