Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিঘত এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বিঘত এর বাংলা অর্থ হলো -

(p. 610) bighata বি. হাতের চেটো প্রসারিত করলে বৃদ্ধাঙ্গলির ডগা থেকে কনিষ্ঠার ডগা পর্যন্ত মাপ, আধহাত বা দ্বাদশ অঙ্গুলি পরিমাণ।
[প্রাকৃ. বিহত্থি সং. বিতস্তি]।
2)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বর্গী-করণ
(p. 580) bargī-karaṇa বি. বর্গে, শ্রেণিতে বা গোষ্ঠীতে বিভক্ত করা, classification. [সং. বর্গ + ঈ (চ্বি) + √ কৃ + অন]। 89)
বেদস্তুর
বার-মুখো
(p. 602) bāra-mukhō বিণ. 1 বাড়ির বাইরে বাইরে থাকতে ভালোবাসে এমন (বারমুখো ছেলে); 2 বাড়ির বাইরে রাত্রিযাপন করতে আগ্রহী এমন। [বাং. বার1 + মুখ + আ ও]। 17)
বয়ো-কনিষ্ঠ
(p. 580) baẏō-kaniṣṭha বিণ. বয়সে ছোটো। [সং. বয়স্ + কনিষ্ঠ]। 24)
বার-যোষিত্
(p. 602) bāra-yōṣit বি. বেশ্যা, বারাঙ্গনা। [সং. বার5 + যোষিত্ (নারী)]। 20)
বিপণন
(p. 618) bipaṇana বি. বিক্রয়ের জন্য বাজারে দেওয়া, বাজারে বিক্রয়ের ব্যবস্হা করা, marketing. [সং. বি + √ পণ্ + অন]।
বিকর্তন
(p. 605) bikartana বিণ. 1 ছেদনকারী; 2 বিনাশকারী। বি. সূর্য। [সং. বি + কর্তন]। 83)
বনেচর
(p. 575) banēcara দ্র বন। 79)
বাস-মতী
(p. 605) bāsa-matī বি. সুগন্ধযুক্ত চালবিশেষ। [সং. বাস3 +মতী]। 10)
বুদ্ধি
(p. 633) buddhi বি. 1 বোধ (স্বার্থবুদ্ধি, শুভবুদ্ধি); 2 বিচারশক্তি, মনের যে বৃত্তির দ্বারা সিদ্ধান্তে উপনীত হওয়া যায়; 3 জানার বা বোঝার ক্ষমতা (বুদ্ধিমান লোক); 4 মনোবৃত্তি, মতি (দুর্বুদ্ধি, পাপবুদ্ধি); 5 পরামর্শ, মন্ত্রণা (কে এমন বুদ্ধি দিল?); 6 কৌশল, ফন্দি (টাকা আদায়ের বুদ্ধি)। [সং. √ বুধ্ + তি]। বুদ্ধি খাটানো ক্রি. বি. মতলব করা, ফন্দি করা। ̃ গম্য, ̃ গ্রাহ্য বিণ. বুদ্ধি দিয়ে জানা বা বোঝা যায় এমন। ̃ চাতুর্য বি. সূক্ষ্ম বুদ্ধি, বুদ্ধিকৌশল। ̃ জীবী (-বিন্) বিণ. বি. বুদ্ধিবলে বা বুদ্ধির কাজ করে জীবিকা অর্জন করে এমন; লেখাপড়া, বিদ্যাচর্চা বা বিদ্যাদান করাই যাঁদের প্রধান বৃত্তি। বুদ্ধিতে বৃহস্পতি (দেবগুরু বৃহস্পতির মতো) অত্যন্ত বুদ্ধিমান। ̃ নাশ, ̃ ভ্রংশ, ̃ ভ্রম, ̃ লোপ বি. বুদ্ধির লোপ। ̃ বৃত্তি বি. জ্ঞানলাভের মানসিক শক্তি, বুদ্ধিরূপ শক্তি। ̃ ভ্রংশ বি. বুদ্ধিনাশ। ̃ ভ্রষ্ট বিণ. বুদ্ধিনাশ হয়েছে এমন। ̃ মত্তা বি. বুদ্ধিশলিতা, মনীষা, ধীশক্তি। ̃ মান (-মত্) বিণ. বুদ্ধিযুক্ত, জ্ঞানী; চালাক। স্ত্রী. ̃ মতী। বুদ্ধির ঢেঁকি বি. আকট বোকা, নির্বোধ লোক। ̃ শুদ্ধি বি. বিচার-বিবেচনার শক্তি। ̃ শূন্য, ̃ হীন বিণ. নির্বোধ, বোকা। 27)
