Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নোঙর এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নোঙর এর বাংলা অর্থ হলো -

(p. 481) nōṅara বি. শিকল বা কাছির সঙ্গে বাঁধা লোহার অঙ্কুশবিশেষ, যা জলের নীচে ফেলে জাহাজ নৌকা প্রভৃতি জলযান বেঁধে রাখা হয়।
[ফা. লঙ্গর্]।
নোঙর করা, নোঙর ফেলা ক্রি. বি. নোঙরের সাহায্যে জলযানের গতিরোধ করা।
নোঙর তোলা ক্রি. বি. নোঙর উঠিয়ে জলযান চালু করা।
7)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নীলাঞ্জন
(p. 475) nīlāñjana বি. 1 তুঁতে; 2 রসাঞ্জন; 3 নীল বা কৃষ্ণনীল কাজল; 4 মেঘের ঘননীল অঞ্জনবত্ বর্ণ ('নীলাঞ্জন ছায়া': রবীন্দ্র)। [সং. নীল + অঞ্জন]। 98)
নোয়া1
(p. 481) nōẏā1 বি. (লোহা -র আঞ্চ. রূপ) হিন্দু সধবা নারীর হাতে পরিধেয় লোহার বালাবিশেষ। 16)
নোট
(p. 481) nōṭa বি. 1 মুদ্রার পরিবর্তে ব্যবহৃত কাগজি মুদ্রা, currency note; 2 স্মারক লেখন (আমি সবটা নোট করে নিয়েছি); 3 চিঠি (সবকিছু জানিয়ে তাকে একটা নোট পাঠানো হয়েছে); 4 অর্থপুস্তক, মানে বই (নোট ছাড়া ইংরেজি পড়তে পারে না)। [ইং. note]। 8)
নদের চাঁদ
নির্ভীক
(p. 468) nirbhīka বিণ. ভয় নেই এমন, ভয়হীন; সাহসী। [সং. নির্ + √ ভী + ক]। ̃ তা বি. ভয়হীনতা; সাহসিকতা। 127)
নিহাই, নেহাই
(p. 475) nihāi, nēhāi বি. কামার যে লৌহখণ্ডের উপর ধাতু রেখে পিটিয়ে পাত প্রস্তুত করে ('নেহাইতে পেটা কত ইস্পাতে': অ. মি.)। [ সং. নিধাপিকা]। 68)
ন্যাস
নিষ্প্রাণ
নিষ্পত্তি
নাক2
(p. 451) nāka2 বি. নাসিকা, নাসা, ঘ্রাণেন্দ্রিয়, দুটি ছিদ্রযুক্ত যে দেহাঙ্গ দিয়ে ঘ্রাণশ্বাস নেওয়া হয়। [সং. নক্র + (নাসাগ্র) প্রাকৃ. নক্ক]। নাক উঁচানো, নাক তোলা, নাক বাঁকানো ক্রি. বি. (আল) ঘৃণা বা অবজ্ঞা প্রকাশ করা। ̃ কাটা বিণ. 1 নাক কাটা গেছে এমন; 2 (আল.) বেহায়া, নির্লজ্জ। ̃. খত, নাকে খত বি. নিজের অপরাধের বা ভুলের প্রায়শ্চিত্তবিশেষ। ̃. ছাবি বি নাকে পরবার অলংকারবিশেষ। নাক ঝাড়া ক্রি. বি. নাকের ভিতর থেকে শ্লেষ্মা বার করার জন্য জোরে নাক দিয়ে শ্বাস ফেলা বা শ্লেষ্মা বার করা। নাক টেপা ক্রি. বি. ব্রাহ্মণদের আহ্নিকের প্রক্রিয়ার অনুকরণে) পূজা আহ্নিকের ভান করা। নাক ডাকা ক্রি. বি. ঘুমন্ত লোকের নাক থেকে শব্দ বার হওয়া। নাক বিধাঁনো (বেঁধানো) ক্রি. বি. নাকছাবি নোলক প্রভৃতি গয়না পরবার জন্য জন্য নাকে ছিদ্র করানো। নাক মলা, নাক-কান মলা ক্রি. বি. নি়জের ভুল বা অপরাধের প্রায়শ্চিত্তস্বরূপ নাক (বা নাক-কান) মলা; (আল.) আর ভুল বা অপরাধ না করার প্রতিজ্ঞা করা। নাক সিঁটকানো ক্রি. বি ঘৃণা বা অবজ্ঞা প্রকাশ করা। নাকে কান্না বি. খোনা সুরে কান্না; বায়না বা আবদার নিয়ে কান্না। নাকে-মুখে গোঁজা ক্রি. বি. অতি দ্রুত খাওয়া, তাড়াহুড়ো করে কোনোরকমে খাওয়া। নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করা ক্রি. বি. পরের ক্ষতি করবার জন্য নিজের বড়রকম ক্ষতি করা। 27)
নিমিষ, নিমেষ
(p. 461) nimiṣa, nimēṣa বি. 1 পলক, চোখের পাতা ফেলা ('এক দৃষ্টে চাহে সবে না করে নিমিষ': বি. গু. নিমেষহীন নয়নে); 2 চোখের পাতা ফেলতে যেটুকু সময় লাগে (নিমিষে নিমিষে); 3 (আল.) মুহূর্তকাল ('নিমিষের তরে নিয়েছি মা দেখে': রবীন্দ্র)। [সং. নি + √ মিষ্ + অ]। এক নিমেষে ক্রি-বিণ. মুহূর্তের মধ্যে (এক নিমেষে ব্যাপারটা ঘটে গেল)। 98)
নুড়ি
(p. 475) nuḍ়i বি. ছোট পাথর; পাথরের ছোট টুকরো। [ বাং. নোড়া]। 112)
নগদ
(p. 444) nagada বি. 1 ক্রয় করার সময় হাতে হাতে যে মূল্য দিতে হয়, রোক (নগদে কিনেছি); 2 খুচরো বা কাঁচা টাকা অর্থাত্ যে টাকা চেকে আবদ্ধ নয়, cash (নগদ কী আছে বার করো)। বিণ. হাতে হাতে প্রদেয় (নগদ টাকা, নগদ দামে কেনা, নগদ কারবার)। [আ. নক্দ্]। নগদ বিদায় বি. কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পারিশ্রমিক দেওয়া। নগদা বিণ. 1 সঙ্গে সঙ্গে দিতে হয় এমন (নগদা দাম); 2 দেনা-পাওনা সঙ্গে সঙ্গে মেটানো হয় এমন (নগদা কারবার); 3 সঙ্গে সঙ্গে মজুরি বা পারিশ্রমিক নেয় এমন (নগদা মজুর)। নগদা-নগদি বিণ. নগদে লেনদেন হয় এমন। ক্রি-বিণ. নগদে (নগদানগদি মিটিয়ে দেয়)। নগদি বি. 1 পাইক, বরকন্দাজ; 2 জমিদারের প্রাপ্য খাজনা নগদে আদায়কারী কর্মচারী। 10)
নিকড়িয়া, (কথ্য) নিকড়ে
নারায়ণ
নিদেশ
(p. 461) nidēśa বি. 1 আদেশ; 2 নির্দেশ; 3 উক্তি। [সং. নি + √ দিশ্ + অ]। ̃ পত্র বি. কোনো বিষয়ে নির্দেশসংবলিত লিপি বা পত্র, directive (স.প.)। নিদিষ্ট বিণ. আদিষ্ট; নির্দিষ্ট; উক্ত। নিদেষ্টা (-ষ্টৃ) বিণ. আদেশকারী, নির্দেশকারী। 27)
নাগরিক
নিবিষ্ট
(p. 461) nibiṣṭa বিণ. 1 গভীর মনোযোগযুক্ত, একাগ্র, অভিনিবেশযুক্ত (নিবিষ্ট মনে চিন্তা করা); 2 মগ্ন (ধ্যাননিবিষ্ট); 3 বিন্যস্ত; 4 প্রবিষ্ট (মনকে নিবিষ্ট করা)। [সং. নি + √ বিশ্ + ত]। স্ত্রী. নিবিষ্টা। বি. ̃ তা। 76)
নেতৃত্ব
(p. 479) nētṛtba দ্র নেতা1। 26)
নির্বাক
(p. 468) nirbāka (-র্বাচ্) বিণ. 1 বাক্যহীন, মূক, নীরব (নির্বাক থাকা, নির্বাক চিত্র); 2 হতবাক (এসব দেখে সে নির্বাক হয়ে গেল)। [সং. নির্ + বাচ্]। নির্বাক চিত্র বি. আগেকার যুগের যে চলচ্চিত্রে অভিনেতাদের কথা শোনা যেত না। 86)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074207
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768696
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366104
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721066
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698068
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594655
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545193
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542307

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন