Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

প্যান-প্যান এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  প্যান-প্যান এর বাংলা অর্থ হলো -

(p. 534) pyāna-pyāna বি. নাকিকান্না বিরক্তিকর অনুনয় ইত্যাদির ভাব (সবসময় কানের কাছে প্যানপ্যান কোরো না)।
[দেশি]।
প্যান-প্যানানি বি. ঘ্যানঘ্যান; প্যানপ্যান করা।
প্যান-প্যানানো বি. ক্রি. প্যানপ্যান করা।
প্যান-পেনে বিণ. প্যানপ্যান করে এমন।
85)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


প্রতাপ
প্রেসিডেণ্ট
(p. 554) prēsiḍēṇṭa বি. 1 সভাপতি; 2 রাষ্ট্রপতি। [ইং. president]। 124)
প্রোগ্রাম
প্রাণায়াম
প্লেন2
(p. 559) plēna2 বিণ. সাদাসিধা। [ইং. plain]। 19)
পদ্ম
(p. 488) padma বি. 1 (সচ.) লাল, নীল, গোলাপি ও সাদা রঙের জলজ ফুলবিশেষ, কমল, পঙ্কজ, উত্পল 2 তন্ত্রশাস্ত্রোক্ত দেহের চক্রবিশেষ 3 দশ লক্ষ কোটি সংখ্যা বা এক কোটি মিলিয়ন। [সং. √পদ্ + ম]। ̃ .আঁখি বি. শ্রীকৃষ্ণ রামচন্দ্র। ̃ .গোখরো বি. ফণায় পদ্মচিহ্নযুক্ত গোখরো সাপ। ̃ .নাভ বি. (নাভিতে পদ্ম আছে বলে) বিষ্ণু। ̃ .নেত্র বিণ. পদ্মের মতো সুন্দর চক্ষুযুক্ত, কমললোচন। ̃ .পলাশ বি. পদ্মের পাতা বা পদ্মফুলের পাপড়ি। ̃ .পলাশলোচন বিণ. পদ্মের পাপড়ির মতো সুন্দর ও আয়ত চক্ষুবিশিষ্ট। বি. বিষ্ণু। ̃ .পাণি বিণ. 1 যার হাতে পদ্ম আছে 2 পদ্মের মতো সুন্দর ও কোমল হাতবিশিষ্ট। বি. 1 ব্রহ্মা 2 সূর্য; 3 বুদ্ধ। ̃ মুখ বি. পদ্মের মতো সুন্দর মুখ। বিণ. পদ্মের মতো সুন্দর মুখবিশিষ্ট। বিণ. (স্ত্রী.) ̃ মুখী। ̃যোনি, ̃ভূ, পদ্মোদ্ভব বি. পদ্ম (বা বিষ্ণুর নাভিপদ্ম) যার যোনি বা উত্পত্তিস্হল, ব্রহ্মা। ̃ রাগ বি. মূল্যবান মণিবিশেষ, ruby, চুনি (বি.প.)। ̃ লোচন বিণ. পদ্মের মতো চোখবিশিষ্ট। স্ত্রী. ̃ লোচনা। 53)
প্রাঙ্মুখ, প্রাঙ্মুখ
(p. 554) prāṅmukha, prāṅmukha বিণ. পূর্বদিকে (যার) মুখ রয়েছে এমন, পূর্বমুখ। [সং. প্রাক্ + মুখ]। 12)
পরি-গণন, পরি-গণনা
(p. 497) pari-gaṇana, pari-gaṇanā বি. বিশেষভাবে গণনা। [সং. পরি + গণন, গণনা]। পরি-গণিত বিণ. 1 বিশেষভাবে গণনা করা হয়েছে এমন; 2 বিবেচিত (তিনি সাধু ব্যক্তি বলে পরিগণিত)। স্ত্রী. পরি-গণিতা। 4)
প্রেমারা
(p. 554) prēmārā বি. তাসখেলাবিশেষ। [পো. primeiro]। 107)
প্রতিঘ
(p. 538) pratigha বি. 1 প্রতিবন্ধক, বাধা; 2 ক্রোধ। বিণ. প্রতিকূল (প্রতিঘ বায়ু)। [সং. প্রতি + √ হন্ + অ]। 79)
প্রভাতি, (বর্জি.) প্রভাতী
(p. 548) prabhāti, (barji.) prabhātī বিণ. প্রভাতকালীন (প্রভাতি গান)। বি. প্রভাতে গেয় সংগীত বা পাঠ্যস্তব ('এসেছিলে শুধু গাহিতে প্রভাতী': বড়াল)। [সং. প্রভাত + বাং. ই]। 30)
পর-দুঃখ
(p. 488) para-duḥkha বি. পরের দুঃখ, অন্য লোকের দুঃখ। [সং. পর3 +দুঃখ]। 130)
প্রাক্তন
পীঠ
পোঁত