বইঠা
(p. 572) biṭhā বি. নৌকার ছোটো দাঁড়বিশেষ। [সং. বহিত্র]। 7)
বন্দে
(p. 575) bandē ক্রি. (কাব্যে) 1 বন্দনা করি (বন্দেমাতরম্); 2 (বাং.) বন্দনা করে। [সং. √ বন্দ্ + এ]। 92)
বিদ্বত্-কুল
(p. 614) bidbat-kula বি. 1 পণ্ডিতের সমাজ; 2 পণ্ডিতের বংশ (বিদ্বত্কুলে তাঁর জন্ম)। [সং. বিদ্বস্ + কুল]। 32)
বড়ো2
বিগতার্তবা
(p. 605) bigatārtabā বিণ. (স্ত্রী.) যার রজঃ নিবৃত্ত বা বন্ধ হয়েছে, নিবৃত্তরজস্বা। [সং. বিগত + আর্তব (রজঃ) + আ]। 124)
বেগ2
বাচক
(p. 591) bācaka বিণ. 1 বোধক, অর্থজ্ঞাপক (গুণবাচক, ক্রিয়াবাচক); 2 পাঠক; 3 কথক। [সং. √ বচ্ + অক]। 90)
বিশ্ব
(p. 627) biśba বি. পৃথিবী ও তার বাইরের গ্রহনক্ষত্রসমন্বিত সমস্ত স্থান, ব্রহ্মাণ্ড; পৃথিবী, ভূবন, জগত্। বিণ. সর্ব, সমগ্র, যাবতীয় (বিশ্বসংসার, বিশ্বমানব)। [সং. √ বিশ্ + ব]। ̃ কবি বি. পৃথিবীর শ্রেষ্ঠ বা অন্যতম শ্রেষ্ঠ কবি, যে কবির কাব্য সমগ্র পৃথিবীর সমাদরের যোগ্য। &tilde ; কর্মা (-র্মন্) বি. দেবশিল্পী, যাবতীয় শিল্পের অধিদেবতা। &tilde ; কেতু বি. মদন, কামদেব। ̃ কোষ, ̃ কোশ বি. পৃথিবীর সমস্ত বিষয়ের তথ্যকোষ বা অভিধান, emcyclopaedia, ̃ গ্রাসী (-সিন্) বিণ. সমগ্র পৃথিবীকে গ্রাস করতে চায় এমন (বিশ্বগ্রাসী ক্ষুধা)। ̃ চক্র বি. বিশ্বজগত্, চরাচর। ̃ চরাচর বি. স্থাবর-জঙ্গমাদিসহ মানবজাতি। ̃ জনীন বিণ. 1 পৃথিবীর সমস্ত মানুষ সম্বন্ধীয় (বিশ্বজনীন কল্যাণচিন্তা); 2 সর্বজনহিতকর। বি. যজ্ঞবিশেষ। বি. ̃ জনীনতা। ̃ জোড়া বিণ. পৃথিবীব্যাপী ('বিশ্বজোড়া ফাঁদ পেতেছ': রবীন্দ্র)। ̃ তোমুখী বিণ. সর্বতোমুখী; সর্বাত্মক (বিশ্বতোমুখী প্রতিভা)। ̃ ত্রাস বিণ. পৃথিবীর সমস্ত লোককে যে ভীত করে। ̃ দেব বি. 1 অগ্নি; 2 বিশ্বের দেবতা; 3 গণদেবতাবিশেষ। ̃ নাথ বি. 1 জগদীশ্বর; 2 মহাদেব। ̃ নিন্দুক (অপ্র.) ̃ নিন্দক বিণ. সবার বা সমস্ত বিষয়ের নিন্দাকারী, সবকিছুকেই যে নিন্দা করে। ̃ পরিক্রমা বি. সমগ্র পৃথিবী ভ্রমণ বা পরিক্রমা। ̃ পা বি. 1 জগত্পালক, পরমেশ্বর; 2 সূর্য; 3 চন্দ্র; 4 অগ্নি। ̃ পাতা (-তৃ) বিণ. বি. জগত্পালক। ̃ প্রকৃতি বি. সমগ্র বিশ্ব; বিশ্বের প্রকৃতি। ̃ প্রেম বি. সর্বজনের প্রতি সমান প্রেম বা প্রীতি। ̃ প্রেমিক বিণ. বি. বিশ্বের সকল মানুষপ্রাণীকে ভালোবাসে এমন। ̃ বকা, ̃ বকাট, ̃ বকাটে, ̃ বখা, ̃ বখাটে বিণ. যত্পরোনাস্তি ফাজিল বা বখে-যাওয়া। ̃ বাসী (-সিন্) বিণ. জগদ্বাসী, জগতে বাসকারী (বিশ্ববাসী প্রাণী)। বি. জগতের সমগ্র মানবজাতি। ̃ বিখ্যাত বিণ. সারা পৃথিবীতে খ্যাত। ̃ বিজয়ী বিণ. সমগ্র পৃথিবীকে জয়কারী। ̃ বিদ্যালয় বি. সর্বপ্রকার বিদ্যাশিক্ষার জন্য উচ্চতম প্রতিষ্ঠান, university. ̃ বিধাতা (-তৃ) বি. সৃষ্টিকর্তা, ঈশ্বর। ̃ বিমোহন, ̃ বিমোহী (-হিন্) বিণ. সমগ্র জগত্-মুগ্ধকারী। স্ত্রী. ̃ বিমোহিনী। &tilde বিশ্রুত বিণ. সারা জগতে প্রসিদ্ধ। ˜ বীক্ষা বি. সমগ্র বিশ্ব সম্পর্কে জ্ঞান বা অভিজ্ঞতা। ̃ ব্যাপী (-পিন্) বিণ. পৃথিবীর সকল স্হানে বিস্তৃত, সর্বত্র বর্তমান। ̃ ব্রহ্মাণ্ড বি. সমস্ত জগত্, ত্রিভুবন। ̃ ভাষা বি. পৃথিবীর সকল স্হানেরমানুষের মধ্যে প্রচলিত একই ভাষা ̃ ভ্রাতৃত্ব বি. পৃথিবীর সমস্ত লোকের মধ্যে ভ্রাতৃবত্ সৌহার্দ্য। ̃ মৈত্রী বি. বিশ্বের সমস্ত মানুষে মানুষে বন্ধুত্ব। ̃ ম্ভর বিণ. বি. বিশ্বকে যিনি ধারণ করেন। ̃ ম্ভরা বি. পৃথিবী। ̃ যুদ্ধ বি. সমগ্র পৃথিবী জুড়ে যুদ্ধ। ̃ রূপ, ̃ মূর্তি বি. অনন্তরূপী, যে এক দেহের মধ্যে সমস্ত পৃথিবী প্রতিফলিত হয়; বিরাটরূপী নারায়ণ, পরমেশ্বর। ̃ লোক, ̃ সংসার বি. নিখিল জগত্। ̃ শান্তি বি. পৃথিবীর সব দেশের মানুষের শান্তি। ̃ সাহিত্য বি. বিশ্বের সাহিত্য; সর্বদেশকালোপযোগী সাহিত্য। 20)
বৈপিত্র, বৈপিত্রেয়
(p. 644) baipitra, baipitrēẏa বিণ. এক মাতার গর্ভে কিন্তু ভিন্ন পিতার ঔরসে জাত। [সং. বিপিতৃ + অ, এয়]। 44)
বৈকাল
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535146
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140627
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730936
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943133
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883652
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838518
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603110

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us