Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নিরঙ্কুশ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নিরঙ্কুশ এর বাংলা অর্থ হলো -

(p. 461) niraṅkuśa বিণ. 1 অঙ্কুশতুল্য বাধা থেকে মুক্ত; যাতে কোনো বাধা নেই, বাধানিষেধ থেকে মুক্ত (নিরঙ্কুশ সংখ্যাধিক্য); 2 বন্ধনহীন, অবাধ, স্বেচ্ছাচারী (নিরঙ্কুশ স্বৈরাচার, নিরঙ্কুশ রাজতন্ত্র)।
[সং. নির্ + অঙ্কুশ]।
127)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নির্জীব
নির্ব্যাজ
(p. 468) nirbyāja বিণ. ছলনাশূন্য, অকপট, সরল। [সং. নির্ + ব্যাজ]। 121)
নির্লজ্জ
নভ, নভঃ
(p. 447) nabha, nabhḥ (-ভস্) বি. আকাশ ('খেলা করে সাদা কালো উদার নভে': রবীন্দ্র)। [সং. √ নভ্ + অ, অস্]। নভশ্চক্ষু (-ক্ষুস্) বি. সূর্য। নভশ্চর বিণ. আকাশে বিচরণকারী। বি. 1 পাখি; 2 বায়ু; 3 মেঘ; 4 গ্রহ; 5 বিদ্যাধর, গন্ধর্ব প্রভৃতি; 6 মহাকাশচারী, astronaut. নভস্তল, নভস্হল বি. আকাশ, গগন, আকাশদেশ, গগনপৃষ্ঠ ('শরতের নীল নভস্তল': সু. দ.; 'উঠিতেছিল মধুর রাগিণী জলে স্হলে নভস্তলে': রবীন্দ্র)। ̃ স্হ, ̃ স্হিত বিণ. আকাশে অবস্হিত। নভস্পৃক (-স্পৃশ্) বিণ. আকাশস্পর্শী। নভস্বান বি. বায়ু। 28)
নিক্তি
নেহ2
(p. 480) nēha2 বি. (প্রা. বাং.) লেহন, চাটা ('নাসিকায় নেহ যেন দরশনে পান': চৈ. ভা.)। [সং. লেহন]। 12)
নিশীথ
(p. 473) niśītha বি. 1 অর্ধরাত্রি; 2 গভীর রাত্রি ('নিশীথ শয়নে': রবীন্দ্র); 3 রাত্রি ('নিশীথে কী কয়ে গেল': রবীন্দ্র)। বিণ. গভীর ('নিশীথ রাতের প্রাণ': রবীন্দ্র)। [সং. নি + √ শী + থ]। 32)
নিত্য
(p. 461) nitya ক্রি-বিণ. 1 সর্বদা, সতত (সেইজন্য নিত্য শঙ্কিত থাকে); 2 প্রতিদিন (নিত্য এক কাজ করে যাচ্ছি)। বিণ. 1 প্রাত্যহিক (নিত্য ব্যবহারের বস্তু); 2 দৈনন্দিন (নিত্যকৃত্য); 3 অক্ষয়, চিরস্হায়ী (নিত্য ধর্ম, নিত্যানন্দ); 4 অনাদি, অনন্ত, চির (নিত্যকাল, নিত্যসত্তা); 5 (পদার্থ.) ধ্রুব, অপরিবর্তনীয়, constant (বি. প.)। [সং. নি + ত্য]। ̃ কর্ম, ̃ কৃত্য, ̃ ক্রিয়া বি. 1 প্রতিদিনের অবশ্যকরণীয় কাজ, দৈনন্দিন কর্তব্য; 2 সন্ধ্যাতর্পণাদি প্রতিদিনের শাস্ত্রীয় অনুষ্ঠান। ̃ কার বিণ. প্রতিদিনের, রোজকার (নিত্যকার কাজ)। ̃ কাল বি. চিরকাল। ̃ তা বি. চিরস্হায়িত্ব, চিরন্তনতা (মানবসত্তার নিত্যতা)। ̃ ধাম বি. স্বর্গ। ̃ নৈমিত্তিক বিণ. 1 বিশেষ উদ্দেশ্যে বা উপলক্ষ্যে করণীয়; 2 প্রতিদিন ঘটে বা অনুষ্ঠিত হয় এমন, দৈনন্দিন (এ সংসারে অশান্তি এখন নিত্যনৈমিত্তিক ঘটনা)। ̃ প্রয়োজনীয় বিণ. জীবনধারণের পক্ষে একান্ত প্রয়োজন এমন (নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে)। ̃ প্রলয় বি. সুষুপ্তি, নিদ্রা। ̃ বৃত্ত বিণ. প্রতিদিন ঘটে বা ঘটত এমন (নিত্যবৃত্ত অতীত)। ̃ যাত্রী (ত্রিন্) বি. প্রতিদিন যাতায়াত করে এমন লোক। ̃ যৌবন বিণ. যার যৌবন অক্ষুণ্ণ থাকে। স্ত্রী. ̃ যৌবনা। ̃ সঙ্গী (-ঙ্গিন্) বি. সর্বক্ষণের সঙ্গী। ̃ সমাস বি. (ব্যাক.) সে সমাসে ব্যাসবাক্য হয় না বা ভিন্ন পদ দ্বারা হয়। ̃ সেবা বি. দৈনিক পূজা। 14)
নাড়ি, নাড়ী
(p. 454) nāḍ়i, nāḍ়ī বি. 1 ধমনি; 2 রক্তবাহী শিরা; 3 (আয়ু) বাত, পিত্ত কফ মানবদেহের এই তিন অবস্হাজ্ঞাপক ধমনি; 4 গর্ভনাড়ি যার সঙ্গে ভ্রূণমধ্যস্হ বা নবজাত শিশু সংযুক্ত থাকে; 5 (তন্ত্রশাস্ত্রে) যে তিনটি পথে প্রাণবায়ু প্রবাহিত যথা ইড়া, পিঙ্গলাসুষুম্না; 6 (বিরল) এক দণ্ড সময় বা 24 মিনিট। [সং. √ নল্ + ই]। নাড়ি কাটা ক্রি. সদ্যোজাত শিশুর গর্ভনাড়ি কাটা। ̃ চক্র বি. তন্ত্রশাস্ত্রমতে ইড়া পিঙ্গলা প্রভৃতি ষোলোটি নাড়ির নাভিমূলে মিলনস্হান। নাড়ি-ছেঁড়া ধন বি. সন্তান। নাড়ি জ্বলা ক্রি. বি. ক্ষুধায় অস্হির হওয়া। ̃ জ্ঞান বি. 1 নাড়ির স্পন্দন অনুভব করে রোগীর অবস্হা বিচারের ক্ষমতা; 2 (আল.) কোনো বিষয়ে সম্যক জ্ঞান বা ধারণা। নাড়ি-টেপা বিণ. কেবল নাড়ি টিপতেই জানে এমন, অনভিজ্ঞ ('নাড়ীটেপা ডাকতার': রবীন্দ্র)। নাড়ি দেখা ক্রি. বি. রোগীর নাড়ির স্পন্দন অনুভব করে তার অবস্হা বিচার করা। ̃ নক্ষত্র বি. 1 জন্মনক্ষত্র; 2 (আল.) আগাগোড়া সমস্ত সংবাদ বা তথ্য। ̃ ভুঁড়ি বি. পেটের ভিতরের অস্ত্র ইত্যআদি বিভিন্ন ক্রিয়াসাধক অঙ্গ, আঁতড়ি। নাড়ি মরা ক্রি. ক্রমাগত ক্ষুধার কষ্ট ভোগ করার ফলে খাওয়ার শক্তি নষ্ট হওয়া। নাড়ির টান, নাড়ির যোগ বি. জন্মসূত্রে মনের টান; সন্তানের প্রতি মায়ের স্নেহের টান। 7)
নৌকা
নিম্নাংশ
(p. 461) nimnāṃśa বি. নীচের অংশ। [সং. নিম্ন + অংশ]। 102)
নিষণ্ণ
(p. 473) niṣaṇṇa বিণ. 1 অবস্হিত ('পড়ে থাক তটতলে স্তব্ধ হয়ে বিষণ্ণ ব্যথায়/নিষণ্ণ নিশ্চল': রবীন্দ্র); 2 উপবিষ্ট; 3 শয়িত। [সং. নি + √ সদ্ + ত]। 46)
নপুংসক
নিসর্গ
নুটি
(p. 475) nuṭi বি. সুতো আঁশ লোম প্রভৃতি জড়ানো আঁটি বা পিণ্ড। [দেশি]। 109)
নিরিখ
(p. 468) nirikha বি. 1 বাজারদর; 2 হার (এখনকার নিরিখে বিচার করলে ভুল হবে)। [ফা. নির্খ]। 5)
নির্ধন
নির্বাদ
(p. 468) nirbāda বিণ. নিন্দা, দুর্নাম, অপবাদ। [সং. নির্ + বাদ]। 91)
নাছো়ড়
নির্লোম
(p. 473) nirlōma বিণ. লোমহীন (নির্লোম দেহ)। [সং. নির্ + লোমন্]। 15)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2070788
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767550
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1364838
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720613
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697353
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594155
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 543966
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542020

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন