Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পঞ্চা-শত্ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  পঞ্চা-শত্ এর বাংলা অর্থ হলো -

(p. 484) pañcā-śat বি. বিণ. 5 সংখ্যা বা সংখ্যক।
[সং. পঞ্চন্ + দশন্ (নি.)]।
পঞ্চাশত্তম বিণ. 5 সংখ্যক।
স্ত্রী. পঞ্চাশত্তমী।
32)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


প্রবীণ
(p. 548) prabīṇa বিণ. 1 বৃদ্ধ; 2 বিজ্ঞ, বহুদর্শী; 3 নিপুণ; 4 আনন্দিত, প্রফুল্ল ('দুঃখী দেখে দ্রবিণ প্রবীণ চিত হয়')। [সং. প্র + √ বীণি + অ]। স্ত্রী. প্রবীণা। বি. ̃ তা, ̃ ত্ব। 10)
পুষ্প
(p. 526) puṣpa বি. 1 ফুল, কুসুম (পুষ্পমালা); 2 স্ত্রীরজ; 3 চোখের রোগবিশেষ। [সং. √ পুষ্প্ + অ]। ̃ ক বি. আকাশগামী পৌরাণিক রথবিশেষ; কুবেরের রথ। ̃ কেতন, ̃ কেতু, ̃ ধন্বা (ন্বন্) বি. কামদেব, মদন, কন্দর্প। ̃ চাপ, ̃ ধনু (-নুস্) বি. 1 ফুল দিয়ে তৈরি কামদেবের ধনুক; 2 কামদেব। ̃ জ বি. ফুলের রস বা সার; ফুলের মধু। ̃ জীবী (-বিন্) বিণ. বি. ফুলব্যবসায়ী; মালী; মালাকার। ̃ দ্রব বি. ফুলের মধু, পুষ্পজ। ̃ ধনু - পুষ্পাচাপ -এর অনুরূপ। ̃ ধন্বা বি. যার ধনুক পুষ্পদ্বারা গঠিত, কামদেব। ̃ নির্যাস বি. ফুলের রস বা এসেন্স; ফুলের মধু। ̃ পাত্র বি. (প্রধানত) ফুল রাখার থালা। ̃ বতী বিণ. (স্ত্রী.) রজস্বলা, ঋতুমতী। ̃ বাণ বি. ফুল দিয়ে নির্মিত কামদেবের বাণ বা তির। ̃ বৃষ্টি বি. উপর থেকে পুষ্পবর্ষণ। ̃ ভূষণ বি. ফুল দিয়ে তৈরি অলংকার, ফুলের গহনা। ̃ মধু বি. ফুলের মধু, পুষ্পজ। ̃ মাস বি. চৈত্র মাস; বসন্ত ঋতু। ̃ রজ, ̃ রেণু বি. ফুলের রেণু বা পরাগ। ̃ রথ বি. পুষ্পক। ̃ রস বি. ফুলের মধু। ̃ রাগ, ̃ রাজ বি. পোখরাজ, পদ্মরাগমণি। ̃ শর বি. পুষ্পবাণ। ̃ সার বি. ফুলের রস। ̃ স্তবক বি. ফুলের তোড়া। পুষ্পাজীব বিণ. বি. পুষ্পজীবী, মালাকার। পুষ্পাঞ্জলি বি. দেবতাকে নিবেদন করার জন্য অঞ্জলিপূর্ণ ফূল। পুষ্পাধার বি. ফুল রাখার পাত্র; ফুলদানি। পুষ্পাভরণ বি. ফুলের গহনা। পুষ্পাসব বি. ফুলের মধু। পুষ্পাসার বি. পুষ্পবৃষ্টি। পুষ্পিকা বি. গ্রন্হের শেষে বা প্রত্যেক অধ্যায়ের শেষে প্রদত্ত বিষয়বস্তুর পরিচয়; ভণিতা। পুষ্পিতা বিণ. ফুল ধরেছে এমন, কুসুমিত। পুষ্পিতা বিণ. (স্ত্রী.) 1 কুসুমিতা (পুষ্পিতা লতা); 2 ঋতুমতী (পুষ্পিতা কন্যা)। পুষ্পোদ্যান বি. ফুলের বাগান। 87)
প্রাপণ
(p. 554) prāpaṇa বি. 1 পাওয়া, প্রাপ্তি। [সং. প্র + √ আপ্ + অন]; 2 পাওয়ানো। [সং. প্র +√ আপ্ + ণিচ্ + অন]। 53)
পুয়া, পুয়ানো
(p. 526) puẏā, puẏānō যথাক্রমে পোহা ও পোহানো -র কথ্য রূপ। 14)