(p. 533) pōn̐ta বি. মাটির নীচের অংশের পরিমাণ, প্রোথিত অংশ (বাঁশের তিন হাত পোঁত)। [বাং. √ পুঁত্ + অ]। 33)
প্রত্যক্ষ
(p. 544) pratyakṣa বিণ. 1 ইন্দ্রিয়গোচর, সাক্ষাত্, দৃশ্য (প্রত্যক্ষদেবতা); 2 ব্যক্ত, স্পষ্ট (প্রত্যক্ষ প্রমাণ); 3 সরাসরি, অপরোক্ষ (প্রত্যক্ষ কর)। বি. 1 ইন্দ্রিয়লব্ধ জ্ঞান; 2 জ্ঞানদ্বারা উপলব্ধি, দর্শন (প্রত্যক্ষগোচর)। [সং. প্রতি (=সম্মুখে) + অক্ষ (=ইন্দ্রিয়, চক্ষু)]। প্রত্যক্ষ কর বি. জনসাধারণের কাছ থেকে যে-কর সরাসরি আদায় করা হয়। ̃ কারী (-রিন্) বিণ. প্রত্যক্ষ করছে এমন; নিজেই দেখেছে এমন। ̃ গোচর বিণ. স্পষ্ট, ব্যক্ত, প্রকটিত। ̃ জ্ঞান বি. চাক্ষুষ জ্ঞান, সরাসরি ইন্দ্রিয়ের দ্বারা লব্ধ জ্ঞান। ̃ তা বি. সরাসরিভাব, সোজাসুজিভাব, অপরোক্ষতা। ̃ দর্শন বি. সাক্ষাত্ দর্শন, স্বচক্ষে দেখা। ̃ দর্শী (-র্শিন্) বিণ. প্রত্যক্ষদর্শনকারী, যে স্বচক্ষে দেখছে বা দেখেছে। প্রত্যক্ষ প্রমাণ বি. দৃষ্টির বা ইন্দ্রিয়ের গোচরীভূত প্রমাণ; চাক্ষুষ প্রমাণ। ̃ ফল বি. কারণ থেকে সরাসরি উদ্ভূত ফল অর্থাত্ যে ফলের কারণ স্পষ্ট বোঝা যায়। ̃ বাদ বি. জড়বাদ; দেহাত্মবাদ, positivism. ̃ বাদী (-দিন্) বিণ. বি. জড়বাদ বা দেহাত্মবাদ বিশ্বাসী। প্রত্যক্ষী (-ক্ষিন্) বিণ. প্রত্যক্ষকারী। প্রত্যক্ষী-কৃত বিণ. পূর্বে প্রত্যক্ষ ছিল না, এখন প্রত্যক্ষ করা হয়েছে এমন। বি. প্রত্যক্ষী-করণ। প্রত্যক্ষী-ভূত বিণ. পূর্বে প্রত্যক্ষ ছিল না, এখন প্রত্যক্ষ হয়েছে এমন। বি. প্রত্যক্ষী-ভবন। 19)
পরি-বহণ
(p. 499) pari-bahaṇa বি. 1 (মানুষ মালপত্র ইত্যাদি) বহন করে স্হানান্তরে নিয়ে যাওয়া, transport (স.প.); 2 (বিজ্ঞা.) কোনোকিছুর ভিতর দিয়ে বিদ্যুত্ তাপ প্রভৃতি সঞ্চালন, conduction (বি.প.)। [সং. পরি + বহন]। 18)
পরি-সীমা
(p. 499) pari-sīmā (-মন্) বি. 1 ইয়ত্তা, সীমা, অবধি (আনন্দের সীমাপরিসীমা নেই); 2 সমতল ক্ষেত্রের বাহুসমূহের বা চতুঃসীমার সমষ্টি, perimeter (বি.প.)। [সং. পরি + সীমা]। 86)
প্রোটেস্টাণ্ট
পদ্মাবতী
(p. 488) padmābatī বি. 1 মনসাদেবী 2 (মহাভারতে) কর্ণের পত্নী; 3 পদ্মানদী। [সং. পদ্ম + বত্ + ঈ]। 60)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2064446
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1765398
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1362190
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 719435
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 696039
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 593291
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541506
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 540153

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন