Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বেনজির এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বেনজির এর বাংলা অর্থ হলো -

(p. 633) bēnajira বিণ. 1 দৃষ্টান্তবিহীন, নজিরহীন; 2 তুলনাহীন (বেনজির খরা)।
[ফা. বে + আ. নজীর্]।
205)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বৌ, বৌদিদি
(p. 646) bau, baudidi দ্র বউ। 69)
বক্ষোপরি
বাথান
(p. 598) bāthāna বি. 1 গোশালা, খাটাল; 2 গোচারণভূমি; 3 গবাদি পশুর পাল। [ সং. বাসস্হান]। বাথানিয়া, (কথ্য) বাথানে বিণ. আসঙ্গলিপ্সু ('ষাঁড় চাঞা বুলে যেন বাথানিয়া গাই': ক.ক.)। 3)
বঞ্চন, বঞ্চনা
(p. 575) bañcana, bañcanā বি. প্রতারণা, শঠতা। [সং. √ বঞ্চ্ + ণিচ্ + অন, আ]। বঞ্চক বিণ. বি. বঞ্চনাকারী, প্রতারক, শঠ। বঞ্চনীয় বিণ. বঞ্চনার যোগ্য। বঞ্চিত বিণ. 1 প্রতারিত; 2 সুযোগ দেওয়া হয়নি এমন, সুবিবেচনা পায়নি এমন (সুযোগ থেকে বঞ্চিত); 3 অভাবে কাতর ('বঞ্চিত ক'রে বাচালে মোরে': 'কেন বঞ্চিত হব চরণে': র.সে.); 4 অনধিকারী (ও রসে বঞ্চিত)। 4)
বলা2
(p. 580) balā2 ক্রি. 1 কহা, কওয়া (কথা বলা); 2 উল্লেখ করা (তার কথা আর বোলো না); 3 জানানো, জ্ঞাপন করা (এই কথাটা তাকে বোলো); 4 অনুমতি বা সম্মতি দেওয়া (তুমি বললে তবেই যাব); 5 আদেশ বা অনুরোধ করা (তাকে আসতে বলেছি); 6 পরামর্শ মন্ত্রণা বা উপদেশ দেওয়া (এই হল অবস্হা, এখন বল আমি কী করব); 7 আহ্বান নিমন্ত্রণ বা আমন্ত্রণ করা, ডাকা (এই অনুষ্ঠানে তাঁকে বলনি?); 8 প্রকাশ করা (মনের দুঃখের কথা বলাই ভালো); 9 বর্ণনা বা বিবৃত করা (ছেলেবেলার কথা বলতে শুরু করল); 1 তিরস্কার বা নিন্দা করা (নিজের ভুল বুঝতে পেরেছে, আর কিছু বোলো না); 11 বিচার করে দেখা (অর্থ বল, মান বল, সবই বৃথা)। বি. 1 কথন; 2 উল্লেখ; 3 জ্ঞাপন; 4 বর্ণন। বিণ. বলা হয়েছে এমন (বারবার বলা গল্প)। [সং. √ বদ্ প্রাকৃ. বোল্ল √ বল্ তু. হি. বোলনা]। ̃ কওয়া, ̃ কহা বি. 1 বিশেষ করে বলা বা অনুরোধ করা (অনেক বলা-কওয়া করে রাজি করানো হয়েছে); 2 জ্ঞাপন (সেখানে যাবে তো বলছ, তা আগে থেকে বলা-কওয়া আছে?)। ̃ নো ক্রি. বি. পরকে দিয়ে বলার কাজ করানো, কওয়ানো। বিণ. উক্ত অর্থে। ̃ বলি বি. 1 কথোপকথন (আগে থেকে ওটা সম্বন্ধে একটু বলাবলি করে নেওয়াই ভালো); 2 পরস্পর কানাকানি বা মন্ত্রণা (ব্যাপারটা নিয়ে কীসব বলাবলি হচ্ছে); 3 ক্রমাগত অনুরোধ (অনেক বলাবলি করেছি, তবে রাজি হয়েছেন)। বলে-কয়ে ক্রি-বিণ. বিশেষভাবে বলে এবং অনুরোধ করে (বলে-কয়ে রাজি করানো)। 172)
বিকলা
(p. 605) bikalā বি. (জ্যামি.) কলা অর্থাত্ মিনিটের 1/6 অংশ, সেকেণ্ড, second (বি.প.)। [সং. বি + কলা]। 87)
বিহঙ্গমা
বাসক2
ব্যাস-বাক্য
বিশ্লিষ্ট
(p. 627) biśliṣṭa দ্র বিশ্লেষ। 33)
বজরা
(p. 573) bajarā বি. বড়ো এবং ধীরগামী নৌকাবিশেষ। [ইং. barge]। 62)
বেচাল
(p. 633) bēcāla বিণ. 1 মন্দ চালচলনবিশিষ্ট; 2 বেয়াড়া; 3 অসচ্চরিত্র। বি. 1 মন্দ বা বেয়াড়া চালচলন (কোনো বেচাল দেখলেই লোকটাকে ছাড়িয়ে দেব); 2 মন্দ বা বেয়াড়া চরিত্র। [ফা. বে + বাং. চাল3]। 134)
বিশাখা2
(p. 626) biśākhā2 বি. 1 রাধিকার সখীদের অন্যতম; 2 (জ্যোতিষ) সাতাশ নক্ষত্রের অন্যতম। [সং. বি + √ শাখ্ + অ + আ]। 31)
বাঁই বাঁই
(p. 590) bām̐i bām̐i বি. জোরে ঘোরার ভাব। [ধ্বন্যা.]। বাঁই বাঁই করে ক্রি-বিণ. খুব জোরে ঘুরন্ত অবস্হায় (চাকাটা বাঁই বাঁই করে ঘুরছে)। 33)
ব্রেক
(p. 652) brēka বি. গাড়ির গতি রোধ করার যন্ত্রবিশেষ (ব্রেক কষা) [ইং. brake]। 44)
বৃহদারণ্যক
বারা
(p. 602) bārā ক্রি. (প্রধানত কাব্যে) 1 নিবারণ করা, নিষেধ করা, বাধা দেওয়া ('বারিতে চাহিনি কভু'); 2 এড়ানো। [সং. √ বৃ + ণিচ্ + বাং. আ]। 23)
বৈদুষ্য
(p. 644) baiduṣya বি. বিদ্যাবত্তা। তু. বিণ. বি. স্ত্রী. বিদূষী. [সং. বিদ্বস্ + য]। 30)
বাঁশ
(p. 591) bām̐śa বি. তৃণজাতীয় লম্বা গাছবিশেষ, বেণু। [সং. বংশ]। ̃ গাড়ি বি. জমির সীমা নির্দেশ করে বাঁশের খুঁটি পোঁতা। বাঁশ দেওয়া ক্রি. বি. (কথ্য) সর্বনাশ করা; অসুবিধায় সৃষ্টি করা, বাগড়া দেওয়া। ̃ পাতা বি. 1 বাঁশের পাতার মতো পাতলা আঁশহীন মাছবিশেষ; 2 সবুজ রঙের পাখিবিশেষ। বাঁশবনে ডোম কানা বাঁশের কাজে অভ্যস্ত হয়েও ডোম যেমন বহু বাঁশের মধ্যে ভালো বাঁশ বেছে নিতে পারে না তেমনই, অসংখ্য ভালো জিনিসের মধ্যে উপযুক্ত একটি বেছে নিতে অক্ষম হওয়া; দিশাহারা। বাঁশের চেয়ে কঞ্চি দড় আসল লোকের চেয়ে তার অনুচরের কিংবা পিতার চেয়ে পুত্রের দৃঢ়তা বেশি। 29)
বটু, বটুক
(p. 575) baṭu, baṭuka বি. 1 ছোটো ছেলে; 2 ব্রাহ্মণ বালক। [সং. বট + উ, ক]। 12)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614711
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227921
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839830
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098889
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916355
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856846
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719464
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649142

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us