পোষাক, পোষাকি
পচন1
(p. 484) pacana1 বি. 1 পাক করা, রন্ধন; 2 পরিপাক, হজম। [সং. √ পচ্ + অন]। 14)
পরে1
(p. 502) parē1 ক্রি-বিণ. 1 পিছনে, পশ্চাতে (সে পরে আসছে); 2 অনন্তর, অতঃপর (পরে সেখানে গেলাম); 3 ভবিষ্যতে (পরে মজা টের পাবে); 4 কোনো ঘটনা সম্পন্ন বা শেষ হয়ে গেলে (ট্রেন ছাড়ার পরে সে স্টেশনে গেছে)। [সং. পর3 + বাং. এ]। পরে-পরে ক্রি-বিণ. একটির পর একটি করে (পরে-পরে সাজানো)। 15) বি. পরাধীনতা, পরতন্ত্রতা। [সং. পরতন্ত্র + য]। 94)
পালটি1
(p. 513) pālaṭi1 বিণ. সমান বংশমর্যাদাসম্পন্ন বা বৈবাহিক সম্বন্ধ স্হাপনের উপযুক্ত (পালটি ঘরে বিয়ে দেওয়া)। [বাং. পালট + ই]। 166)
প্রাণায়াম
পট্টাবাস
পৌত্র
প্রেরণ
পুতি
(p. 523) puti দ্র পুত। 49)
পুড়া, পোড়া
(p. 523) puḍ়ā, pōḍ়ā বি. ক্রি. 1 দগ্ধ হওয়া (আগুনে পুড়েছে); 2 জ্বালা করা (রোদে বা পুড়ছে); 3 অত্যন্ত গরম হওয়া (জ্বরে গা পুড়ে যাচ্ছে); 4 অত্যন্ত সন্তপ্ত বা দুঃখিত হওয়া (মন পুড়ছে)। বিণ. দগ্ধ। [সং. √ পুট্ + বাং. আ]। [পোড়া2 দ্র]। ̃ নো বি. ক্রি. 1 দগ্ধ করা (শুকনো পাতা পোড়ানো হচ্ছে); 2 জ্বালা বা যন্ত্রণা দেওয়া; 3 অত্যন্ত গরম করা; 4 সন্তপ্ত করা বা দুঃখ দেওয়া। পুড়ানি, পোড়ানি বি. দাহ; জ্বালা; যন্ত্রণা; সন্তাপ। ̃ নিয়া, ̃ নে বিণ. দাহকর, জ্বালাময়, জ্বালাদায়ক; যন্ত্রণাদায়ক। 43)
পুরন্ত
(p. 526) puranta বিণ. 1 পরিপুষ্ট, নিটোল (পুরন্ত শরীর); 2 সম্পূর্ণ বা পূর্ণ, ভরতি হয়েছে এমন। [পুরা2 দ্র]। 20)
প্রাবেশন
(p. 554) prābēśana বি. 1 শিল্পভবন; 2 কর্মশালা, ওয়ার্কশপ। [সং. প্র + আ + √ বিশ্ + অন]। 66)
প্রশস্তি
(p. 551) praśasti বি. 1 প্রশংসা; 2 স্তুতি, স্তব (শিবের প্রশস্তি)। [সং. প্র + √ শন্স্ + তি]। 9)
প্রত্যন্ত
পৌরপিতা
(p. 534) paurapitā দ্র পৌর। 57)
পর-গাছা
(p. 488) para-gāchā বি. 1 যে গাছ বা লতা গাছের উপর জন্মায় এবং তাকে আশ্রয় করে বাঁচে 2 (আল.) অন্যের আশ্রিত ব্যক্তি। [সং. পর3 + বাং. গাছ + আ]। 111)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614709
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227919
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839817
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098886
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856846
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719464
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649142

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us