Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নাকারা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নাকারা এর বাংলা অর্থ হলো -

(p. 452) nākārā বি. ছোট ঢাকজাতীয় বাদ্যযন্ত্রবিশেষ।
[আ. নাক্কারা]।
6)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নিমক
(p. 461) nimaka বি. লবণ, নুন। [হি. নিমক ফা. নমক]। নিমক খাওয়া ক্রি. বি. পরের অন্নে পালিত হওয়া; পরের কাছে উপকৃত বা কৃতজ্ঞ থাকা। ̃ দানি বি. নুন রাখার পাত্র। ̃ মহল বি. লবণ উত্পাদক জমি। ̃ হারাম বিণ. কৃতঘ্ন, যে নুন খেয়েও অর্থাত্ উপকার পেয়েও তা স্বীকার করে না। বি. ̃ হারামি। ̃ হালাল বিণ. কৃতজ্ঞ। বি. ̃ হালালি। 89)
নাই-আঁক়ড়া,
নিশ্চেষ্ট
(p. 473) niścēṣṭa বিণ. 1 চেষ্টাহীন, কোনো চেষ্টা করে না এমন; 2 অলস (নিশ্চেষ্ট মন); 3 কর্মহীন, নিষ্ক্রিয় (নিশ্চেষ্ট হয়ে বসে থাকা)। [সং. নির্ + চেষ্টা]। বি. ̃ তা। 42)
নোংরা
নিউক্লিয়ার
(p. 458) niukliẏāra বিণ. পারমাণবিক (নিউক্লিয়ার যুগ, নিউক্লিয়ার বোমা)। [ইং. nuclear]। 11)
নওবত, নহবত
নীধ্র
(p. 475) nīdhra বি. 1 চক্রের নেমি বা বেড়; 2 চালের ছাঁচ। [সং. নি + √ ধৃ + অ]। 80)
নাদ1
নাবা, নাবানো
(p. 454) nābā, nābānō যথাক্রমে নামা ও নামানো -র আঞ্চ. রূপ। 35)
নির্ব্যাজ
(p. 468) nirbyāja বিণ. ছলনাশূন্য, অকপট, সরল। [সং. নির্ + ব্যাজ]। 121)
নির্বস্ত্র
(p. 468) nirbastra বিণ. বস্ত্রহীন; উলঙ্গ। [সং. নির্ + বস্ত্র]। 85)
নাকাল
নিঃ
(p. 458) niḥ (নির্) অব্য. অভাব (নির্জন, নিশ্চয়তা (নির্ণয়), সম্পূর্ণতা (নিঃশেষ), বহির্গমন (নিশ্বাস) প্রভৃতি ভাবপ্রকাশক উপসর্গবিশেষ। [সং.]। ̃ ক্ষেত্র, ̃ ক্ষত্রিয় বিণ. ক্ষত্রিয়হীন (পরশুরাম পৃথিবীকে নিঃক্ষত্রিয় করার প্রতিজ্ঞা করেছিলেন)। ̃ শক্তি বিণ. শক্তিহীন। ̃ শঙ্ক বিণ. ভয়হীন, নির্ভীক। ̃ শত্রু বিণ. শত্রুহীন। ̃ শব্দ বিণ. শব্দহীন, নীরব। ̃ শরণ বিণ. আশ্রয়হীন, অসহায়। ̃ শর্ত বিণ. শর্তহীন, কড়ারহীন (নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা), unconditional, ̃ শেষ বিণ. শেষরহিত, সম্পূর্ণ ('পেয়েছ নিঃশেষ অধিকার': রবীন্দ্র)। ̃ শোষিত বিণ. সম্পূর্ণ ফুরিয়েছে এমন (তহবিল নিঃশেষিত, অর্থ নিঃশেষিত)। ̃ শোক বিণ. শোকহীন, শোক নেই যার। ̃ শ্বসন বি. নিশ্বাস-প্রশ্বাস; শ্বাস ত্যাগগ্রহণ। ̃ শ্বাস বি. 1 শ্বাসবায়ু, নাক বা ফুসফুস থেকে নির্গত বায়ু; 2 নিশ্বাস-প্রশ্বাস; 3 দম, শ্বাসগ্রহণ কাল (এক নিশ্বাস)। ̃ শ্মশ্রু বিণ. দাড়ি নেই এমন, শ্মশ্রুহীন। ̃ শ্রেয়ন বি. 1 মোক্ষ বা মুক্তি; 2 মঙ্গল, কল্যাণ; 3 পরমজ্ঞান, ব্রহ্মজ্ঞান। ̃ সংকোচ বিণ. কুণ্ঠাহীন। বি. কুণ্ঠাহীনতা। ̃ সংজ্ঞ বিণ. সংজ্ঞাহীন, অচেতন। ̃ সংশয়, ̃ সন্দেহ বিণ. সন্দেহহীন, নিশ্চিত। বি. ̃ সংশয়তা। ̃ সঙ্গ বিণ. 1 সঙ্গহীন, সঙ্গীহীন (নিঃসঙ্গ জীবন); 2 একাকী; 3 সম্পর্কহীন; 4 নিরাসক্ত। বি. ̃ সঙ্গতা। ̃ সত্ত্ব বিণ. 1 অসার; 2 দুর্বল; 3 ধৈর্যহীন; 4 প্রাণহীন, 5 প্রাণিহীন। ̃ সন্তান বিণ. সন্তানহীন। ̃ সন্দিগ্ধ বিণ. অসংশয়িত, সন্দেহহীন, নিশ্চিত। ̃ সন্দেহ-নিঃসংশয় দ্র। ̃ সম্পর্ক বিণ. সম্পর্কহীন, সম্বন্ধহীন। ̃ সম্বল বিণ. সম্বলহীন, বিত্তহীন, অসহায়। ̃ সরণ বি. নির্গমন, বার হওয়া, ক্ষরণ। ̃ সহায় বিণ. অসহায়, অনাথ। ̃ সাড় বিণ. 1 সাড়াহীন; 2 অসাড়, অবশ। ̃ সারক বিণ. নিঃসারণকারী, বাইরে বার করে দিচ্ছে এমন। ̃ সারণ বি. বহিষ্করণ, নির্গতকরণ, বার করে দেওয়া; নির্বাসন। ̃ সারিত বিণ. বার করা হয়েছে এমন। ̃ সীম বিণ. সীমাহীন, অসীম (নিঃসীম আকাশ, নিঃসীম লোভ)। ̃ সৃত বিণ. নির্গত, বহির্গত (নিঃসৃত রস)। ̃ স্পৃহ বিণ. বাসনাহীন, নিরাসক্ত। বি. ̃ স্পৃহতা। ̃ স্ব বিণ. যার নিজের কিছু নেই এমন; সম্বলহীন; অতি দরিদ্র। ̃ স্বত্ব বিণ. স্বত্বহীন, অধিকারহীন, দাবিহীন। ̃ স্বর বিণ. স্বরহীন; স্বর ফোটে না এমন, নীরব। ̃ স্বার্থ বিণ. স্বার্থবোধহীন, স্বার্থহীন। ̃ স্যন্দিত বিণ. পরিস্রুত; নিঃসৃত, ক্ষরিত। ̃ স্রব, ̃ স্রাব বি. ক্ষরণ, তরল বস্তুর নির্গমণ। ̃ স্রোত বিণ. স্রোতহীন। ̃ স্রোতা বিণ. স্রোতহীন (নিঃস্রোতা নদী)। 16)
নন্দা2
(p. 444) nandā2 বি. ননদ। [সং. ননন্দৃ]। ̃ ই বি. ননদের স্বামী। 66)
নভো-মণ্ডল
(p. 447) nabhō-maṇḍala বি. নভস্তল, আকাশ, সমগ্র আকাশ বা আকাশপট। [সং. নভঃ + মণ্ডল]। 33)
নব্বই, (কথ্য) নব্বুই
(p. 447) nabbi, (kathya) nabbui বি. বিণ. 9 সংখ্যা বা সংখ্যক। [সং. নবতি]। 25)
নিস্তার
নিবীত
(p. 461) nibīta বি. 1 ওড়না, আচ্ছাদন; 2 পইতা, যজ্ঞসূত্র, উপবীত। [সং. নি + √ ব্যে + ত]। 77)
নব1
(p. 447) naba1 বিণ. 1 নতুন, নবীন (নব বধূ, নব বস্ত্র, নব কলেবর, নববর্ষ); 2 সদ্যোজাত (নবজাতক, নব কিশলয়); 3 টাটকা, তাজা, তরুণ (নবাঙ্কুর, নব জলধর)। [সং. √ নু + অ]। ̃ কার্তিক বি. 1 শিশু কার্তিকেয়; 2 শিশু কার্তিকের মতো সুন্দর ব্যক্তি; 3 (ব্যঙ্গে) খুব কালো এবং কুত্সিত লোক। ̃ গঠিত বিণ. সদ্য তৈরি হয়েছে এমন। ̃ জল-ধর-শ্যাম বি. নতুন মেঘের মতো কৃষ্ণাভ বা নীল বর্ণ। ̃ জাত বিণ. সদ্যপ্রসূত, সদ্য জন্ম হয়েছে বা উত্পন্ন হয়েছে এমন (নবজাত শিশু)। ̃ জাতক বি. সদ্যোজাত শিশু ('নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার': সুকান্ত)। ̃ জীবন বি. নতুন জীবন; পুনর্জন্ম; (আল.) দুরবস্হার পরবর্তী উন্নত বা সুখের অবস্হা। ̃ দম্পতি বি. সদ্যবিবাহিত স্বামী-স্ত্রী। ̃ পল্লব বি. নতুন পাতা, সদ্য যে পাতা গজিয়েছে। ̃ বিধান বি. 1 নতুন নিয়ম বা ব্যবস্হা; 2 কেশবচন্দ্র সেন-প্রবর্তিত ব্রাহ্ম ধর্মসম্প্রদায়ের শাখাবিশেষ। ̃ মল্লিকা, ̃ মালিকা বি. মালতীজাতীয় ফুলবিশেষ বা তার গাছ। ̃ যুগ বি. নতুন যুগ বা কাল। ̃ যুবক বি. যার যৌবন সদ্য আরম্ভ হয়েছে। স্ত্রী. ̃ যুবতী। ̃ যৌবন বি. যে যৌবন সদ্য আরম্ভ হয়েছে, প্রথম যৌবন, অচিরপ্রবৃত্ত যৌবন। বিণ. বি. স্ত্রী. ̃ যৌবনা। 2)
নিশুতি, নিষুতি
(p. 473) niśuti, niṣuti বি. 1 গভীর রাত (সেই নিশুতিতে); 2 গভীর রাতের নিদ্রা। বিণ. 1 গভীর; 2 নিস্তব্ধ (নিশুতি রাত)। [ সং. নিষুপ্তি]। 34)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577772
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185495
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785548
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026483
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901088
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848115
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708586
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620137

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us